বাংলা কবিতা ✍️ ক্লান্তি পথিক।

in আমার বাংলা ব্লগlast month


১৪জৈষ্ঠ্য
মানুষ পরিশ্রম করে যতটুকু কষ্ট হয় বা অনুভব করে তার থেকে বেশি ক্লান্তি অনুভব করে এবং কষ্ট পায় যখন কাছের মানুষগুলো অন্যরকম আচরণ করে। স্বার্থের জন্য যখন কাছের মানুষ গুলো আস্তে আস্তে পর হতে থাকে তখন চারিদিক থেকে যেন দুঃখের জয়গান কানে এসে বাজে। কাছের মানুষগুলো যখন একা একা দূরে সরে যায় দেখবেন নিজেকে চাওয়া যাওয়ার মনে হয়। মনে হয় যেন ধুলোয় মাখা পথের ক্লান্তি পথিক। স্বার্থপর এবং আপনজনের কাছ থেকে দুঃখগুলো মানুষ এত সহজে ভুলে যেতে পারে না। যখন স্বার্থ ছিল তখন সবাই ছিল দুধের মাছি। আর যখন স্বার্থ চলে গেল তখন সবাই হয়ে গেল বিষ মাখা তরবারি। এজন্য নিজেকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে যেতে হবে এবং সেখান থেকে সবার প্রিয় হতে হবে। আর অবশ্যই মানুষকে নিজের অসহায়ত্বের সুযোগ দেওয়া যাবে না। দেখতে হবে কারা আপনার দুঃখের সময় সার্বক্ষণিক সহায়তা করেছে চেষ্টা করুন তাদেরকে ভালো রাখার জন্য। যাইহোক আমার কবিতার মাঝে আজ কিছু বাস্তবতার কথা তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো কবিতাটি পড়লে আপনারা বুঝতে পারবেন সেটা। তাহলে চলুন এবার কবিতাটি পড়ে আসি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

একলা পথিক।

ধোকায় ভরা ধরনীর অনেক টা পথ পেরিয়ে,

ক্রোধের মায়াজালে বন্দী হয়ে হৃদয়,
মায়া নামক অন্ধকার পেরিয়ে আজ,
ক্লান্ত , বড়ই ক্লান্ত পথিক।

পথের ধুলো বলছে ডেকে,
পথিক, থেমে যাও, ছেড়ে দেও মায়ার বাধন,
মানব মুখের আড়েল বিষ,সামনাসামনি মধু,
তোমাকে ঠকিয়ে দুঃখের আড়ালে হাসি দেবে মন ভরে।

ঠকিয়ে মানুষ আড়ালে হসবে,
ধরনীতে আপন কেহ নয়,
সময় থাকতে ক্লান্তি ঝেড়ে,
নিজেকে বদলাও আর এক বার।

করুনা নাহি কামনা কোথাও,
একলা চলো রে,
সৃজিলো যে জন ডাকো তারে,
পথে সন্ধান মিলিবে তবে রে।

মায়ার বাধন টাকায় মাপিলে শান্তি নাহিরে,
থাকিতে সময় বুঝরে মন, একলা চলো রে।
তুমিই করিবে বিশ্ব জয় রুখে দাঁড়াও একবার,
তোমাতে মাতিবে বিশ্ব বাসি,জয়োগান তোমারই।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

আপনার ক্লান্তি পথিক কবিতা পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। সত্যিই মুখের আড়ালে মুখোশ আর সামনাসামনি মুখে হাসি থাকলেও অন্তরে বিষ কথাগুলো সত্যি বাস্তব। বিশেষ করে এই লাইনগুলো খুবই দুর্দান্ত হয়েছে।

করুনা নাহি কামনা কোথাও,
একলা চলো রে,
সৃজিলো যে জন ডাকো তারে,
পথে সন্ধান মিলিবে তবে রে।

এত সুন্দর কবিতা শেয়ার করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 last month 

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ করার জন্য।

 last month 

মানুষ জন্মগতভাবেই স্বার্থ নিজ। নিজের স্বার্থ ছাড়া মানুষ একটা পাও সামনের দিকে চলে না। মধু থাকলে মৌমাছি থাকবে এটাই স্বাভাবিক। স্বার্থের জন্য আপন মানুষই বেশি পর হয়। যাইহোক আপনি ক্লান্তি পথিক নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার মধ্য দিয়ে মনে হচ্ছে নিজের কথাগুলো তুলে ধরেছেন। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

একদম ঠিক বলেছেন ভাইয়া ফুলে যতদিন মধু আছে মৌমাছি থাকে কিন্তু মধু শুকিয়ে গেলে মৌমাছি আর বসবে না।
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে।
ধন্যবাদ।

 last month 

কবিতাটা দারুন লেগেছে ভাই কারণ প্রতিটা লাইনে কঠিন বাস্তবতা তুলে ধরেছেন। সহজ ভাষায় বাস্তবকেন্দ্রিক কবিতা লিখে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

চেষ্টা করেছি কবিতার মাধ্যমে বাস্তবতাকে ফুটিয়ে তোলার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 last month 

আমারও তাই মনে হয় যতটুকু না কাজ করি তার থেকে বেশি ক্লান্তি লাগে। তাছাড়া ঠিকই বলেছেন কাছের মানুষের প্রতারণা একেবারেই সহ্য করা যায় না। তাতে বেশি কষ্ট হয় সবার। যাই হোক আজকের কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে। একেবারে বাস্তব বিষয়কে ফুটিয়ে তুলেছেন কবিতার প্রতিটি লাইনে।

 last month 

ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

কবিতা পড়তে আমি অনেক পছন্দ করি। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এবং এই কবিতার লাইনগুলোর সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দর ভাবেই রেখেছেন৷ যেভাবে আমি একের পর এক লাইনগুলো পড়ছিলাম তা পড়ে আমার অনেকটাই ভালো লাগছিল৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58447.77
ETH 3173.14
USDT 1.00
SBD 2.43