রেনডম ফটোগ্রাফি 📸📸 ফুল 🌺🌺

in আমার বাংলা ব্লগ2 years ago

১৫অগ্রায়ন , ১৪২৯ বঙ্গাব্দ

৫ডিসেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
৮জমাদিউল আউয়াল, , ১৪৪৪ হিজরী
রবিবার।
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


1670141073831.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি পোস্ট শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গত এক সপ্তাহ খুব টানা পড়ার মধ্য দিয়ে পার হয়েছে আমাদের। এ সপ্তাহে হ্যাংআউটের পরে মনে হচ্ছে আমরা সবাই আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারছি। সব সময় কিছু জব করি মানুষ থেকেই যায় শান্তি নষ্ট করার জন্য। এর মানে এরা হচ্ছে একটি সাজানো ফুল বাগানের একমাত্র হুতুম পেঁচা। যে কিনা কখনোই চায়না যে ফুলবাগানটা ফুলে ফুলে সেজে ভরে থাক। যাহোক শীতের মৌসুম শুরু হয়ে গেছে চারিদিকে ফুটতে শুরু করেছে বাহির রকমের ফুল। আমার ফুলবাগানটাও মোটামুটি ভাবে ফুল ফুটতে শুরু করেছে সৌন্দর্যটাও বৃদ্ধি হতে চলছে। তারই কিছু ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে তুলে ধরলাম।



পেঁয়াজ ফুল

IMG_20221204_135529.jpg

উপরের ফটোগ্রাফিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটি পেঁয়াজ ফুলের ছবি। বাগানের একদম এক কন্যারে আমার ছোট ভাই কোত্থেকে যেন কয়েকটা পেঁয়াজ ফুলের চারা রোপন করেছিল তার মধ্যে এই একটি ফুল ফুটেছে। গোলাপি সাদা হলুদ পাপড়ি যুক্ত এই ফুল যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। এখন থেকে পরিকল্পনা নিয়েছি বেশ কিছু জায়গা ফাঁকা করবো শুধু এই ফুলের গাছ রোপন করার জন্য।


ঢেঁড়স ফুল

IMG_20221204_135305.jpg

IMG_20221204_135228.jpg

IMG_20221204_135155.jpg

IMG_20221204_135129.jpg

গত কয়েকদিন আগে আমি মাঠে গিয়েছিলাম আমাদের ক্ষেত পর্যবেক্ষণ করতে। বাড়ি ফেরার সময় হঠাৎ করে একটি ধান ক্ষেতের পাশে এই ঢেঁড়স গাছটি দেখতে পায়। এই গাছে অনেকগুলা ফুল ফুটেছিল যেটি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আসলে মাছ মাঠে এত সুন্দর ফুলের দৃশ্য যে কাউকে মুগ্ধ করতে পারে। তাইতো সৌন্দর্যটি ক্যামেরাবন্দি করে নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

লোকেশন:


কৃষ্ণচূড়া ফুল

IMG_20221204_135419.jpg

IMG_20221204_135405.jpg

IMG_20221204_135350.jpg

IMG_20221204_135330.jpg

আমার ফুল বাগানে সৌন্দর্যের এক অংশ জুড়ে রয়েছে এই কৃষ্ণচূড়া ফুল। প্রায় দশ মাস এই গাছে ফুল ফুটে থাকে। এই ফুলের সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হবে ছড়া ধরা ফুল। দুই তিনটা কালার মিশ্রিত এই ফুলে ম্যাক্সিমাম সময়ই দেখি প্রজাপতি মধু আহরণ করছে। এছাড়া আমার ফুলবাগানটি রাস্তার পাশে হওয়ায় অনেকেই অনেক সময় দেখি এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করেন।। আজ এই ফুলের কয়েকটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


নয়নতারা সাদা জবা

IMG_20221204_135057.jpg

IMG_20221204_135035.jpg

উপরের দুটি ফুলের মধ্যে একটি নয়নতারা এবং একটি সাদা জবাব ফুল ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে তুলে ধরেছি। আসলে জবা ফুল এবং নয়নতারা ফুল দুটি বারোমাসি ফুটে থাকে। আমার বাগানের সৌন্দর্য এই দুটি ফুল বারোমাসি ধরে রাখে। তাছাড়া এখন শীতের মৌসুম গাছগুলা একদম ফুলে ফুলে ভরে উঠছে।


রঙ্গন

IMG_20221204_135446.jpg

IMG_20221204_135010.jpg

IMG_20221204_134952.jpg

উপরের ফটোগ্রাফিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার বাগান থেকে নেওয়া কিছু রঙ্গন ফুলের সৌন্দর্য। রঙ্গন গাছে থোকা থোকা প্রায় প্রত্যেকটা ডালেই এরকম অনেক ফুল ফুটে থাকে একসাথে যখন সব কটা ডালে ফুল ফোটে দেখতে খুবই সুন্দর দেখায়। আশা করছি আমার বাগান থেকে নেওয়া এই রঙ্গন গাছের ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।


কসমো জবা

IMG_20221204_134858.jpg

IMG_20221204_134840.jpg

IMG_20221204_134823.jpg

উপরে যে ফুলের ফটোগ্রাফি গুলা আপনাদের মাঝে তুলে ধরেছি এটি হয়তো সবারই পরিচিত কসমো জবাব ফুল। সচরাচর এই ফুলে অন্যান্য জবা ফুলের তুলনায় মধুর পরিমাণটা একটু বেশি থাকায় প্রায় সময় আমি দেখি মৌমাছি এবং প্রজাপতির আনাগোনা। তাছারা পিপড়ার হাত থেকে এই ফুলকে রক্ষা করতে আমি গাছের চারিদিকে পিঁপড়া মারা ওষুধও মাঝে মাঝে ছিটিয়ে রাখি। পুরি অবস্থায় কয়েকটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি ভালো লাগবে।


লাল জবা

IMG_20221204_134806.jpg

IMG_20221204_134726.jpg

IMG_20221204_134703.jpg

আমার ফুল বাগানের সৌন্দর্যের আরেক অংশ জুড়ে রয়েছে লাল জবা ফুল। যার কিছু ফটোগ্রাফি এর আগেও আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। আসলে লাল জবা ফুল আমার খুবই ফেভারিট তাইতো বাগানের সৌন্দর্য রক্ষার্থে একপাশে একটি গাছ লাগিয়েছিলাম এটি এখন অনেক বড় হয়ে গেছে। যদিও এখন গাছে ফুলের পরিমাণ খুব কম। তবে অনেক করি বের হয়েছে হয়তো কিছুদিনের মধ্যেই গাছটি ফুলে ফুলে ভরে উঠবে। যাহোক শীত মৌসুম আসছে আমার বাগানে বিভিন্ন জাতের ফুলের গাছ লাগিয়েছি। সব ধরনের ফুলের সৌন্দর্য এবং কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব পর্যায়ক্রমে।



লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

সবগুলো ফুলই দেখার মত ছিল। ঢেঁড়স ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে বেশ দারুন লেগেছে। পিছনে আকাশের ব্যাকগ্রাউন্ড রেখেছেন আর সামনে ফুলটি, সত্যি ভাই দারুন হয়েছে এই ফটোগ্রাফিটি। সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর। আর আমিও চেষ্টা করি সব সময় কিছু ফটোগ্রাফি তুলে ধরার জন্য। যদিও একটি ফটোগ্রাফি দিয়ে ফুল বা যেকোনো কিছুর সৌন্দর্য বোঝানো সম্ভব হয় না। কিন্তু রেনডম ফটোগ্রাফি করতে হলে খুব বেশি ফটোগ্রাফিও দেয়া যায় না। যাইহোক খুব দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

আসলে ভাইয়া সবসময় চেষ্টা করি যে কোন কিছুর ফটোগ্রাফি করলেই ব্যাকগ্রাউন্ড টা সুন্দরভাবে নেওয়ার জন্য কেননা তার সৌন্দর্যটা ব্যাকগ্রাউন্ড এর উপর অনেকটাই নির্ভর করে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।।

 2 years ago (edited)

গত সপ্তাহে হ্যাঙআউটের পর আসলেই আমরা মোটামুটি সবাই স্বাভাবিক। ভাইয়া উপরের ছবিটা তো পেঁয়াজ ফুল না, এটা কে রেইন লিলি বলা হয়।যাই হোক আপনার তোলা প্রতিটি ফুলের ছবি বেশ সুন্দর। আসলে ফুল মানেই সুন্দর। ফুল দেখলেই এমনেই মন ভালো হয়।ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

রেইংনলিলি বলেন আর পেয়াজ ফুল বলেন ফুলটা কিন্তু অনেক সৌন্দর্য ধারণ করে রয়েছে। যদিও গ্রাম্য ভাষায় এটাকে আমি ছোটবেলা থেকে পেঁয়াজ ফুল বলেই চিনি তাই আর কি তুলে ধরেছি ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।

 2 years ago 
 2 years ago 

সত্যি ভাইয়া পুরো এক সপ্তাহ সবাই বেশ চিন্তার মধ্যে ছিল। আসলে চিন্তা হবারই কথা। তবে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হচ্ছে দেখে ভালো লাগে। আশা করছি ভবিষ্যতে আর কেউ এ ধরনের ভুল করবে না। যাইহোক ভাইয়া আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা কিন্তু বেশ ভালো। ধন্যবাদ ভাইয়া দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলা আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আসলে সব সময় চেষ্টা করি সপ্তাহে একটি ভালো ফটোগ্রাফি দিয়ে পোস্টটি সাজিয়ে তারপরে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ঠিকই বলেছেন গত সপ্তাহে আমাদের উপর অনেক বড় একটি ঝড় বয়ে গেছে। এবং হ্যাংআউটের পর মোটামুটি সবাই স্বাভাবিক হয়েছে। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে বিশেষ করে। পেঁয়াজ ফুলের ছবি। কৃষ্ণচূড়া ফুল। এবং সাদা জবা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বিচ্ছিন্ন একটি ঘটনার কারণে আমরা সবাই অনেক চিন্তিত এবং বিষন্ন মনের ছিলাম। এখন অনেক ভালো লাগছে যে গত সপ্তাহে হ্যাংআউটের পর থেকে সবই আবার সুস্থ স্বাভাবিক পদে ফেরত এসেছে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য।।

 2 years ago 

দারুন ছিল আপনার পোস্টটি।আর হ্যা কিছু নিকৃষ্ট মানুষের জন্য কোনো কিছুই আটকায় না।আর ফটোগ্রাফি গুলো বেশ কালারফুল ছিল সাথে আপনার বর্ণনাও চমৎকার হয়েছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া কিছু নিকৃষ্ট মানুষের জন্য কখনো কোনো কিছু আটকায় না আর আটকেও থাকবেও না আমরা যেমন ছিলাম সবাই মিলে এক পরিবারের অন্তর্ভুক্ত ঠিক তেমনি থাকবো।।

 2 years ago 

এক কথায় ছবিগুলো দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ফটোগ্রাফি আর আপনি যেভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তা দেখেই ভালো লাগছে। প্রথম যে পেঁয়াজ ফুলের কথা বলেছেন আমার মনে হচ্ছে আমি এর অন্য নাম শুনেছিলাম। কারণ আমার মামার বাগানে এই রকম ফুলের গাছ ছিল। আর সেখানে অনেকগুলো ফুল ফুটতো। যাইহোক সবগুলো ফটোগ্রাফি কিন্তু দেখার মত হয়েছে।

 2 years ago 

জি আপু পেঁয়াজ ফুলের অন্য আরও একটি নাম রয়েছে সেটা হচ্ছে রেইন লিলি। যাহোক এখানে গ্রাম্য ভাষা ব্যবহার করেছি যা হোক আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ।।

 2 years ago 

হ্যা,মনে পড়েছে রেইন লিলি।আঞ্চলিক ভাষায় এটার নাম পেঁয়াজ ফুল তা অবশ্য জানা ছিলনা।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্টগুলো দেখতে সবসময়ই খুব ভালো লাগে। ভাইয়া আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। কালারফুল ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। এতগুলো ফুলের ফটো্গ্রাফি এক সাথে দেখে ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পোষ্টের সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম আসলে সব সময় চেষ্টা করি ভাল কোন কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে।।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফিনগুলো খুবই সুন্দর হয়েছে। সত্যি অসাধারণ ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পড়তে দেখে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ রইল।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61129.24
ETH 2376.01
USDT 1.00
SBD 2.54