ছোট গল্প ও শিক্ষা।

in আমার বাংলা ব্লগlast year

২০শ্রাবণ , ১৪৩০ বঙ্গাব্দ

০৪আগষ্ট , ২০২৩ খ্রিস্টাব্দ
১৫ মহররম ১৪৪৫ হিজরী
শুক্রবার।
বর্ষাকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


Source


একদিন এক কৃষকের বৃদ্ধ গাধাটা চলার পথে কুপে পড়ে গেলো। সেখান থেকে উঠার জন্য গাধাটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে চিৎকার করতে লাগলো। কৃষক জানতে পেয়ে তখন গাধাটাকে উদ্ধার করবার জন্য আপ্রাণ চেষ্টা চালালো। কিন্তু কোনভাবেই গাধাটাকে কূপ থেকে উদ্ধার করতে পারলো না।


শেষমেষ কৃষক সিদ্ধান্ত নিল, গাধাটি যেহেতু বৃদ্ধ এবং একে দিয়ে আর কোন ভার বহন করা যায় না, আর কূপটি ও শুকনো হয়ে গেছে দুটিই অকেজো। সে হেতু কূপ থেকে গাধাটিকে তুলে অর্থ খরচ করে বিশেষ কোনো সুবিধা আসবে না।যেভাবেই হোক কুঁয়োর মুখটি আটকে রাখা দরকার; বৃদ্ধ গাধাটিকে কূপ থেকে বের করে আনার আর কোন দরকার নাই।এ জন্য পরিত্যক্ত শুকনো কুঁয়োটি ভড়াট করে দেবার জন্য তিনি তার প্রতিবেশীকে তাকে সাহায্য করার জন্য বলে। তারা প্রত্যেকে তাদের বাড়ির পরিত্যক্ত ময়লা কূপে ফেলতে লাগল।


কি ঘটছে গাধাটা আন্দাজ করেতে পেরে খুব ভয়ে জড়ে চিৎকার করে উঠল। তারপর, সবাইকে গাধাটা অবাক করে দিয়ে,সে গা থেকে সব ময়লা ঝেড়ে ফেলে শান্ত হয়ে গেল।কৃষক কূপের দিকে তাকালো তার চোখ ছানাবড়া, কূপে ফেলা প্রতিটি ময়লা গা থেকে ঝেড়ে ফেলে গাধাটি অবিশ্বাস্য কিছু করছে,প্রতিটি ময়লা গা থেকে ঝেড়ে ফেলছে এবং ময়লার উপরে পা রাখছে।কিছু সময় পরে সবাই অবাক হয়ে দেখল!!! গাধাটা কূপের মুখে পৌছে গেল, এবং বেরিয়ে এলো।


এখন শিক্ষা হলো জীবনে আপনার দিকে অনেকেই কটু কথার ময়লা ছুরবে, সব ধরনের ময়লা কথা থেকে শিক্ষা নিয়ে, বেরিয়ে আসার কৌশল বেড় করতে হবে। আমরা হাল ছেড়ে না দিলে সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি।এগিয়ে যাওয়ার পথে আপনার শত্রুরা যে কথার ময়লা ফেলেছে তা ব্যবহার করুন!!!এবং এগিয়ে চলুন।তাহলে ভবিষ্যতে সুখি হওয়া সম্ভব।


জীবনে সুখি হতে হলে কমন কিছু কথা মেনে চল্লেই হয় যেমন:

নিজের আত্মাকে, হৃদয়কে ঘৃণা থেকে মুক্ত রাখুন।

যে কোন কাজ করার আগে ভেবে চিন্তে করুন। ধৈর্য ধারণ করুন।

নিজের মনকে বিভ্রান্তি থেকে দূরে রাখুন।

আপনার জীবন সহজ করে ভাবুন।

অন্যর কাছ থেকে কম আশা করুন।

জীবনে যত ধরনের সমস্যায় আসুক না কেন ধৈর্য ধরেন, মোকাবেলা করতে শিখুন।

সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন তার দেওয়া আইন কানুন মেনে চলুন।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ভাইয়া আপনার গল্পটা পড়ে অনেক ভালো লাগল। সত্যি ভাইয়া জীবনে যত ঝড় আসুক না কেনো, আমাদের মোকাবিলা করতে হবে।আমরা সবাই যদি নিজের প্রতি বিশ্বাস রাখতো তাহলে হয়তো এমন সমস্যা হতো না।আমাদের সবারই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে চলতে হবে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58131.27
ETH 2360.42
USDT 1.00
SBD 2.38