সুস্বাদু নদীর পিয়েলি মাছ 🐟 চচ্চড়ি 😋😋👨‍🍳

in আমার বাংলা ব্লগ2 years ago

০২ জ্যৈষ্ঠ , ১৪২৯ বঙ্গাব্দ

১৬মে, ২০২২ খ্রিস্টাব্দ
১৪শাওয়াল , ১৪৪৩ হিজরী
সোমবার ❤️
গ্রীষ্মকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🍲👨‍🍳

1652688943375.jpg

শহরে থেকে নদীর মাছ পাবো এটা কখনো আশা করেছিলাম না। যদিও মাছ গুলোতে বরফ দেওয়া ছিল। তারপরেও মাছগুলো দেখে আমার খুব লোভ হচ্ছিল। কারণ ছোটবেলা থেকেই নদীতে মাছ ধরেছি এবং টাটকা মাছ খেয়েছি। এজন্য নদীর মাছের প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে। এদিকে বাজারে গিয়ে হঠাৎ ই পিএলই এবং খোসলা মাছ সামনে পড়ল। মাছগুলো দেখেই আমি দাম জিজ্ঞেস করলাম এবং একটা দামে মাছ গুলো কিনে নিলাম। ভেবেছিলাম হালকা ঝোল রান্না করে খাওয়া যাবে। কিন্তু বরফ দেওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত চচ্চড়ি প্রস্তুত করেছে। রেসিপি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছিল 😋খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল😋 নদীর মাছ বলে কথা😋😋 প্রস্তুত প্রণালি ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে❤️❤️

উপকরণপরিমাণ
মাছ২৫০গ্রাম।
আলু,টমেটো, ফুলকপিপরিমাণমতো।
পিয়াজ মরিচ কুচিপরিমাণমতো।
গুড়া হলুদ,মরিচ,ধনিয়া২চা চামচ করে।
আদা১পিচ।
লবণস্বাদমতো।
তেল ⛽পরিমাণমতো।

👨‍🍳

1652714158405.jpg

তাহলে চলুন এবার রন্ধনপ্রণালী শুরু করা যাক🍲 রেসিপিটি প্রস্তুত করার জন্য সবজিগুলো আলু টমেটো এবং ফুলকপি কুচি করে কেটে নিয়েছি। এবং পেঁয়াজ মরিচ গুঁড়া খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। তার পূর্বেই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল, একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। এ বিষয়গুলো আপনারা উপরের ফটোতে লক্ষ্য করলে দেখতে পাবেন।

👨‍🍳

IMG_20220516_140612.jpg

সবকিছু একত্র করা শেষ এবার সবজি একটি করাই মধ্যে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুড়া মরিচের গুঁড়া এবং আদা এবং জিরে বাটা দিয়ে রেসিপি মাখানোর জন্য সবকিছুর প্রস্তুতি গ্রহণ করি।

👨‍🍳

IMG_20220516_140658.jpg

এবার আমি হাতের উপর পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে সবগুলা মসলা এবং সবজি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তেল-মসলা এবং সবজি মাখানো যত ভালো হবে রেসিপিটি ততো সুস্বাদু হবে। মায়ের কাছ থেকে ছোটবেলায় শুনেছিলাম। তাই আজকে সেই পদ্ধতিতে রেসিপিটি প্রস্তুত করার চেষ্টা করছি।

👨‍🍳

IMG_20220516_140820.jpg

এই ধাপে এসে আমি পূর্বে প্রস্তুত করে রাখা মাছগুলো সবজির মধ্যে দিয়ে সুন্দর করে মিশ্রণ করে দিব।

👨‍🍳

IMG_20220516_140855.jpg

এইধাপে এসে আমি মাখানো মাছ এবং সবজির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এখন চুলার উপর দিয়ে জ্বালাতে শুরু করব।

👨‍🍳

IMG_20220516_140933.jpg

রান্নাটা চুলায় তুলে দেওয়ার পাঁচ মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন পানি গরম হয়ে ফুটতে শুরু করেছে। এবং সবজি গুলো আস্তে আস্তে সিদ্ধ হবে এবং কাল আরো সুন্দর ফুটে উঠছে।

👨‍🍳

IMG_20220516_141005.jpg

এখন আপনারা দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে এবং সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এমন অবস্থায় লবন এর স্বাদ নিতে হবে। এবং কম বেশি হলে সেটা ঠিক করতে হবে। তা না হলে রেসিপি খেতে সুস্বাদু হবে না।

👨‍🍳

IMG_20220516_141135.jpg

IMG_20220516_141039.jpg

এইধাপে এসে আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটি প্রস্তুত প্রায় শেষের দিকে। রেসিপির পানি সব শুকিয়ে গিয়েছে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে খুব সুন্দর গ্রান্ড বেরোচ্ছে। রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হবে বলে মনে হচ্ছে।

😋🍲👨‍🍳

IMG_20220516_141224.jpg

রেসিপি প্রস্তুত প্রণালি শেষ ধাপে চলে এসেছি। এই ধাপে এসে আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটি একদম শুকনা করে ফেলেছি। রেসিপিটি একটু অচা আচা হলে সুন্দর ঘ্রাণ বের হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। এজন্য চুলার উপরে কিছু সময় হালকা তাপমাত্রায় রেখে দিয়েছি। এবং তারপরে নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে নিয়েছে।

😋😋

IMG_20220516_141306.jpg

এবার পরিবেশনের পালা 🍲রেসিপিটি শেষ করে আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে সুন্দর একটি ফটো তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি😋 রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তেমন সুন্দর সেন্ট বেরিয়েছিল। নদীর মাছ বলে কথা নদীর মাছ খেতে বরাবর একটু সুস্বাদু হয়ে থাকে। যদি রেসিপিটি উপাদানগুলো ঠিকঠাকমতো দিয়ে রেসিপি প্রস্তুত করা হয়। ছোটবেলা থেকেই নদীর মাছ খেয়ে অভ্যাস তাই তো সামনে নদীর মাছ পেয়ে আর লোভ সামলাতে পারলাম না।

লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

সাধারণত নদীর মাছ গুলো খেতে খুবই সুস্বাদু। আজকে আপনি নদীর পিয়েলি মাছের রেসিপি তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপিটির ধাপ গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া নদীর মাছ গুলো খেতে সচরাচর খুবই সুস্বাদু হয়ে থাকে আমারও খুব ভালো লাগে তাই তো মাঝেমধ্যে নদীর মাছ খাওয়া হয়

 2 years ago 
 2 years ago 

ভাইয়া আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসলো। আপনার রেসিপি দেখতে অসাধারণ হয়েছে। দেশ আলু দিয়ে আপনি খুব সুন্দর ভাবে পিয়ালি মাছের চচ্চড়ি তৈরি করেছেন। এভাবে মাছের চচ্চড়ি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপির কালার দেখতে অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। এতো সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু এভাবে রেসিপি প্রস্তুত করে খাইলে খুবই সুস্বাদু হয় আপনিও এভাবে চেষ্টা করে দেখতে পারেন বাসায় ধন্যবাদ আপনাকে রেসিপিটি সম্পর্কে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ভাই এখন শহরেও গ্রামের মতোই নদীর মাছ পাওয়া যায় কিন্তু সেটা গ্রামের মাছের মত টাটকা হয়না , যাই পাওয়া যায় তাই নিয়ে খুশি থাকতে হয়।
নদীর পিয়ালী মাছের চচ্চড়ি রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে ভাইয়া। মাছের চচ্চড়ি আমার কাছে খুবই পছন্দের সেটা যদি হয় নদীর মাছ তাহলে তো কোন কথাই নেই। তাই আপনার রেসিপিটি দেখে আমার খুবই লোভ যাচ্ছে ভাইয়া। ভালো ছিল পুরো রেসিপি পোষ্টটি। ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া শহরেও পাওয়া যায় নদীর মাছ তবে গ্রামের মতো টাটকা হয়না বরফের দিয়ে ঢাকা মাছ তারপর ও মোটামুটি সুস্বাদু লাগে

 2 years ago 

যদিও আমি তেমন মাছ চিনি না,তবে এরকম মাছের নাম কখনো শুনিনি। তবে মাছ দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালই হবে। খুব সুন্দর করে চচ্চড়ি তৈরি করেছেন। ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

এটা একটি সুপরিচিত মাছ যারা নদীর পাড়ে বাস করে তারা অ্যাভেলেবল খেয়ে থাকেন রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ভাইয়া আপনার নদীর মাছের পিয়েলি মাছ আমার কাছে নতুন লাগছে। এই মাছের নাম প্রথম শুনলাম। তবে মনে ইচ্ছে খেতে খেতে সুস্বাদু হয়েছে। রেসিপি কালার টা দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া পিয়েলি মাছের সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে নদীর মাছ খেতে বরাবরই আমার ভালো লাগে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়ে ছিল খুবই মজা করে খেয়ে ছিলাম ধন্যবাদ আপনাকে রেসিপিটি সম্পর্কে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

পিয়েলি মাছের নাম আজকে আমি প্রথম শুনলাম। তবে আপনার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি তৈরির সম্পূর্ণ পদ্ধতি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর ভাবে মজাদার রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এটি একটি নদীর মাছ খেতে খুবই সুস্বাদু রেসিপিটি খুব সুস্বাদু হয়েছিল নদীর মাছ বলে কথা আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন

 2 years ago 

ওয়াও ভাইয়া কি দেখালেন, নদীর মাছ আমার খুবই প্রিয় বিশেষ করে পিয়েলি মাছ, আপনি সত্যি বলেছেন ভাইয়া শহরে থেকে নদীর টাটকা মাছ খাওয়ার আশা করাটা বেকার, তারপরেও যে আপনি মাছ গুলো পেয়েছেন এটি আমারও অনেক ভালো লেগেছে, প্রিয় জিনিস পেলে সত্যি খুশিতে মন আত্মহারা হয়ে উঠে, সত্যি আপনার রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া নদীর মাছ খেতে আলাদা রকম একটি সুস্বাদু হয়ে থাকে আমারও খুব ফেভারিট রেসিপি কি খেতে খুবই মজা হয়েছিল ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ভাইয়া, পিয়েলী মাছ আমার কাছে একদম নতুন একটি মাছ। এই মাছ আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। তবে আপনার পোস্টে যে মাছ দেখতে পাচ্ছি তা দেখে বেশ বুঝতে পারছি খেতে অনেক অনেক সুস্বাদু হবে। যেহেতু নদীর মাছ সেহেতু এর স্বাদ অনেক বেশি পাওয়া যাবে। আপনার তৈরি পিয়েলী মাছের চচ্চড়ি দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। আর এই লোভনীয় মাছ আপনি কিভাবে রান্না করেছেন তার প্রতিটি ধাপ দেখিয়ে দিয়েছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

যারা নদী ভর্তি অঞ্চলে বাস করে তাদের কাছে খুবই সুপরিচিত একটি মাছ পিয়ালী এই মাছ খেতে খুবই সুস্বাদু।

 2 years ago 

এ মাছ সম্পর্কে এ প্রথম অবগত হলাম। আগে কখনো দেখিও নি এই মাছ। তবে মাছগুলো দেখতে খুব সুন্দর,দুঃখীত সুন্দরী 🤭🤭।

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই নতুন সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নদীর তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করে তারা এই মাছ 🐟 সচরাচর সবসময় খেয়ে থাকে এই মাছ খেতে খুবই সুস্বাদু বিশেষ করে হালকা জ্বর হলে তো কোন কথাই নেই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61639.07
ETH 2982.91
USDT 1.00
SBD 2.46