বাংলা কবিতা ✍️ জলছবি📖

in আমার বাংলা ব্লগ7 months ago

০২ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ
১৫ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
০৪শাবান ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
শীতকাল।


আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


জীবন কখনোই স্বপ্নের মত হয়না। আশাগুলো কখনো বেঁধে রাখা যায় না। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হতে থাকে। স্বার্থের টানে সবাই সবাইকে এক সময় দূরে ঠেলে দিতে পারে। ভালোবাসাগুলো একসময় ভুলে যায় মানুষ স্বার্থের টানে। ভালোবাসা ঠিকই ভুলে যায়, কিন্তু স্মৃতিগুলো জাগ্রত হয়ে থাকে শেষ রাতে মিটিমিটি জ্বলা তারার মত।স্মৃতিগুলো বার বার মনে পড়বে আর এক পর্শা বর্ষার মতো এসে ভিজিয়ে দেবে হৃদয়টাকে। যাহোক তেমনি একটা ভালবাসার গল্প অনুসরণ করে আজ আমার লেখা এই কবিতা। আশা করছি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


ringlet-butterfly-8521807_1280.webp
source


বাংলা কবিতা ✍️ জলছবি📖

আজ বহু দিন বাদে জেগেছো তুমি

হিয়ার মাঝে জল ছবি হয়ে,
শত তারা আকাশে জ্বল জ্বল করে,
তবু শূন্য হৃদয় অন্ধকারে ডুবে।

ছিলে তুমি হিয়ার মাঝে সযতনে,
সেথায় আজ শুধু শূন্য মরুভূমি জেগে,
বেদনার কালো ছায়া পিছু ডাকে আমাকে,
জলছবি হয়ে শূন্য হৃদয়ের ডেকে যাও আমাকে।

এসেছে বসন্ত ডেকেছে পাখির,
মিষ্টি সুরে গেয়েছে কোকিল গান,
শূন্য হৃদয়ে বসন্ত কলি ফোটে নি আজও,
বিরহে ডুবেছে সবই।

আজ বহুদিন বাদে জেগেছো তুমি,
বিরহ দিয়ে বুকে,
কষ্টগুলো জেগেছে আজই,
রক্তঝরা অশ্রুতে।

বসন্তের ঝরা পাতার সাথে কষ্ট ঝড়ে বুকে।
ফুলের কলি না হয়ে ফুটছে কাটা হয়ে,
তবুও তুমি সযতনে রয়েছো বুকের মাঝে,
জলছবি হয়ে কষ্ট দিতে বার বার আসো ফিরে।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 7 months ago 

জীবন যদি স্বপ্নের মতো হতো তাহলে তো কতই না সুন্দর হতো। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। স্বার্থের কাছে সবাই পর। তাছাড়া ঠিকই বলেছেন ভালোবাসা চলে গেল স্মৃতিগুলো রয়ে যায়। যাই হোক আপনার আজকের কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে।

 7 months ago 

ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর এবং গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বেশ চমৎকার লিখেছেন ভাইজান আজকের কবিতাটি। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা কবিতা। খুবই ভালো লেগেছে আপনার কবিতা আবৃত্তি করে। যেন বসন্তকে ঘিরে মনের মাধুরী মিশিয়ে আপনি কবিতা রচনা করেছেন। অনেক অনেক ভালো লাগলো ভাইজান।

 7 months ago 

ধন্যবাদ আপনাকে কবিতাটি বারবার আবৃত্তি করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমাদের জীবন কখনোই সাজানো স্বপ্নের মত হবে না। সময় এবং পরিস্থিতির সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়।আর জীবন কখনো স্থির অবস্থায় থাকে না।যদিও স্থীর থাকে তবে সেটা সামান্য কিছু দিনের জন্য। আমাদের ঋতু গুলো যেভাবে পালা বদল করে ঠিক সেই ভাবেই জীবনের ও পালা বদল হয়। আপনি আজকে মাধ্যমে সব কিছু সাজিয়ে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

আসলে জীবন কখনোই স্বপ্নের মত হয়না বাস্তবতার সাথে মিল রেখে চলতে হয় আমাদের সব সময়।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনি অনেক সুন্দর একটা ভালোবাসার গল্প অনুসরণ করে, আজকের এই কবিতাটা লিখেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে সম্পূর্ণ কবিতা পড়তে। জলছবি কবিতাটা এত ভালো লেগেছে যে, যত পড়ছিলাম তত ভালো লাগছিল। আসলে মানুষ ভালোবাসাটা ভুলে গেলেও স্মৃতি থেকে যায় সারা জীবন। সময় এমন একটা জিনিস যেটা কখনো থেমে থাকে না। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন ঘটে।

আজ বহুদিন বাদে জেগেছো তুমি,
বিরহ দিয়ে বুকে,
কষ্টগুলো জেগেছে আজই,
রক্তঝরা অশ্রুতে।

আপনার কবিতার উপরে এই লাইনগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 7 months ago 

ভালোবাসা ভুললেও স্মৃতি কখনো ভোলা যায়না স্মৃতিগুলো যেন বারবার স্মরণ করিয়ে দেয় সেই ব্যথা ময় জীবনের গল্প গুলো।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

কাউকে মন থেকে ভালোবাসলে তার শূন্যতা কতটা আপনাকে অনুভব করাতে পারে সেটাই যেন এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দারুন লিখেছেন ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 7 months ago 

কবিতার মূলভাব বুঝিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।জলছবি কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে ভালোবাসা এমন অনেক সময় মানুষ স্বার্থের কারণে ভালোবাসা ভুলে যায়। আর ভালোবাসা যদি পূর্ণতা পেত তাহলে অনেক সুন্দর হতো। কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে দেখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 7 months ago 

তখন জীবনটাও পরিপূর্ণ হয়ে যায় যখন আসলে ভালোবাসাটা পূর্ণতা পায়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাই। এই ধরনের কবিতা পড়তে বেশ ভালো লাগে। আসলে ভালোবাসার স্মৃতি গুলো আমাদের বারবার কাঁদায়। সময়ের সাথে সাথে জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। আপনার কবিতার এই লাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।

আজ বহুদিন বাদে জেগেছো তুমি,
বিরহ দিয়ে বুকে,
কষ্টগুলো জেগেছে আজই,
রক্তঝরা অশ্রুতে।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

কবিতাটি পড়ে আপনার কাছে বেশ ভালো লেগেছে তিনি অনেক খুশি হলাম এবং আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.46
ETH 2409.96
USDT 1.00
SBD 2.42