কাঠের তৈরি আলোকচিত্র (beneficiary 10% @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

৭আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

২৩ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ
১৫রা সফর, ১৪৪৩ হিজর
বৃহস্পতিবার
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


১.

IMG_20210923_105830.jpg

গরুর গাড়ি হল দুই চাকাবিশিষ্ট গরু বা বলদে টানা একপ্রকার যান বিশেষ। এই যানে সাধারণত একটি মাত্র অক্ষের সাথে চাকা দুটি যুক্ত থাকে। সামনের দিকে একটি জোয়ালের সাথে দুটি গরু বা বলদ জুতে এই গাড়ি টানা হয়। সাধারণত চালক বসেন গাড়ির সামনের দিকে। তাঁর পিছনে বসেন যাত্রীরা। বিভিন্ন মালপত্র বহন করা হয় তারও পিছনের দিকে। বিভিন্ন কৃষিজাত দ্রব্য ও ফসল বহনের কাজে গরুর গাড়ির প্রচলন যথেষ্টই ব্যাপক। গ্রাম বাংলায় ঐতিহ্যগতভাবে গরুর গাড়ি কিছুদিন আগে পর্যন্তও যাতায়াত ও মালবহনের কাজে প্রভূত পরিমানে ব্যবহৃত হত। তবে বর্তমানে নানাধরনের মোটরচালিত যানের আধিক্যর কারণে অপেক্ষাকৃত ধীর গতির এই যানটির ব্যবহার অনেক কমে এসেছে।


২.

IMG_9150.JPG

IMG_9149.JPG

উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন ছই যুক্ত ডিঙি ⛵ নৌকা।
নৌকা বা নাও এক ধরনের জলযান যা জাহাজের থেকে ছোট। পৃথিবীর অনেক দেশে নৌকা ক্রীড়াএবং প্রমোদ-ভ্রমণের জন্য ব্যবহৃত হলেও বাংলাদেশ-সহ বিশ্বের অনেক দেশে নৌকা এখনও স্থানীয় যাতায়াতের অন্যতম মাধ্যম। এছাড়া পণ্য পরিবহনের জন্যও এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্ষাকালে এর প্রচুর ব্যবহার হয়। নৌকার চালককে বলা হয় মাঝি


৩.

IMG_9152.JPG

পালকি মানুষ বহনের একটি ঐতিহ্যবাহী প্রাচীন বাহন। এই বাহনে ১ বা ২ জন যাত্রী নিয়ে ২, ৪ বা ৮ জন বাহক এটিকে কাঁধে তুলে একস্থান থেকে অন্য স্থানে যায়।পালকি এখন শুধুই স্মৃতি এখন আর দেখা যায় না।


৪.

IMG_9157.JPG

একতারা বাজাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন কিছু একতারার ছবি আর এই একতারা দেখলে তার কথা মনে হলে আপনাকে মনে করতে হবে কুষ্টিয়ার বিখ্যাত লালন ফকিরের কথা তার গানের সুর তোলার একমাত্র মাধ্যম ছিল এই একতারা।এখন আর দেখা যায় না সেই একতারা বাজিয়ে গানের দৃশ্য সবই এখন বিলুপ্ত।


৫.

IMG_9154.JPG

উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন দুইটা বড় হরিণ এবং সাথে দুইটা বাচ্চা হরিণ বাচ্চা তার মায়ের কাছ থেকে দুধ পান করতেছে


৬.

IMG_9155.JPG

IMG_9156.JPG

উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন কাঠের তৈরি সারস পাখি।


৭.

IMG_9170.JPG

উপরের ছবিটা আপনি দেখতে পাচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাঠের তৈরি মূর্তি।


লোকেশন:

https://w3w.co///sightseers.locator.continents


ডিভাইস ঃ redmi


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আসলে কাঠের তৈরি আলোকচিত্রের পালকি আগেকার সময় এটি খুব জনপ্রিয় একটি জিনিস ছিল। বিয়ের সময় দেখা যেত আগেকার সময়। আর এখন দেখা যায় না আপনি খুব আগেকার জিনিসের চিত্র তুলে ধরেছেন এবং গুণগত বর্ণনা দিয়েছেন অনেক ভালো লাগলো

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

অসাধারণ একটি পোস্ট করেছেন ভাই।কাঠের তৈরি অনেকগুলো জিনিস আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

জিনিস গুলো আজ আমাদের কাছে মৃত পাই। এগুলো সচরাচর অতটা আমাদের চোখে পড়ে না। কাঠের এই শিল্পগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য এবং আমার বাংলা ব্লগে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।😍😍😍😍

 3 years ago 

ভাই আপনার হাতে না জাদু আছে কি অসাধারণ ফটোগ্রাফি ব্লক করলেন। দেখলেই মনটা জুড়িয়ে যায়। তার মধ্যে আবার কাঠ দিয়ে বানানো আলোকচিত্র। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
😍😍😍😍

 3 years ago 

অসাধারণ মনোমুগ্ধকর ফটোগ্রাফি করেছেন ভাই,খুবই ভালো লেগেছে আমার কাছে,সেই সাথে আপনার উপস্থাপনাও বেশ ভালো,শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

কাঠ দিয়ে তৈরি অনেক চিত্রের সুন্দর আলোকচিত্র করেছেন।ভালো লেগেছে সব গুলো।শুভ কামনা আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ

অসাধারণ মনোমুগ্ধকর ফটোগ্রাফি করেছেন ভাইয়া।কাঠ দিয়ে তৈরি অনেক চিত্রের সুন্দর আলোকচিত্র করেছেন।শুভেচ্ছা ও অভিন্দন ভাইয়া।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61728.21
ETH 2680.80
USDT 1.00
SBD 2.56