জেনারেল রাইটিং 📖 কর্মময় জীবন।

in আমার বাংলা ব্লগ11 months ago

১৪আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ

২৯সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
শুক্রবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



businessman-2108029_1280.webp

Source


কর্মজীবিন মানেই ব্যস্তার মাঝে বিশেষ কারণে মুচকি হেসে একটু আনন্দময় সময় পার করে অন্যরকম একটি অনুভূতিতে চলে যাওয়া। যার কর্ম নেই তার জীবনে কোন ব্যস্ততা এবং আনন্দও নেই। আমরা কর্মে যত বেশি ব্যস্ত থাকি তারা ততই বেশি আনন্দিত বাজে সময় থেকে দূরে থাকি।আমার মনে হয় কর্মময় জীবন সব সময় সুখময়।অন্তত মাস শেষে যখন বেতনটা হাতে আসে তখন তো সবার মুখে হাসি ফুটানো যায়। আর আমাদের সবারই জানা অলস মস্তিষ্ক। কর্ম না করলে সব সময় অন্যের উপর নির্ভর হয়ে থাকতে হয়। দু ৫ টাকার জন্য অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়।বিশেষ করে আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি,আমি তো কাজের মাঝেই আনন্দ উপভোগ করি।


আর প্রতিটা মানুষের যার যার অবস্থান থেকে ভালো কাজের সফলতা অনুযায়ী আনন্দ হয়ে থাকে। কেননা কাদের সফলতার মাঝেই আমাদের আনন্দটা লুকিয়ে থাকে।আবার আমরা অনেকেই আছি যারা নিজ স্বার্থ ও নিজের লাভ উদ্ধার করার জন্য অনেক সময় কাজ করে আনন্দ পেয়ে থাকি।আসলে স্মরণ রাখতে হবে শুধু নিজের স্বার্থ উদ্ধার ও নিজের কথা ভাবলে হবেনা। হয়তো আমার এই কর্মের মাঝেও অনেকের লুকিয়ে রয়েছে। যে কাজ করলে আমার নিজের স্বার্থ ও লাভ উদ্ধার হবে সমাজের ক্ষতি হবে এই কাজগুলো কখনোই করা উচিত নয়। শুধু একা ভালো থাকলে হবে না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে নিজের কর্মের মাধ্যমে।


আমি তখনই একজন সফল কর্মজীবী মানুষ হতে পারব যখন আমার কাজের মাধ্যমে সমাজ দেশ ও দশের উপকার হবে। আসলে আমরা কাজ করি ভালো থাকার জন্য। টাকা উপার্জন করার জন্য। আর সেটা যদি হয় কারোর বিপদের কারণ তাহলে সেটা না করাই ভালো।কেননা মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে।


জীবনের সফলতা তখনই পূর্ণতা পায় যখন কাজের মাধ্যমে আপনি বেঁচে থাকবেন চিরদিন পৃথিবীতে। মানুষকে সচেতন করতে হবে বেকারত্ব দূর করার জন্য এমন কিছু করতে হবে মানুষ কিছু উপার্জন করতে পারে। এক কথায় কর্মের মাধ্যমে আপনাকে একজন উদ্যোক্তায় পরিণত হতে হবে।একজন উদ্যোক্তা হলে নিজে যেমন কর্মসংস্থান পেয়েছেন তেমনি আপনার সাথে সাথে আরো কিছু লোক কর্মে যুক্ত হতে পারবে।এদের সমাজ থেকে অশ্লীলতা ছিন্তায় ডাকাতি দূর করা সম্ভব।কেননা অলস মস্তিষ্ক শয়তানের বাসা।যখন একজন মানুষ বেকারত্ব এবং অলসতায় ডুবে থাকে তখন তার দ্বারা যে কোন অশ্লীল এবং অগ্রহণযোগ্য কাজ করা সম্ভব।


নিজের ভিতর থাকা প্রতিভা এবং সঠিক কাজে ব্যবহার করতে হবে। প্রতিভা এবং সুশিক্ষার বিকাশিত করে সমাজকে বদলে দেওয়া সম্ভব। ব্যস্ত জীবন কর্ম জীবন খুব ভালো উপভোগ্য আমি মনে করি। কর্মের মধ্যে থাকলে ব্যস্ততার মধ্যে থাকলে বোঝা যায় জীবনের আসল বাস্তবতা। যাহোক আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে কর্ম জীবন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছে লেখাটি ভালো লাগবে।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

ঠিকি বলেছেন ভাই।কর্মজিবি ব্যাস্ত মানুষ কখুনো খারাপ দিকে যেতে পারে না।নিজের কাজের ব্যাস্ততার মাধ্যেই তারা আনন্দ খুজে বেরায়।যাদের কাজ নেই আসলে তারা এই জিনিসটা ফিল করতে পারবে না।ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক দামি একটি কথা বলেছেন ভাইয়া যাদের কর্ম নেই তারা আসলে এই ভালোলাগাটা ফিল করতে পারবে না আপনার সাথে একমত।

 11 months ago 

আসলে কর্মজীবন হচ্ছে জীবনের সেরা সময়ের মধ্যে একটি। কর্মের মাধ্যমে মানুষ আমাদের চিনতে পারে এবং কর্ম আমাদের এগিয়ে নিয়ে যায়। কর্ম জীবন নিয়ে চমৎকার একটি লিখনী উপস্থাপন করেছেন ভাই।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া কর্মের মাধ্যমে মানুষ আমাদেরকে চিনতে পারে। ভাল কাজ করলে প্রশংসা ।আর খারাপ কাজ করলে দুর্নাম পেতে হয়।

 11 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি কর্মের মধ্যে থাকলে যেমন টাকা উপার্জন করা যায় তেমনি অন্যায় অবিচার কাজ থেকে দূরে থাকা যায়।এটা বাস্তব অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।

 11 months ago 

কাজ নিয়ে থাকলে কাজের মধ্যে থাকলে সব সময় অনেক ভালো থাকা যায়।
আপনি অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।

 11 months ago 

এটা কিন্তু সত্যি আমাদের কর্মের মাধ্যমে যখন আমাদের দেশ এবং সমাজের উপকার হবে তখনই আমরা সঠিক কর্মজীবী মানুষ হতে পারব। আপনি কর্মময় জীবন নিয়ে অনেক সুন্দর করে আজকের পোস্টটা লিখেছেন। আসলে প্রত্যেকটা মানুষের উচিত নিজের কর্মের মাধ্যমে এগিয়ে যাওয়া। আসলে কর্ম শেষে যখন হাতে টাকা পাই তখন অনেক বেশি ভালো লাগে। আপনি একেবারে সত্য কথা বলেছেন প্রত্যেকটা লাইনে।

 11 months ago 

আপনি যখন দেশ বা সমাজের জন্য ভালো একটি কাজ করবেন তখন কিন্তু আপনি মরার পরও স্মরণীয় হয়ে থাকবে।
ধন্যবাদ আপনাকে পোষ্টটি পড়ে মন্তব্য করার জন্য।

 11 months ago 

কর্মময় জীবন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিক কর্ম করি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে এবং আমরা সব কাজে সফল হব। আর আমাদের সেই কর্মের মাধ্যমে যদি দেশের মানুষের কোন সাহায্য হয় সেটা হচ্ছে একেবারে সঠিক কর্ম। আর আমাদেরকে এমন কর্ম করতে হবে যার মাধ্যমে দেশের মানুষের সাহায্য হয়। পুরোটা সুন্দর টপিক নিয়ে লেখার কারণে ভালো লাগলো।

 11 months ago 

সঠিক কর্ম সঠিক রাস্তায় থেকে করলে যেমন সুফল ভোগ করা যায় তেমনি প্রশংসাও কম নয়।

 11 months ago 

জীবনের সবথেকে কঠিন সময় মানুষ পার করে যখন সে কর্মবিহীন থাকে। আপনার সাথে আমি সহমত ভাই, পাঁচটা টাকার জন্য যখন অন্যের মুখের দিকে চেয়ে থাকতে হয় এর থেকে লজ্জার আর কিছু হয় না। নিজেকে কর্মের মধ্যে আবদ্ধ রাখলে যেমন মাসের শেষে একটা টাকা ও নিজের হাতে আসে তেমন এই টাকা দিয়ে আপনার পরিবারের স্বচ্ছলতা আনতে পারেন। একদিকে যেমন নিজের কর্মসংস্থান জোগাড় করা, ঠিক তেমনি আরো পাঁচ জনের কর্মসংস্থান করার চেষ্টা করাটা এটা একটা মানবীয় গুণ। আমার দ্বারা পাঁচজন উপকার হবে এটাই হচ্ছে মহত্ব।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে বেকার সময়টা কত কষ্টের আর কত হাসছো জনক সেটা বুঝেছিলাম যখন বেকার ছিলাম।
এখন কর্মজীবনের মধ্যে রয়েছি খুবই ভালো লাগে কর্মের মাধ্যমে শান্তি খুঁজে পাই।

 11 months ago 

জীবনের অপর নাম কর্ম বা কাজ। তবে এই কাজ যে শুধু নিজে ভালো থাকার জন্য করবেন ব‍্যাপার টা এমন না। এই কাজ করতে হবে দেশ ও মানুষের ভালোর জন্য। একজন কর্মহীন মানুষ দেশ জাতি সমাজ সবার কাছেই কিন্তু বোঝা স্বরুপ। উওম ব‍্যক্তি তো সেই যে নিজের কাজকে ভালোবাসে নিজের কাজের মাধ্যমে আনন্দ খোজে। চমৎকার লিখেছেন ভাই পোস্ট টা।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে শুধু নিজে ভালো থাকার জন্য কাজ না করে যদি আমরা আর দু চার জনের কথা ভাবি তাহলে তারাও উপকৃত হলো আমি নিজে অনেক ভালো থাকতে পারলাম।

 11 months ago 

কর্মময় জীবন ই ভালো। এই কর্মময় জীবন তখনই সার্থক হবে যখন আপনার আমার কাজের মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হবে।কাজের দ্বারা আমরা যখন পৃথিবীর বুকে চিরদিন বেঁচে থাকবো।ঠিক তখনই আমাদের কর্মময় জীবন সার্থক হবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

একদম ঠিক কথা কর্মজীবন তখনই সার্থকতা পায় যখন দেশ এবং সমাজের জন্য ভালো কিছু করতে পারা যায়।
পোস্টটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45