আমার শখের ফুল বাগানের ফুলের কিছু আলোক চিত্র। (beneficiary 10% @shy-fox)
২০কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
৫নভেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
২৮রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
শুক্রবার।
হেমন্তকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের ফুলের কিছু আলোক চিত্র। আমি আমার বাগানের নিয়মিত পরিচর্যা করি।এটি আমার কাছে খুব ভালো লাগে।আজ সকালে বাগান পরিচর্যা করার সময় পিক গুলো তোলা। আশা করছি আপনাদের ও ভালো লাগবে।
জবা একটি চিরসবুজ গুল্ম। এর পাতাগুলো সবুজ ও ফুলগুলি উজ্জ্বল সাদা বর্ণের। ৫টি পাপড়ি যুক্ত।শিশের মাথায় লাল রেণু। ফুলগুলো গ্রীষ্মকাল, শরতকাল ও শীত কালে ফোটে। ফুলটি আজ সকালে তোলা। যখন আমি বাগানে পানি দিই।শিশির বিন্দু ফুলের পাপড়ির উপর পরে সৌন্দর্য আরো অনেক বাড়িয়ে দিয়েছে।
এটি একটি লাল জবা ফুল। এর পাতাগুলো সবুজ ও ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের। ৫টি পাপড়ি যুক্ত।শিশের মাথায় লাল রেণু। ফুলগুলো গ্রীষ্মকাল, শরতকাল ও শীত কালে ফোটে। ফুলটি আজ সকালে তোলা। যখন আমি বাগানে পানি দিই।শিশির বিন্দু ফুলের পাপড়ির উপর পরে সৌন্দর্য আরো অনেক বাড়িয়ে দিয়েছে।
কৃষ্ণচূড়া গাছে লাল, কমলা, হলুদ ফুল ফোটে।উজ্জ্বল সবুজ পাতা একে অপরকে অন্যরকম দেখায়। বন্য অঞ্চলে এটি প্রায় বিলুপ্ত হলেও বিশ্বের অনেক জায়গায় এর চাষ করা হয়েছে হাইব্রিড পদ্ধতিতে। সৌন্দর্য বৃদ্ধির গুণাবলী ছাড়াও এই গাছটি উষ্ণ আবহাওয়ায় ছায়া প্রদানের জন্য বিশেষভাবে উপযোগী। যদিও আমার বাগনের টা হাইব্রিড। ফুল লাল রঙের। নিয়মিত পানি না দিলে গাছ বাচানো সম্ভব না।প্রজাপতি দুটি উরে উড়ে মধু পান করছিল। ছবি টা তুলতে অনেক সময় লেগেছে আমার।
উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন একটি সাদা পাতা যুক্ত গাছ। দেখতে অনেক সুন্দর এটি আমার বাগানে আমি নতুন এড করেছি। এই ছবিটাও আজকে সকালে যখন বাগানের পরিচর্যা কাজ করি তখন উঠানো।
2 মাস আগে আমার ছোট ভাই এটি কুষ্টিয়ার একটি নার্সারি থেকে কিনে এনেছে। নাম অবশ্য আমি জানিনা এখনও।
আপনি দেখতে পাচ্ছেন একটি ইটালিয়ান পাতাবাহারের গাছ। যার মাথায় সাদা সাদা মাইকের মত ফুল ফুটে আছে। এটাও গত দুই মাস আগে কুষ্টিয়ার একটি নার্সারি থেকে কিনে এনে আমার বাগানে যোগ করেছি।ফুল গুলো থেকে সুন্দর সুবাস ছড়ায়।
উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন একটি মিষ্টি লাল গোলাপ ফুল। এটি বেশিরভাগ সময় ভালোবাসার বহিঃপ্রকাশ এর জন্য ব্যবহার করা হয়। এ ফুলটি আমার খুবই প্রিয় এবং এই ফুলটি থেকে সুন্দর সুবাস ছড়ায় এ ফুলটি আজকে সকালে যখন আমি বাগান পরিচর্যা করি তখন তোলা।
গত দুই সপ্তাহ আগে আমি এই ফুলের গাছ টি টব সহ কিনে এনে আমার বাগানের এড করেছি। সবুজ পাতার মধ্যে সাদা এবং লাল রঙের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং মিষ্টি গন্ধ ছড়ায়।
আজ সকালে যখন আমি আমার ফুলের বাগান পরিষ্কার করি হঠাৎ করে দেখি গাছাড়ার মধ্যে এই ফুলটি ফুটে আছে। নাম না জানা এই ফলটি আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি এটি ক্যামেরাবন্দি করে ফেলে আশা করি আপনাদেরও ভালো লাগবে।
হাসনাহেনা সাদামাটা ফুল, কিন্তু গন্ধের জোয়ার এড়ানো যায় না। যেখানেই গাছ থাকে সেখানে গন্ধে জানান দেয়। লতানো ঝোপ।ফুল গুলো অনেক সাদা মাইকের মত মসৃণ।পাতা গুলো সবুজ। বছরে কয়েকবার ফুল ফোটে। তবে গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। ফুলের গোড়ায় বা কান্ডে ছোট ছোট গুচ্ছ সন্ধ্যায় ফোটে এবং সুগন্ধ ছড়ায়।এই ফুলটা আমার বাগান শুরু থেকে।
লোকেশন:
https://w3w.co///tweak.puppeteers.sunlight
আপনার বাগানটি আসলে অনেক সুন্দর। খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছেন বাগানে। খুব সুন্দর করে সাজিয়েছেন আপনার বাগান টিকে। কৃষ্ণচূড়ার ফুলগুলো দূর থেকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। জবা ফুলের ফটোগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে আপনার বাগানটিকে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
অসাধারণ হয়েছে ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো, একেবারে স্বচ্ছ ও চকচক করছে। লাল রঙের জবা ফুল আর কৃষ্ণচূড়ার দেখতে অপূর্ব লাগছে, সবগুলো ফটোগ্রাফি আমার ভালো লেগেছে।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক সুন্দর একটি ফুলের বাগান করেছেন ভাইয়া। কৃষ্ণচূড়া ফুলের উপরে যে প্রজাপতিগুলো উড়ে বেরাচ্ছে তার অসাধারণ ফটোগ্রাফি করেছেন। এককথায় আমি বলব আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন তার সাথে সুন্দর একটি বাগানও।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া, কোনটা ছেড়ে কোনটা বলব সুন্দর হয়েছে তা বুজতেই পারছিনা অসাধারণ হয়েছে আপনার ফেলে গুলো।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হইছে। প্রথম ফুল যাস্ট অসাধারণ। আপনি সুন্দর করে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
ফুল কে না ভালবাসে, আপনার বাগানের ফুল গুলোর ছবি দেখে ভালই লাগলো এবং এটা বুঝতে পেরেছি আপনি বাগান করতে পছন্দ করেন। ফুলের ছবি গুলো সুন্দর হয়েছে। সকালে শিশির বিন্দু সহ ফুলের ছবিটি দারুন লেগেছে। ভাল থাকবেন। শুভ কামনা রইল।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ করার জন্য আপনাকে ধন্যবাদ।
কি দারুন ফটোগ্রাফি ভাই। কোন টা রেখে কোন টার প্রশংসা করবো ভেবে পাচ্ছি না। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটা ফটোর অনেক সুন্দর বর্ণনা ও দিয়েছেন। খুবই ভালো লাগলো ভাই।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ করার জন্য আপনাকে ধন্যবাদ।