সরিষার তেল, শুকনা লংকার স্বাদে পাবদা মাছ ভুনা😋😋

in আমার বাংলা ব্লগ2 years ago

৯জ্যৈষ্ঠ , ১৪২৯ বঙ্গাব্দ

২৩মে, ২০২২ খ্রিস্টাব্দ
২১শাওয়াল , ১৪৪৩ হিজরী
সোমবার ❤️❤️
গ্রীষ্মকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


😋😋

1653308059849.jpg

IMG_20220523_180606.jpg

আজ আপনাদের মাঝে খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি শেয়ার করতে চলছি। রেসিপিটি একটু স্পেশাল ভাবে প্রস্তুত করেছি। স্পেশাল বলতে এরমধ্যে সরিষার তেল এবং শুকনা মরিচ দিয়ে প্রস্তুত করেছি। এবং মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আসলে রেসিপি প্রস্তুত করতে বরাবরই আমার অনেক ভালো লাগে। আমি এবং আমার রুমমেট যে যখন সময় পাই তখনই রেসিপি প্রস্তুত করে ফেলি। যদিও আমি তেমন একটা রেসিপি প্রস্তুত করার সময় হয়না। আমার রুমমেট বেশি প্রস্তুত করে থাকে। আজকের পাবদা মাছের রেসিপি যেমন লোভনীয় দেখাচ্ছে তেমন খেতে সুস্বাদু হয়ে ছিল। খুবই মজা করে খেয়েছি। আসলে ছুটির দিনে অনেক সময় পাওয়া হয় যার জন্য অনেক সময় নিয়ে রেসিপিটি প্রস্তুত করে ছিলাম। আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণপরিমাণ
পাবদা মাছ৯ টা।
আলু৩টা।
বেগুন১টা।
কাঁচা লংকা, পেয়াজপরিমাণমতো।
শুকনা লংকা৮ টা।
হলুদ,ধনিয়া গুড়া২চা চামচ করে।
লবণস্বাদমতো।
তেল ⛽পরিমাণমতো।

👨‍🍳

1653308161026.jpg

রেসিপিটি প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে প্রথমে আমি আলু এবং বেগম কুচি করে কেটে নিয়েছে। তার পূর্বে মাছগুলো পরিষ্কার করে আইশ ছাড়িয়ে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলো এবং বেগুন গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একত্র করে ফটো তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরের ফটোতে।

👨‍🍳

1653308244278.jpg

যে কোন মাছ হালকা বা একটু কড়া করে ভাজি করে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। পাবদা মাছ আলু ভাজি করে রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয়। প্রথমে আমি মাছগুলো হলুদ এবং হালকা সরিষার তেল দিয়ে কিছু সময় মাখিয়ে রেখেছিলাম। তারপরে করাই উপরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটি পর্যাপ্ত পরিমান গরম হওয়ার পরে মাছগুলো আস্তে আস্তে তেলের ওপরে ছেড়ে উল্টিয়ে সুন্দর করে ভাজ করে নিয়েছি।

👨‍🍳

1653308364681.jpg

এইধাপে এসে আমি সমস্ত মসলা গুলো সুন্দর মত গুছিয়ে নিয়েছি। যা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পর্যাপ্ত পরিমান গরম হলে প্রথমে কাঁচা মরিচের টুকরাগুলো দিয়েছি। তারপরে শুকনা মরিচ বাটা দিয়েছি। তারপরে পিয়াজ দিয়েছি এই গুলো সুন্দর মত লবণ দিয়ে কষিয়ে নিয়েছি কারণ এর উপরে রেসিপির সুস্বাদু নির্ভর করবে।

👨‍🍳

1653308452163.jpg

মশাগুলো ভালোমতো কষানো হয়ে গেলে তার মধ্যে পূর্বে কেটে রাখা আলু এবং বেগুন দিয়ে দিয়েছি। এবং সেগুলো মসলার মধ্যে সুন্দর করে আউজিয়ে সিদ্ধ করে নিয়েছি।হালকা। এই ধাপটা অনেক ইম্পরট্যান্ট কেননা আলুগুলো এবং বেগুন গুলো ভালো মত সিদ্ধ করে নিতে হবে না হলে রেসিপি খেতে সুস্বাদু হবে না।

👨‍🍳

IMG_20220523_180420.jpg

মসলার মধ্যে আলু এবং বেগুন কষানো হয়ে গেলে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখন ফাইনালি সেগুলো আরো ভাল করে সিদ্ধ করে নিব। এবং মসলাগুলো যাতে তার মধ্যে লেগে যায় সেই ব্যবস্থা করব।

👨‍🍳

IMG_20220523_180506.jpg

কষানো মসলায় এবং আলুর মধ্যে পানি দেওয়ার কিছু সময় পরে যখন গরম হবে তখন তার মধ্যে পূর্বে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দেবো।

🍲😋😋

IMG_20220523_180606.jpg

প্রস্তুত প্রণালি শেষ ধাপ এবং পরিবেশনায় চলে এসেছি। এবার রেসিপির মধ্যকার লবণের স্বাদটা নিব এবং এটি পরিমাণমতো থাকলে রেসিপিটি চুলা থেকে নামিয়ে আরো একটি পাত্রে ঢেলে নিব। এবারে রেসিপি প্রস্তুত প্রণালী ফাইনাল ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আমার প্রস্তুতকৃত পাবদা মাছের হালকা ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

দারুন একটি রেসিপি আমাদের দিয়েছেন আজ ভাই। সরিষার তেল ও শুকনা লংকার মিশ্রণ। উফ খেতে অনেকটা ঝাঝালো লাগবে। পাবদা মাছ খেতে ভাল লাগে। আমাদের বাসায় রুই আর পাবদা এই দুইটা মাছই বেশি চলে। আপনার রান্না করার স্টাইলে একদিন রান্না করে খেয়ে দেখব। ধন্যবাদ ভাই

 2 years ago 

ঝাল ঝাল রেসিপি বরাবরই আমার অনেক ফেভারিট তাই যখনই রেসিপিগুলো প্রস্তুত করে একটু বেশি ঝাল দিয়ে থাকি রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হোক ধন্যবাদ আপনাদের সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 
 2 years ago 

যদি সুস্বাস্থ্যের কথা বিবেচনা করি তাহলে আমাদের সবার উচিত সরিষার তেল খাওয়া আর সয়াবিন তেল বর্জন করা। সরিষার তেল আর শুকনো লঙ্কা দিয়ে পাবদা মাছের রেসিপি শেয়ার করেছেন যেটা বেশ লোভনীয় ছিল আর এমন লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর একটি তথ্যবহুল কথা বলেছেন যদি সুস্বাস্থ্য শরীর গঠন করতে চাই তাহলে সরিষার তেল দিয়ে প্রতিনিয়ত রেসিপিগুলো প্রস্তুত করে খেতে হবে ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ভাইয়া, সরিষার তেল শুকনো লঙ্কা স্বাদে পাবদা মাছের ভুনা রেসিপি খুবই লোভনীয় দেখাচ্ছে। আপনার তৈরি পাবদা মাছের ভুনা তে সরিষার তেল ব্যবহার করায় মনে হচ্ছে স্বাদের মাত্রা অনেক বেড়ে গেছে। খুবই সুস্বাদু একটি রেসিপি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া শুকনো লঙ্কা এবং সরিষার তেল ব্যবহার করাতে রেসিপিটি খেতে একটু অন্যরকম বেশি টেস্টি হয়েছিল ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনার রেসিপি দেখে মনে হচ্ছে যে আপনি অনেক ভাল রান্না করতে পারেন। আপনার পাবদা মাছের রেসিপি খুবই লোভনীয় হয়েছে। কালারটি দেখে মুখে পানি চলে এসেছে । কালার দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

রেসিপি মোটামুটি প্রস্তুত করতে পারি ছোটবেলা থেকেই ধন্যবাদ আপু রেসিপিটি সম্পর্কে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য

 2 years ago 

আহা সরিষার তেল শুকনা লংকা দিয়ে পাবদা মাছ ভুনা 😋 নাম টা শুনেই লোভ ধরে গেলো, দেখেই তো খেতে ইচ্ছা করছে ভাইয়া। পাবদা মাছ এমনিতেই আমার ভিষণ পছন্দের। বেশ গুছিয়ে পুরো রেসিপিটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করলেন। ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

দাওয়াত রইলো ভাইয়া চলে আসেন একদিন মজা করে রান্না করে মস্তি করে খাওয়া হবে ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সরিষার তেল, শুকনা লংকার স্বাদে পাবদা মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। এভাবে কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাই। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো।

 2 years ago 

এভাবে রেসিপি প্রস্তুত করে খেয়ে দেখেন ভাইয়া খুব মজা পাবেন ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 2 years ago 

পাবদা মাছ আমার খুব প্রিয় একটি মাছ।এই মাছ ভুনা করে খেতে অনেক মজা লাগে। আপনি আজ শুকনো লঙ্কা দিয়ে অনেক চমৎকার ভাবে পাবদা মাছ ভুনা করে শেয়ার করেছেন। অনেক চমৎকার হয়েছে আপনার রান্নার কালার। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে দেখিয়েছেন তাই খুব সহজেই শিখে নেয়া যাবে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু পাবদা মাছ ভুনা করে দিলে খুবই সুস্বাদু হয়ে থাকে আমার প্রস্তুত করা রেসিপিটি অনেক মজাদার হয়েছিল খুব মজা করে খেয়েছি

ভাই অনেক চমৎকার টাইটেল নির্বাচন করেছেন
। আসলে প্রতিটি পোস্টের টাইটেল হলো সর্ব প্রধান বিষয়।

তবে পাবদা মাছের অসাধারণ ভুনা রেসিপি টাও কিন্তু বেশ চমৎকার। এত চমৎকার রেসিপি শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া টাইটেল এই পোস্টটি পড়ার আকর্ষণ বাড়ায় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64136.70
ETH 3128.20
USDT 1.00
SBD 3.94