মাম পট দিয়ে খুব সহজে ব্যালেন্ডার তৈরী (beneficiary 10% @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

২৭কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

১২নভেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
০৬রবিউস সানি , ১৪৪৩ হিজরী
শুক্রবার।
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


IMG_20211112_190538.jpg

IMG_20211112_190306.jpg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের ড্রাই, মাম পট দিয়ে খুব সহজে ব্যালেন্ডার তৈরি।বাড়িতে ছোট খাট টুকিটাকি কাজ করার জন্য তৈরি করলান। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ

★মোটর
★সুইচ
★তার
★মামপট
★বাটি
★সোল্ডারিং আয়রন
★গ্লুগান আঠা।
★কমলা


IMG_20211112_183906.jpg

IMG_20211112_183842.jpg

প্রথমে আমি বাড়িটির সাইড এবং উপরিভাগে সোল্ডারিং আয়রন দ্বারা কেটে নিই।


IMG_20211112_184510.jpg

এবার সাইডের কাটায় সুইচ ফিটিং করি।


IMG_20211112_183953.jpg

IMG_20211112_184056.jpg

এবার দুইটা বেলেট নেই। দুইটা বেলেট একটার ওপর একটা গ্লু গান এর আঠা দিয়ে সংযোগ করি এরপর দুইটা বেলেট একত্র করে গ্লু গান এর আঠা দিয়ে পিন এর উপর ফিটিং করি


IMG_20211112_184305.jpg

IMG_20211112_184226.jpg

এবার মাম পট এর তলায় সোল্ডারিং আয়রন দ্বারা সিদ্ধ করে গ্লু গান এর আঠা দিয়ে মোটর ফিটিং করে নিই।


IMG_20211112_184542.jpg

IMG_20211112_184710.jpg

এবার বাটির উপর গ্লু গান এর আঠা দিয়ে মোটর শহ মাম পটটি ফিটিং করে নিই।


IMG_20211112_184838.jpg

IMG_20211112_184951.jpg

IMG_20211112_184921.jpg

এবার সুইচ এবং মোটর এর সাথে বৈদ্যুতিক তার ফিটিং করি তারপরে সাইড লাইন সংযোগ করি।


IMG_20211112_190356.jpg

এবার আপনারা দেখতে পাচ্ছেন বেলেন্ডার এর সম্পূর্ণ অংশ তৈরি করার পরের দৃশ্য।সুইচ অন করলে বেলেন্ডার চলতে শুরু করবে।অপ করলে বেলেন্ডার বন্ধ হয়ে যাবে।


IMG_20211112_185042.jpg

IMG_20211112_185209.jpg

এবার একটি কমলা নেই এবং খোসা ছাড়িয়ে কোষগুলো আলাদা করে একটি বাটির উপরে রাখি।


IMG_20211112_185343.jpg

IMG_20211112_185417.jpg

এবার একটি কাচের গ্লাসের স্বচ্ছ পানি নেই এবং কিছু পানি বেলেন্ডার এর মধ্যে দিই।


IMG_20211112_185503.jpg

IMG_20211112_185819.jpg

IMG_20211112_185544.jpg

IMG_20211112_185715.jpg

IMG_20211112_185646.jpg

এবার আপনারা দেখতে পাচ্ছেন বেলেন্ডার এর মধ্যে কমলা লেবু দিয়ে ব্যালেন্সিং করা হচ্ছে। এবং ঘুরন্ত অংশ আপনাদের কে দেখানোর চেষ্টা করেছি।


IMG_20211112_190223.jpg

IMG_20211112_190157.jpg

IMG_20211112_190108.jpg

IMG_20211112_185920.jpg

এবার ব্লেন্ডিং করার পরে কমলা লেবুর রসের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।


IMG_20211112_190459.jpg

IMG_20211112_190306.jpg

এরই মধ্যে দিয়ে শেষ হলো আমার আজকের বেলেন্ডার তৈরি করে ব্যালেন্ডিং করার পদ্ধতি আশা করি আপনাদের ভালো লাগবে।



লোকেশন:

https://w3w.co///separators.theory.specified

ডিভাইস ঃrealme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

বাহ আপনি তো অনেক সুন্দর ডিজাইনের বেলেন্ডার তৈরি করেছেন। আপনার উপকরণ হিসেবে লেগেছে একটি মাম পট। এটা দেখে সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক বুদ্ধিমত্তা দিয়ে পুরো পোস্টটি সাজিয়েছেন আপনি। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যিই মানতে হবে আপনার অসম্ভব রকমের বুদ্ধি রয়েছে। নইলে যেকোনো সাদামাটা মাথায় এই আইডিয়া আসার কথা না। অনেক ধন্যবাদ ভাইয়া এত চমৎকার একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য আপু।

 3 years ago 

ওয়াও আপনার তো খুব বুদ্ধি। ছোট ছোট জিনিস দিয়ে একটি নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত এমন একটি জিনিস তৈরি করেছেন। যা অসাধারণ ছিলো।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মাম পট দিয়ে খুব সহজে ব্যালেন্ডার তৈরী করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাই আমিও তৈরি করবো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ও মাই গড!!! আপনার কাজ দেখে সত্যি অবাক হয়ে গেলাম ভাই। মামপট দিয়ে খুব সহজেই ব্লেন্ডার বানিয়েছেন। খুব ভালো লাগলো আমার কাছে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মাম পট দিয়ে আপনি খুবই সুন্দরভাবে ব্লেন্ডার তৈরি করেছেন, সেই সাথে আপনার তৈরীকৃত ব্লেন্ডার দিয়ে কমলার জুস ব্লেন্ডার করেছেন, আপনি আপনার সৃজনশীলতাকে সৃষ্টিতে রূপদান করতে সক্ষম হয়েছেন, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31