শৈশবকাল 🚴 ও একাল।

in আমার বাংলা ব্লগ11 months ago

১৮আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ

০৩অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
১৭রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
মঙ্গলবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


children-5833685_1280.jpg

Source


নিম্নচাপের জন্য আবহাওয়া টা কেমন যেন মেঘলা মেঘলা। হঠাৎ হঠাৎ নেমে পড়ছে বৃষ্টি। মাঝে মাঝে ভুলে ভেবে নিচ্ছি এটাই বর্ষাকাল। চলতি পথে হঠাৎ বৃষ্টি বাইক নিয়ে থেমে পড়লাম একটি স্কুলের সামনে দোকানে। এক কাপ চা হাতে তাকিয়ে রয়েছি স্কুল মাঠের দিকে। চায়ের কাপে চুমুকের সাথে উপভোগ করছি বাচ্চাদের ফুটবল খেলা। সেই সাথে তাদের খুনসুটি। অনেক সময় ধরে অঝোরে বৃষ্টি হচ্ছে। তাই আর এখান থেকে বেরও হতে পারছি না চাইলেও। স্কুল মাঠে বাচ্চাদের খুনসুটি দেখে এতটাই ভালো লাগছে আমারও ইচ্ছে করছে না এখান থেকে চলে যাই। মাঝে মাঝে ওদের হাসির তালে এবং খুনসুটি দেখে আমিও হেসে ফেলছি নিজের অজান্তে। আবার কখন যেন ওদের দেখে আমিও হারিয়ে যাচ্ছি আমার সেই শৈশবে।


কখন যে জীবনের সেই অন্তিম মুহূর্ত শৈশব কালটা ছেড়ে চলে এসেছি বুঝতেই পারছি না। শৈশবকাল ছেড়ে কাঁধের উপর এখন অনেক দায়িত্ব। তবুও যেন কেন বারবার ফিরে যেতে ইচ্ছে করে ফেলে আসা সেই দিনগুলোতে। গোল করে উদযাপন করা দেখে ইচ্ছে করছিল আমিও নেমে যাই ওদের সাথে খেলে আসি একটু ফুটবল। আগে যখন একটা ফুটবল কিনার জন্য 15-16 জন বন্ধু মিলে টাকা গুছাতাম। বেশ কয়েকদিন লেগে যেত একটা বল কিনতে। কখনো কখনো টাকার অভাবে বল কিনতে অনেক দেরি হয়ে যেত। বল কিনা হয়ে গেলে আমরা সবাই কত খুশি থাকতাম। কতক্ষণ ছুটি আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে স্কুল মাঠে বল খেলতাম দুইদলে ভাগ হয়ে। এখন তো মনে করলে একটি বল যখন তখন কিনতে পারি। কিন্তু সেই ১১ জন বা 12 জন বন্ধুকে আর একত্র করা সম্ভব নয়। কোথায় হারিয়ে গিয়েছি সবাই যার যার ব্যস্ততা নিয়ে। তবুও শৈশবটা আজও আমাদের পিছুটানে। আজও মনে করিয়ে দেয় নানান গল্প ও অনুভূতির ছোঁয়া।


বর্ষাকাল চলে গিয়ে শরৎ কালো শেষের দিকে। ছোট ভাই ফোন দিয়ে বলছে ভাইয়া নদীর পাড়ে অনেক কাশফুল ফুটেছে তুমি বাড়ি আসবা কবে। তোমার সাথে কিন্তু আমি বাইকে করে ঘুরবো নদীর পাড় দিয়ে। নৌকাতে এবার ঘুরালে না নদীর পানি কিন্তু শেষের দিকে। আসলে দায়িত্ব আর কর্মজীবনে থাকলে অনেক কিছুই ছাড় দিয়ে চলতে হয়। চাইলেও সম্ভব হয়না অনেক কিছু। আগে বর্ষাকালে এলে বন্ধুরা মিলে নদীতে পিকনিক করতাম নৌকা দিয়ে। নদীতে মাছ ধরতাম নদীতে সাঁতার কাটতাম। সব কথা এখনো স্মৃতি হয়ে রয়েছে শুধু সেই বন্ধুগুলো আর আমাদের সেই খুনসুটি টা নেই।


কলার থোড় দিয়ে ভেলা বানিয়েছি ভেলাতে নদীতে ভেসেছি। নদীর পাড়ে বসেছে নৌকা বাইচের মেলা দিনভর উপভোগ করেছি। কতশত স্মৃতি শৈশবের রয়েছে। আমার ঘরে এখনও রয়েছে মার্বেল লাটিম। যেগুলো দিয়ে শৈশব মাটিয়া তুলতাম। নিজেরা নিজেরা ফুটবল ক্রিকেটের টুর্নামেন্ট ছেড়ে সেগুলোকে কত মজা করেছি। সেই শৈশবে পাওয়ার মেডেলগুলো আজও সযত্নে রেখে দিয়েছি।


সেই নদী রয়েছে স্কুল রয়েছে স্কুলের মাঠ, মার্বেল পাথর লাটিম ফুটবলার ক্রিকেট ব্যাট বল আজও আছে। শুধু হারিয়ে ফেলেছি বন্ধুগুলো এবং নিজের শৈশবটাকে। চলতি পথে এখনো যদি বাচ্চাদের এই খেলাগুলো দেখি থমকে দাঁড়িয়ে যায়। তখনই স্মৃতিগুলো বার বার মনের মধ্যে দুলতে থাকে। বারবার পিছুটানে ইচ্ছে করে ফিরে যেতে সেই দিনগুলোতে। আমার মত হয়তো আপনাদের শৈশব তাও অনেক রঙিন ছিল। আজকের মত শৈশব নিয়ে এই প্রথম তোর পরবর্তীতে শৈশব নিয়ে আরো কিছু কথা তুলে ধরব আপনাদের মাঝে।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

আসলে ছোটবেলা হচ্ছে জীবনের সেরা সময়। আপনার পোস্টটি পড়ে ছেলেবেলায় হারিয়ে যাচ্ছিলাম। বেশ গুছিয়ে স্মৃতিচারণ করেছেন ভাই। তবে সময়গুলোর কথা মনে করে এখন খারাপ লাগে।
যাইহোক ধন্যবাদ আপনাকে ছেলেবেলা নিয়ে স্মৃতিচারণ পোস্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একদম ঠিক বলেছেন শৈশব কালটা হচ্ছে জীবনের সেরা সময়।
জীবনের এই ক্লান্তি লগ্নে এসে বারবার ফিরে যেতে ইচ্ছে করে সেই সময়টাতে।

 11 months ago 

শৈশবের সৃতি ভোলার মতো নয়।কোন কিছুর বিনিময়ে ভোলা যায় না শৈশব কে।আপনার শৈশব-কৈশোর সৃতিচারণ করার মুহুর্ত গুলো বেশ ভালো ছিল।১৫,১৬জন বন্ধু মিলে টাকা গোছানো বল কেনা খুব সুন্দর মুহুর্ত ছিলো সেগুলো। আসলেই সবাই সবার জিবন,জীবিকার তাগিদে হয়তো অনেক দূরে চাইলে আর সবাইকে এক করা সম্ভব না তবে শৈশবের সৃতি গুলো কোনদিন আলাদা হবে না।

 10 months ago 

আজ তো মনে করলে এক লাইফ বেশ কয়েকটি বল কিনে ফেলতে পারি কিন্তু সেই বন্ধুগুলোকে আর একত্র করতে পারি না।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 11 months ago 

শৈশবকাল এই কথাটা শুনলেই মন চায় পিছনের স্মৃতি বিজড়িত সেই দিনগুলো ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। সত্যিই কতই না মধুর ছিল জীবনের স্বাধীনতা ও ছিল না কোনো চিন্তা চেতনা সেই দিনগুলো হারিয়ে ফেলেছি। জীবনের এই পরিক্রমায় সত্যিই শৈশবটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো আপনার সেই স্মৃতি বিজড়িত কথাগুলো পড়ে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

শৈশবকাল আমাদের সবারই বারবার কিছু টানে যদিও ফিরে যাওয়া সম্ভব নয় তবুও ভোলার ও নয়।

 10 months ago 

শৈশব হচ্ছে যেকোনো মানুষের জন্য শ্রেষ্ঠ সময়।এই সময়টাকে সোনালী সময় ও বলা যায়। এইদিন গুলো চাইলেও আর ফিরে পাওয়া যায় না।যায় শুধু স্মৃতি রোমন্থন করা। আপনি চমৎকার ভাবে শৈশবের স্মৃতি গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আপনাকে খুব সুন্দরভাবে তা উপস্থাপন করার জন্য।

 10 months ago 

ঠিকই বলেছেন আপু শৈশবকালটা হচ্ছে সোনালী অতীত যা আসলে চেষ্টা করলেও ভুলে থাকা সম্ভব নয়।
ফিরে পাবো না জানি তবুও কেন বারবার ফিরে যেতে মন চায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47