রেসিপি🍲 স্পেশাল দেশী মুরগীর মাংসের ঝোল😋😋

in আমার বাংলা ব্লগ2 years ago

১৬আষাঢ় , ১৪২৯ বঙ্গাব্দ

০১ জুলাই , ২০২২ খ্রিস্টাব্দ
৩০ জ্বিলকদ, ১৪৪৩ হিজরী
শুক্রবার
বর্ষাকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


👨‍🍳🍲😋

1656592988165.jpg

প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভাল আছেন ❤️সকাল সকাল প্রস্তুত করে ফেললাম দেশি মুরগির মাংসের স্পেশাল রেসিপি। সাপ্তাহিক ছুটির দিন বলে কথা একটু স্পেশাল খাবার না খেলে কেমন হয়ে যায়। গতকালকেই মাংস প্রস্তুত করে ফ্রিজে রাখা ছিল। আজকে শুধু বের করে রেসিপিটি প্রস্তুত করেছি। রেসিপিটি দেখতেও যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। তাহলে চলুন এবার রন্ধন প্রণালী শুরু করা যাক।👇

উপকরণপরিমাণ
মুরগির মাংস১ কেজি।
পিয়াজ,মরিচপরিমাণমতো।
আদা,রসুনপরিমাণমতো।
আলু ছোট৬ টা।
মরিচের গুঁড়ো৫ চা চামচ।
ধনিয়া,হলুদের গুড়া২চা চামচ।
তেল ⛽পরিমাণমতো।
লবণস্বাদমতো।
এলাস,জিরা,দারদিনিপরিমাণমতো।
মাংসের মসলা৩চা চামচ।

👨‍🍳

1656592567057.jpg

রেসিপিটি প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে প্রথমে আমি পেঁয়াজ মরিচ এবং রসুন কুচি করে কেটে ভ্যানিশ করে নিয়েছি। তারপরে কিছু আলু টুকরা করে কেটে নিয়েছি। এবং মাংস ভালোমতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি।

👨‍🍳

IMG_20220630_175815.jpg

প্রথমে আলাদা একটি করাইতে হালকা পরিমাণ তেল দিয়ে তেলটি গরম হলে তার মধ্যে পূর্বে প্রস্তুত করে রাখা আলুর টুকরা গুলা দিয়ে হালকা করে ভাজি করে নিয়েছি।

👨‍🍳

IMG_20220630_175921.jpg

IMG_20220630_180000.jpg

এবার গ্যাসের চুলা অন করে তার উপরে করায় বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল পর্যাপ্ত পরিমাণ গরম হলে পূর্বে ভ্যানিশ করা সব ধরনের মসলা তেলের উপর দিয়েছি। এবং কয়েকটি কাঁচা মরিচ তার উপরে দিয়েছি এবং মসলা ভালোভাবে ভুনা করে নিয়েছি। যা আপনারা চিত্র লক্ষ্য করলে দেখতে পাবেন।

👨‍🍳

IMG_20220630_180047.jpg

এবার কষানো মাংসের মধ্যে পূর্বের প্রস্তুত করে রাখা মাংসের টুকরাগুলা দিয়ে দেব। মসলার সাথে মাংসের টুকরাগুলো ভালোমতো কষাতে থাকবো।

👨‍🍳

IMG_20220630_181753.jpg

মসলার সাথে মাংস কষানোর এক পর্যায়ে আপনাদের সাথে দুটি ছবি শেয়ার করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মাংসের কালার চেঞ্জ হচ্ছে। এবং মসলা ও মাংসের সাথে মিশতে শুরু করেছে।

👨‍🍳

IMG_20220630_181900.jpg

মসলার মধ্যে মাংস দেওয়ার ঠিক পনের মিনিট পরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন মাংস এবং মসলা একসাথে কষানো প্রায় শেষ। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এমন অবস্থায় মাংস থেকে খুব সুন্দর গ্রান্ড বেরচ্ছিল। মশলার সালে ভুনা করা মাংস খেতে আমার খুবই ভালো লাগে 😋তাই আমি কয়েক পিস উঠিয়ে খেতে শুরু করি😋

👨‍🍳

IMG_20220630_181955.jpg

মশলার সাথে মাংস কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি পূর্বে ভাজি করে রাখা আলুর টুকরা গুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাংস এবং আলোর টুকরাগুলো একসাথে করে কিছু সময় কষাতে হবে।

😋

IMG_20220630_182041.jpg

IMG_20220630_182134.jpg

এবার কষানো মাংস এবং আলুর টুকরার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি যাতে করে আলু মাংস এবং মসলা ভালোমতো ও মিশ্রণ হয় সিদ্ধ হওয়ার মাধ্যমে। এখন মাংস যখন টগবগ করে ফুটতে থাকবে তার মধ্যে এলাচ জিরা এবং দারচিনির গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব।

👨‍🍳😋

IMG_20220630_182756.jpg

কিছু সময় পরে লবণের স্বাদটা চেক করেছি কারণ লবণের ব্যাপারে আমি খুবই সিরিয়াস। লবণ কমবেশি হলে স্বাদ নষ্ট হয়ে যায়। এবার রেসিপিটি নামানোর পালা রেসিপি থেকে এমন অবস্থায় খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল আমিও আস্তে আস্তে রেসিপি খেতে শুরু করি।

🍲😋

IMG_20220630_182849.jpg

রেসিপি প্রস্তুত প্রণালী শেষ হয়ে গেলে আলাদা পাত্রে ঢেলে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করেছি। আমি এবং আমার রুমমেট অল্প সময়ের মধ্যেই রেসিপিটি বস্তুর করতে সক্ষম হয়েছি। আসলে ছুটির দিন বলে কথা বিকেলে একটু ঘোরাঘুরি করতে হবে। এজন্য রান্না করার কাজটা সকালেই শেষ করে দেই। নিজে হাতে ইচ্ছামতো প্রস্তুত করার রেসিপি বলে কথা। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। আশা করছি আমার প্রস্তুত করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

মুরগির মাংস আমি একটু বেশি পছন্দ করি। আর যদি দেশি মুরগি হয় তাহলে তো কোন কথাই নেই। আসলে ব্রয়লার মুরগির চেয়ে দেশি মুরগির মাংস গুলো একটু বেশি টেস্টি হয়। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি আমাদেরকে দেখিয়েছেন। তাছাড়া দেখেই তো আমার খেতে ইচ্ছে করতেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে।

 2 years ago 

আপনার মত আমিও মুরগির মাংস খেতে একটু বেশিই পছন্দ করি তাই তো মাঝেমধ্যেই মুরগির মাংসের রেসিপি প্রস্তুত করে খেয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে

 2 years ago 
 2 years ago 

দেশি মুরগির মাংসের যে কি স্বাদ সেটা আর বলে বোঝানো দরকার নেই। তবে ইদানিং দেশি মুরগির উৎপাদন খুবই কমে গেছে। আর দামও অনেক বেশি। ঝাল করে রান্না করা আপনার রেসিপিটি অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া দেশি মুরগির মাংসের যে সাদ সেটা সবাই জানে ধন্যবাদ আপনাকে রেসিপিটি পর্যবেক্ষণ করে খুব সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য

 2 years ago 

দেশি মুরগির মাংস খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির মাংসের স্বাদ অনেক বেশি। আপনার মুরগির মাংসের রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন আপু অন্যান্য মুরগির মাংসের তুলনায় দেশি মুরগির মাংসের স্বাদ টা একটু বেশি হয়ে থাকে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ভাই বরাবরই আমার কাছে দেশি মুরগির মাংস খেতে ভীষণ ভালো লাগে। তাই প্রায় সময় দেশি মুরগির মাংসের রেসিপি তৈরি করে থাকি। কিন্তু দেশি মুরগির বাজার চরা হওয়ার কারণে হয়তো আগের মত এই রেসিপি তৈরি করে খাওয়া হয় না।তবে চেষ্টা করি সুস্বাদু এই দেশি মুরগির মাংসের স্বাদ গ্রহণ করার, আপনার তৈরি সুস্বাদু স্পেশাল দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি দেখে খুবই খাবার লোভ হচ্ছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

দেশি মুরগির মাংস আপনার সব থেকে বেশি ফেভারেট জেনে সত্যি অনেক ভালো লাগলো কারণ দেশি মুরগির মাংস খেতে আমারও অনেক ভালো লাগে তাই তো দেশি মুরগির মাংসের রেসিপি প্রস্তুত করে আপনাদের মাঝে তুলে ধরলাম ধন্যবাদ আপনাকে

 2 years ago 

দেশি মুরগির মাংস অন্যান্য মুরগির চেয়ে একটু বেশি সুস্বাদু হয়। আর দেশি মুরগির মাংসের সাথে আলু দিলে মাংসের টেস্ট অনেক বেশি মজাদার হয়। কিভাবে লোভনীয় দেশী মুরগির মাংসের রেসিপি তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে দেখিয়েছেন এবং মাংসের রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া দেশি মুরগির মাংসের মধ্যে আলু দিয়ে রেসিপি প্রস্তুত করলে রেসিপিটি আরো অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে

 2 years ago 

আলু দিয়ে দেশি মুরগি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা দেশি মুরগির ঝোল দেখে মন চাচ্ছে আপনার বাসায় দাওয়াত নেই। অনেক সুন্দর ভাবে আপনি দেশি মুরগির এই মজার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সমস্যা নাই ভাই সময় করে একদিন দাওয়াত নিয়ে চলে আসুন নগদে খাওয়াবো আপনাদেরকে বিকাশে ধন্যবাদ ভাইয়া রেসিপি সম্পর্কে মন্তব্য করার জন্য

 2 years ago 

দেশী মুরগীর মাংসের স্বাদ অসাধারণ লাগে। যা বলে শেষ করার মত নয়। আজকাল দেশী মুরগি দেখাই যায় না। সত্যি অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এই কথা ঠিক যে দেশে মুরগির মাংসের রেসিপি খুবই সুস্বাদু হয় আসলেই বলে শেষ করার মত নয় আমার রেসিপিটি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও তেমন মজা হয়েছিল ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ করার জন্য

 2 years ago 

দেশি মুরগির সুস্বাদু রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে, কারণ দেশি মুরগির মজা অন্যরকম, সত্যিই আপনার উপস্থাপন ও পরিবেশনের ভালো লেগেছে, শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনাদের জন্য একবাটি পরিবেশন করে রাখছি বেশি খেতে ইচ্ছা করলে সেখান থেকে একটু খেয়ে নেন ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদানের জন্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63799.64
ETH 3130.40
USDT 1.00
SBD 3.97