ফটোগ্রাফি 🦋🦋 ফুলের উপর শিশির বিন্দুর সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ5 months ago

১০ পৌষ মাস , ১৪৩০ বঙ্গাব্দ

২৩ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
১১জমাদিউস সানি ১৪৪৫ হিজরী
শনিবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🦋🦋

1703341992477.jpg

আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ আরও একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আসলে ফটোগ্রাফির প্রতি অন্যরকম একটি ভালবাসা কাজ করে প্রতিনিয়তই আমার। আজ আপনাদের মাঝে শেয়ার করব ফুলের উপরে শিশির বিন্দুর সৌন্দর্য। নিজেকে যদি কেউ ভালো রাখতে চায় তাহলে পাখির সাথে ঘুমিয়ে যেতে হবে আবার পাখির সাথে জেগে উঠতে হবে। এই কথাটি হয়তো আমাদের সবারই অতি পরিচিত কিন্তু কখনো হয়তো সেরকম ভাবে ভেবে দেখা হয়নি। আসলে যদি খুব ভোরে ঘুম থেকে ওঠা যায় তাহলে অন্যরকম একটি অনুভূতি দেখবেন আপনার মাঝে জেগে উঠবে। ভালো লাগবে এবং চারপাশে হাঁটলে দেখবেন সবুজ প্রকৃতি যেন অন্যান্য সময়ের চেয়ে আরো অনেক ভালোভাবে সেজে রয়েছে। আবার পাখির সাথে ঘুমিয়ে যাবেন দেখবেন ঘুম অনেক ভালো হবে সুস্বাস্থ্যর অধিকারী হবে। কেননা রাত জেগে থাকা এবং দিনে ঘুমানো এটা কখনোই স্বাস্থ্যের জন্য উপকার নয়। তবে আমি চেষ্টা করি খুব দ্রুত ঘুমিয়ে আবার খুব ভোরে উঠতে। গত শুক্রবারে ভোরে ঘুম থেকে উঠে সকালের প্রার্থনা সেরে একটু হাঁটতে বের হয়েছিলাম বন্ধুর সাথে। হাঁটতে হাঁটতে দুজন একটি নার্সারিতে গিয়েছিলাম সেখানকার সৌন্দর্যের কিছু আলোকচিত্র ক্যামেরাবন্দি করেছিলাম। সবগুলো সৌন্দর্যই আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে শিশির বিন্দু এর সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছেন।


🦋🦋

IMG_20231223_164240.jpg

IMG_20231223_164209.jpg

শীতের সময় এলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফুল এবং পাতাবাহার দিয়ে আমাদের করিডোর সাজাতে ব্যস্ত হয়ে পড়ি। তেমনি গত শুক্রবারে খুব ভোরে ঘুম থেকে জেগেই দুজনের উদ্দেশ্য ছিল নার্সারী ভ্রমণ করা এবং ফুলবাগানের নতুনত্ব নেয়ার জন্য নতুন কোন ফুলের গাছ রোপন করা। খুব ভোরে ঘুম থেকে উঠলে আসলে অন্যরকম একটি অনুভূতি জেগে ওঠে। শীতের সময় ঘন কুয়াশা সকলের জেগে ওঠা পাখির কলতান সবমিলিয়ে খুব ভালো লাগছিল। উপরের ফটোগ্রাফিতে দেখিয়েছি গোলাপ 🌹 ফুল। আসলে গোলাপ ফুল এমনিতেই অনেক সুন্দর তবে শিশির কণাগুলো জমে সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।


🦋🦋

IMG_20231223_164347.jpg

IMG_20231223_164050.jpg

উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন পাতাবাহার এর গাছ। তবে ফাঁক থেকে দেখলে মনে হবে এ যেন অন্যরকম একটি ফুল। ছোট ছোট পাতাগুলো পাশাপাশি লেগে থাকায় খুব সুন্দর দেখায়। আমরা এই ফুলের একটি গাছ নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ফুলের পাতার উপরে শিশির কোনা জমে সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে।


🦋🦋

IMG_20231223_164434.jpg

IMG_20231223_164117.jpg

উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুল আমারও খুব পছন্দের। আমার ফুলবাগানে হলুদ এবং খয়রি কালারের রয়েছে। সাদা কালারও আমার খুব প্রিয় এজন্য এদিন সাদা কালারের চন্দ্রমল্লিকার গাছ কিনেছিলাম। দেখতে পাচ্ছেন ফুলের ভাঁজে ভাঁজে শিশির বিন্দুগুলো কি দারুন সৌন্দর্য বৃদ্ধি করে রয়েছে।


🦋🦋

IMG_20231223_164324.jpg

IMG_20231223_164308.jpg

কাটা মুকুট ফুল আমাদের সবার পছন্দের এবং প্রিয়। এই ফুলের সৌন্দর্য প্রতিনিয়ত আমাদেরকে মুগ্ধ করে। বিশেষ করে যখন একটা ডালের মাথায় চারপাশ দিয়ে ফুল ফোটে তখন দেখতে বেশি ভালো লাগে। এই ফুলের উপর শিশির বিন্দুগুলো এমনভাবে রয়েছে সূর্যের আলো পড়ে মনে হচ্ছিল যেন মুক্তার দানা ছিটানো রয়েছে।


🦋🦋

IMG_20231223_164149.jpg

উপরের ফটোগ্রাফিতে যে ফুলটি দেখতে পাচ্ছেন নাম জানিনা তবে এর সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। ছোট ছোট গাছ রজনীগন্ধার মত ডগাগুলো বেড়ে ওঠে। মাথায় গিয়ে খুব সুন্দর ফুল ফোটে ফুলের পাপড়ি গুলো তেমন একটা ছাড়াই না তবে একত্রে অনেকগুলো গাছ থাকলে মনে হবে অন্যরকম একটি সৌন্দর্য। আমি এই ফুলের চারা ও বেশ কয়েকটি কিনেছিলাম বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আসলে সব মিলিয়ে চেষ্টা করছি বাগানের সৌন্দর্যটা যেন এই শীতে পুরোপুরি ভাবে জমে ওঠে তার জন্য। যাহোক সকালবেলা ঘুরতে যেমন ভালো লেগেছে তেমনি ফটোগ্রাফি করে অনেক মজা পেয়েছি। সে সাথে নার্সারি সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি এবং কিছু ফুলের চারা কিনে নিজ বাগানের রোপন করেছি। শেষ করছি আমার আজকের পোস্ট আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 5 months ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া ৷ ফুল গুলোর সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো ৷ অসাধারণ হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি , ভীষণ ভালো লাগলো আমার ফটোগ্রাফি গুলো দেখে ৷ বিশেষ করে শিশির বিন্দু বিন্দু ফোটা ফুল গুলোর সৌন্দর্য কয়েক হাজার গুন বাড়িয়ে দিয়েছে ৷ চমৎকার হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে , এতো সুন্দর কিছু ফুলের সৌন্দর্য্যতা উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

ফুলগুলোর ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জানতে পেরে সত্যি অনেক ভালো লাগলো।
আসলে চেষ্টা করি সব সময়ই ভালো সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

 5 months ago 

ফুলের উপর এরকম শিশির বিন্দু পড়ে থাকলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি ফটোগ্রাফি করলে অনেক বেশি আকর্ষণীয় লাগে। প্রত্যেকটা ফুলের সুন্দর যত বেশি ভালো লাগতেছে, যা দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আপনি অনেক সুন্দর করে সবগুলো ফটোগ্রাফি করেছেন, এরকম ফটোগ্রাফি দেখলে যে কেউ মুগ্ধ হবে। ফুল আমি অনেক বেশি পছন্দ করি, আমার কাছে ফুলের ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। সবগুলো ফটোগ্রাফির বর্ণনাও সুন্দর করে দিয়েছেন। এত সুন্দর করে ফুলের উপর শিশির বিন্দুর সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 5 months ago 

ঠিকই বলেছেন আসলে এরকম সৌন্দর্যগুলো অনেক আকর্ষণীয় হয়।
ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

ফুলের ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। খুব সুন্দর ফুলের উপর শিশির বিন্দু থাকার ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য শুভকামনা রইল।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি গুলো দেখে ইতিবাচক মন্তব্য করার জন্য।

 5 months ago 

ফুলের উপর যদি শিশিরের ফোটা এভাবে পড়ে থাকে অথবা বৃষ্টির ফোটা পড়ে থাকে সেই মুহূর্তে ক্যামেরা বন্দী করতে কিন্তু বেশ ভালো লাগে। আর ফটোগুলো দেখতে খুবই ভালো লাগে। সুন্দর একটি মুহূর্ত তখন মনের মধ্যে জেগে ওঠে ফুলের অপরূপ এই দৃশ্য দেখে। প্রত্যেকটা ফটোগ্রাফির শিশির ভেজা ফুলকে কেন্দ্র করে তোলা তাই ভালো লাগলো।

 5 months ago 

ঠিকই বলেছেন ফুলের অপরূপ সৌন্দর্য টা বাড়িয়ে দেয় যখন বৃষ্টির কণা বা শিশির কণা জমে থাকে পাপড়ির উপরে।

 5 months ago 

অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সকালের শিশির ভেজা ফুলের পাপড়ি গুলো দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। যাহোক আপনার তোলা শিশিরযুক্ত ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো দেখে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 months ago 

আগে যখন ফটোগ্রাফি করতাম সেই দিনের গুলো কথা মনে পড়ে গেল, শীতকালে ফটোগ্রাফি করার মজাই অন্যরকম, এ সময় বেশ অনেক ফুল ফোটে এবং সেখানে যদি শিশির ফোটা থাকে তাহলে তো দুর্দান্ত হয় ঠিক তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত ছিল।

 5 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া সকালবেলা ফটোগ্রাফি করার মজাটাই অন্যরকম। সূর্যর রশ্মি যখন আকাশ ফেটে বের হয় ঠিক সেই মুহূর্তের ফটোগ্রাফি গুলো সব সময় অনেক দুর্দান্ত হয়।

 5 months ago 

ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে এটা শীতকালীন সৌন্দর্য। ফুলের পাপড়ি গুলোর সাথে কুয়াশার ফোঁটা গুলো জড়িয়ে আছে আর সেই সৌন্দর্য ক্যাপচার করে তুলে ধরেছেন প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

প্রতিটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। । আপনাকে অসংখ্য ধন্যবাদ

 5 months ago 

আপনার পোস্ট পড়ে তো প্রথমে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওমা ভালো থাকতে হলে আবার পাখির সাথে ঘুমানো আর পাখির সাথে জেগে উঠা এটা আবার কেমন। পরে বুঝতে পারলাম যে আমি হবো সকাল বেলার পাখি, সবার আগে উঠবো আমি কুসুমবাগি ডাকি। হি হিহি। দারুন ছিল আজকের শিশির কনায় ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

আসলে আপু রাত জেগে মোবাইল টিপলে বা যেকোনো কাজ করলে এটা শরীরের উপর একটা বাজে প্রভাব পড়ে যার জন্য অনেক রোগ ব্যাধি আমাদের উপর আক্রমণ কর।
এজন্যই বলেছি আর কি পাখির সাথে ঘুমিয়ে যেতে পাখির সাথে উঠতে তাহলে সবকিছুই ঠিকঠাক এবং ভালো হবে ।
ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফিটি দেখে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69236.16
ETH 3848.39
USDT 1.00
SBD 3.66