জীবনের বাস্তবতা। ১০% লাজুক শিয়ালের জন্য ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

২১শ্রাবণ , ১৪২৯ বঙ্গাব্দ

৫আগষ্ট , ২০২২ খ্রিস্টাব্দ
৬মহররম , ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️
বর্ষাকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


laptop-1104066__480.jpg

Source


জীবন এক কঠিন বাস্তবতা। যেখানে আমরা সবাই অভিনয় করে চলছি প্রতিনিয়ত ভালো থাকার,সুখে থাকার। আসলে কি আমরা সবাই সুখী 😁 ছোটবেলায় আমার বাবা বলেছিল যে স্কুল ব্যাগ টানতে ভার হয়ে যায়। স্কুল ব্যাগ ফেলে যেদিন বাজারের ব্যাগ ধরবি সেদিন বুঝবি আসলে জীবনের বাস্তবতা। কোনটা হালকা আর কোনটা ভারী। পৃথিবীটা আমার কাছে এখন যেন এক যুদ্ধক্ষেত্র মনে হয়। যেখানে প্রতিনিয়ত যুদ্ধ করে আমাদেরকে টিকে থাকতে হচ্ছে। যতটুকু আয় করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তার থেকে বেশি অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। কত হিসাব নিকাশ আর কত প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়ে জীবন পরিচালনা করতে হচ্ছে।


পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি যে বেঁচে থাকার জন্য হাসির আড়ালে দুঃখ লুকিয়ে রাখে। যেমন ছোটবেলায় বাবাকে দেখেছি কঠোর পরিশ্রম করতে যার বিনিময়ে আমাদের মুখে দু মুঠো খাবার জুটেছে। বাবার ক্লান্ত শরীর আর ঘামে ভেজা দেখে বলেছিলাম বাবা তোমার গা এতো ভেজা কেন। আসলে বাবার মুখের মৃদু হাসি দেখে সেটাও ভুলে গিয়েছিলাম। এখন বলছি আসলে জীবনের বাস্তবতা কোথায়। সকালে উঠে অফিস যাই বিকেলে বাসায় ফিরি রাতে ঘুমাই এটাই এখন হয়েছে আমার জীবন। মাঝে মাঝে মনে হয় এর বাহিরে যেন আর কোন কিছু নেই।


আমরা সব সময় বড় হতে চাই নিজেকে বড় প্রমাণ করতে চাই। আসলে এর মধ্যে কত মহত্ত্ব আছে কতটুকু শান্তি আছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি। ক্ষণিকের জন্য হয়তো মানুষের সামনে অনেক ভালো থাকার অভিনয় করছি।


একটু চিন্তা করে দেখুন তো এখন আপনার সব আছে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন-সম্পদ কোন কিছুর অভাব নেই। আপনি নিজেকে একটু মৃত পথযাত্রী ভাবুন মরার আগে একটু মরে দেখুন। কেউ আপনার নয় আপনার পরিবার-পরিজন আত্মীয়-স্বজন টাকা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সবই পর হবে ক্ষণিকের ব্যবধানে।


আমরা যে যে ধর্মের অনুসারী হই না কেন সবাই তো সৃষ্টিকর্তা রয়েছে আসুন আমরা সবাই আমাদের রবের দিকে ফেরত যাই। তার আনুগত্য করি তার হুকুম মেনে চলে তার কাছে সাহায্য প্রার্থনা করি। এবং ভালো থাকার জন্য তার দেখানো পথ অনুযায়ী চলতে থাকি তাহলে না আমাদের জীবনটা সার্থকতায় পরিপূর্ণ হবে।


অনেক সময় আমাদের মনটা কেমন অস্থির হয়ে ওঠে ।কোথাও শান্তি খুঁজে পাইনা। অনেক সময় কষ্টগুলো এসে আমাদের বুকে হাহাকার করে।অন্তরের জগৎটাকে খুব ফাঁকা ফাঁকা লাগে।নিজেদের খুব একা একা মনে হয়। এ ধরনের অনুভূতি আমাদের প্রায়ই হয় তাই না।


আপনি কি দুনিয়ার কোনো দুশ্চিন্তা ভুলে থাকতে পারেন??না পারেন না আপনাকে সবসময় তাড়িয়ে নিয়ে বেড়ায়।আপনি তার হুকুম পালন করুন তিনি আপনাকে দুনিয়ার সব সমস্যার সমাধান করে দেবে।ফিরে আসুন আপনার রবের দিকে।হয়তো এখন ভালো আছি কিছু সময়ের ব্যবধানে লাশে পরিণিত হতে পারি।।


শেষ কথা হলো দুনিয়ার বাস্তবতা আমাদেরকে সব সময়ই তাড়িয়ে নিয়ে বেড়াবে। যতদিন সশরীরে পৃথিবীতে বেঁচে আছি। জীবন সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতে হবে রবের হুকুম অনুযায়ী তাহলে না আমরা জীবনের প্রশান্তি খুঁজে পাবো ব্যস্তবতার মাঝেও ভালো থাকতে পারবো


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

জীবনের বাস্তবতা বড়ই কঠিন তবু সেটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলায় উত্তম কাজ। যেটার সবারই উচিত অনেক ভালো কিছু তথ্যবহ কথা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি জীবনের বাস্তবতা বড়ই কঠিন যত কঠিন সময় সামনে আসুক না কেন সেটা পাড়ি দিতে হয় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আসলেই বাস্তবতা অনেক কঠিন।কিন্তু তারপরেও সেটা কে মেনে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।এর মাঝেই জীবন কে উপভোগ করা শিখতে হবে।আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি বাস্তবতা খুবই কঠিন অনেক যুদ্ধ বিদ্রোহের মধ্য দিয়ে জীবন পার করতে হয় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

আমরা সব সময় বড় হতে চাই নিজেকে বড় প্রমাণ করতে চাই। আসলে এর মধ্যে কত মহত্ত্ব আছে কতটুকু শান্তি আছে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি। ক্ষণিকের জন্য হয়তো মানুষের সামনে অনেক ভালো থাকার অভিনয় করছি।

আসলে ভাই কৌট করার মত অনেকগুলো পয়েন্ট লিখেছেন। খুব ভালো লাগলো আপনার বাস্তবিক এই মোটিভেশনাল লেখাটি, এবং কিছুটা দুঃখবোধও করলাম। যাই হোক আসলে বাস্তবতা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেখানে না খেয়েও অনেক সময় বলতে হয় খেয়েছি। যাইহোক বেশি কিছু বলবো না অনেক ভালো একটি মোটিভেশনাল ব্লগ ছিল

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া বাস্তবতা এত কঠিন হয়েছে যে মাঝেমধ্যে না খেয়ে থেকেও বলতে হয় যে মাত্র খেয়ে আসলাম ধন্যবাদ আপনাকে পুরো বিষয়টি বুঝাই সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ এত সুন্দর বাস্তবিক একটি পোস্ট উপহার দেয়ার জন্য

 2 years ago 

বাস্তবতা বড়ই কঠিন ।সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন। এবং আমরা কিভাবে ভালো থাকবো তার সমস্ত উপকরণাদি পৃথিবীতে দিয়েছেন। ব্যস্ততা আমাদের সবসময় তাড়িয়ে বেড়াবে এ কথা ঠিক। ব্যস্ততার মাঝে সৃষ্টিকর্তাকে স্মরণে রাখলে আসবে প্রশান্তি ও সুখ। আপনার মোটিভেশনাল লেখাগুলো অনেক ভালো লাগলো। আমরা বড় হতে চাই কিন্তু কতটুকু বড় হতে চাই তার কতটুকু সীমানা থাকা উচিত তাকে কখনো ভেবে দেখেছি।

 2 years ago 

একদম মনের কথা বলেছেন ভাইয়া এই কঠিন বাস্তবতার মধ্যেও সৃষ্টি কর্তার স্মরণে থাকলে অবশ্যই আমাদের জন্যই সুখ আসবে ধন্যবাদ আপনাকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য

 2 years ago 

ভাইয়া আপনার লেখা গুলো পড়ে অনেক ভাল লাগলো। আসলে সৃষ্টিকর্তা ছাড়া আমাদের সমস্যার সঠিক সমাধান কেউ দিতে পারবে না। দিন শেষে তার কাছেই আমাদের ফিরে যেতে হবে।

 2 years ago 

আসলে এটাই পৃথিবীর বাস্তবতা আমরা সবসময়ই বড় হতে চাই বিপদে নিয়ে চলতে চাই কিন্তু এগুলাতে সৃষ্টি কর্তার পক্ষ থেকে আসে আর সৃষ্টি করতে আমাদের সুখ এবং শান্তিদাতা সেটা আমরা ভুলেই যাই

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87