পদ্মা নদীর পাড়ে একটি বিকেল।

in আমার বাংলা ব্লগ2 years ago

৩০কার্তিক , ১৪২৯ বঙ্গাব্দ

১৫নভেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
১৮রবিউস সানি , ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


1668499309063.jpg

সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের নদী ভ্রমণ এবং কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরতে চলছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।। শহরের জনজীর্ণ জীবন থেকে বের হয়ে কিছুদিনের জন্য গ্রামে এসেছি একটিও প্রশান্তির হাওয়া লাগাতে শরীরে।। তাইতো সময় পেলেই বন্ধুদের সাথে ছুটে চলছি বিভিন্ন জায়গায় মনোরম পরিবেশে ঘুরতে। গতকালকে বিকেলে গিয়েছিলাম পদ্মা নদীর পাড়ে ঘুরতে।। বিকেল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় সেখানে অতিবাহিত করেছি সেই সাথে কিছু ফটোগ্রাফিও করেছি সেগুলো নিয়েই আজ কিছু কথা বলব আপনাদের মাঝে।।


বুলবুলি পাখি 🐦

IMG_20221115_100619.jpg

IMG_20221115_100701.jpg

IMG_20221115_101143.jpg

লোকেশন:

ছোটবেলা থেকেই পদ্মা নদীর পাশে বড় হয়েছি এই পদ্মা নদীর আশপাশ এবং পদ্মা নদীর সাথে জড়িয়ে রয়েছে আমার জীবনের হাজারো মধুময় স্মৃতি। বিশেষ করে শৈশবে কাটানো বন্ধুদের সাথে সেই স্মৃতিগুলো এখনো ক্ষণে ক্ষণে মনে পড়ে। এখনো পদ্মার পাড় আছে পদ্মার পাড়ে ঘুরতে আসি কিন্তু সাথে নেই সেই শৈশবের বন্ধুগুলো। উপরের ফটোগ্রাফিতে তিনটা ফটোর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি একটি বুলবুলি পাখি এবং তার বাসার দৃশ্য। ছোটবেলায় আমার একবার মনে আছে আমি নদীর পাড় থেকে এই বুলবুলি পাখির ছানা ধরে বাসায় নিয়ে গেছিলাম। যার জন্য আম্মু আমাকে ধরে মেরেছিল এবং বলেছিল এই পাখি ছানা খুব তাড়াতাড়ি তার মায়ের কাছে দিয়ে আয়। সেই নদীর পাড় সেই পাখির বাসা কিন্তু নেই সেই ছোটবেলার দুরন্ত টা। আজ আর ধরা হয়না পাখি ভাঙ্গা হয় না বাসা। শুধু শৈশবের স্মৃতিগুলো আঁকড়ে ধরে দুই বন্ধু হাঁটছিলাম নদীর পাড় দিয়ে এবং গল্প করছিলাম।

নৌকা ⛵

IMG_20221115_100759.jpg

লোকেশন:

উপরের ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি হাতে জলে পড়ে থাকা কয়েকটা নৌকার দৃশ্য। আমরা যে নদীর পাড় দিয়ে হেঁটেছিলাম এটি হচ্ছে পদ্মা নদীর একদম কল ঘেঁষে একটি শাখা। পদ্মা নদীর পানি কমে যাওয়াতে শাখা নদীতে এখন আর পানি নেই প্রায় শুকিয়ে যাওয়ার দিকে।। কিন্তু পারাপার এবং মালামাল বহন করা যে নৌকাগুলো ছিল সেগুলো এখন এই হাঁটু জলেই বাধা রয়েছে ।

অতিথি পাখি 🐦

IMG_20221115_100857.jpg

লোকেশন:

উপরের ফটোটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এগুলা সাইবেরিয়া থেকে বাংলাদেশে আগত অতিথি পাখি।। এক সপ্তাহ হল এই পাখিগুলা এই নদীতে এসেছে।। মূলত অতিথি পাখির আগমন দেখতেই আমাদের এই ভ্রমণটা ছিল।। এখনো পাখি সব আসেনি অল্প কিছু পাখি এসেছে যা আপনারা ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন। এই পাখিগুলোর সাধারণত মাঝ নদীর মাঝ বরাবর থাকে। কুলে খুবই কম আসে ।কেননা সবসময়ই নদীর দুপাশ দিয়ে মানুষের চলাচল থাকে। সারাদিন নদী থেকে মাছ ধরে খায় আর ডাকাডাকি করে সন্ধ্যা হলে কোথায় যেন উড়ে গাছের ডালে বসে ।আবার খুব ভোরে চলে আসে নদীতে।।

মাছরাঙ্গা

IMG_20221115_100951.jpg

লোকেশন:

উপরের ছবিতে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন নদীর মাঝে একটি জালের উপরে ওত পেতে বসে আছে মাছ শিকার করার জন্য একটি মাছরাঙ্গা পাখি। শেষ বিকেল কিছু মাছ খেতে হবে তারপরে ফিরতে হবে বাসায় তাইতো সে একদম একভাবে শিকারের আশায় বসে আছে পানির দিকে তাকিয়ে।। এর পূর্বেও দেখেছি একে দুইটা মাছ ধরতে কিন্তু সেই মুহূর্তের ফটোগ্রাফি করতে পারেনি।।

আকাশের টিপ

IMG_20221115_101040.jpg

লোকেশন:

সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা নদীর মধ্যে অবস্থান করতেছিলাম। নদীর মধ্য থেকে সূর্য বরাবর ক্যামেরা ধরতে ক্যামেরার সামনে ভেসে ওঠে একটি প্রাকৃতির সূর্য। যেটা কিনা দেখতে মনে হচ্ছে আকাশের কপালে পোড়ানো। দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগতেছিল ।এজন্য ক্যামেরা বন্ধ করে আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি আপনাদের ভালো লাগবে।

🗯️🗯️

IMG_20221115_101415.jpg

IMG_20221115_101308.jpg

লোকেশন:

সূর্য অস্ত যাওয়ার ঠিক মুহূর্ত সূর্যের আলো যখন তির্যকভাবে নদীর পানিতে পড়েছে তখন তাকিয়ে দেখতে মনে হচ্ছিল নিচ থেকে একটা সূর্য উঠছে এবং উপর থেকে একটা সূর্য উঠছে। আসলে এমন দৃশ্য বিশাল জলরাশি ঢাকা প্রান্ত ছাড়া চোখে পরা মুশকিল।। আশা করছি এমন মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের কাছে ও ভালো লাগবে।।

ঘোর সন্ধ্যা

IMG_20221115_101449.jpg

IMG_20221115_101341.jpg

লোকেশন:

বিকাল ৪ঃ০০ টা থেকে একদম গোধূলি সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত নদীর পাড়ে সময়টা অতিবাহিত করেছি। শৈশবে ফেলে আসা গল্পগুলো শৈশবে কাটানোর সময় গুলো যেন বারবার মনের কোণে এসে করানোর ছিল। তাইতো দুই বন্ধু আনমনে বসে কত গল্পই না করলাম নদীর পাড়ে।। গতকালকের আকাশটা অনেক পরিষ্কার ছিল যার জন্য সূর্য ডোবার পরে পশ্চিম আকাশটা রক্তিম হয়েছিল। গোধূলির আলো টা ছিল অনেকটা সময় তাইতো ঘোর সন্ধ্যায়ও ফটোগ্রাফি করে রেখেছিলাম। জীবনের অনেক স্মৃতি জীবনের অনেক কথা বন্ধুদের সাথে পদ্মা নদীর পাড়ে কাটানো অনেক সময় মনে পড়ছিল ক্ষণে ক্ষণে।। যাহোক শহরের জীবন থেকে একটি গ্রাম্য পরিবেশে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করলাম।। আশা করছি আমার আজকের কাটানোর সময় এবং ফটোগ্রাফি গুলা আপনাদের কাছেও ভালো লাগবে।।

ডিভাইসঃ CANON 600D



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

ফটোগ্রাফি করতে আমারও খুব ভালো লাগে। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে পদ্মা নদীর পাড়ের নানা দৃশ্য ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে সূর্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছিলাম আমার মত করে কিছু ফটোগ্রাফির মাধ্যমে পদ্মার পাড়ের সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরে আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন।।

 2 years ago 

ভাইয়া দারুণ দারুণ ছবি তুলেছেন। এক কথায় অসাধারণ বললেও কম হয়। কোনটা ছেড়ে কোনটা বলবো সব কটাই অসাধারণ। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর সুন্দর ছবি আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য।

 2 years ago 

আপনার গোছালো মন্তব্যটি পেয়ে খুবই খুশি হলাম। আসলে ছোটবেলা থেকে কবিতা লিখা এবং ছবি তোলার প্রতি আমার অন্যরকম একটি ভালবাসা রয়েছে তাইতো প্রতিনিয়তই কবিতা এবং ফটোগ্রাফি করে চলি।।

 2 years ago 

এক কথায় অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি। কোন ফটোগ্রাফি বাদ দিয়ে কোনটা প্রশংসা করব বুঝতে পারছি না। এক জন ভালো প্রফেশনাল ফটোগ্রাফারের পক্ষে সম্ভব এত সুন্দর ফটোগ্রাফি করা। পদ্মার পাড়ের হাজার স্মৃতির কথা মনে পড়ে গেল বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে। ছোটবেলায় বুলবুলি ছানা ধরে নিয়ে যাওয়ার কারণে আপনার মা মেরেছিলো। আসলে ভাইয়া আমাদের ছোটবেলার শৈশব কতই না মধুর ছিল। আমাদের মাঝে আপনার অনুভূতিগুলো এবং ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

শৈশবের স্মৃতিগুলো সব সময় অনেক আনন্দময় এবং অনেক মধুর এবং অনেক স্মৃতি বিজড়িত।। আসলে সেই পদ্মার পাড় সেই পাখিগুলো আর সেই পাখির বাসা গুলো এখনো আছে কিন্তু নেই শুধু আমার সাথে চলার মত বন্ধু।।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্যে বড় হয়েছেন আর এই জন্যই আপনার মনটা এত সুন্দর 😜
নদীর পারে থাকা সৌন্দর্যগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া বিশেষ করে শেষ বেলায় সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

প্রতিনিয়ত চেষ্টা করি বন্ধুদের সাথে কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার সেই সাথে কিছু ফটোগ্রাফি তো সাথে থাকে আজকের ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে

 2 years ago 

চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। কোনটি ছেড়ে কোনটি ভালো বলবো বুঝতে পারছি না। পদ্মার পাড়ে আপনার হাজারো স্মৃতি জেনে ভালো লাগল। প্রাকৃতির সাথে সুন্দর সময় কাটিয়েছে। সব মিলিয়ে চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সবগুলা ফটোগ্রাফি দেখে খুব সুন্দর এবং গোছালো একটি মন্তব্য করেছেন সত্যি আপনার মন্তব্যটি পড়ে মনে হচ্ছে আমার ফটোগ্রাফি পোস্টটি সার্থক হয়েছে।।। ধন্যবাদ আপনাকে সবসময় সুন্দর মন্তব্য করে উৎসাহ করার জন্য।।

 2 years ago 

ভাইয়া গ্রামে যেয়ে খুব সুন্দর সুন্দর ছবি তোলেছেন তো। আমি গত দুইদিন আগে আমার রান্নাঘরের জানালা দিয়ে বুলবুলি পাখি দেখেছিলাম।সন্ধ্যার ছবিগুলো দেখতে বেশ দারুন লাগছে।আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন।ধন্যবাদ

 2 years ago 

বুলবুলি পাখি আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে ছোট্ট কিউট সানা গুলা আরো ভালো লাগে আমি তো ছোটবেলায় মাঝে মাঝে ছানা ধরে নিয়ে বাড়ি আসতাম এর জন্য অবশ্য মার খেয়েছি মার কাছে

প্রত্যেকটা ফটোগ্রাফি আসলে এত সুন্দর হয়েছে যে কোনটা রেখে কোনটার প্রশংসা করব সেটাই বুঝতে পারছি না। বেশ কিছুকাল পর অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।🙂🙂

 2 years ago 

প্রতিনিয়তই আমাকে উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।। ফটোগ্রাফি গুলা আপনার কাছে অত্যন্ত ভালো লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম।।

 2 years ago 

পদ্মার পাড়ের দৃশ্য গুলো সত্যিই অসাধারণ হয়েছে। প্রত্যেকটা ছবি প্রফেশনাল মানের হয়েছে। দেখেই মনে হচ্ছে যেন জায়গাটি দেখার জন্য ছুটে যাই, অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই।।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু পদ্মার পাড়ের দৃশ্য গুলো আসলে অনেক অসাধারণ ছোটবেলা থেকেই এই পদ্মার পাড়ে এলোমেলোভাবে ঘুরেছি এবং কত ফটোগ্রাফি করেছে তার একটি অংশবিশেষ আপনাদের মাঝে আজ শেয়ার করেছিলাম।।

 2 years ago 

পদ্মার পাড়ে সন্ধার প্রকৃতি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। ইচ্ছা করছে পদ্মার পাড়ে ঘুরতে যেতে। আসলে সন্ধ্যা বেলায় প্রকৃতি এত সুন্দর রূপ ধারণ করে দেখলে চোখ জুড়িয়ে যায়। আর আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে যেন রং তুলিতে আঁকা রঙিন প্রকৃতি। সত্যি ভাইয়া আপনি দারুন ফটোগ্রাফি করেন।

 2 years ago 

পদ্মার পাড়ের গোধূলি লগ্নের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন আসলে যে কেউ এরকম সুন্দর পরিবেশে যদি সূর্য অস্ত যাওয়া দেখে সেই মুগ্ধ হয়ে যাবে আমি তো প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাই তাইতো প্রতিনিয়ত সময় কাটানোর জন্য চলে যায় পদ্মার পাড়ে।।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68152.98
ETH 3536.22
USDT 1.00
SBD 2.86