আপনি কি চান আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হোক❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

২৫ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ

১০মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ
০৭শাবান, ১৪৪৩ হিজরী
বৃহস্পতিবার।
বসন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


IMG_20220310_081722.jpg

Source

পৃথিবীতে চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু। যা সমস্ত প্রাণীকেই ভোগ করতে হবে। প্রতিটা নিঃশ্বাস আমাকে মৃত্যুর কাছাকাছি করে দিচ্ছে। প্রতিটা সূর্যাস্ত আমার জীবন থেকে একটি করে দিন কেড়ে নিচ্ছে। প্রতিটা সূর্যোদয় আমাকে জানান দিচ্ছে মৃত্যুর আগাম বার্তা। অবশ্যই সব সময় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আর সৃষ্টিকর্তার প্রতি সবসময় সুধারণা পোষণ করতে হবে। কেননা আমরা তার কাছ থেকে আসছি। এবং তার কাছে একদিন আমাদের ফিরিয়ে যেতেই হবে। আমি মেনে নিলেও এটা আমার সাথে ঘটবে না নিলেও এটা আমার সাথে ঘটবেই। অতএব সবাই প্রস্তুতি নিন চিরন্তন সত্য মৃত্যুকে উপভোগ করার জন্য।


আপনি কি চান আপনার মনের সুন্দর প্রত্যাশাগুলো পূর্ণতা পাক। আপনি কি চান আপনার সুন্দর স্বপ্নগুলো বাস্তব হোক। তবে আপনার জন্য সুসংবাদ সৃষ্টিকর্তা জীবনকে সুন্দর করার জন্য, জীবনকে কল্যাণেময় করে দেয়ার জন্য একটি সুন্দর ইবাদতের কথা আমাদের জানিয়ে দিয়েছেন। সেই এবাদত হলো সৃষ্টিকর্তার প্রতি সুধারণা।

প্রিয় ভাই ও বোন আমরা অনেকেই এ গুরুত্বপূর্ণ ইবাদত কথা জানিনা। তাই অনেক নিয়ামত থেকে প্রতিনিয়ত আমরা বঞ্চিত হই।সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে তার মাখলুক হুসাবে সৃষ্টি করেছেন।তিনি আমাদের লালন পালন করেন।তিনি আমাদের হেদায়েত দান করেন। গোটা বিশ্ব জগতের নিয়ন্ত্রণ করেন। তিনি রহমান আমাদের অস্তিত্বের প্রতিটি কণা তাদের কাছে ঋণী।

অপরাধ করার সঙ্গে সঙ্গে তওবা করলে তিনি ক্ষমা করে দেন।বান্দার দোয়া করলে কবুল করেন আমরা সব সময় তার কাছে কল্যাণের আশা করি। সব সময় তার ব্যাপারে সুধারণা লালন করি।

আপনার সামনে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একটি দরজা খোলা থাকে তা হলো সৃষ্টিকর্তা।সৃষ্টিকর্তা প্রতি সুধারণা দুর্যোগে এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। যে ব্যক্তি সৃষ্টিকর্তার প্রতি যেমন ধারণা করবে তিনি তার প্রতি তেমন।যদি সৃষ্টিকর্তা প্রতি মন্দ ধারণা রাখে তবে বান্দা কল্যাণ থেকে বঞ্চিত হয়। তাই আমাদের উচিত সবসময় সৃষ্টিকর্তা কাছ থেকে প্রত্যাশা করা।

দুনিয়ার সব মানুষের সব আশা পূরণ করলেও তার ভান্ডারে সামান্য ক্ষতি হবে না। তিনি তাঁর বান্দাদেরকে ভালোবাসেন এবং ন্যায়বিচার করেন। তিনি তার দয়া অনুগ্রহ দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন। আমরা তার কাছ থেকে এসেছি আবার তার কাছেই আমরা ফিরে যাব।

আমরা যদি চাই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে তবে পরিপূর্ণ আগ্রহ ও প্রত্যাশা নিয়ে সৃষ্টিকর্তার কাছে চাওয়া ছারা আমাদের বিকল্প কোনো পথ নেই। যখন পৃথিবীর সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। কষ্টের পাহাড় জমে যায় তখন কেবল সৃষ্টিকর্তার মাধ্যমে সব প্রতিকূলতা থেকে উত্তরণ লাভ করা সম্ভব।

সৃষ্টিকর্তার প্রতি সুধারণা অর্থ হল প্রাথণা করার পর তা কবুল হওয়ার আশা রাখা। ক্ষমা চাওয়ার পর কবুল হওয়ার আশা রাখা।সব সময় সৃষ্টিকর্তা পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশা করা। সৃষ্টিকর্তার পরিপূর্ণ হক আদায় করে তার হুকুম পালন করার চেষ্টা করা। এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে উত্তম প্রতিদান পাওয়ার আশা রাখা।

তাই আমাদের উচিত পরিপূর্ণভাবে তার কাছে সমর্পণ করা। এবং এই বিশ্বাস নিয়ে কাজ করা অবশ্যই আমাদের জাহান্নাম থেকে নাজাত দান করবেন। আমাদের সঙ্গে সকল কল্যাণ দান কবেন।হে সৃষ্টিকর্তা আমরা যেন সব সময় তোমার প্রতি সু-ধারণা রেখে পৃথিবীতে বেচে থাকতে পারি।

❤️পূর্ণতা পাক আমাদের প্রতি তোমার ভালবাসা, এবং তোমার প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা। ❤️


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন মৃত্যুর স্বাদ পৃথিবীর প্রত্যেক জীবকেই নিতে হবে। আর তাই আমাদেরকে জীবিত থাকা অবস্থায় সৃষ্টিকর্তা মহান সৃষ্টি কে সম্মান করে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে আর বিশেষ করে সৃষ্টিকর্তার উপর সকল আশা ভরসা রেখে দুনিয়ায় আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত হতেই হবে। সেটা আমরা মানি আর না মানি মৃত্যু আমাদের অবধারিত। অসংখ্য ধন্যবাদ ভাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা আপনার জন্য অবিরাম।

 2 years ago 

আপনার প্রতিটি কথা অসাধারণ ছিল ।আসলেই আমরা যা কিছু প্রয়োজন সবকিছু যদি সৃষ্টিকর্তার কাছে চাই তাহলে তিনি অবশ্যই আমাদের দিবেন। আর হ্যাঁ আমরা চাইতে চাইতে যদি ক্লান্ত হয়ে যাই কিন্তু তিনি দিতে দিতে কখনোই ক্লান্ত হবেন না ।কারণ তিনি তো আমাদের মালিক ।আর হ্যাঁ এটাও সত্যি তিনি সত্যিই ন্যায় পরায়ন তিনি সত্যিই ন্যায় বিচারক। অসাধারন একটি পোস্ট শেয়ার করলেন ভাই।

 2 years ago 

আপনি আমার ব্লগ টি পড়ে খুবই সুন্দর এবং উৎসাহ মূলক একটি মন্তব্য পেশ করেছেন খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো

 2 years ago 

হ্যাঁ এটা সত্য কথা যে পৃথিবীতে চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু। যা পৃথিবীর সমস্ত প্রাণী কে ভোগ করতে হবে। হ্যাঁ অপরাধ করার সাথে সাথে তওবা করলে তিনি ক্ষমা করে দেন। আমাদের উচিত ক্ষমা প্রার্থনা করা বেশী বেশী তওবা করা।আসলে দুনিয়ায় সব দরজা বন্ধ হলেও সৃষ্টিকর্তার দরজা সব সময় খোলা থাকে। এটা চিরন্তন সত্য। বেশ ভালো লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল ♥️

 2 years ago 

মৃত্যুবরণ তো একদিন করতেই হবে তাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমান মানুষের কাজ সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো

 2 years ago 

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32