ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণ 🚴

in আমার বাংলা ব্লগ5 months ago
২২ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ
০৪মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শাবান ১৪৪৫ হিজরী
সোমবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



🏄‍♂️

GridArt_20240304_191355947.jpg

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার ❤️ বুক ভরা একরাশ হতাশা নিয়ে লিখতে বসলাম আজকের পোস্ট। শ্রীলংকা এবং বাংলাদেশের খেলা দেখে শেষ পর্যায়ে সত্যি অনেক হতাশ হয়ে গেলাম। জাকির আলির দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে আসা জেগেছিল যে আজকের ম্যাচটা আমরাই জিতবো। শেষমেষ আর হলো না তাইতো বুক ভরা শুধুই হতাশা। যাইহোক এ সপ্তাহে আবারো আপনাদের মাঝে চলে আসলাম একটি ভ্রমণ পোষ্ট নিয়ে। হয়তো আমরা উপরের ফটোগ্রাফিটি দেখেই বুঝে ফেলেছি যে একটি ভ্রমণ পোস্ট সেই সাথে ঢাকা বাণিজ্য মেলার অভ্যন্তরীণ অংশ ঘুরে দেখাবো। ঢাকা বাণিজ্য মেলা ভ্রমণ করে খুব ভালো লেগেছিল আমার কাছে অনেক আইটেমের জিনিস পাতি দেখেছি সেই সাথে অনেক কিছু কিনে এনেছি। তবে সব থেকে বেশি কোয়ালিটি ফুল এবং ভালো জিনিস পেয়েছি সেনাবাহিনীর স্টলে। পাটের তৈরি অনেক জিনিস সেই সাথে তাদের আচার ব্যবহার এবং মূল্য সার্ভিস গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। তাহলে চলুন এবার পোষ্টের মূল পর্বে চলে যাই এবং ফটোগ্রাফির সাথে মেলাটা ঘুরে দেখে আসি।


🚴

IMG_20240304_190703.jpg

IMG_20240304_191023.jpg

IMG_20240304_190756.jpg

IMG_20240304_190732.jpg

মেলায় প্রবেশ করতে হলে কিন্তু টিকিট অবশ্যই দরকার। খুব করাকরি ভাবে চেক করছিল গেটে টিকিট। আমরা আমাদের মতো টিকিট দেখিয়ে প্রবেশ করলাম মেলার অভ্যন্তরে। ঢুকতেই সামনাসামনি দেখলাম অনেক বড় একটি পানির ফোয়ারা সেই সাথে নানা ধরনের সৌন্দর্য দিয়ে আশপাশ সাজানো রয়েছে। এই জায়গাতে ফটোগ্রাফার এবং ফটো তোলার জন্য সবাই খুব ব্যস্ত এবং ভিড় করে রেখেছে। এবং ডানে বামে অনেক রঙের পতাকা দিয়ে সাজানো রয়েছে। ছুটির দিন হয় মানুষের ভিড় ছিল। আমরাও ভিড় সামনে গিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে থাকলাম।


🚴🚴

IMG_20240304_190907.jpg

IMG_20240304_190820.jpg

সবাই মিলে একটি জায়গায় ভ্রমন করতে গেলে সত্যিই অনেক মজা হয়। আমরা একসাথে অনেক জনাই থাকায় খুব মজা হচ্ছিল বিভিন্নভাবে অঙ্গী ভঙ্গি এবং কথার মাধ্যমে। সবাই মিলে একসাথে ভ্রমণ হবে আর মজার খাবার দেখে খাওয়া হবে না সেটা আসলে কিভাবে হয়। খাবারের স্টোনের সামনে দিয়ে যেতেই দুই ধরনের খাবার দেখতে পাই। সানরাইজ চিকেন জাতীয় খাবার এবং আইসক্রিম। সবার মধ্যে থেকে দু গ্রুপ হয়ে দুদিকে টানাটানি চলছিল কেউ বলছে ওটা খাব। এতগুলো মানুষের মধ্যে মতের অমিল হওয়াটাই স্বাভাবিক। আমাদের মধ্যে কাউসার ভাই নামে একজন বড় ভাই ছিল শেষ আমরা তার ডিসিশন মেনে নেই। সে বলল দুইটাই খাব আগে এগুলো খেয়ে তারপরে আইসক্রিম খাবো। আমরা ঠিক সেটাই করলাম প্রথমে বার্গার চিকেন খেয়ে তারপরে আইসক্রিম খেয়ে আবার অন্য স্টল গুলো ভিজিট করা শুরু করলাম।


🚴🚴

IMG_20240304_191042.jpg

IMG_20240304_190855.jpg

IMG_20240304_190838.jpg

ঘুরতে ঘুরতে মেলার সম্পূর্ণ অংশ টাই আমরা ঘুরে দেখেছি। তবে এত ভালো লেগেছে এবং তো মজা করেছি সবাই মিলে একসাথে এত মজা হল আসলে বলে আপনাদের কে বোঝাতে পারছি না। উপরে বেশ কয়েকটি স্টলের ছবি দেখছেন এর মধ্যে পিঠা বানানো কাঠের তৈরি অন্যতম। এখানে গিয়ে ঘটেছে এক মজার কাহিনী। এক ভাই এখানে গিয়ে বলছে যে আমার একটা পিঠা বানানো মেশিন লাগবে। প্রতিদিন পিঠা খেতে চাই কিন্তু আমার ওয়াইফ এটা আমাকে বানিয়ে দেয় না।বলল ঠিক আছে নেন ।সবকিছু দেখালো কিভাবে বানাতে হবে সবকিছু। সবকিছু ফাইনাল হল। হঠাৎ করে পাশ থেকে একজন বলছে তুমি যেটা নিবা তুমি তো এখনো বিয়ে করোনি। এই কথা শুনে সবাই মিলে যে কি হাসাহাসি। আমাদের হাসাহাসি এবং মজা দেখে দোকানদার নিজেও হেসে দিয়েছে। যদিও পরে এক ভাই এই পিঠা বানানোর যন্ত্র একটা নিয়েছিল তবে মজাটা হয়েছিল সেখানে অসাধারণ। আমাদের মধ্য থেকে দু তিনজন হঠাৎ করেই শিশুদের খেলনার জায়গায় গেলে সেখানে উঠে খেলা শুরু করে। এটা দেখেও আমরা সবাই মিলে এত হাসাহাসি করেছি এবং অত মজা করেছি আসলে বলে বোঝাতে পারবো না। যাহোক এরই পরে আমরা মেলা থেকে বের হয়ে আমার হোটেলে ফেরত আসি। এরই মাধ্যমে আমার মেলা ভ্রমণ পোস্ট শেষ করছি ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 5 months ago 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খুব সুন্দর মুহূর্ত পার করেছেন । আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারলাম । আমারও খুব শখ ঢাকা গিয়ে এভাবে বাণিজ্য মেলায় দারুন সময় করার । আপনার ফটোগ্রাফির মাধ্যমে ভালো উপভোগ করেছি। পরিবেশটা জাঁকজমকপূর্ণ ছিল খুবই ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ধন্যবাদ আপনাকে ঢাকা বাণিজ্য মেলা ভ্রমণের ফটোগ্রাফি গুলো দেখে মন্তব্য করার জন্য।

 5 months ago 

ভাইয়া কমেন্টের মাধ্যমে জানতে পেরেছিলাম যে আপনি বাণিজ্য মেলায় গিয়েছেন। আপনি দিনের বেলা বাণিজ্য মেলাতে যাওয়ার কারণে দারুন দারুন ফটোগ্রাফি করতে পেরেছেন। বাণিজ্য মেলা থেকে সুন্দর ভিউ হল সামনের অংশটি। যখন ঝর্না গুলো চলে আর পতাকা গুলো উড়ে তখন দেখতে দারুণ লাগে। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া বাণিজ্য মেলায় ঢুকে দেখভিউটা অনেক ভালো লাগে দেখতে।

 5 months ago 

বাণিজ্য মেলায় বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে মেলা গেলে আমার কাছেও খুব ভালো লাগে। মেলায় কাটানো মুহূর্তগুলো সত্যিই বেশ দারুণ হয়ে থাকে। মেলাতে ঘুরে ঘুরে বেশ সুন্দর মুহূর্ত উপভোগ করা যায়। মেলাতে কাটানো কিছু মুহূর্তের অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 5 months ago 

আসলে সবাই মিলে একটি জায়গা ভ্রমন করলে কথায় কাজে অনেক মজা হয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 5 months ago 

বোঝাই যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণ করতে গিয়ে দারুণ একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। যদিও কখনো ঢাকায় বাণিজ্য মেলা বহন করতে যাওয়ার ভাগ্য হয়নি। তবে আপনার এই সুন্দর মুহূর্তটা দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে শেষের দিকের যেই গল্পটা শেয়ার করেছেন গল্পটা পড়ে আমি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। মানুষ এতটাও রসিক হতে পারে হাহাহা। ধন্যবাদ সুন্দর মুহূর্ত অতিবাহিত করার পাশাপাশি দারুন একটা গল্প শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে ওই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লেগেছিল সবাই মিলে খুব মজা করেছিলাম।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 5 months ago 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরাঘুরি করেছিলেন শুনে ভালো লেগেছে অনেক বেশি। মেলায় ঘুরাঘুরি করতে পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এইরকম জায়গায় ঘুরাঘুরি করতে। অনেক আনন্দঘন মুহূর্ত পার করেছিলেন নিশ্চয়ই, ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে। অনেক সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র দেখতে পেলাম মেলার, যেগুলো দেখে আরো বেশি ভালো লাগলো। সব মিলিয়ে আপনার পুরো পোস্টে বেশ ভালোই উপভোগ করেছি। অনেক সুন্দর করে আপনি সম্পূর্ণটা লিখেছেন যেটা অনেক বেশি ভালো লাগলো।

 5 months ago 

আমার কাছে ও এরকম জায়গা ভ্রমন করতে অনেক ভালো লাগে তাছাড়া সাথে যদি প্রিয় মানুষগুলো থাকে তাহলে তো কোন কথাই নেই।

 5 months ago 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসে দেখছি বেশ ঘোরাঘুরি করেছেন। আসলেই সবাই মিলে এক জায়গায় ভ্রমন করতে গেলে অনেক বেশি মজা হয়। এবার আর বাণিজ্য মেলা যাওয়া হয়নি আমার। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 5 months ago 

ধন্যবাদ আপনাকে ভ্রমণ পোস্টটি দেখে মন্তব্য করার জন্য।

 5 months ago 

আসলে প্রতিটি মেলায় প্রবেশ করতে হলে আগে টিকেট কাটতে হয়।বিনা টিকেটে কোন মেলায় প্রবেশ করা সম্ভব নয়। আপনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন। আপনারা বেশ কয়েকজন মানুষ একসঙ্গে মেলায় গিয়েছিলেন তাই আপনাদের অনেক বেশি মজা হয়েছিল। আপনারা মেলায় বেশ অনেক গুলো খাবার খেয়েছেন। মেলার মধ্যে অসাধারণ একটি মুহূর্ত উপভোগ করেছেন।এতো সুন্দর অভিঙ্গতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 months ago 

একদম ঠিক বলেছেন মেলার মধ্যে অসাধারণ একটি সময় অতিবাহিত করেছে সবাই মিলে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59634.64
ETH 2590.21
USDT 1.00
SBD 2.47