আবেগের কবিতা 🫶🫶 জীবন অঙ্ক 🫶🫶

in আমার বাংলা ব্লগ2 years ago

০৪অগ্রায়ন , ১৪২৮ বঙ্গাব্দ

১৯অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
২২রবিউল সানি , ১৪৪৩ হিজরী


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


mathematics-1509559__480.jpg

Source


আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের কবিতা পোস্ট শুরু করছি। আমার আজকের কবিতার বিষয় জীবন অঙ্কআমার কবিতার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি একজন বালক এবং বালিকার প্রেমের কিছু বাস্তব চিত্র। এখানে বালক বালিকাকে প্রচন্ডভাবে ভালবাসে। এবং প্রতিনিয়ত তার ভালোবাসার প্রমাণ দিতে থাকে বালিকার কাছে। কিন্তু বালিকা তার প্রেমের কোন মূল্যায়নই করে না। দিনশেষে বালকের প্রেমের অংকে ভাগশেষ রয়ে যায় সবটুকু। প্রেম করে কারোর জীবনের অংক পরিপূর্ণতা পায়। আবার একই কারণে কারোর জীবনের অংকে সবটুকুই ভাগশেষ রয়ে যায়।।


জীবন অঙ্ক

বালিকার চোখে ছিল জটিল অঙ্ক...

আর আমি বালক ছিলাম অঙ্কে কাঁচা ।
সরল চোখের সোজা অঙ্ক তাই তো অধরা।
মান অভিমান সবই বালিকার চোখে সিঁড়ি ভাঙ্গা।
প্রকৃতিও বালিকার কাছে নিছকই একটা দৃশ্য ।


বদ্ধ হৃদয়ে জাগেনা.. মেঘ বৃষ্টি রোদ্দুর মিত্ৰ৷
নীল প্রজাপ্রতির সুখ বালিকার মনে..
মেলেনা রঙ্গিন ডানা ...
বালক মনে কালো মেঘের ঝড়ো বৃষ্টি...
বরো অভিমানী প্রেম...
সবই বালকের ইচ্ছেডানায়....
জোছনার শীতলপাটিতে ভালোবাসা...
বালিকার কাছে হৃদয় যেন বাইশ্ শো স্কোয়ারফিট্।
নীল ঠাণ্ডা হৃদয়ে ক্যালোরিমিতিতে,
আছে সবার স্থান 😂😂
আর জীবনবৃত্তের ব্যাস-ব্যাসার্ধ্য মাপতেই....
বালিকার দিন ফুরিয়ে গেল।
হৃদয় আর প্রেম মিললোই না তাই ....
বালকের প্রেম...
পুরোটাই রয়ে গেল ভাগশেষ ।


জীবনের অঙ্ক মিল্লোনা😂😂
মিলায় কি হবে।
খাতা শেষ হবার আগ পর্যন্ত অঙ্ক যাবো কষে।
তাতে বালিকাকে না পাই!!
এতে বালিকার কাছে অবশ্যই পৌঁছবো ।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

কবিতা মাধ্যমে আপনি চমৎকার ভাবে বালক আর বালিকা প্রেমের কিছু বাস্তব চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। আপনার কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি লাইন সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

জীবনের অংকে ভাগ ফল শূন্য পণ্যটাই ভাগশেষ তাই তো সেই ভালোবাসাটি অংকের সাথে তুলনা করে কবিতাটি লিখলাম আপনার ভালো লেগেছে জানতে পেরে খুব খুশি হলাম।।

 2 years ago 

মনের বাসনা ও ভালোবাসার বাণী প্রিয় মানুষের নিকট পৌঁছানোর অনেক তীক্ষ্ণ প্রচেষ্টা আপনার কবিতার মাধ্যমে বুঝতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ অন্য রকম একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য প্রতিবারের ন্যায় এবারও।। সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন পোস্টে।।

 2 years ago 

জি অবশ্যই নতুন পোস্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ।

 2 years ago 

ভালবাসাকে গণিতের সাথে তুলনা 😀বেশ ভালোই বলেছেন। আসলেই ভালোবাসা অনেক জটিল এবং এটি গণিতের মতোই কিছুটা। অনেক অনেক ধন্যবাদ দারুন একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আসলে ভালোবাসার ক্যালকুলেশন অনেক জটিল। যা বড় বড় গাণিতিক ব্যাখ্যাকে আর মানিয়ে দেয়।। তাই ভাবলাম এবার দেখি অংকের সাথে তুলনা করেই জীবনের অংকটা মিলিয়ে দেখি ।তার ধারাবাহিকতায় কবিতাটি লেখা ।ধন্যবাদ আপনাকে ভালো লেগেছে।।

 2 years ago 
 2 years ago 

আহা! বালকের প্রেমটা ভাগশেষ না থেকেও পারতো! বালিকার ঠান্ডা মাথায় যে এতো প্যাচ কে জানতো! তবে ভাগ কি করেই যাবেন, বালিকাকে পাবার জন্য? কবিতাটা ভালো ছিল ভাইয়া 🌼🦋

 2 years ago 

জীবনে ভালোবাসার অংকে বালকের প্রেমে ভাগ চেষ্টা থেকেই গেল।। বালিকাটা উধাও হলেও শুধু ভাগফলটা নিয়ে বালকের কপালের কষ্টটা রয়েই গেল।।

 2 years ago 

আপনি এই কবিতাটির মাধ্যমে বালক এবং বালিকার প্রেমের অংকের কথা তুলে ধরেছেন। আপনি এই কথাটি একদম ঠিক বলেছেন যে প্রেম করে কারোর জীবনে অংক পূর্ণতা পায় আর সেই কারণে কারোর জীবনের অংক সবটুকুই ভাগ শেষ হয়ে যায়। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এই কবিতার প্রত্যেকটি লাইন বাস্তবিক কাহিনীর সাথে জড়িত।

 2 years ago 

আসলে প্রেম জিনিসটা এমন ই জীবন অংক মিলানো খুব কঠিন যার মিলে যায় তার তো খুবই সহজ।। আবার যার জীবনের অংক মেলে না ভাবতেছি রয়ে যায় দেখা যায় যে ভাগফলটা নিয়ে অন্য কেউ উধ।।

 2 years ago 

ইয়ার ফাইনালে ম্যাথে ফেল করেছি,সো এসব ম্যাথ আমার জন্য না।
ছলনাময়ী বালিকাদের ম্যাথে তো আরোই নাই আমি🤧।
তবে অংক আর প্রেমের সম্পর্ক দারুণভাবে জমিয়ে তুলেছেন।ভালো লেগেছে।

 2 years ago 

অংক প্রেম এবং জীবন তিনটা জিনিস একই সাথে মিশ্রিত আপনি যেদিকে যেদিকেই নেন না কেন অংকের সাথে মিলাতেই হবে কয় ভাগফল শূন্য না হয় ভাগশেষ সব থেকে যাবে।।

 2 years ago 

আপনার লেখার চেষ্টা দেখে বেশ ভালো লাগছে।কারণ চর্চা করতে করতেই আসলে আমরা সবাই পারফেক্ট হতে পারি।আপনার জন্যে সাজেশন থাকবে,লেখার পরিমাণ সামান্য বাড়াবেন আর কবিতার ছন্দগুলো মেলানোর ট্রাই করবেন,তা না হলে অনেকটা রিডিং এর মতো লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদানের জন্য।। চেষ্টা করে যাচ্ছি বেশি বেশি চর্চার মাধ্যমে এবং বেশি বেশি অন্যের কবিতা পড়ার মাধ্যমে নিজের লেখাকে আরো ভালো করার জন্য।।

 2 years ago 

যতদিন খাতার পৃষ্ঠা আছে ততদিন আর টেনশন কিসের অংক কষে যান।
ভাইয়া আপনার কবিতা পড়ে মনের জোস চলে আসলো একটা মেয়ে রিজেক্ট করেছে তাতে কি হয়েছে আরো দশটা মেয়েকে পটানোর চেষ্টা করব হা হা। অনেক মজা লেগেছে মাঝেমধ্যে এরকম কবিতা পড়লে ও মন ফুরফুরে হয়ে যায়।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে।। চেষ্টা করে দেখুন অংকে যদি একবার কাটাকাটি হয় তাহলে সেই অংক মেলানো খুব জটিল ভাগশেষ থাকবেই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68152.98
ETH 3536.22
USDT 1.00
SBD 2.86