কুষ্টিয়ার দর্শনীয় স্থান ভ্রমণ পর্ব -১ মনভোলানো কাঠের বাড়ি (beneficiary 10% @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

৫আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

২০ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ
৯রা সফর, ১৪৪৩ হিজর
সোমবার
শরৎকাল।


আসসালামু ওয়ালাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


কুষ্টিয়া তথা বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শিলাইদহ কুঠিবাড়ির পাশেই দৃষ্টিনন্দন এই পাঁচতলা কাঠের বাড়ি তৈরি করেছেন, স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ জোয়ার্দার।এই স্থাপনার উচ্চতা ৩৫ ফুট। ২০১৭ সালে মেহগনি, কেরোসিন, শাল ও তালগাছের কাঠ দিয়ে প্রায় ৫০ লাখ টাকা খরচ করে তৈরি করা হয়েছে বাড়িটি।


১.

IMG_9106.JPG

অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে শিলাইদহ কাঠের বাড়িতে ঘুরতে যাব এই যাই যাই করে আর যাওয়া হয় না তাই তো দুই বন্ধু হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আজকে যোহরের সালাত আদায় করে হোন্ডা নিয়ে দুজন ঘুরতে বেরোবো শিলাইদহ কাঠের বাড়ি
আমাদের বাড়ি থেকে বেশি দূর না মাত্র 30 কিলোমিটার হোন্ডা নিয়ে যেতে 45 মিনিট মতন সময় লাগবে।
যোহরের সালাত আদায় করে আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কাঠের ঘরের উদ্দেশ্যে ওখানে আমরা পৌঁছালাম তিনটার সময় এরপর গাড়িটা পারকিং করে 20 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে শুরু করলাম।


২.

IMG_9109.JPG

IMG_9110.JPG

IMG_9111.JPG

নিচতলায় মেইন গেট দিয়ে ঢুকতেই বাম হাতে একটি রুম রুমের মধ্যে ঢুকে দেখি দেওয়ালে অঙ্কন করা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি বিশেষ করে শীতকালীন দৃশ্য।


৩.

IMG_9113.JPG

এরপর কাঠের তৈরি লম্বা গেট এর মধ্য দিয়ে দোতলা দিকে উঠতে শুরু করলাম


৪.

IMG_9117.JPG

IMG_9131.JPG

দ্বিতীয় তলায় প্রবেশ করতে চোখে পড়লো দৃষ্টিনন্দন অনেক সুন্দর ডিজাইন এবং অনেক সুন্দর সুন্দর কাগজের তৈরি ফুল সাজানো রয়েছে থাকে থাকে দেখতে খুবই অসাধারণ লাগছিল।সাজানোর জিনিস গুলা দেখতে যেমন সুন্দর লাগছিল তেমনি যদি আপনি মনে করেন যে ক্রয় করে নিয়ে বাড়ি যাবেন সেটাও নিতে পারেন ওনারা এখানে এগুলো বিক্রি করেন


৫.

IMG_9153.JPG

আপনি এখানে আসলে দেখতেও কিনতে পারবেন কাঠের তৈরি অনেক পুরাতন ও নতুন নিদর্শন উপরের ছবিতে আমি আপনাদেরকে একটি পালকি দেখানোর চেষ্টা করেছি প্রায় বিলুপ্ত এই পালকি আমাদের দেশ থেকে এখন কিন্তু ওনারা ওনাদের সংরক্ষণে রেখেছে কাঠ দিয়ে তৈরি করে।পালকিটির বিক্রয় মূল্য ৩৫০=।


৬.

IMG_9118.JPG

উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন কাঠের তৈরি গম ভাঙ্গার জাতা।যা আদিম মানুষ ব্যবহার করত।এখন অবশ্য এগুলো মসলা গুড়া করার করার জন্য ব্যবহারিত হয়।


৭.

IMG_9120.JPG

IMG_9119.JPG

উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন নারকেলের মালই দিয়ে তৈরি করার চায়ের কাপ ফ্লাক্স এবং যার।


৮.

IMG_9129.JPG

IMG_9127.JPG

উপরের ছবিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাটির তৈরি কিছু মৃৎশিল্প যা আমাদের মাঝ থেকে এখন প্রায় বিলুপ্ত। যেমনঃ মাটির তৈরি করা হ্যারিকেন ভাত রান্না করা পাতিল কলস প্লেট গামলা ধুপটি মগ জগ ইত্যাদি।


১০.

IMG_9137.JPG

উপরের ছবিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটি টবের মধ্যে কিছু ফুটন্ত ফুল সিকে করে ঝুলানো রয়েছে।


১১.

IMG_9135.JPG

IMG_9134.JPG

IMG_9133.JPG

চতুর্থ তলায় উঠে ডানদিকে একটা রুমের মধ্যে ঢুকে চোখে পরলো মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের কিছু দৃশ্যের ছবি অংকন।

কাঠের বাড়িটির দেখতে খুবই সুন্দর 5 তলা বিশিষ্ট এই বাড়িটি আমরা খুব মজা করেছি এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি বিশেষ করে কাঠের তৈরি অনেক জিনিস এবং ফুল এবং অনেক পুরাতন ঐতিহ্যবাহী জিনিসে।আপনাদের আমন্ত্রণ রইল আমাদের কুষ্টিয়া ভ্রমণের জন্য

লোকেশন:

https://w3w.co///sightseers.locator.continents


ডিভাইস ঃredmi


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

এই কাঠের বাড়িটি শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পাশেই। কিন্তু এখনো যাওয়া হয়নি। বাড়িটি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। খুব ভালো ফটোগ্রাফি ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।।

 3 years ago 

ভাই কাঠের বাড়ি টি দেখার আমন্ত্রণ রইল।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

সত্যই এটা খুব দর্শনীয় স্থান।খুব চাকচিক্য একটি জায়গা। কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর আসবাব পত্র দেখতে পেলাম।আপনার উপস্থাপনা খুবই সুন্দর ছিল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

কাঠের বাড়ি নামে কোন দর্শনীয় স্থান আছে কখনো শুনিনাই জানিও না আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম। সত্যিই কাঠের বাড়িটা অসাধারণ। আপনার ফটোগ্রাফি দেখে বুঝলাম এটা যেন সংস্কৃতের সমাহার। কাঠের আসবাবপত্র গুলো খুবই সুন্দর তার সাথে কাগজের ফুল গুলো এবং কোন দানিগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল দেখার মতো। আবার মুক্তিযুদ্ধের অনেকগুলো চিত্র ছিল খুবই সুন্দর। আপনার উপস্থাপনা দিয়ে অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভাই আপনাকে আমন্ত্রণ রইল আমাদের কুষ্টিয়ার কাঠের বাড়ি ভ্রমনের।

 3 years ago 

আপনার আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার মাধ্যমে এরকম একটি দর্শনীয় কাঠের তৈরি বাড়ি দেখতে পেলাম। ভালই লাগল এবং সেইসাথে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থানটি এবং কাঠের বাড়ি এবং অন্যান্য সকল কাঠের শিল্পকর্মগুলি সত্যিই অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার অসাধারণ লেখনীর মাধ্যমে।
সুন্দর হোক আপনার জীবনের পরবর্তী দিনগুলো

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অভিনন্দন

খুব সুন্দর ফটোগ্রাফি গুলো হয়েছে,আর বর্ণনা গুলো সাজানো গোছালো ।এমন সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ

 3 years ago 

আসলে এক কথায় অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ি আমি গিয়েছিলাম কিন্তু কাঠের বাড়ি কোনদিন নাম শুনি নাই। আপনার ফটোগ্রাফি অনেক দৃশ্য দেখে মন বলছে যেতে। খুবই ভালো ছিল দৃশ্যগুলো। আপনার জন্য শুভকামনা রইল। অনেক সুন্দরভাবে দিন কাটিয়েছেন

 3 years ago 

ভাই আপনাকে আমন্ত্রণ রইল আমাদের কুষ্টিয়ার কাঠের বাড়ি ভ্রমনের।
পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

কুষ্টিয়াতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর বাড়ি।এই সৌখিন শহরে ঘুরতে আমার বেশ ভালোই লাগে। আপনার ধারণ করা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে জায়গাটির সৌন্দর্য একদম ফুটিয়ে তুলেছেন ভাই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর বাড়ি যাওয়া হয় নি কখনো আমার। তবে ইচ্ছে আছে একবার ঘুরে আসার।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকে আমন্ত্রণ রইল আমাদের কুষ্টিয়ায়।

 3 years ago 

অসাধারণ দর্শনীয় স্থান এটি।আমার চিত্রগুলো ও মাটির বিভিন্ন জিনিস পত্র গুলি খুব ভালো লেগেছে।ছবিগুলো খুব স্বচ্ছ করে আকানো।দারুণ ফোটোগ্রাফি।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর আমাদের কুষ্টিয়া ভ্রমণের জন্য আপনাকে আমন্ত্রণ রইল

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60728.87
ETH 2661.87
USDT 1.00
SBD 2.50