বাংলা কবিতা বটবৃক্ষ "বাবা" ❤️ ১০% লাজুক শিয়ালের জন্য ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

২০বৈশাখ , ১৪২৮ বঙ্গাব্দ

৩ মে , ২০২১ খ্রিস্টাব্দ
১শাওয়াল , ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


বাবা দুই অক্ষরের একটি নাম ।সব সময় মাথার উপর থাকে ছাতার মতো। ঝড়-বৃষ্টি সাইক্লোন যেন সব কিছুই তার উপর দিয়ে বয়ে যায়। তবুও যেন তার কোনো ক্লান্তি নেই। সারাজীবন শুধু সুখ খুঁজে ফেরে সন্তানের জন্য ।বাবাদের কোন ঈদের মার্কেট নেই। পুরাতন পোশাকেই তারা খুশি। সন্তানের নতুন পোশাকে যেন তাদের সুখ ।আসলে তারা এমন কেন?? সৃষ্টিকর্তা তাদের কি দিয়ে সৃষ্টি করেছে ??তাদের মনে এত মায়া কেন?? এত ভালোবাসা কেন??সারাটি জীবন বিলিয়ে দিল আমাদের সুখের জন্য। শেষ বয়সে এসেও যেন ক্লান্তি তার চেহারায় ছাপ পারেনি ।এজন্যই বাবা তোমাকে এত ভালবাসি ।সারাজীবন শুধু আমার কথাই ভাবলে ।নিজের কথা মনে হলো না। ভালো থাক পৃথিবীর সকল বাবা ।হয়তো আজও তোমার সামনে দাঁড়িয়ে মন খুলে বলতে পারিনি বাবা তোমাকে খুব ভালোবাসি❤️❤️💌


father-1822528__480.jpg

Twitter link


বটবৃক্ষ বাবা

কত শক্ত পরিস্থিতির সম্মুখীন তুমি,

সামলে উঠেছে কত বড় বড় ঝড়।
অচেনা এ রাতো আপন হয়েছে।
আর আপনারা হয়েছে ভীষণ পর!


নিজের সবটুকু বিলিয়ে দিয়েছো,
তবুও কি!! স্নেহ আর মায়াভরা মুখ❤️
জানি জীবন বাজি ধরতে রাজি।
আনতে খুজে ওই এক টুকরো সুখ!


পরিবারের প্রতি অসীম আবেগ,
আর নিখুঁত স্নেহ আর আদর।
রক্ষা করো তাদের তুমি সর্বক্ষণ,
ছায়ার ন্যায় মস্ত একটা চাদর,


কোথায় তুমি সুখ খুঁজে পাবে।
এ কথা সুধাও তুমি যারে।
সেকি সত্য সত্য তোমাকে।
ওই সুখকে খুঁজে এনে দিতে পারে।


ভালোবাসার মমতা সেতো
আছে তোমার হৃদয় জুড়ে।
তবে সুখের কি বড্ড অভাব,
তাকে খোঁজ ঐ অচিনপুরে



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

বাবা সবসময় বটবৃক্ষ, বাবা না থাকলে জীবন অচল।

নিজের সবটুকু বিলিয়ে দিয়েছো,
তবুও কি!! স্নেহ আর মায়াভরা মুখ❤️
জানি জীবন বাজি ধরতে রাজি।
আনতে খুজে ওই এক টুকরো সুখ!

 2 years ago 

যা বলেছেন ভাইয়া বাবা না থাকলে জীবন অচল জীবনে যত ঝড় ঝাপটা যত আপদ বিপদ জনতার উপর দিয়ে বয়ে গেল আমরা শুধু দেখেই গেলাম তিনি ছাতার মতো আমাদেরকে রক্ষা করলেন

 2 years ago 

নিজের সবটুকু বিলিয়ে দিয়েছো,
তবুও কি!! স্নেহ আর মায়াভরা মুখ❤️
জানি জীবন বাজি ধরতে রাজি।
আনতে খুজে ওই এক টুকরো সুখ!

যখন হারিয়েছি তখন বুঝে ছিলাম, এখন বুঝি কত বড় বটবৃক্ষ বাবা। অসাধারণ লিখেছেন আপনি।

 2 years ago 

বাবা এখনো বেঁচে আছেন পৃথিবীতে তাইতো সব সময় চেষ্টা করি বাবার কষ্টের ভাগীদার হতে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য পরপারে সুখে থাক আপনার বাবা সেই দোয়াই রইল

 2 years ago 

পরিবারের প্রতি অসীম আবেগ,
আর নিখুঁত স্নেহ আর আদর।
রক্ষা করো তাদের তুমি সর্বক্ষণ,
ছায়ার ন্যায় মস্ত একটা চাদর,

ভাইয়া আপনি খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে মনের অজান্তেই আমার চোখের কোনে পানি এসে গেছে।পৃথিবীর সকল বাবাকে তার সন্তানের মাথার উপর বটবৃক্ষের ছায়া মত।উত্তপ্ত রোদে যেন একটু হিমেল হাওয়া। আসলেই পৃথিবীর সকল বাবারা বোধহয় এমনই হয়। সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু পৃথিবীতে সকল বাবাই যেন উত্তপ্ত রোদের মধ্যে একটু হিমেল হাওয়া জীবনের যত বাধার সম্মুখীন হয়েছি সবখানেই পেয়েছি বাবাকে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য

 2 years ago 

নিজের সবটুকু বিলিয়ে দিয়েছো,
তবুও কি!! স্নেহ আর মায়াভরা মুখ❤️

আপনি খুব সুন্দর একটি বিষয়ের প্রতি কবিতা লিখেছেন আমার খুব ভালো লেগেছে। আসলে বাবা শব্দটি দুই অক্ষরের অত্যন্ত ছোট কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে বাবার ভূমিকা এত এত বিশাল যেটা কোন ভাবেই বর্ণনা করে শেষ করা যাবেনা। আমাদের এতোটুকু ভালোর জন্য ঘাম ঝরানো শত পরিশ্রম করেও তাদের মাঝে যেন কোন ক্লান্তি খুঁজে পাওয়া যায় না। আমাদের জন্য সবকিছু বিলিয়ে দিয়ে শত কষ্টের মধ্যেও স্নেহ ও মায়াভরা মুখখানি আমরা দেখতে পাই।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া আমাদের জীবনে বাবার ভূমিকা অপরিসীম না কখনো লিখে শেষ করা যাবে না বলেও শেষ করা যাবে না তারা যেন ক্লান্তহীন এক নাবিক সারাজীবন শুধু আমাদের কথাই ভেবে গেলেন তাদের জন্য কোন সকাল লাগবে তব মুখখানি হাসি দিয়ে এই কথা বলে আমাদের সাথে

 2 years ago 

বটবৃক্ষ "বাবা কে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। ডপড়ে ভিশন ভালো লাগলো। প্রতিটি লাইন মন ছুঁয়ে যায়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি। ঈদের শুভেচ্ছা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া কবিতাটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন

 2 years ago 

আমাদের আশ্রয়স্থল এর আরেক নাম হল বাবা। প্রতিটি সন্তানের শেষ ভরসার নাম বাবা। মুখ বুজে পরিবারের সকলের সুখের জন্য প্রতিনিয়ত নিজেকে উৎসর্গ করেন তিনি হলেন বাবা। আজকের এই বিশেষ দিনে এমন বিশেষ একজন মানুষকে নিয়ে একটা লেখা পোস্ট করে সত্যিই মন ছুয়ে দিয়েছেন ভাই। খুব ভালো লিখেছেন।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া প্রতিটি সন্তানের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে বাবা যে সারা জীবন বিলিয়ে দেয় সন্তানের জন্য হয়ে থাকে বট বৃক্ষের ছায়ার মত

 2 years ago 

ভাইয়া আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে খুবই চমৎকার লেগেছে আপনার লেখা এই কবিতা। এই কবিতাটি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সকলের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোন পোস্টে

 2 years ago 

আপনার লেখা বটবৃক্ষ বাবা কবিতাটি পড়ে সত্যিই আমি শিহরিত। অনেক সুন্দর লিখেছেন প্রত্যেকটা লাইন হৃদয়ের স্পর্শ করে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার লেখা কবিতাটি পড়ে আপনি শিহরিত হয়েছেন জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন

 2 years ago 

পরিবারের প্রতি অসীম আবেগ,
আর নিখুঁত স্নেহ আর আদর।
রক্ষা করো তাদের তুমি সর্বক্ষণ,
ছায়ার ন্যায় মস্ত একটা চাদর,

আমাদের সকলের বড় সাপোর্টার হচ্ছে আমাদের বাবা। আর কারো কাছে কোনো হেল্প না পেলেও বাবার হেল্প আমাদের সাথে আছে সব সময়। আপনার কবিতা পড়ে আবেগ প্রবল হয়ে গেছিলাম। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 2 years ago 

ঠিকই বলেছেন বাবা যেন এক হেলপ্লাইন পকেট ফাঁকা ফাঁকা থাকলেও বুঝতে দেয় না কোন সময় আমাদেরকে কিভাবে যে আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করেন ভালো থাকবি ছবির সকল বাবা ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74