আবেগের কবিতা💔উড়াল পাখি🕊️১০%লাজুক শিয়ালকে❤️
০৭চৈএ, ১৪২৮ বঙ্গাব্দ
২১ মার্চ , ২০২১ খ্রিস্টাব্দ
১৮শাবান , ১৪৪৩ হিজরী
সোমবার।❤️❤️
বসন্ত কাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
এই হৃদয়ে তুমি ছিলে বেথা ছিল না।হঠাৎ করে হারিয়ে গেলা ফিরে এলে না।😅
উড়াল পাখি
বাঁধন ছিড়ে যায় রে পাখি
যায় সে অনেক দূর ,
বিদায় বেলা যায় রে রেখে
যায় সে তাহার সুর ।
যখন আমার
কেউ ছিলনা মোর দুখে ,
তুমিই এসে এই জীবনে ,
দিলে সুখ একে ।
তাইতো আজি বিদায় বেলা
কাঁদে আমার বুক ,
ভাসছি আজি অথই জ্বলে
তুমিই হারা কূলে ।
তুমিই আমায় স্বপে দিলে
দু - হাত ভরে দুখ ।
উড়াল দিয়ে চলে গেলে
রেখে গেলে পালক।
এই ছেলেটার ফোন যে
আজ বরই নিথর।
বাজবে না ফোন আর যে আমার
সকাল বিকাল সাঝে।
বলবে না আর কেউ যে আমার
মেসেজ রিপ্লে হলো কেন দেরি।
বলবো না কথা তোমার সাথে
করলাম আমি আড়ি।
সবই আজ স্মৃতি হয়ে চোখের কোনে ভাসে।
তুমি হয়তো আছো ভালো অন্য কারো বুকে।
আমি আজ ও খুঁজি তোমায় আমার বুকের কোণে।
এমন যদি হতো যা ঘটেছে,
সবই সপ্ন হলো।
আছি দু জন আগের মতো ভালোভাসা নিয়ে।
ডিভাইসঃ Redmi Note 5
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
যায় সে অনেক দূর ,
বিদায় বেলা যায় রে রেখে
যায় সে তাহার সুর ।
যখন আমার
কেউ ছিলনা মোর দুখে ,
তুমিই এসে এই জীবনে ,
দিলে সুখ একে ।
তাইতো আজি বিদায় বেলা
কাঁদে আমার বুক ,
ভাসছি আজি অথই জ্বলে
তুমিই হারা কূলে ।
তুমিই আমায় স্বপে দিলে
দু - হাত ভরে দুখ ।
উড়াল দিয়ে চলে গেলে
রেখে গেলে পালক।
এই ছেলেটার ফোন যে
আজ বরই নিথর।
বাজবে না ফোন আর যে আমার
সকাল বিকাল সাঝে।
বলবে না আর কেউ যে আমার
মেসেজ রিপ্লে হলো কেন দেরি।
বলবো না কথা তোমার সাথে
করলাম আমি আড়ি।
সবই আজ স্মৃতি হয়ে চোখের কোনে ভাসে।
তুমি হয়তো আছো ভালো অন্য কারো বুকে।
আমি আজ ও খুঁজি তোমায় আমার বুকের কোণে।
এমন যদি হতো যা ঘটেছে,
সবই সপ্ন হলো।
আছি দু জন আগের মতো ভালোভাসা নিয়ে।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার একটি আবেগের প্রেমময় কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই কবিতাটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। এইরকম প্রেমময় কবিতা পড়তে খুবই ভালো লাগে। নিজের মধ্যে প্রেম জাগ্রত হয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
আমার কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে সত্যি আমি অনেক খুশি হলাম এরকম উৎসাহ পেলে ভবিষ্যতে আরো সুন্দর কবিতা লিখবো ধন্যবাদ আপনাকে
ভাই অনেক আবেগ দিয়ে কবিতাটি লিখেছেন। এত আবেগ দিয়ে কি হবে ভাই? 😁 যে চলে গিয়েছে যে আউট অফ সিলেবাস। নতুন মেহমানকে স্বাগত জানান 😇🥰। যে যাওয়ার সে চলে গেলেই জীবন আরও সুন্দর হয়। তবে এক্ষেত্রে মায়াটা কাটাতে একটু টাইম লাগে 🙂।
যে যাবার সে তো চলেই গেছে আবেগ দিয়ে কি হবে ঠিকই বলেছেন কিন্তু তার দে জাগা ছিল সেই জায়গাটাতে আর কাউকে তারা পূরণ হবে না ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য
আবেগের কবিতা একদম অসাধারণ হয়েছে। কিন্তু বিশেষ করে কবিতার নামটি আমার কাছে বেশি ভালো লেগেছে। উড়াল পাখি কবিতার নাম করতেই যেন অন্যরকম একটা ভালো লাগলো। পুরো কবিতাটি পড়তে খুব ভালো লাগলো। কবিতাটি খুব সুন্দর ভাবে ছন্দ মিলিয়ে লিখেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
পাখিটা উড়াল দিয়ে চলে গিয়েছে তাই কবিতাটা লিখে কবিতাটির নাম উড়াল পাখি দিয়েছে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম ধন্যবাদ আপনাকে
আবেগের দারুন বহিঃপ্রকাশ। আসলে কবিতা বিষয়টি হচ্ছে এমন আবেগের। আর ছন্দময় দারুন একটি কবিতা লিখে ফেলেছেন বেশ ভালো লেগেছে আমার।
বিশেষ করে এই লাইনটি দারুন ছিল।
সত্যি ভাই সবই এখন স্মৃতি হয়ে চোখের কোনে ভাসে তাইতো কবিতার মাধ্যমে মনের ভাব কিছুটা প্রকাশ করার চেষ্টা করেছি ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
প্রিয় মানুষটাকে হারানোর তীব্র ব্যথা আপনার কবিতায় যেন পাওয়া গেছে ভাইয়া । খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে। হয়তো আপনার উড়াল পাখি ভালো আছে । যাইহোক ভাল লিখেছেন ভাইয়া । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য ❤️
কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য আমাকে উপহার দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো
কবিতাটি অনেক সুন্দর লাগলো। প্রিয়জনকে বা ভালোবাসার মানুষকে নিয়ে এত সুন্দর একটি উপস্থাপন সত্যিই অতুলনীয়। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
প্রিয়জন চলে যাওয়ার ব্যথাকে কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি আপনার ভালো লেগেছে সত্যি আমি অনেক আনন্দিত ধন্যবাদ আপনাকে
অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনি সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আজকে কয়েকটা কবিতা পড়লাম। সবগুলো কবিতা ভালোবাসে নিয়ে। আপনার কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নিজের মনের মানুষ কে নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেছেন। অনেক ভালো লিখেছেন ভাই। এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
প্রিয়জনকে হারিয়ে কবিতার মাধ্যমে দাস মনের ভাষা প্রকাশ করেছে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম ধন্যবাদ
Twitter link