বাংলা কবিতা ✍️সময় 🕰️

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

১৬ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ
২৯ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
১৮শাবান ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
শীতকাল।


আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


"সময় গেলে সাধন হবে না।

লালন ফকিরের গানে আমরা সবাই শুনি।কিন্তু কখনো কি নিজের জীবন থেকে ভেবে দেখছি?? সময় সময়ের গতিতে চলতে থাকবে শুধু এই সময় থেকে আমরা হাড়িয়ে যাবো।এজন্য যতদিন পৃথিবীতে আছি সময়ের মূল্য দিতে শিখি।এবং সময়কে কাজে লাগিয়ে জীবন কে রঙিয়ে তুলি।স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি,আসল স্বপ্ন সেটা যেটা পুরণের জন্য ঘুম হয় না।মৃত্যু পর অবশ্যই আমাদের সময়ের হিসাব দিতে হবে।তাই সময় থাকতে সাধন করি।


clock-1274699_1280.jpg

Source


সময় 🕰️

সময়ের চাকা ঘুরছে ঠিকই,আমরা আছি পিছে।

আজকের কাজ আগামিতে করবো এই বাহানায় বসে।
জেগে জেগে স্বপ্নে ভাসি, রাজ প্রাসাদে বসে।
অন্ধকারে আলো খুজি,অলসতায় ডুবে।

একবার তুমি ভেবেছো কি ক দিনই বা রবে?
কোথায় ছিলে, কোথায় এলে,আবার কোথায় যাবে।
ক্ষণিকের মায়ায় ডুবে আছো রং লাগিয়ে চোখে।
শূন্য মনে ভেবে দেখো মূল্য কোথায় আছে।

গোধূলির পড়ে অন্ধকার কেটে ভোর হবে ফের,
একদিন তুমি হাড়িয়ে যাবে জেগে উঠবেনা আর,
হিসাব হবে কঠোর ভাবে কি করিলি বল?
উত্তর কি আছে জানা হিসাব করো ফের।

সময়কে বুঝে লাগাও কাজে দম থাকিতে দেহে,
ফুটিয়ে গেলে ফুটবে না যে সময়ের ফুল ওরে।
স্মৃতি হয়ে যাওয়ার আগে স্মৃতি তৈরী করো।
সময় যে আর আসবে নারে চলে যাবার পড়ে।

ভালো কাজে পূর্ণ হবে করো সবে কষে।
ভালো করলে ভালো হবে এটাই সবে বলে।
সময় ঠিকই রয়ে যাবে, হাড়িয়ে যাবে সবে,
সময়ের চাকা ঘুরছে ঠিকই,আমরা আছি পিছে।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 5 months ago 

বেশ চমৎকার একটি কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার কবিতাটি আবৃত্তি করে আমার বেশ ভালো লেগেছে। সময় কে কেন্দ্র করে দুনিয়াদারি চিন্তাধারা আপনার মধ্যে ফুটে উঠেছে কবিতার মাধ্যমে তা প্রকাশিত হয়েছে। সব মিলে আবৃত্তি করতে অনেক ভালো লাগলো আমার।

 5 months ago 

সময়ের মূল্য দিতে চাই না আমরা, যার ফলে কোন কাজ ঠিকভাবে আমাদের হয়ে ওঠে না। আর দিন দিন এটা অভ্যাসে পরিণত হয় এবং শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে। তবে সময়ের কাজ সময়ে যদি আমরা করতে পারি তাহলে একমাত্র ভালো ফলাফল পাওয়া সম্ভব। বেশ চমৎকার একটি বিষয় নিয়ে কবিতা লিখেছেন ভাই। বেশ ভালো লাগলো কবিতা পড়ে। অনেক ধন্যবাদ ভাই চমৎকার কবিতা উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সময়কে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন । আসলে সময় কখনো কারো জন্য বসে থাকে না । সময় তার নিজ গতিতে নিজে চলতে থাকে। নিজেকে সময়ের সাথে প্রতিযোগিতার মাধ্যমে টিকিয়ে রাখতে হয়। এ জীবনটা সংগ্রামের পথে নিজেকে অটুট রাখতে হয়। সেই বিষয়টি আপনার কবিতার মধ্যে ভালই উপলব্ধি করতে পারলাম। অনেক ভালো লেগেছে আপনার লেখা কবিতা।

Posted using SteemPro Mobile

 4 months ago 

যেহেতু সময় কারো জন্য কখনো অপেক্ষা করো না এজন্য সময়কে মূল্যায়ন করে সেই সময় কাজে লাগানো অবশ্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63595.77
ETH 3415.98
USDT 1.00
SBD 2.49