জেনারেল রাইটিং 📚 দ্বায়িত্ব

in আমার বাংলা ব্লগlast year

১৪ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ

০১সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪সফর ১৪৪৫ হিজরী
শুক্রবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


Source


একজন পুরুষ মানুষকে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে অনেক কঠিন সময় পার করতে হয়। অনেক বাস্তবতার সম্মুখীন হতে হয়। বয়স যখন ১৮ থেকে ৩০ তখন অনেক প্রিয় জন এবং বন্ধুবান্ধব কে হারাতে হবে। তাদের রেখে দূরে থাকতে হবে। অনেক চিন্তা করতে হবে। কখনো ভুল চিন্তা দিয়ে ভুল সিদ্ধান্ত নিতে হবে। আবার সেই ভুল সিদ্ধান্তে অনেক ভাবে ব্যর্থতার সম্মুখীন হতে হবে। একজন দায়িত্ববান পুরুষ মানুষ মাঝে মাঝে নিজেকেই নিজে চিনতে অনেক ভুল করে। তারমধ্যে চিন্তা থাকে শুধু পরিবার এবং নিজের কিভাবে ভাল রাখা যায়। মাঝে মাঝে হতাশা একাকীত্ব বিষণ্ণতা এবং প্রিয়জনদের দেয়া কষ্টগুলো পিছু ছাড়তে চাইবে না। আপনি সবাইকে বুঝবেন। কিন্তু আপনাকে কেউ সহজে বুঝতে চাইবে না।


যাদেরকে আপনি এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসবেন আপন ভাববেন তাদের প্রয়োজনে সব সময় পাশে গিয়ে দাঁড়াবেন হঠাৎ দেখবেন এক সময় তারাই আপনাকে দূরে ঠেলে দিচ্ছে। আপনার কাছে যতদিন অর্থ থাকবে ততদিন সবাই আপনার যখনই অর্থের প্রভাবটা কমে যাবে তখন কেউই আপনার নয়। এজন্যই কথাই বলে পুরাতনের স্বার্থে আপন জন। প্রয়োজন ফুরাইলে পিছু ফিরেও দেখার সুযোগ কম।যাদেরকে আপনি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছেন। দেখবেন একসময় তারাই আপনাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে।


বর্তমান পৃথিবীটা কেমন যেন হয়ে গেছে সবাই টাকার গোলাম। যার টাকা আছে অর্থ সম্পদ আছে তার কাছে গিয়ে সবাই ভিড় জমায়। হতে পারে ব্যক্তি হিসেবে সে খারাপ। কিন্তু টাকার জন্য সবাই তাকে মৌচাকের মতো আটকে রাখে।জ্ঞানী মানুষের কদর কমপ গিয়েছে।


একজন পুরুষ মানুষকে চিন্তা করতে হয় তার পরিবারের কথা। নিজের কথা ছোট ভাই বোন থাকলে তাদের কথা।সারা জীবন গাধার মতো পরিশ্রম করে সবকিছু বিসর্জন দিয়ে তাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যায়। অথচ শেষ বয়সে দেখা যায় সে কোন কিছুই করেনি। তাকেই সবাই দোষ দিয়ে চলে। উপরের কথাগুলো এজন্যই বললাম আমার দেখা একটা ঘটনা কবে ঘটেছে।


ছোট ভাইবোনদেরকে পড়াশোনা করিয়ে মানুষের মত মানুষ ঘুরে ঘুরে তুলতে এসে আপ্রাণ চেষ্টা করেছে। এমনকি তার যৌবন বয়স পার করে ফেলেছে তবুও সে বিয়ে করেনি। ছোট ভাইয়ের চাকরি দিয়েছে বোনটার ভালো জায়গা বিয়ে দিয়েছে। অথচ সেই লোকটার কষ্টের দিন আজও শেষ হয়নি। বাবার রেখে যাওয়া যে সম্পদ ছিল সব তার কাছ থেকে ফাঁকি দিয়ে লিখে নেওয়া হয়েছে। সে এখন সরকারের দেওয়া আশ্রয় প্রকল্পের ঘরে বসবাস করছে। খুবই মানবতার জীবন যাপন করছে। মধ্যবয়স্ক পার হয়ে যাওয়ার পরে বিয়ে করেছে এখন তার এক ছেলে এক মেয়ে।


সে এখন মজুর কখনো বা অন্য বাড়িতে কাজ করে বা ভ্যান রিক্সা চালিয়ে তার পরিবারের প্রয়োজন মেটায়। অথচ তার ভাই এখন বড় চাকরি করে। বোনটা ভালো জায়গা বিয়ে হয়েছে। কেউ তার কোন খবরই নেয় না। আমার সাথে আজ সকালেই দেখা। কথাগুলো বলে হাউমাউ করে কেঁদে ফেলল।তবে এর জন্য আমার তরফ থেকে ভালোবাসা অবিরাম। সে তার দায়িত্ব পালন করতেছে সফলভাবে অথচ সে আজ খুব অবহেলিত।তবুও তার কোন অভিযোগ নেই। কতটা ভাল মনের মানুষ হলে এতটা কষ্ট পাওয়ার পরেও ভাই-বোনদের প্রতি অভিযোগ থাকে না। কথা একটাই এটা করা আমার দায়িত্ব ছিল। তাই আমি আমার দায়িত্ব ভালোভাবে পূরণ করেছি। এতে আমি অনেক খুশি।আসলে তার বাবা মায়ের রেখে যাওয়া আমানত ছোট ভাই বোন। ভালোভাবে সে তাদের বড় করতে পেরেছে এটাই নাকি তার আসল দায়িত্ব ছিল। এরকম বড় ভাই যদি আমাদের প্রত্যেকের ঘরে হত। যাহোক এই বড় ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভবিষ্যতে আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করে পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকার মত তৌফিক দান করেন।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ভাইয়া দায়িত্ব নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন। আসলে আপনার লেখা কথাগুলো সবটাই সত্যি ও বাস্তব।আমরা এ ধরনের ঘটনাগুলো অনেক জায়গা ই দেখতে পাই।আমাদের সমাজে এমন ঘটনা অহড়হ ই ঘটে।একজন মানুষ সারাজীবন দায়িত্ব পালন করে যায় পরিবারের জন্য। কিন্তু শেষ বয়সে সেই মানুষটিই নিঃস্ব।খুবই কষ্টদায়ক ব্যাপার আসলে।আপনি খুব সুন্দরভাবে আপনার লেখনীতে দায়িত্ব বিষয়টি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সম্পন্ন সত্য এবং বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছে।
পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম ধন্যবাদ।

 last year 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে। বাস্তবতা অনেকগুলো বিষয়ে আপনি তুলে ধরেছেন এই পোস্টের মাধ্যমে। সত্যি যে মানুষটা পরিশ্রম করে সবার দায়িত্ব পালন করে। সেই বৃদ্ধ বয়সে দেখা যাচ্ছে সবার কাছে বোঝা। এরকম শিক্ষা মুলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে বাস্তবতা অনেক কঠিন বাস্তব তার সাথে মেনে নিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে।
ধন্যবাদ আপনাকে

 last year 

দারুন একটি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া এই পোস্টের মাধ্যমে আপনি কিছু ছোট ছোট উদাহরণ আমাদের মাঝে শেয়ার করেছেন যেগুলো একদম চিরন্তন সত্য এবং বাস্তব। বিশেষ করে ভাই বোনদের দেখাশোনা করার পরে যখন তারা প্রতিষ্ঠিত হয়ে যায় পরবর্তীতে সেই ভাই বোন গুলো দেখাশোনা করা ভাইয়ের কোন খোঁজ খবর রাখে না তার স্থান হয় সরকারের দেওয়া ছোট্ট একটি জায়গায় এরকম ঘটনা বাংলাদেশে এমন অনেক রয়েছে যেগুলো আমার কাছে একদম নিতান্তই বাস্তব লেগেছে আপনার এই পোষ্টের সঙ্গে। আসলে কিছু কিছু দায়িত্ব আছে যেগুলো পালন করা উচিত কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে এমন অনেক মানুষ আছে যারা নিজেদেরকে নিয়ে ভাবার সময় পায় না কিন্তু দিনশেষে সেই মানুষগুলোই অনেক বেশি কষ্ট পায়। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট পড়ে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ছোট ছোট উদাহরণ এবং বাস্তব ঘটনা দিয়ে দায়িত্ব তার বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম।
পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 last year 

আপনি সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখেছেন। সত্যি ভাইয়া দ্বায়িত্ব অনেক বড় জিনিস। আসলে ভাইয়া বড় ভাই বড় ভাই।বাবার পরেই বড় ভাইয়ের স্থান। আর বেশির ভাগ ছোট ভাই বোনেরা এমন হয়। বড় ভাই কষ্ট করে মানুষ করার পরে তার চাকরি করে আর ভাইয়ের খবর নেই নি।যাইহোক ভাইয়া বাস্তবতা নিয়ে লিখেছেন।

 last year 

দায়িত্ব অনেক বড় এবং কঠিন একটি জিনিস।
ছাড় দেয়া ধৈর্য এই দুটি জিনিস না থাকলে কখনো দায়িত্ব পালন করা সম্ভব হয় না।

 last year 

খুব সুন্দর একটি বিষয় আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন। বাস্তবতা খুব কঠিন একটা জিনিস। আসলে আপনি যাকে উপকার করবেন সেই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বাস্তবতা আমাদের এটাই শিক্ষা দেয়। ধন্যবাদ ভাই সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য।

 last year 

উপকার করলে প্রতিদানে কিছু বঞ্চনা শুনতে হয় এটাই আমাদের বর্তমান পৃথিবীর নিয়ম হয়ে গিয়েছে।
তবে যে উপকার করে প্রতিনিয়ত সে কখনো এগুলোর তো রক্ষা করে না।

 last year 

ভাই এখনকার বেশিরভাগ মানুষ প্রচুর স্বার্থপর এবং অকৃতজ্ঞ হয়ে গিয়েছে। তাইতো প্রয়োজন ফুরিয়ে গেলে চোখ উল্টাতে সময় লাগে না। বর্তমানে ফ্যামিলির মানুষগুলোও কেমন হয়ে গিয়েছে। ছোট্ট স্বার্থের জন্যও পল্টি মেরে দেয়। একজন লোক সারাজীবন সংসারের ঘানি টানতে টানতে জীবনটা শেষ করে দেয়। তবুও কাছের মানুষদের কাছে ভালো হতে পারে না। কথায় কথায় বলে যে, যা করেছে এটা সবাই করে। এটা দায়িত্ব ছিলো সেজন্য করেছে। কতো সহজভাবে বলে দেয়। এটাই হচ্ছে বর্তমান যুগ। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39