জেনারেল রাইটিং ✍️ধোকায় ভরা পৃথিবী।

in আমার বাংলা ব্লগ3 months ago
৩০চৈত্র , ১৪৩০ বঙ্গাব্দ
১২এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
০২ শাওয়াল ১৪৪৫ হিজরী
শুক্রবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


math-work-4711302_1280.jpg

Source


সময়ের সাথে সবকিছু পরিবর্তনশীল। তাইতো নতুন করে আবার সবকিছু চিনে নিতে হয় মাঝে মাঝে। অদ্ভুত এই পৃথিবীর মায়া আর অদ্ভুত এই মায়ার মানুষ। যতবার চিনি যেন চিনতে চিনতে আবার কেমন যেন অচেনা হয়ে যায়। কখনো কারোর বাহিরের আবরণ দেখে আইডিয়া করা যায় না আসলে এই ব্যক্তি টা কেমন হবে। আপন বলুন আর প্রিয়জন বলুন সবাই পরিবর্তনশীল। যেখানে স্বার্থ আছে সেখানে সবাই। পৃথিবীটা নিজেই তো ধোঁকায় পরিপূর্ণ। পৃথিবীর মানুষ ধোকাবাজ হবে এটাই স্বাভাবিক। এজন্য বাংলায় একটা কথা আছে শিখেছো কোথায় ঠকেছি যেথায়। যেখান থেকে আমরা ঠকে যাচ্ছি ঠিক সেখান থেকে আমাদেরকে শিক্ষা নেয়া উচিত। যে বা যাহারা প্রতিনিয়ত স্বার্থের জন্য আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে সেখান থেকেও আমাদের কিন্তু ফিরে আসার দরকার। কেননা আপনাকে তারা সময় ধোঁকায় রেখেছে। এবং প্রতিটা সময় আপনাকে তারা ব্যবহার করছে। এটা অবশ্যই আমাদেরকে বুঝে নেওয়ার দরকার। পৃথিবীর সবকিছুই ধোঁকা আপনজন বলুন আর নিজের মানুষগুলো। স্বার্থ আছে সবাই আপন স্বার্থ নাই তো কেউ আপনার পাশে থাকবে না।


পৃথিবীর মায়াজালে আমরা বন্দি হয়ে আছি। কিভাবে পৃথিবী এনজয় করব এই রং তামাশায় ব্যস্ত। আর পৃথিবীতে এনজয় করার জন্য যত রকমের কৌশল অবলম্বন করার দরকার আমরা সব করতে ব্যস্ত। এমন তো আমরা করছি না আমাদের সামান্য সুখের জন্য বা সামান্য মজার জন্য অন্য কেউ বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছে। হা এটাই বর্তমান সময়ে বেশি হচ্ছে। ওই যে বললাম আমরা সবাই স্বার্থবাদী। নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যকে ঠকানো বা অন্যকে বড় ধরনের বিপদে ফেলা আমাদের জন্য তুচ্ছ একটি বিষয় মনে হয়।


কয়েকদিন আগে একটি নিউজ হয়তো আপনারাও দেখেছেন। অনেক গুরুত্বপূর্ণ এবং দুরারোগ্য ব্যাধির ঔষধ যেগুলো জার্মান ইতালি ফ্রান্স থেকে আমাদের দেশে আসে। বাংলাদেশের মূল্য যা আট হাজার থেকে শুরু করে ২০ হাজার পর্যন্ত রয়েছে। এই নামিদামি ব্যান্ডের গুরুত্বপূর্ণ ঔষধ গুলো বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের নিজস্ব কায়দায় প্রস্তুত করছে এবং মার্কেটে সেটা সেল করছে। যার কারণে আমাদের মত যারা ভোক্তা রয়েছে তারা ঠিকই টাকা দিয়ে ওষুধ কিনেছে অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। এর মানে শেষমেশ রোগী এবং রোগীর পরিবার সর্ব শান্ত হয়ে যাচ্ছে তবুও রোগ সারছে না। অথচ নিউজ চ্যানেলে দেখালো যে তাদের এই নামিদামি ব্যান্ডের এক একটা ওষুধ তৈরি করতে মাত্র খরচ হচ্ছে ৫ থেকে ১০ টাকা। তাহলে বলতেই পারি আমরা আসলেই ধোকাবাজ এবং স্বার্থপর। নিজে ভালো থাকার জন্য নিজের পরিবারকে ভালো রাখার জন্য অন্যের পরিবারকে ধ্বংস করে দিচ্ছি সমূলে সেটা কখনোই চিন্তা করি না।


এজন্য মাঝে মাঝে বলে থাকি আমরা নিজে নিজেদের অবস্থান থেকে চিন্তা করে দেখি আমরা আসলে কতটা ভালো আছি এবং অপরকে কতটা ভালো রাখছি। এমন তো হচ্ছে না যে আমার কারণে অন্য আর কেউ বড় ধরনের সমস্যায় পড়ে রয়েছে। একটার জিনিস চিন্তা করে দেখুন নিঃশ্বাস তাদের টেনে তুলসী ছাড়তে পারবো কিনা অথবা ছেড়ে দিয়েছি টেনে তুলতে পারব কিনা এরও কিন্তু কোন ভরসা নেই। তাহলে আমাদের কিসের এত অহংকার আর কিসের এত আত্ম সম্মান বা মর্যাদা টাকা নিয়ে কেন আমাদের এত অহংকার। নিজে টাকা ইনকাম করার জন্য অন্যকে বিপদে ফেলছি।


আমরা আসলে সবাই ধোকার মধ্যে আছি এবং প্রতিটা সময় সবাই সবার অবস্থান থেকে ধোঁকা দিয়ে যাচ্ছি অন্যকে। সেটা আমাদের পজিশন অনুযায়ী। কিন্তু কেন আমরা ভালো হতে পারি না। কেন এই স্বার্থের পৃথিবী থেকে বের হয়ে সুস্থ জীবন যাপন করি না। কেন এই কথাটা চিন্তা করি না যে আমি ভালো থাকি এবং আমার আশেপাশের মানুষ যেন ভালো থাকে সেই কাজগুলো করি। কিন্তু আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে যে আমরা আমাদের আশেপাশের মানুষকে ব্যবহার করে নিজে চলার চেষ্টা করি। আসলে পৃথিবীটা ধোঁকা মায়ায় পড়ে গেছি হয়তো এই ধোঁকাটা এখন বুঝতে পারছি না। আমার জন্য যে ক্ষতিগুলা হচ্ছে যে অসুবিধাগুলো হচ্ছে মানুষের এইগুলার তো আমাকে অবশ্যই হিসাব দিতে হবে। যখন স্রষ্টা আমার কাছ থেকে হিসাব নেবে তার সৃষ্টিকে ক্ষতি করার জন্য তখন আমি কি জবাব দেব। এই ধ্যান ধারণা বা এই চিন্তা কিন্তু কখনোই আমাদের মাথায় আসেনা। আমরা সব সময়ই চিন্তা করি এটা যে কিভাবে অন্যের কাঁধের উপর পা দিয়ে নিজের পজিশনকে ভালো রাখা যায়। অথচ যাকে ব্যবহার করছি তাকে যে নিঃস্ব করে দিচ্ছি বাসে নিঃস্ব হয়ে যাচ্ছে এই বিষয়ে আমাদের কোন চিন্তাই নেই। তাই আসুন সব মিলিয়ে নিজে ভালো থাকি এবং প্রতিবেশী বা সমাজকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। অন্যের উপকারে না আসি। অবশ্যই ভুলেও কখনো অন্যের ক্ষতি না করি। এবং খুবই জরুরি একটি ব্যাপার হলো আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে ভালো পথে পরিচালনা করার জন্য সর্বক্ষণ তাগিদ দেই।এবং ছেলেমেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি। তাহলে দেখবেন যখন আমার পরিবারটা ভালো হবে তখন আস্তে আস্তে পুরো সমাজটা ভালো করা সম্ভব। যাহোক পৃথিবীতে ধোঁকা থাকবে আর এই ধোঁকা থেকে বের হওয়া আদৌ সম্ভব নয় মৃত্যু পর্যন্ত তবে খুব সাবধানে থাকতে হবে আমাদের।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 3 months ago 

একেবারে ঠিক কথা ভাইয়া। পৃথিবীটা একদম ধোকায় ভরা। আসলে এখানে কোন মায়া মমতা নেই। অথচ আমরা এমন ধোকার পৃথিবীর জন্য প্রতিনিয়ত কতই না যুদ্ধ করি। সব মিলিয়ে আপনার আজকের পোস্টটি আমার কাছে দারুন লেগেছে।

 3 months ago 

পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আপনার পোস্ট টা আপনার লেখাগুলো সত্যি বলতে আমাকে ভাবতে বাধ‍্য করছে। আপনি কিছুই ভুল বলেননি। বতর্মানে এই সমস্যা টা চরমে। একজন সাধারণ মানুষও তার জায়গা থেকে সুযোগ পেলেই অন‍্যকে ঠকায়। আসলে আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা হয়ে গিয়েছে। কোন নির্দিষ্ট কাজ করে আমি আপনি এই সমস্যার সমাধান করতে পারব না। সবচাইতে বেশি জরুরি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আসলে মানুষ ঠকতে ঠকতে এখন তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গিয়েছে।
সেও যখন সুযোগ পাচ্ছে তখন আর একজনকে ঠকিয়ে দিচ্ছে ।
আসলে আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হব।
এবং সবাইকে ন্যায়ের পথে ফেরত আসতে হবে ।

 3 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই সুন্দর পোস্টটি পড়ে খুব ভালো লেগেছে৷ আসলে এখন পুরো পৃথিবী ধোঁকা দিয়ে ভরা। ধোঁকা দিতে সকলে অনেক পারদর্শী এবং এই পৃথিবীতে কোন ধরনের মায়া মমতা নেই৷ সকলে সব সময় তাদেরকে স্বার্থ নিয়ে চিন্তা করতে থাকে৷ যখনই সে সুযোগ পায় তখনই ধোঁকা দিয়ে দেয়। এই ধোঁকা থেকে সকলে অনেক কষ্ট পায় এবং এই ধোঁকায় পড়ে অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়৷ ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 3 months ago 

।স্বার্থের পৃথিবী আসলেই ধোকায় ভরা। কেউ ধোঁকা দিচ্ছে কেউ আবার ধোঁকায় পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।
ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে মূল্যবান মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম মূল্যবান একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরার জন্য, কিন্তু আফসোস হলো আপনার পোষ্টে সঠিক মার্কডাউন ব্যবহার করা হয় নাই এবং যথা স্থানে ‘দাঁড়ি’ ‘কমার’ ব্যবহার হয় নাই, নিচে তেমন একটা লাইন তুলে ধরা হলো-

স্বার্থ আছে সবাই আপন স্বার্থ নাই তো কেউ আপনার পাশে থাকবে না।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য। অবশ্যই আগামী পোস্ট থেকে সব ভুল সংশোধন করে পোস্ট করবো ইনশাল্লাহ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 63079.17
ETH 3466.92
USDT 1.00
SBD 2.51