কথাগুলো তিক্ত হলেও বাস্তব 💔💔

in আমার বাংলা ব্লগlast year

১৯মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ

০৩ফেব্রুয়ারি , ২০২৩ খ্রিস্টাব্দ
১৭রজব, , ১৪৪৪ হিজরী
শুক্রবার ❤️❤️
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


presentation-1454403__480.webp

Source


অবহেলা কমে একটু ভালোবাসা পেলে হয়তো বিচ্ছেদ এবং আত্মহত্যার পরিমাণটা অনেকাংশই কমে যেত। এতে অবশ্য কখনো একপক্ষকে দোষারোপ করা যাবে না ছেলে এবং মেয়ে দুজনের ই দোষ থাকে। কেউ হয়তো একজনের দোষটা ভুলে অপরজনকে আপন করে নিতে পারেনা শুধুমাত্র রাগের কারণে। একটু ভাবুন তো সামান্য এই রাগের জন্য কত বড় ক্ষতি হয়ে যেতে পারে ভাঙতে পারে একটি সংসার ।নষ্ট হতে পারে কত ছোট বাচ্চার জীবন। শুধু দরকার একটু ভালো মন মানসিকতা এবং ছাড় দেওয়ার মনোভাব সুখে থাকতে হলে। তাইতো আমরা অনেকেই বলে ফেলি যে, আমি খারাপ তাই তো নিজেকে সবার থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করি। কিন্তু এটা কি কোন সমস্যার সমাধান???


গ্রাম্য ঝগড়ায় বা গ্রাম্য আদালতে যখনই দুই পক্ষের মীমাংসা হয় কোন সমস্যা নিয়ে। তখনই দেখবেন কমন একটি ডায়লগ তারা বলে।

অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের চরিত্র খারাপ।

ভালোবাসা হলো দায়িত্ব যা কখনো একা পালন করা সম্ভব নয়। সব সময় দুজনে ভাগাভাগি করে নিতে হয়। শতকরা হাসি পাচ্ছেন ছেলে বা মেয়ে যখন কেউ কাউকে ভালোবাসে পাবে কি পাবে না সেটা কিন্তু জানে না কিন্তু রোজ সৃষ্টিকর্তার কাছে চাইতে কিন্তু বলে না। এখানেই তোদের ভালোবাসা প্রকাশ পায় এতেই বোঝা যায় যে ভালোবাসা পদম মহান পবিত্র। তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পাওয়ার পরে অন্য কাউকে চায় না।


সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কিন্তু কেউ নেয় না। প্রতিশোধ আমিও নিতে পারতাম কিন্তু তুমি হাসলে তোমার টোল পরা মুখ সব থেকে বেশি সুন্দর লাগে। সব প্রতিকূলতা পাড়ি দিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারি সব কিছু ভুলতে পারি সহ্য করে নিতে পারি। কিন্তু ভালোবাসার মানুষের কাছ থেকে অল্প অবহেলাটাও সহ্য হয় না। মনে হয় যেন পাহাড় সমান কষ্ট এসে বাসা বেধেছে আমার বুকে।

এজন্যই জ্ঞানীরা বলে থাকে উঠে দাঁড়াতে একটা হাত লাগে। আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতই যথেষ্ট।


কাঁদিয়ে চলে গিয়েও বলছ ভালো থেকো। কিন্তু মনে রেখো যতটা সস্তা তুমি আমাকে ভেবেছিলে আসলে ততটা নয়। অধিকাংশ প্রেমের বিচ্ছেদের সময়ে এটি একটি কমন কথা। যে মানুষটি তোমাকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল তাকেই কিনা তুমি ভালো থাকার দোয়া করে গেলে। আসলে এটা উপহাস ছাড়া আর কিছুই না। অনেক আগে আমি একটা বইতে পড়েছিলাম

আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের উপর আমরা অন্ধ ভাবে বিশ্বাস করি।

সব থেকে বড় কথা হল একটি মানুষ যখন কারণ মায়ায় পড়ে যায় ভালবাসার আবরণে ঢেকে যায় তখন তাকে অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই করার থাকেনা।


এজন্যই বিশিষ্টজনেরা বলে থাকেন চরিত্র এবং আয়না পরিষ্কার রাখো তাহলে অনেক সুন্দর দেখাবে। আসলে চেহারা সুন্দরের মাপকাঠি কখনো ভালো হতে পারে না। আর ফর্সা মানেই সুন্দর না। তাই যদি হতো তাহলে আপেলের থেকে মুলার দাম অনেক বেশি হতো। আমি মনে করি সুখে থাকার সবথেকে বড় পথ হচ্ছে কখনো কাউকে ঠকানো যাবে না তাহলে নিজে সুখে থাকা যাবে।
হুমায়ুন ফরিদী স্যার একবার বলেছিলেন

যে সব সময় হাসে তার অতীতটা একটুও ঘেঁটে দেখো হয়তো তোমার চোখে জল চলে আসবে।


আমি সব পারি কিন্তু ভালোবাসার মানুষটাকে কখনো ভুলে থাকতে পারি না।মাঝে মাঝে নিজের কথা মনে পড়ে একটা সময় কত সুখে ছিলাম আমি। আমার মেসেজ এক বড় ভাই আমাকে বলেছিল। টাকার জন্য যে মেয়ে তার ভালোবাসাটাকে ছেড়ে চলে যায় ।একটা সময় সেই মেয়ে টাকা পাবে কিন্তু ভালোবাসা থাকবে না। বদলে গেলে তুমি আর কষ্ট পেলাম আমি। নিশ্চিত পাবনা জেনেও মন প্রাণ দিয়ে তবুও আমরা তাকেই ভালোবাসি। আর আমরা যাকে হারাতে চাই না তাকেই সবার আগে হারিয়ে ফেলি।


আমরা বোকার মত তাকেই সবথেকে বেশি ভালোবাসি যে কখনো ভুলেও আমাদের কথা ভাবে না। কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না

যে পুরো হৃদয় জুড়ে থাকে সে কখনো কেন ভাগ্যে থাকে না।

এটাই কি বাস্তবতা আর এটাই কি ভাগ্যের নির্মম পরিহাস।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 last year 

আসলে ত্যাগেই সুখ! কিন্তু ভালোবাসাটা এমন যেখানে একপক্ষ ত্যাগ করলেও অন্য পক্ষ ঠিকই রাগ করে বসে থাকবে। জমে থাকবে হাজার অভিমান! অভিমানের পাল্লাটা যখন দিনকে দিন বাড়তে থাকবে একটা সময় দেখা যাবে বিচ্ছেদ হয়ে গেছে! তবে আপনার বড় ভাই কিন্তু ঠিকই বলেছে! যে মেয়ে টাকার জন্য চলে যায় সে মেয়ে অন্তত টাকা পাবে কিন্তু কখনো সুখী হতে পারবে না।

 last year 

ঠিকই বলেছেন ভাইয়া ত্যাগেই সুখ সব সময় ছাড় দেয়ার মন মানসিকতা থাকতে হবে তাহলে দেখবেন ভালবাসাটা টিকে থাকবে আমরন

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

খুব সুন্দর জীবন ঘনিষ্ঠ কিছু বাস্তব কথা আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আসলে আমদের জীবন থেমে থাকার নয়। আপনার লেখা প্রতিটি টপিক্স কে যদি আমরা আমাদের জীবন চলার পথে মেনে নিয়ে চলতে পারি তাহলে হয়তো আমাদের জীবনের দুঃখ বা হতাশা গুলো কে কাটিয়ে সুন্দর একটি জীবন নিয়ে চলতে পারবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর টপিকস আলোচনা করার জন্য।

 last year 

প্রতিটা সময় প্রতিটা দিন আমাদের জীবনের সাথে কত কিছুই না হয়ে যায় কত ঘটনার সম্মুখীন না আমরা হয়ে থাকি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য

 last year 

আসলে অবহেলা কমে একটু ভালোবাসা পেলে হয়তো বিচ্ছেদ এবং আত্মহত্যার পরিমাণটা একটু কমে যেতে পারে। আপনি ঠিকই বলেছেন ভালোবাসা হলো দায়িত্ব যা কখনো একজন পালন করতে পারে না। ভালোবাসার মানুষ দুইজন যদি একে অপরের প্রতি সবসময় বিশ্বাস রাখে এবং দায়িত্ব পালন করে তাহলে তাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না। আপনি পুরো পোস্টে যে কথাগুলো বলেছেন সেগুলো একেবারেই সত্যি। এরকম পোষ্টের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে এবং বুঝতে পারি। ভালো ছিল আপনার আজকের পোস্ট।

 last year 

সময়ের সাথে জীবনের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই প্রতি সপ্তাহে এমন একটি লেখনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ

 last year 

সবার জীবনে ভালোবাসার মানুষ থাকে, কিন্তু সব ভালোবাসা টিকে থাকে না বেশি দিন। যদি একে অপরের পাশে সারা জীবন থাকে বিশ্বাস এবং দায়িত্বের মাধ্যমে তাহলে তাদের সম্পর্ক আজীবনেও নষ্ট হবে না। আসলে সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নিতে পারে না। সবাই যদি এরকম অবহেলাকে ভুলে গিয়ে ভালোবাসা এবং বিশ্বাসের মাধ্যমে জীবনকে এগিয়ে নিতে পারে তাহলে সবাই এরকম আত্মহত্যা এবং বিচ্ছেদ থেকে দূরে সরে আসতে পারবে। আপনার আজকের লেখার টপিক সত্যি খুবই ভালো ছিল। যার জন্য পড়তে একটু বেশি ভালো লেগেছে।

 last year 

ভালোবাসা নিয়েই জীবন আর ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই দুজনার সমর্থন থাকা দরকার অযত্নে অবহেলায় রাগের মাথায় আমরা কত কিছুই না করে ফেলি কিন্তু একটু রাগের কারণে হয়তো আমাদের জীবনটা পৌঁছে যাচ্ছে শেষপর্যায়ে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 last year 

এই জগত সংসারে আমি বা আমরা কারোর কথা কেউ সহ্য করতে পারি না। সংসারে অনেক কথা হলে আমরা মেনে নিতে পারিনা। সেগুলোকে অনেক বড় করিয়ে সংসারটা অনেক সময় ভেঙে ফেলি। আর যার কারণে অনেক ছোট ছোট বাচ্চার জীবন নষ্ট হয়ে যায়। আপনার আজকের কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

 last year 

সব সময় মনে রাখতে হবে যেখানে দুইটা কথা বললে ঝগড়া হবে সেখানে একটা কথা বলেই চুপ যেতে হবে কেননা ভালোবাসাটা আমাদের আর সেই ভালোবাসাটা টিকিয়ে রাখার দায়িত্বও আমাদের

 last year 

ভাইয়া সুন্দর কিছু কথা বলেছেন। সত্যিই কথা গুলো তিক্ত হলেও সত্য বাস্তব। আমরা যেখানে ভালবাসা দরকার সেখানে ভালবাসা না দিয়ে অবহেলা দিয়ে থাকি। একটা সম্পর্ক টিকে থাকতে হলে দুইজনের সমান দায়িত্ব থাকা দরকার। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে বাস্তবমুখী এবং সত্য কথাগুলো সব সময় একটু তিক্ত হয়ে থাকে যার কারণে কেউ কেউ ভালোভাবে নিতে পারে না।। জীবনে বেঁচে থাকতে হলে ভালোবাসার দরকার আর ভালোবাসাটা হোক জীবনের মূল লক্ষ্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60122.55
ETH 3199.29
USDT 1.00
SBD 2.43