জীবনের তিক্ত বাস্তব অভিজ্ঞতা পর্ব :০৫

in আমার বাংলা ব্লগ2 years ago

১২কার্তিক , ১৪২৯ বঙ্গাব্দ

২৮অক্টোবর , ২০২২ খ্রিস্টাব্দ
০২রবিউস সানি , ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️
হেমন্তকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


reality-1098745__480 (1).jpg

Source

জীবন অনেকটাই জ্যামিতিক উপপাদ্যের মতো চিত্র দেখতে খুবই সহজ মনে হয় কিন্তু প্রমাণ করা খুবই কঠিন।

আঘাত পাওয়া ক্ষতস্থান একদিন শুকিয়ে যায়। কিন্তু মানুষের কথায় পাওয়া ক্ষত স্থান কখনোই শুকায় না। দুর্বলতা সুযোগ নিয়ে পিছন থেকে ছুড়ি গুলা সব সময় কাছের মানুষই মেরে থাকে। যে কষ্ট দেখাতে পারেনা তার কষ্ট অনেক বড়। সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে চলাফেরা করলে কথা বললে দেখা হলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। বিবেক যেখানে স্বার্থপর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর।


মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয়, আমি ভালো নেই। দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখটা সবাই সইতে পারে না। বন্ধুত্ব সবাই গড়ে তুলতে পারে কিন্তু বন্ধুত্বটা সবাই টিকিয়ে রাখতেও পারে না। এই পৃথিবীতে গিরগিটির মতো সবচেয়ে বেশি রং বদলায় ।সেটি হচ্ছে প্রাণীর সেটি হচ্ছে আমরা মানুষ। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কান দিও না। শুধুই তাদেরকে এড়িয়ে চলতে হবে। অন্যের চোখে জ্বলে সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। জীবনে পাওয়া সুখ দুঃখ গুলো কখনো স্থায়ী হয় না। কিন্তু কিছু মানুষের দেয়া কষ্ট আঘাতগুলা রয়ে যায় সারা জীবন।


অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদেরকে সবথেকে বেশি বিশ্বাস করেছি সব থেকে বেশি ভালবেসেছি। তারাই সব থেকে বেশি ঠকিয়ে কষ্ট দিয়েছে। একটি কথা চিরন্তন সত্য যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব ততদিন কেউ পাশে থাকবে না। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয়, সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই জানেন। ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার জন্য হয় না শুধু বিশেষ মানুষদের জন্যই হয়ে থাকে। বিশেষ মানুষরাও ভালোবাসা নেওয়ার মতো যোগ্য হয় না ।অবহেলায় ভাসিয়ে দেয় যত্নে দেওয়া ভালোবাসা গুলো।


জীবনের চরম শিক্ষাটা তখনই পেয়েছি যখন কাছের মানুষগুলো আঘাত দিয়েছে। তখনই বুঝেছি আপন বলে পৃথিবীতে আর কেউ নেই। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আবার ধরেও রাখবে না। কিন্তু এমন আচরণ করবে যেন আপনি তাকে ছেড়ে চলে যাচ্ছেন। যেন সাপ ও মারবে লাঠিও ভাঙবে না সব দোষটাই নিজের উপর দিয়ে যাবে। বিশ্বাস সে তো এমন এক জিনিস যা ধরা যায় না ,ছোঁয়া যায় না, কিন্তু একবার হারিয়ে গেলে যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। যারা অন্যের চোখের জল ছড়াও তারাও ভুলে যেও না তোমারও দুটি চোখ আছে।


মনে রাখবেন কষ্ট পাওয়া মানুষগুলো একসময় কষ্টটাকে ভালোবেসে ফেলে ।কিন্তু যারা কষ্ট দেয় তারা কখনো সুখে থাকতে পারে না। বর্তমান সমাজে মিথ্যাবাদীরা সম্মানিত হয় সবার ভালোবাসা পায়। কিন্তু সত্যবাদীরা আজ যেন খুবই দুর্বল এবং অসহায়। ভালোবাসা এবং বিশ্বাস এই দুটি জিনিস খুবই দামি। যার একটি চলে গেলে অপরটি এমনিতেই হারিয়ে যায়। অন্যের প্রতি কি অভিযোগ করব। নিজের প্রতি নিজের অনেক অভিযোগ জমা হয়েছে ।যেগুলো এখনো খন্ডন করতে পারেনি।


জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। কিন্তু মন বড়ই অদ্ভুত এবং অবুঝ মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে যায় প্রিয় মানুষটির জন্য। সবকিছু পেয়ে যাওয়ার মানুষটি হও অনেক কিছু হারিয়ে ফেলে। সব থেকে বেশি থাকে হাসি খুশি দেখবেন সুখী আছে বলে ভাববেন তাকেও দেখবেন এক সময় অন্ধকারে চোখের পানি ফেলছে। যে রাখতে পারবেনা সম্পর্কটা তাকে চলে যাওয়াই ভালো। কাউকে দরকারের বেশি গুরুত্ব দিলে তার জীবনে তোমার গুরুত্ব কমে যাবে। ভুল তো জীবনে সবাই করে, কিন্তু তারাই সব সময় ভুলগুলো খুঁজে বের করে যারা ছেড়ে যাওয়ার ইচ্ছা গুলো মনের মধ্যে সবসময় জমিয়ে রাখে।।


বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আজ এ পর্যন্তই জীবনে ঘটে যাওয়া আবার কিছু কথা নিয়ে হাজির হবো পরবর্তী কোন পোস্টে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60836.32
ETH 2449.94
USDT 1.00
SBD 2.65