জীবনের মানে বুঝতে হলে মৃত্যুকে অনুভব করুন।

in আমার বাংলা ব্লগlast year

০৭ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ

২২আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
০৬সফর ১৪৪৫ হিজরী
মঙ্গলবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


man-5640540_1280.webp

Source


মানব জীবনের চির সত্যের নাম মৃত্যু। চাইলেও মরণের স্বাদ গ্রগণ করতে হবে, না চাইলেও মৃত্যুর স্বাদ আসবেই। আমাদের জীবনের সব মিথ্যার মধ্যে একটি চিরসত্য মৃত্যু।

আল্লাহ–তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, ‘প্রত্যেক প্রাণী মরণশীল।’ (সুরা আম্বিয়া, আয়াত: ১৮৫ )

জন্ম গ্রহণ করেছি এর মানে মৃত্যু একদিন আসবেই অবধারিত।ক্ষণিকের এই পৃথিবীতে কোনো প্রাণীই অমরত্ব লাভ করতে পারেনা।

পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেছেন, ‘হে নবী! তোমার পূর্বেও আমি কোনো মানুষকে অমরত্ব দান করিনি। তোমার মৃত্যু হলে ওরা কি চিরকাল বেঁচে থাকবে?’ (সুরা আম্বিয়া, আয়াত: ৩৪)

আসলে মৃত্যু কী? মরে যাওয়া মানেই কী শেষ হয়ে যাওয়া,না নতুন কিছুর সূচনা হওয়া? মরে যাওয়া মানেই কি অজানা কোথাও হারিয়ে যাওয়া, নাকি কোন ভাবে পৃথিবীর থেকে বেঁচে যাওয়া? নাকি প্রকৃত জীবনের সূচনা হওয়া।

মূলত মৃত্যু মানে হলো এই জীবনের ইতি ঘটিয়ে পারকালের জীবনে প্রবেশ করা। আত্মার দুনিয়ায় স্থানান্তর। আমাদের ক্ষণস্থায়ী এ জীবন থেকে আমাদের চিরস্থায়ী জীবনে যাত্রা। মৃত্যু মানে জীবনের এক রুপ থেকপ অন্য রুপে রূপান্তর। মৃত্যু মানে হারিয়ে যাওয়া বা সববশেষ হওয়া নয়, আবার বেঁচে গেলাম কিংবা চিরস্থায়ী ভাবে জীবনে প্রবেশ করলাম এটাও না।

মরতে তো হবেই, তাহলে জন্ম হলো কেন আমাদের? কেন এলাম আমরা এই জীবনে ? আবার ভিন্ন একটি জায়গায় কেনই বা যেতে হবে আমাদের সবার? ঐ জগতের জন্যই মূলত আমাদের এতগুলো জগতের সৃষ্টি


মৃত্যু নিয়ে আজ এতগুলো কথা বললাম কি জন্য জানেন। না বললে আসলে বুঝবেন কি করে কথাগুলো শেয়ার করবো আজ আপনাদের সাথে। আমার পাশের বাড়ির এক বড় ভাই ছোটবেলা থেকেই তাদের সাথে বেড়ে ওঠা। আমার থেকে দু বছরের বড় অথচ চলাফেরা করেছি বন্ধুর মতো। গত রাত চারটার সময় খবর পেলাম সে প্রবাসে মৃত্যুবরণ করেছে। মালয়েশিয়ায় গিয়েছে এক বছরও হয় নাই বাড়িতে ছেলে বউ রেখে। ছেলেটার বয়স দুই বছর। গতকাল রাতেও ছেলের হিস্ট্রি দিয়েছে ফেসবুকে। তার এমন অকাল মৃত্যু আসলে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। সব মিথ্যা সত্য পার করে জীবনের সবথেকে বড় সত্য হচ্ছে মৃত্যু। যা আসলে আমাদের সবাইকেই মেনে নিতে হবে না চাইলেও। একই সাথে ঘুরেছি খেলাধুলা করেছি খেয়েছি ঘুমিয়েছি। তার আর আমার আজ তফাতটা অনেক দূর। ভাগ্যের চাকা ঘুরবে জীবনের চাকা ঘুরবে জীবনে ভালো কিছু করবে এই আশায় বিদেশ পাড়ি জুমায়ে আজ সবাইকে ফাঁকি দিয়েছে ওপার চলে গেল। চিরদিনের জন্য তাকে আমরা হারিয়ে ফেললাম। হয়তো তার মুখ থেকে আর ভাই কথাটা শুনতে পাবো না। হয়তো আর একবার দেখা হবে কিন্তু কথা আর বেরোবে না মুখ দিয়ে।


এজন্য ভাই আমাদের জীবনটা খুবই সংকীর্ণ ।আসুন নিজের প্রতি যত্নশীল হই। অল্পতে খুশি থাকি। সৃষ্টিকর্তার যেভাবে রেখেছেন এভাবেই তার শুকরিয়া আদায় করি। বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন তাকে ওপারে ভালো রাখেন।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 last year 

একটি প্রকৃত সত্য কথা নিয়ে আস পোস্ট শেয়ার করলেন। সত্যি কিন্তু জীবন কে বুঝতে হলে আগে মৃত্যুকে অনুধাবন করতে হবে। আমরা আসলে মৃত্যুর কথা ভাবি না আর চিন্তাও করি না। যদি আমরা প্রতি নিয়ত মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করতে পারতাল তাহলে অবশ্যই আমাদের জীবন টা অনেক সুন্দর হয়ে ‍উঠতো।

 last year 

ঠিকই বলেছেন আমরা আসলে মৃত্যুকে নিয়ে চিন্তা করি না ভাবি না। আমাদের যে একদিন মৃত্যুবরণ করতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে সেটা আমাদের মনেই থাকে না।
ধন্যবাদ আপনাকে পোষ্টটি পড়ে মন্তব্য করার জন্য।

 last year 

প্রত্যেক প্রাণীকে মৃত স্বাদ গ্রহণ করতে হবে এটাই সত্য।
পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। আজ অথবা কাল আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমারা কেউই মৃত্যুর কথা একবারও স্মরণ করিনা। আমরা সবাই দুনিয়ার মোহে ডুবে আছি। খুব ভালো লেগেছে ভাই আপনার শেয়ার করা পোস্ট পড়ে। ভালো থাকবেন ভাই ধন্যবাদ।

 last year 

আমরা কেউই পৃথিবীতে চিরস্থায়ী নই। যেতে একদিন হবে, তাই আসুন ভালো কাজ করে ভালো পথে চলি।

 last year 

জ্বি ভাই আমাদের উচিত ভালো পথে চলা এবং ভালো কাজ করা। চেষ্টা করি ভাই ভালো কাজ আর ভালো পথে চলতে।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট লিখে শেয়ার করেছেন আপনার লেখা পোস্টি আমার কাছে বেশ ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাই জীবনকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় অবশ্যই মৃত্যুর কথা মাথায় রাখতে হবে তাহলে কখনো খারাপ পথের দিকে মানুষ ভূপৃষ্ঠ হবে না। এটা সত্যি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি আমরা প্রতিনিয়ত মৃত্যুর কথা চিন্তা করি ভালো কাজের দিকে অগ্রসর হয় তাহলে আমাদের পরবর্তী জীবনটা হয়তো সুখবর হতে পারে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

জীবনকে সাজাতে হবে ধর্মীয় আইন কানুন দিয়ে তাহলে আপনি সঠিক পথে চলতে পারবেন।
যেহেতু চলে একদিন যেতেই হবে তাই আসুন ভালো কাজ করেই ভালো পথে চলি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44