বাংলা কবিতা 🗒️ কবুতর

in আমার বাংলা ব্লগlast year

১৪আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ

২৯জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১০জিলহজ, ১৪৪৪ হিজরী
বৃহস্পতিবার।
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


pigeon-747462_1280.jpg

Source


সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আশা করছি সবাই এই দিনটি ভালোভাবে উপভোগ করতে পারছেন। প্রতি সপ্তাহের ন্যায় আজও আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম ।আজ আপনাদের সাথে শেয়ার করে নেবো আমার লেখা নতুন একটি কবিতা। আজকের কবিতার মাঝে না পাওয়া ভালোবাসার কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


কবুতর

প্রতীক্ষায় আর থেকো না আমার,

আমি তো আসবো না,
থাকলো আমার কথার কবুতর,
কখনো আষাঢ়ে পেয়ে অবসর,
নিতান্তই নিতে হলে আমার খবর,
কবুতরকে জিজ্ঞেস করো নিরিবিলি,
শান্তির পাখি জানাবপ সংবাদ,
কী কী ব্যথা এবং কষ্ট গুচ্ছো।


তুমিতো রেখেছো দখল করে,
হৃদয় আমার একালা,
আর আমি তো একা একলা শূন্য হৃদয়,
কতোটুকু ক্ষত আর ক্ষতির পাহাড়,
বেদনার অনুকূলে প্রবাহিত জীবন আমার।
জানে অন্তর জামি।


নিপুণ ভাবে সন্ধান করো,
কবুতরের চঞ্চুতে-চোখে আর কোমল পালকে,
আমার বিস্তার আর নিশ্বাস,
পাখির পালকে পাবপ বিন্যাসের কারুকাজ,
কী আমার না বলা হৃদয় বাক্যগুলো,
কাঙ্ক্ষিত বুলিগুলো লেখা কবুতরের পালকে।
এখন আমি জীবন চালনায় কতো মানবিক,
জিজ্ঞেস করো ঐ অবুঝ পাখিকে ,
হয়তো সব জেনে যাবে,
আমার হয়ে কবুতর নির্ভুল জানাবে।


জানি ভুলে গেছো নিবে না আর খোজ,
তবুও প্রহর গুণি চেয়ে তেমায়,
আশায় বেঁধেছি বুক,
নয়নে ভালোবাসা অবিরাম,
লিখে গেলাম পাখির পলকে
ভুলিনি আজও!



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ভাইয়া প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের এই বিশেষ দিনে আপনি কিন্তু দারুণ কবিতা শেয়ার করেছেন। আপনার কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই সপ্তাহেও একটি দারুণ কবিতা শেয়ার করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। আপনার লেখা কবিতাটি অনেক ভালো লেগেছে ভাইয়া।

 last year 

আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপু।

 last year 

ভাইয়া প্রথমে ঈদ মোবারক জানাই আপনাকে। আজকে আপনি খুব সুন্দর একটি কবুতর কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। কবিতার মধ্যে ভালোবাসার কষ্ট খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আসলে কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে অনেক ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

প্রথমে আপনাকে ঈদ মোবারক জানাই ভাইয়া। খুব সুন্দর একটি কবুতর কবিতাটি লিখেছেন। কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও আমি কবিতা তেমন লিখতে পারি না। তবে আজকে আপনার কবিতাটি পড়ে অনেক ভালই লাগলো। কবিতার মধ্যে ভালোবাসা এবং ভালোবাসার ব্যর্থতা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা শেয়ার করার জন্য ।এবং আশা করি সামনে আরো দারুন দারুন কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বাহ খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো । কবুতরের উপমা দিয়ে প্রিয়জনের ভালোবাসার হৃদয়ের অনুভূতি গুলো চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রিয়জন না থাকলে হৃদয়ে শূন্যতা অনুভব হয়।

তুমিতো রেখেছো দখল করে,
হৃদয় আমার একালা,
আর আমি তো একা একলা শূন্য হৃদয়,
কতোটুকু ক্ষত আর ক্ষতির পাহাড়,
বেদনার অনুকূলে প্রবাহিত জীবন আমার।
জানে অন্তর জামি।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য কবিতা লেখার প্রতি।

 last year 

অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন যা পড়ে মনটা ভরে গেলো। আর আপনার কবিতার নামটিও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল কবুতর। কবিতাটার প্রত্যেকটা লাইন বেশ ভালোই উপভোগ করে পড়েছি। প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন। বলতেই হচ্ছে আপনার লেখা এই কবিতাটা একেবারে মন ছোঁয়া ছিল।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে

 last year 

একেবারে মন ছোঁয়া একটা কবিতা ছিল আপনার। কবুতর কবিতাটা অনেক সুন্দর ভাবে লিখেছেন। এবং এই কবিতাটা লেখার টপিক অসম্ভব সুন্দর ছিল। কবিতা লিখতে আমি যেমন পছন্দ করি তেমনি পড়তেও খুব ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর করে আপনি এই কবিতাটা লিখেছেন। আপনার কবিতাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আপনি এর আগেও অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছিলেন, যেগুলো পড়তে খুব ভালো লেগেছিল।

 last year 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56325.56
ETH 2374.82
USDT 1.00
SBD 2.33