জেনারেল রাইটিং ✍️ আত্মশুদ্ধি।

in আমার বাংলা ব্লগ6 months ago
১৭ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ
০১মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শাবান ১৪৪৫ হিজরী
শুক্রবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


bible-2989425_1280.jpg

Source


শুধুমাত্র দৈহিক গঠনের উপর ভিত্তি করে একজন পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। একজন মানুষের মূল উপাদান হলো তার অভ্যন্তর। যেটাকে আমরা আত্মা বলে জেনে থাকি। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের যেমন সুস্থ এবং অসুস্থতা রয়েছে। ঠিক তেমনি মানুষের অভ্যন্তরে সুস্থ এবং অসুস্থতার দিক কিন্তু রয়েছে। যে মানুষটা অভ্যন্তর থেকে পরিপূর্ণভাবে সুস্থ এবং ভালো সেই মানুষটাকেই আমরা কেবলমাত্র একজন পরিপূর্ণ সুস্থ মানুষ বলতে পারে। এজন্য মানুষ বলে অন্তরের সুখ বড় সুখ। আর অভ্যন্তর ভালো রাখার একমাত্র উপায় হল স্বীয় সৃষ্টি কর্তার দেখানো পথ অনুযায়ী চলা এবং সার্বক্ষণিক তার আনুগত্যে লিপ্ত থাকা। যাইহোক আমি আজ আমার পোষ্টের মাধ্যমে আত্মশুদ্ধি নিয়ে কিছু আলোচনা করব। কেননা নিজেকে ভালো রাখার খুবই প্রয়োজন আর নিজে ভালো থাকলেই না পরিবার-পরিজন এবং সমাজের মানুষকে সচেতন করে পরিবর্তনের দিকে আনা যাবে।


একজন মানুষ তখনই পরিপূর্ণ সুস্থতার স্বাদ পায় যখন সে বাহ্যিক এবং অভ্যন্তর দুদিকেই ভালো অনুভব করে। বাহ্যিক দিকে যেমন অসুস্থতা অনুভব হলে চিকিৎসার ব্যবস্থা রয়েছে তেমনি অভ্যন্তরেও চিকিৎসার ব্যবস্থা রয়েছে সুস্থ হওয়ার জন্য। অভ্যন্তরীণভাবে ভালো থাকতে হলে অবশ্যই আমাদেরকে স্বীয় প্রতিপালকের আদেশ নির্দেশ সবকিছু মেনে চলতে হবে। এককথায় আমার ধর্মে যা রয়েছে আমাকে যেভাবে চলতে বলেছে যেখানে যেতে বলেছে এবং যেখান থেকে ফিরে থাকতে বলেছে আমাকে ঠিক সেই কাজগুলোই করতে হবে।


একদিনে বা এক মুহূর্তে বা কয়েকদিনে পরিপূর্ণভাবে আত্মশুদ্ধির দিকে আশা আসলে সম্ভব নয়। নিজেকে শুদ্ধ করতে হলে পরিষ্কার করতে হলে ভালো রাখতে হলে নিজের মধ্যে থাকা বদ অভ্যাসগুলোকে প্রথমে একত্র করতে হবে। প্রতিনিয়ত চিন্তা-ভাবনা করতে হবে ভালো পথে আসার জন্য সৃষ্টি কর্তার দেখানো পথে চলার জন্য। আপনি যে ধর্মেরই হন না কেন কোন ধর্মই তো মানুষকে খারাপ পথের দিকে নিয়ে যায় না। আপনি ধর্মকে অনুসরণ করুন ধর্মের বানীগুলো মেনে চলুন দেখবেন আপনি একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠেছেন। এখন এই বদ অভ্যাস গুলোকে একটা একটা করে নিজের জীবন থেকে দূর করতে হবে। এরকম ভাবে একটা একটা খারাপ অভ্যাস ছেড়ে দিলে দেখবেন এক সময় আপনি পরিপূর্ণ আত্মশুদ্ধিতে এসে গেছেন।


বদ অভ্যাস গুলো ছাড়ার পাশাপাশি তার পরিবর্তে একটি করে ভালো কাজে মনোনিবাস করতে হবে। আপনি দেখবেন যখন ভালো কাজগুলো বেশি বেশি করছেন তখন নিজের মাঝে অনেকটা ভালো অনুভব করবেন। খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কাজগুলো জীবনের সাথে গেঁথে নিতে হবে। খারাপ কাজ বা ভালো কাজ অতি নগণ্য বা ছোট হোক সেটা তো আমাদের জীবনের সাথে জড়িত। এজন্য যত ছোট হোক না কেন একটা ত্যাগ করে আরেকটা গ্রহণ করা খুবই জরুরী। আজ মানুষের মাঝে অনুভব করা যায় শুধু বাহ্যিক রং নিয়ে মাতামাতি। কে কত দেখতে সুন্দর, কার কটা গাড়ি আছে বাড়ি আছে কার কত শক্তি এগুলাই মানুষ মনে করে আসল শান্তি। কিন্তু বাহ্যিক দিক থেকেই দেখলে মানুষকে ভালো মনে হলেও ভেতরের দিকে কিন্তু কেমন সেটা বোঝা যায় না। এজন্য সমাজের সেই ব্যক্তিটাই ভালো যে তার অন্তরের দিক থেকে ভালো।


তাই আসুন আমরা সমাজকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করি। আর অবশ্যই এই পরিবর্তনটা বাহির দিক থেকে মানুষকে দেখানোর জন্য নয়। আত্মশুদ্ধি বা ভেতর থেকে পরিবর্তন এনে নিজেকে গুটিয়ে নেই। কেননা পৃথিবীতে এসেছিস সিরিয়াল অনুযায়ী কিন্তু কখন চলে যাবার ডাক আসবে সেটা কিন্তু কেউ জানে না। এমন কোন কাজ করে যাবো না যে কাজটা পরবর্তীতে মানুষ দেখলে গালি দেবে বা বোকা দিয়ে আমাকে স্মরণ করবে। পক্ষান্তরে আমাদেরকে এমন কিছু কাজ করে যাওয়া উচিত যার ফলে লোকে ভালো মনে স্মরণ করবে এবং ভালো বলবে। তাই আসুন আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি এবং সেই অনুযায়ী জীবন গঠন করার প্রত্যয় গড়ে তুলি।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 6 months ago 

আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে সমাজকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করে সঠিক পথে নেওয়াটা সবথেকে বেশি জরুরী। নিজে যদি সঠিক থাকি তাহলে অপরকে সঠিক পথে আনা সহজ হয়। যাহোক চমৎকার একটা টপিকস নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অবশ্যই ভাই সমাজকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের মধ্যে পরিবর্তন আসলে অবশ্যই সমাজে পরিবর্তন করা সম্ভব।

 6 months ago 

অনেক সময় আমরা উপর থেকে দেখায় খুব ভালো আছি আসলে আমরা ভেতরে ভেতরে অনেক কষ্টে আছি বা যন্ত্রণায় আছি।ধর্মীয় কাজ করলে আলাদা প্রশান্তি কাজ করে।এটা ঠিক বলেছেন সমাজ পরিবর্তন করার আগে নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনার ব্লগ টি পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে যে লোকটা অন্তর থেকে এবং ভিতর থেকে ভালো তাকেই ভালো মানুষ বলা উচিত।
আরেকজন ভালো মানুষই পারে সমাজকে পরিবর্তন করে।

 6 months ago 

আত্মশুদ্ধি ভীষণ দরকার।আর এই আত্মশুদ্ধি মানুষকে দেখানোর জন্য নয়।নিজের মধ্যে থাকা ভুল গুলোর পরিবর্তন আনা জরুরি।পৃথিবী থেকে চলে যাবার পর যেনো সকলের মুখে মুখে নামটি থেকে যায় আমাদের। এমন কিছু কাজ করে যেতে হবে।

 6 months ago 

একদম ঠিক বলেছেন মানুষকে দেখানোর জন্য আত্মশুদ্ধি আনার কোন প্রয়োজন নেই অবশ্যই সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য করা উচিত।

 6 months ago 

আমাদের মধ্যে অনেকে আছে যারা তাদের ভালো থাকার বিষয়টি খুব ভালোভাবে প্রকাশ করার চেষ্টা করে৷ তবে তার ভেতরে যে কষ্ট লুকিয়ে আছে সে কষ্ট গুলো তারা কাউকে বুঝতে দেয় না৷ আপনি একেবারে ঠিক কথা বলেছেন, সমাজকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে৷ আর নিজে যদি পরিবর্তন হতে না পারে তাহলে সমাজ কোনদিনও পরিবর্তিত হবে না৷ যদি কোন ব্যক্তির নিজের কাছে কোন ধরনের খারাপ গুণ থেকে থাকে এবং সেই খারাপ গুণ সম্পর্কে যদি সেই অন্য কাউকে বাধা দেয় তাহলে তা হাস্যকর কথা ছাড়া আর কিছুই হবে না৷ তাই আমরা নিজেরা যদি সঠিক থাকতে পারি তাহলে অন্যদেরকেও আমরা সঠিক উপদেশ দিতে পারব এবং তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারবো। অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এই পোস্ট পড়ে৷

 6 months ago 

আসলে ভালো মানুষই পারে সমাজকে বদলে দিতে কারণ তাদের কথা সমাজের মানুষ ভালোভাবে নেবে।

 6 months ago 

মানুষ দ্বারা সবই সম্ভব। মানুষ চাইলেই সবকিছু করতে পারে

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53948.70
ETH 2245.46
USDT 1.00
SBD 2.29