বিপর্যয় কি আমাদেরই কাজের ফল??

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

০৪ চৈত্র , ১৪২৮ বঙ্গাব্দ

১৮মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ
১৫শাবান, ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️
বসন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


coronavirus-5086544__480.webp

Source

জলে-স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয়ে পড়ে মানুষ।মনে রাখতে হবে সৃষ্টিকর্তা মানুষকে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না।আমাদের পাপ কাজ থেকে বেড় হতে হবে।এবং মালিকের হুকুম পালন করে জীবন পরিচালনা করতে হবে। তার দয়াও রহমতের ভিক্ষা চাইতে হবে সব সময়।।


আমেরিকার ইতালি রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃত্যুর মিছিল বিশ্ব দেখেছে।লাশ পড়ে থাকা সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি।মানুষের পেটে ভাত নেই শুধু পানি খেয়ে দিন পার করছে। জামাতে নামাজ আদায়ের নিয়ম মেনে নিতে হয়েছে ।গিজা মন্দির সব ধরনের উপাসানালায় নিয়ম মেনে প্রার্থনা করতে হয়েছে। সবখানে জরুরি আইন জারি করা হয়েছিল।বাড়ি থেকে জরুরি প্রয়োজনে বের হলেও সেনাবাহিনীর,পুলিশের দৌড়ানি খেতে হয়েছে।

শেয়ারবাজার অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম। লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। দুর্ভিক্ষ কড়া নাড়ছে আমাদের সকলের দোরগোড়ায়। কিন্তু কেন আমাদের প্রার্থণালায় যাবার সুযোগ বন্ধ হয়ে গেল।কেন তৈরি করল দমবদ্ধ অবস্থা।

জলে-স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয়ে পড়ে মানুষ। আমাদের চারপাশ পর্নোগ্রাফি থেকে শুরু করে বিবাহিত বয়স্ক মানুষ পরকীয়ার সাথে জরিত এটা বড় ধরণের পাপ।নিউজ পত্রিকা খুললেই চোখে পড়ে শিশু নির্যাতন হত্যা, স্বামীর হাতে স্ত্রী খুন। ২টা বাচ্চা রেখে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছে নারী। 2,3 বছরের শিশু পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে।

আকাশ-বাতাস ভারী হয়ে গিয়েছে মাজলুম দের আহাজারিতে।মা বাবাকে চাকর বানিয়ে রেখেছিল নিজ সন্তান। এটা কি পাপ না? চাঁদাবাজি সন্ত্রাস খুন ঘুষ মিথ্যা মামলা এগুলো জেন মানুষের নিত্য দিনের সাথে জরিয়ে আছে।

সামান্য টাকা পয়সার জন্য ভাইয়ের হাতে খুন হচ্ছে ভাই। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে তারই গড়া সম্পদ ভোগ করছে ছেলে মেয়ে।জাল দলিল করে ক্ষমতাশীন রা কেরে নিচ্ছে গরিবের জমি।।এটা কি পাপ না??

এখন বিশ্ব দেখছে নতুন এক করণা ভাইরাস।। বিশ্ব অর্থনীতী ভেঙ্গে পড়েছে।সব ধরণের জিনিস পত্রের দাম আজ উদ্ধগতিতে।।এমন মানুষ আছে যারা এখনো দু বেলা দু মুঠো খাবার পেট ভরে খেতে পারছে না। মাছ মাংস তো অনেক দূর।

বিশ্ব আজ উৎতপ্ত বাতাসে ভেসে আসে গোলা বাড়ুতের গন্ধ।। শত শত মানুষ মারা হচ্ছে নির্বিচারে ইউক্রেনে দৃশ্য দেখলে গা শিহরিত হয়।।আমরা কেন আজ একত্রিত হতে পারছি না। আমরা শুধু নিজের শক্তি দেখানোর চেষ্টায় আছি।।অথচ মানুষ গুলো মারা যাচ্ছে তাতে কারুর কোন আসে যায় না।।

এই সব এর কারণ একটাই আমাদের পাপের ফল।কারণ আমরা পাপ করতে দ্বিধা করি না।আমাদের পাপের ফল তো আমাদের ভোগ করতে হবেই।

আমাদের আবার ফিরে আসতে হবে প্রভুর দিকে। তাকেই বিশ্বাস করতে হবে।। তার বিধান মেনে আমাদের জীবন পরিচালনা করতে হবে।। আমাদের পাপকে কমাতে হবে।তাহলে বিশ্ব আবার শান্তিতে ভরে উঠবে।এবং নিজের জীবনের মানে খুজে পাওয়া যাবে।



ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

প্রথমে বলব আসলে আপনার পোস্টটি খুবই বাস্তব সম্মত একটি পোস্ট এবং বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র করে পোষ্টটি খুব যথাযথ হয়েছে। আসলে জ্ঞানী গুণীরা বলে গিয়েছেন যে, যেমন কর্ম তেমন ফল। আর সেই কর্মের দ্বারাই আমরা ফল পেতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ একটি বাস্তববাদী পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় চেষ্টা করি চলমান কোন ঘটনা অথবা বাস্তবসম্মত পোস্ট লেখার আপনার ভালো লেগেছে জেনে সত্যি আমি অনেক আনন্দিত আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো

 2 years ago 

ভাই পৃথিবীর মানুষগুলো আর মানুষ নাই। নিজের স্বার্থে আঘাত লাগলে সত্যি বলতে নিজের মা তার দুই সন্তানকে খুন করেছে। পরকীয়া জেনে গেছিলো বলে এর চেয়ে। আর কি হতে পারে পৃথিবীতে। সন্তান বাপ মার কাছে সেভ না। এখন দেখছি বাপ মার কাছে ও সন্তানরা মুক্ত নয় তাহলে কোথায় আছি আমরা।
আসলে সৃষ্টিকর্তা মানুষকে ছেড়ে দেন কিন্তু স্যার দেন না কথার সাথে একমত আমি।জ্বী আপনি ঠিক বলেছেন আমাদের পাপের ফল ভোগ করতেই হবে।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই পৃথিবীতে মানুষ আর এখন মানুষ নেই সবাই নিজের স্বার্থ নিয়ে পাগল কিন্তু পৃথিবীর স্বার্থ বাদেও যে আমাদের পরকালের সবচেয়ে বড় পাওয়া এবং সার্থক লুকায়িত আছে এটার কথা আমরা কখনই ভেবে দেখি না ধন্যবাদ ভাইয়া ব্লক টিপ পড়ে সুন্দর মন্তব্য করার জন্য

লেখায় তেজ দেখা যায়। সমাজ সংস্করণে কাজে আসুক আপনার লেখা এই কামনা করি।

 2 years ago 

অবশ্যই সমাজকে সংরক্ষণ করতে হবে সমাজ যাতে ভালো চলে সেই ব্যবস্থা করতেই হবে এর কোন বিকল্প নেই ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য পোস্ট দেয়ার জন্য

 2 years ago 

একদম সঠিক কথা বলেছেন অবশ্যই বিপর্যয় আমাদেরই কর্মফল। আমরা পাপ করতে করতে এমন জায়গায় উপনীত হয়েছি যেখান থেকে আমাদের উত্তরণের কোনো পথ নেই। আমারা জীবনে অনেক বিপর্যয় এ পড়ি বিভিন্ন খারাপ অবস্থার সম্মুখিন হই তা আমাদের পাপের কর্মফল। অনেক মূল্যবান কিছু বক্তব্য আমাদের মাঝে উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমাদের জীবনের এই বিপর্যয় ঠেকাতে হলে অবশ্যই আমাদের আমলের পরিবর্তন আনতে হবে সদা সর্বদা সত্য কথা বলা এবং ভালো কাজ করতে হবে ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 54280.30
ETH 2452.56
USDT 1.00
SBD 2.24