ফটোগ্রাফি 📸📸 পদ্মার তীরবর্তী সৌন্দর্য ❤️❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

৪আষাঢ় , ১৪২৯ বঙ্গাব্দ

১৭জুন, ২০২২ খ্রিস্টাব্দ
১৬জ্বিলকদ, ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️
গ্রীষ্মকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


📸📸

1655437770581.jpg

ছোটবেলা থেকেই পদ্মার তীরবর্তী অঞ্চলে বেড়ে ওঠা ।দেখেছি পদ্মার দু'রকম রূপ ।কখনো ভয়াবহ কখনো বা শান্ত। এর মাঝেও দেখেছি এবং খুজে পেয়েছি পদ্মার অপরূপ সৌন্দর্য। বর্ষার মৌসুমে ভরা যৌবন ভরপুর পাখিদের কোলাহল এ যেন এক স্বপ্নপুরীর রাজ্য। মাঝে মাঝে সময় পেলে সময় কাটাই পদ্মার পাড়ে। একা হোক বা বন্ধুদের সাথে। গত কয়েকদিন আগে ছুটিতে বাড়ি গিয়েছিলাম। এরমধ্যে আমি এবং আমার এক বন্ধু এক বিকেলে পদ্মার পাড়ে বসে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছি। নদীতে এখন নতুন পানি আসছে। পদ্মা ভরে উঠছে কানায় কানায় চারিদিকটা ডুবে যাচ্ছে পানিতে দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে।

ফড়িং

IMG_20220617_093334.jpg

লোকেশন:

বরাবরই যখনি কোথাও ঘুরতে যাই মোবাইল সাথে থাকে সম্ভব হলে ক্যামেরাটা নিয়েই বের হয়। যেহেতু অনেকদিন পর পদ্মার পাড়ে বসে সময় কাটাবো সেহেতু ক্যামেরা না নিলে কেমন হয় ।তাইতো ক্যামেরা নিয়ে দুজনে বেরিয়ে এসেছিলাম বসেছিলাম পদ্মার পরে ।হঠাৎ করেই দেখি সামনের একটা ঘাসের উপরে উড়ে এসে বসলো একটি লাল টুকটুকে ফড়িং। সাথে সাথে ক্যামেরা বন্দী করে ফেললাম।

ফড়িং

IMG_20220617_093657.jpg

লোকেশন:

নতুন পানির সাথে ঘাসগুলো ভেসে উঠেছে। পানির সাথে সাথে ঘাসের উপর বসেছে ফড়িং দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। মৃদু ঢেউ এবং ফড়িঙের প্রতিচ্ছবি ভেসে উঠেছে পানির ভিতর। সব মিলিয়ে খুবই সুন্দর দেখাচ্ছিল। আশা করছি আপনাদের কাছেও ফড়িংয়ের ফটোগ্রাফি দুটি ভালো লাগবে।

কৃষকের নদী পাড় হওয়ার দৃশ্য

IMG_20220617_093823.jpg

লোকেশন:

যেহেতু ঘুরতে গিয়েছিলাম বিকেলবেলা নদীর পাড়ে তাই অনেক দৃশ্যই চোখে ধরা পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ বেলায় কৃষকের সাঁতরে নদী পার হওয়া। আপনার ফটোতে লক্ষ্য করলে দেখতে পাবেন কৃষক গরু নিয়ে নদীর ওপার থেকে নিজ গন্তব্যে ফিরে সাঁতার দিয়ে। নদী সাঁতার কাটতে আমার অনেক ভালো লাগে। ছোটবেলা থেকেই পদ্মা নদীতে গোসল করা সাঁতার কাটার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার।

বুলবুলি

IMG_20220617_093444.jpg

লোকেশন:

নদীর পাড়ে অনেক জায়গাতেই ঝোপঝাড় রয়েছে সেখানে চোখ মেললেই দেখা মেলে অনেক ধরনের পাখির। এখন আপনারা দেখতে পাচ্ছেন পাটকাঠির উপরে আকাশ পানে চেয়ে বসে আছে একটি বুলবুলি পাখি। আকাশটা সাদা এবং নিল থাকায় ভাবলাম দৃশ্যটি ক্যামেরাবন্দি করলে দেখতে অনেক সুন্দর দেখাবে। তাই ক্যামেরাবন্দী করে আপনাদের মাঝে তুলে ধরলাম ।আশা করি ভালো লাগবে।

বুলবুলি

IMG_20220617_094243.jpg

লোকেশন:

পদ্মার পাড়ের ঝোপঝাড়ের দিকে তাকালেই চোখে মিলবে আপনার অনেক রকমের পাখি তারমধ্যে বুলবুলি উল্লেখযোগ্য ।এই পাখিটি বোনের মাঝে ছোট্ট একটি বাসা বেঁধে বসবাস করতে অনেক ভালোবাসে। লক্ষ্য করলে দেখতে পাবেন তার বাসার পাশেই বুলবুলি পাখি বোনের উপর বসে তাকিয়ে রয়েছে আমার দিকে ।আমিও ঠিক তখনই তাকে ক্যামেরাবন্দি করে ফেলি। ক্যামেরা বন্দী করতেই সে ফুরুত করে উড়ে যায়। এ জন্য একটা তেই সন্তুষ্ট থাকি

মাছ শিকারে ব্যস্ত বক

IMG_20220617_094006.jpg

লোকেশন:

পানি যখন কম থাকে নদীর তলাতে অনেক ঘাস এবং শ্যাওলা জমে ।পানি বাড়ার সাথে সাথে সেগুলোও বাড়তে থাকে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন একটি বক নদীর উপরে পানিতে ভেজা ঘাসের উপর বসে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছে। আশা করে দৃশ্য আপনার কাছে ভালো লাগবে ।

সন্ধ্যার আকাশ

IMG_20220617_093559.jpg

লোকেশন:

বাড়ি ফেরার মুহূর্তে সন্ধ্যাবেলায় এই ছবিটি ক্যামেরাবন্দি করেছি। আকাশের দোরা কাটা লাল নীল এবং সাদা দেখতে অনেকটা রংধনুর মত মনে হচ্ছে ।আকাশ পানে তাকিয়ে থাকতে ভাল লাগছিল ।সে সময়টা যদিও অন্ধকার অন্ধকার নেমে আসছিল। চারিদিকে তখনই ছবিটি ক্যামেরাবন্দি করা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



ডিভাইস‌‌:canon 600d



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

잠자리와 새가 있는 풍경이 멋집니다.

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।।

 2 years ago 

পদ্মার তীরবর্তী সৌন্দর্যের সবগুলো ফটোগ্রাফি অনেক চমৎকার হয়েছে। ফড়িং এর সৌন্দর্য এবং সবশেষে আকাশের চিত্রটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফির সাথে বর্ণনা ও শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

ফটোগ্রাফির মধ্য থেকে ফড়িং এবং সর্বশেষ ফটোগ্রাফিতে আপনার ভালো লেগেছে সুন্দর একটি মন্তব্য করেছেন খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ওয়াও আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি ভাই এরকম দৃশ্য দেখলে আসলে স্থির থাকা যায়না মনে হয় যে সেই জায়গা ঘুরতে যেতে পারতাম। খুব সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ।

 2 years ago 

পদ্মার পাড়ের জায়গাটি আসলে অনেক সুন্দর তাই তো সময় পেলেই ছুটে চলে যাই ঘুরতে আরবিতে গেলেতো ফটোগ্রাফি থাকেই সাথে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 
 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনি একজন দক্ষ ফটোগ্রাফার এতে কোন সন্দেহ নেই। এক কথায় অসাধারন সব ফটোগ্রাফি করেছেন আপনি। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য প্রতিরোধের চেষ্টা করি নতুন নতুন ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার

 2 years ago 

সবগুলো ফটোগ্রাফিই সুন্দর হয়েছে ভাই💜খুব ভালো লেগেছে আমার কাছে।
শুভ কামনা রইলো আপনার জন্য

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভাল লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রইল

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে আপনি একজন প্রফশনাল ফটোগ্রাফার। আপনার প্রতিটা ছবিই অসাধারণ হয়ে। কোনো একটাকে বিশেষ করে বলার মত না। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলা দেখে সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রইল

 2 years ago 

পদ্মার তীরের ফটোগ্রাফি গুলো এঁকেবারে মুগ্ধ করার মতো। বাড়ি ফেরার মুহূর্তে সন্ধ্যাবেলার ছবিটি আমাকে একটু বেশিই মুগ্ধ করেছে। এতো সুন্দর আকাশ আমি আগে কখনো দেখিনি। ঝোপের উপর পাখিটি দেখে আমি আনন্দ বোধ করছি। আসলেই আপনার ফটোগ্রাফি গুলো দারুন ছিল।

 2 years ago 

পদ্মার তীর অঞ্চলের ঘুরতে আমার বরাবরই খুব ভালো লাগে তাই তো সময় পেলেই ঘুরতে চলে যাই আর সাথে তো ফটোগ্রাফি আছে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি পদ্মার তীরবর্তী এলাকায় বেড়ে ওঠা এটা জেনে খুবই ভালো লাগলো এবং পদ্মার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি বেড়ে উঠেছেন। যৌবনা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কে না চায়। আর সেই রূপের কিছু অংশ আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যিই অসাধারণ ছিল আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে প্রজাপতি বসে থাকা ফটোগ্রাফি টা আমার কাছে সেই লেগেছে যা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ এই ফটোগ্রাফি টা দেখে ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছে। এখন হয়তো এরকম প্রজাপতি গুলো ঠিক তেমন একটা চোখে পড়ে না। শুভেচ্ছা রইল এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক যে ছোটবেলা থেকে পদ্মার পাড়ে বড় হয়েছি দেখেছি পর্দার সৌন্দর্য নিয়ে এসে বুক ভরে নিশ্বাস ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলা দেখে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ করার জন্য

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। প্রত্যেকটা ছবি অসম্ভব ভালো হয়েছে। বিশেষ করে মাছ ধরার জন্য ব্যস্ত বকের ছবিটা অসম্ভব ভাল লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মাছ ধরার জন্য ব্যস্ত বকের ছবিটি আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60202.34
ETH 2423.33
USDT 1.00
SBD 2.43