বাংলা কবিতা শহীদদের স্মরণে 🇧🇩 বঙ্গ বিজয়।

in আমার বাংলা ব্লগ2 years ago

৩০অগ্রায়ন , ১৪২৮ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ
২০জমাদিউল আওয়াল , ১৪৪৩ হিজরী
শুক্রবার।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩 সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের🇧🇩 বিজয় দিবস নিয়ে লেখা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। যাদের আত্মত্যাগ এবং বুকের তাজা রক্তের বিনিময়ে পেয়েছি আমরা আজ এই স্বাধীন বাংলা। তাদের জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে বিনম্র শ্রদ্ধা। আজ আমরা এই বাংলায় মুক্ত বাক আর মুক্ত চলাফেরা তাদের জন্যই পেয়েছি। ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষনের মাধ্যমে শুরু হয় আমাদের স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ নয় মাসের মধ্যে কত ভাইয়ের প্রাণ গেল ঝরলো কত রক্ত কত মা বোনের ইজ্জত গেল কত সম্পদ হলো বিনষ্ট। শহীদদের রেখে যাওয়া এই আত্মত্যাগের কথা বাংলার মানুষ কোনদিন ভুলিনি আর কোনদিন ভুলবে না। আমি আজ চার দিন ধরে শহীদদের স্মরণে একটু চেষ্টা করেছি এই কবিতাটি রচনা করার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

pexels-photo-11255399.jpeg

source


বঙ্গ বিজয়

লাখো শহীদের আত্মত্যাগে বাঙালীর ঘরেে ঘরে,

এলো রক্ত মেখে বাংলা বিজয়ের মাস,
হানাদার বাহিনী করেছে কত বাংলার সর্বনাশ ।
শত বোনের সম্ভ্রম লুটিয়ে করেছে কত উল্লাস ,
বয়েছে ধারা কত ভায়ের বুকের তাজা রক্তের খুন।
বঙ্গকে বিজয় করতে দিলো পরিচয় ময়দানে ,
সালাম,বরকত,শফিক,রফিক শহীদ হলেন শত।
বাঙালী জাতি জেগে উঠিল শেখ মুজিব যার নেতা,
নতশির নয়, যুদ্ধ করিয়া ছিনিয়ে আনিবো স্বাধীনতা।
বাঙালী জাতির বঙ্গবীর সমর অস্ত্র ধরিল হাতে,
পাক বাহিনীর দোসর যারা কেউ যেন না বাঁচে প্রাণে।
কতশত প্রাণ গেল ময়দানে রক্ত ক্ষরণ,
রক্তাক্ত নয় মাস পর এল বিজয়ের ক্ষণ,
স্বাধীন বাংলা বেতার থেকে আমি মেজর জিয়া বলছি।
বিতারিত হলো পাকবাহীনি করলো আত্মসমর্পন,
কত রক্তের বিনিময়ে উড়লো বিজয় কেতন ।


বিজয় মানে আনন্দ মিছিল অন্ধকারের আলো
বিজয়ের আবেশে উদ্ভাসিত আগামীর স্বপ্নধারা।
বিজয় মানে নীল আকাশে লাল সবুজ উড়াউড়ি,
বিজয় মানের কোণে স্বর্গের স্বপ্ন কানাকানি।
বিজয় মানে শহীদের রক্তে গড়া উজ্জল ভবিষ্যৎ।
বিজয় মানে শির তুলে দাঁড়ানো সরণে বীর শহীদ।
বিজয় মানে স্বাধীনতা জন্য অবিরাম আন্দোলন,
বিজয় মানে বাংলার বুকে নতুন পতাকা উত্তলন।
বিজয় মানে যুদ্ধ শেষে শহীদের রক্তের হাঁসি।
বিজয় মানে মেজর জিয়ার মুখের বাণী।
বিজয় মানে সবুজের বুকে লাল পতাকা উরাউরি।
বিজয় মানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

স্বাধীনতা একটি দেশের বহু কাঙ্ক্ষিত একটি স্বপ্ন। সেটাকে সহজে কখনো পূরণ করা যায় না। আমাদের ক্ষেএেও হয়নি। এিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা এ দেশ কারো দানে পাওয়া না। বিজয় দিবসে সকল শহীদ দের আত্মার শান্তি কামনা করছি।

কবিতা টা ভালো ছিল ভাই। বেশ সুন্দর লিখেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা অনেক গর্ভের একটি বিষয়। কিন্তু এখন গর্ব করতে ভয় হয় কেননা স্বাধীন সার্বভৌমত্ব আর এখন নেই দেশ হয়ে গেছে একনায়ক তন্ত্র। ‌

 2 years ago 

বিজয় দিবসকে স্মরণ করে আজকে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশ। সেদিন স্বাধীনতা অর্জিত না হলে আমরা আজকে এই অবস্থানে থাকতাম না। বাঙালি জাতির গর্বের দিন। আমরা আমাদের বাংলা ভাষায় কথা বলতে পারছি শুধুমাত্র বিজয়ের কারণে। আপনার কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শহীদদের স্মরণ করে বেশ সুন্দর কবিতা লিখেছেন।

 2 years ago 

বিজয় দিবসের শহীদদের স্মরণ করে আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন।

 2 years ago 
 2 years ago 

আজকের এই বিজয় দিবস চির স্মরণীয় হয়ে থাকবে সকলের হৃদয়ে।আমাদের বাংলাদেশ জন্ম হয়েছে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে।এ বিজয় এমনি এমনি আসেনি। এই বিজয়কে ছিনিয়ে আনা হয়েছে শত্রুপক্ষ থেকে। বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন বিজয় দিবস কে ঘিরে।

 2 years ago 

৩০ লক্ষ শহীদের মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। যাদের আত্মত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের জন্য রইল গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67421.82
ETH 2623.68
USDT 1.00
SBD 2.68