বন্ধুদের সাথে ঈদের খুশি ভাগাভাগি।
১৯আষাঢ় , ১৪৩০ বঙ্গাব্দ
০৪জুলাই , ২০২৩ খ্রিস্টাব্দ
১৫জিলহজ ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
বর্ষাকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ।আর এই ঈদের খুশি ছড়িয়ে পড়েছে সবার মাঝে চারিদিকে। এই পরবর্তী সময়ে সবাই যার যার আত্মীয় পরিজন বন্ধু-বান্ধব নিয়ে অনেক ভালো সময় অতিবাহিত করছেন আশা করছি। প্রতি বছরে ঈদের সময় এলে পরিবার এবং বন্ধু-বান্ধব সবাই নিজ নিজ এলাকায় ফেরত আসে। সবার সাথে দেখা হয় কথা হয় আড্ডা হয়। এক কথায় খুব ভালো সময় পার করা যায়। বিশেষ করে ঈদ-উল আযহার মধ্যে সবাই বাড়ি আসে। এবার ঈদে প্লান ছিল অনেক ঘোরাঘুরি করব এবং ভরপুর খাওয়া দাওয়া চলবে। তবে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির জন্য সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছে। আবার ছুটির দিনও খুব কম সবাই ফিরবে কর্মব্যস্ততার মাঝে। এর মধ্যেও চেষ্টা করেছি বন্ধুদের সাথে একটি দিন ভালো সময় অতিবাহিত করার। আজ সেই দিনের কিছু ফটোগ্রাফি এবং অনুভূতি শেয়ার করব আপনাদের মাঝে।
আমাদের বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে কলেজ মোড় অবস্থিত। মূলত আমরা যখন বন্ধু-বান্ধব আড্ডা দেই বা কোন সাক্ষাৎ করি এই জায়গাতেই বেশিরভাগ সময় হয়ে থাকে। উপরের যে দুটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এটি ঈদের আগের দিন রাতে ফ্রেমবন্দী করা। ঐদিন মূলত আমরা সবাই একত্র হয়েছিলাম কোথাও ঘুরতে যাব এই পরিকল্পনা করার জন্য। তবে অনেকদিন পরে সবার সাথে দেখা করতে পেরে সবাই অনেক আনন্দিত ছিলাম। আসলে বন্ধুগুলো তো কলিজার প্রায় এক বছর পরে সবার সাথে দেখা এবং কথা সবাই একটু বেশি আনন্দ উপভোগ করেছিলাম এই সময়টাতে।
ঘুরতে যাব কোথায় পরিকল্পনায় সেই ছোটবেলা থেকে আজ অবধি কারো সাথে কারো মিল পড়লো না আমাদের। কেউ যদি বলে রবি ঠাকুরের বাড়ি কেউ বলে অপজিট পাশ কেউ বলে মীর মশাররফ হোসেন আবার কেউ বলে লালন ফকিরের আখড়া। আবার কেউ বা বলবেন নৌকা ভাড়া করে পদ্মা নদীতে একটি দিন সবাই মিলে খুব সুন্দর ভাবে পার করে আসি চলো। সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের সবার কথা এক হলো না। যদিও শেষমেষ সবাই মিলে ডিসিশন একটাই নেই তবে এটা নেওয়ার জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়। সবাই মিলে যেখানেই যায় না কেন যে অবস্থায় থাকি না কেন সময়টা কিন্তু দারুন অতিবাহিত করি। এদিন আর কথাই মিল পড়লোই না কারো সাথে কারো। এজন্য শেষমেষ ডিসিশন হলো বিকেল বেলায় সবাই কলেজ মোড়ে উপস্থিত হব যেদিকে দুচোখ যায় বাইক নিয়ে বের হয়ে পড়বো। কেননা পরিকল্পনা করে ঘুরতে যাওয়া আমাদের আর হবে না।
বিকেল বেলা সবাই একত্র হয়ে বাইক নিয়ে একদিক দিয়ে বের হয়ে পড়লাম। বের হওয়ার আগের কিছু কথা ছিল। সবাই ঠিক বিকেল চারটার মধ্যে পৌঁছাবে কলেজ মোড়ে। অথচ চারটা পার হয়ে পাঁচটা গড়ায় তবুও সবার উপস্থিতি কাম্য নয়। কেউ না কেউ একটু ঝামেলার মধ্যে থাকবে আর আমাদের নির্দিষ্ট সময়ে কোথাও ঘুরতে যাওয়া আজও হলো না। যাহোক পাঁচটার পর পরই আমরা সবাই বেরিয়ে পড়ি বাইক নিয়ে পরিকল্পনা ছিল এক পাশ দিয়ে যাব সবকিছু ভ্রমণ করে অন্য পাশ দিয়ে খাবার খেয়ে রাত্রে বাসায় ফিরবো। ঠিক সেরকমই করেছি প্রথমে রবি ঠাকুরের বাড়ি তারপরে মীর মশারফ এর বাস্তব ভিটা এরপরে মীর মোশারফ হোসেন সেতু হয়ে লালন শাহের আকড়া ঘুরে আবার ফিরেছি বাসায়। বাসায় যাওয়ার আগে আমাদের খোকসার ঐতিহ্যবাহী সৌদি হোটেলে যায়। খাবার খাইতে গিয়েও কত পরিকল্পনা কেউ এটা খাবে কেউ ওটা খাবে যে কোন একটা খাবারে কারোরই মন বসছে না। যাহোক শেষমেষ পরিকল্পনা হল তন্দুরুটি আর পোড়া মুরগি। কোন মতে সবাইকে ম্যানেজ করে এই একটি খাবারের অর্ডার করা হলো। এই চলতি পথে এবং রেস্টুরেন্টে বসে সবাই মিলে কত গল্প কত কথা। কত পুরনো স্মৃতিকে উপড়ে ধরে কিছুটা সময় মজা নেওয়া। সেই ছোটবেলায় কার ছদ্মনাম ধরে ডাকতাম সেটা নিয়ে হাসি তামাশা করা। আমার মনে হচ্ছিল আমরা যেন সবাই সেই শৈশবেই রয়ে গেছি। শৈশবটা যেন নতুন করে আজ আবার ফেরত পেলাম। কত রকম ফটোগ্রাফি হাসি তামাশা আর ছোট ছোট গল্পে মেতে ছিলাম একটি দিন। রেস্টুরেন্টে সবাই একসাথে খাবার টেবিলে বসে কত গল্প। একজনের প্লেট থেকে উঠিয়ে চুরি করে অন্যজনের খাবারের দৃশ্য। মনে হচ্ছিল এমন দিন যদি বারবার ফিরে পেতাম বন্ধুদের সাথে তাহলে কতই না ভালো হতো। রাত এগারোটা পেরিয়ে বারোটার কাছাকাছি তবুও যেন ইচ্ছে করছিল না সবাই ছত্রভঙ্গ হয়ে যার যার বাড়িতে ফেরত যাই। অনেকেরই আবার ছুটি শেষ রাত পোহালে ফিরতে হবে কর্মস্থলে। কতটা ভালো সময় অতিবাহিত করেছি বন্ধুদের সাথে বলাবহুল্য। তবে এরকম সময় বারবার ফিরে পেতে মন চায়।। কি আর করার ইচ্ছা থাকলে উপায়টা হয়ে ওঠেনা। যা হোক সময়টা অনেক মধুর ছিল সময়টা অনেক ভালো ছিল কিছু ফটোগ্রাফি এবং কিছু আবেগের কথা আজ আপনাদের মাঝে তুলে ধরলাম। এরকম বন্ধুত্বের সম্পর্ক টিকে থাক আজীবন।
লোকেশন:
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
ভাইয়া সব বন্ধুরা এক সাথে হলে এমনই হয়, কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কোন একদিকে বের হয়ে চলে যেতে হয়।যেমন আজকে বাইক নিয়ে বের হয়ে গেলেন। সবাই মিলে ঐতিহ্যবাহী সৌদি হোটেলে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ ভাইয়া।
আসলে কোন সিদ্ধান্ত নিয়ে খুবই কঠিন হয়ে যায় তারপরও এর মধ্যে লুকায়িত থাকে ভালোবাসা সবাই মিলে যদিও এক জায়গায় ভ্রমণ করি।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বন্ধুত্ব আসলে এরকমই হয় ভাইয়া। এ ধরনের অমিল এর মধ্যে যে লুকিয়ে থাকে ভালোবাসা। আর তাইতো আপনারা কখনো এক সিদ্ধান্তে আসতে পারেন না। যাক অবশেষে আপনাদের ঘোড়া হলো। আবার খাওয়া হলো। এত সিদ্ধান্তের অমিল তারপর তো রাত বারোটার পর ছাড়তে চান না কেউ কাউকে। টিকে থাকুক আপনাদের ভালোবাসা টিকে থাকুক আপনাদের বন্ধুত্ব এই কামনায়।
ঠিকই বলেছেন আপু বন্ধুত্বের এই অমিলের মাঝেও লুকিয়ে থাকে গভীর ভালোবাসা।
ধন্যবাদ মন্তব্য করার জন্য আপু।
ঈদ মানেই খুশি আর আনন্দ। ঈদের খুশি সবার সাথে ভাগাগাগী করে নেয়ার জন্য বন্ধুদের সাথে সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোই লাগে। অনেক অনেক শুভকামনা রইলো আপু।
বন্ধুদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিয়েছিলাম সেই সময়টা খুব আনন্দমুখর ছিল।
আপনি ঠিকই বলেছেন ভাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদ মানে ভাগাভাগি। আপনারা বিকেলের সভা বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। সবাই মিলে ঘোরাঘুরি করার পরে খোকসার ঐতিহ্যবাহী হোটেলে আপনারা খাওয়া-দাওয়া করেছেন। অনেকগুলো বন্ধু একত্রে বসে আড্ডা দিতে বেশ ভালো লাগে। আড্ডা দেওয়ার পাশাপাশি সাথে খাওয়া দাওয়া করেছেন সবাই মিলে খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। এই সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আসলে অনেকগুলো বন্ধু একসাথে হলে কি যে মজা হয় এ বলে বোঝানো যায় না তার পরেও ছয় মাস আট মাস অথবা এক বছর পরে সবার সাথে সবার দেখা হয়।
অবশেষে ঈদ উপলক্ষে বন্ধুদের সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। বন্ধুদের সঙ্গে এরকম সুন্দর মুহূর্ত কাটাতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি। আপনার কাটানো এই মুহূর্তটা দেখে বোঝা যাচ্ছে অনেকদিন পরে অনেক রোমাঞ্চকর একটা মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বন্ধুরা সবাই মিলে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। আসলে বন্ধুরা অনেক থাকলে পরিকল্পনা মত কোথাও যাওয়া হয় না। কারণ একেক জন একেক ডিসিশন দেয় অবশেষে সবাই সিদ্ধান্ত নিয়েছেন বাইকে করে যে দেখেছে বেরিয়ে পড়বেন এটাই ঠিক। এমন সুন্দর সময় বারবার ফিরে আসুক সবার জীবনে।
আসলে অনেকগুলো বন্ধু একত্র হলে পরিকল্পনা করে কোন কাজই করা সম্ভব হয় না কেননা সবার মতের মধ্যে ভিন্নতা থাকে।
ঈদের ছুটিতে বন্ধুরা সবাই একসঙ্গে হওয়ার আনন্দটাই আলাদা।সকল বন্ধু যত দূরে থাকুক না কেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য জন্মস্থানে ছুটে আসা সকলেই।আপনারা বন্ধুরা সবাই মিলে ঈদের আনন্দ সুন্দরভাবে করেছেন উপভোগ করেছেন।আপনার কাটানো সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আসলে যে যেখানেই থাকুক না কেন যত দূরেই থাকুক না কেন মেলাদিন পরে যখন সবার একত্রে দেখা হয় মজাটাই অন্যরকম হয়ে থাকে।
ঈদের পরে বন্ধুদের সাথে অনেক ইনজয় করেছেন দেখছি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বন্ধুদের সাথে কাটানো মূহূর্ত। আপনাদের আনন্দ দেখেই আমার অনেক ভালো লাগলো।
ধন্যবাদ আপু পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য