ভ্রমণ 🛵🛵 কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্থান ইউটিউব ভিলেজ 🦋🦋
১৬জৈষ্ঠ্য , ১৪৩০ বঙ্গাব্দ
৩০মে , ২০২৩ খ্রিস্টাব্দ
০৯জিলক্বদ ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
গ্রীষ্মকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🛵🛵
পৃথিবীটা নাট্যমঞ্চ আমরা সবাই অভিনেতা। প্রতিনিয়ত জীবনের সাথে সংগ্রাম করে চলতে হচ্ছে এই নিষ্ঠুর পৃথিবীতে।। ভালো না থেকেও আমরা প্রতিনিয়ত ভালো থাকার অভিনয়টা করে যাচ্ছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঘন ঘন লোডশেডিং, আর প্রচন্ড গরম এ যেন এক দুর্বিষহ পৃথিবীতে বাস করছি। একটা কথা আছে যায় দিন ভালো আসে দিন খারাপ। গত তিন চার বছর আগের কথার সাথে যদি এখনকার কথাগুলো মিলিয়ে দেখতে চাই তাহলে আকাশ-পাতাল পার্থক্য চোখের সামনে ভেসে ওঠে।। যেখানে ৭২ টাকা লিটার পেট্রোল কিনে বাইক চালাতাম। আজ সেই বাইকের পেট্রোলের দাম ১৪০ টাকা লিটার। আমাদের দেশে এমন কোন দ্রব্যমূল্য নেই যে তার ডাবল দাম বৃদ্ধি পায়নি।। দাম তো বৃদ্ধি পেয়েছে পেয়েছে এর সাথে মানুষের প্রতারণার গ্রেট ও অন্যরকম হয়ে গিয়েছে।বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে কিন্তু এতই সূক্ষ্ম আর অভিনব কায়দা যা বুঝতেই পারছি না।। যা হোক সব মিলিয়ে তারপরও চেষ্টা থাকি ভালো থাকার।। মনকে ভালো রাখতে হবে বিনোদনের মধ্যে থাকতে হবে।। তাইতো মাঝে মাঝে সময় পেলেই ভ্রমণ করতে চলে যায়।। তেমনি আজ একটি ভ্রমণ কাহিনী আপনাদের সাথে তুলে ধরবো গত শুক্রবারে ইউটিউব ভিলেজ ভ্রমণ।
🛵🛵
ইউটিউব ভিলেজ এর নাম হয়তো পূর্বে আপনারা শুনেছেন এবং অনেক পোস্ট পড়েছেন আমাদের এই ব্লগে। এখানকার সৌন্দর্য এবং মানুষের আপ্যায়ন দেখলে আপনি নিজেও ভুলে যাবেন পুরো পৃথিবীর কথা। সপ্তাহে একদিন এখানে খাবারের আয়োজন করা হয়। সেখানে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়।। যে খাবারগুলো দিয়ে এখানে আপ্যায়ন করা হয় এই খাবারগুলো রেস্টুরেন্ট এর খাবার কেউ হার মানাবে।। গ্রামের সবাই এবং আশপাশ গ্রামের সবাই এবং অতিথিবৃন্দ দেরকে নিয়ে এই খাবার খাওয়া হয়।। দিন যত গড়াচ্ছে ইউটিউব ভিলেজের সৌন্দর্য এবং নাম চারিদিকে ততটাই ছড়িয়ে পড়ছে।। উপরের দুটি ফটোগ্রাফিতে দেখানোর চেষ্টা করেছি একটি ফুল দিয়ে এবং অপরটি ইট পাথর দিয়ে লেখা কালারিং ইউটিউব ভিলেজ।।
🛵🛵
এখন কথা হচ্ছে এখানকার সৌন্দর্য দেখে আপনি কেন মুগ্ধ হবেন। ফটোগ্রাফি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিকল্পনা অনুযায়ী সাজানো এই পার্কটি।। এই ছবি দুটি আমি ক্যামেরাবন্দি করেছি ইউটিউব ভিলেজ এর মিডিল পজিশন থেকে যেখানে লাভ আকৃতির বড় বড় দুটি ফুলের মাস্কিং করা রয়েছে।
🛵🛵
এখানে সব মিলে প্রায় ৬০ প্রজাতির ফুলের চারা রোপন করা রয়েছে। কিছু ফুল আছে সিজনাল এবং কিছু আছে একদম স্থায়ী। আমি প্রায়ই সময় পেলে বন্ধুদের সাথে এখানে কিছুটা সময় আড্ডা দিতে এবং এর সৌন্দর্য উপভোগ করতে ছুটে যাই। আমার বাড়ির কাছাকাছি হওয়াতে ভালোই সুবিধা হয়। মন চাইলেই গিয়ে ঘুরে আসতে পারি। এখনো যারা এই ইউটিউব ভিলেজ ঘুরে এর সৌন্দর্য উপভোগ করেননি তাদেরকে বলব একবার হলেও দেখা উচিত এমন সৌন্দর্যমন্ডিত স্থান।
🛵🛵
এখানে এলে যেমন আপনি ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন তেমনি নান্দনিক সব শিল্পকর্ম রয়েছে। আধুনিক গ্রামের যেমন একটি ভাব রয়েছে তেমনি রয়েছে শহরের ছোঁয়া। সন্ধ্যা লাগলে চারিদিকে ঝিলিমিলি বাতি জ্বলে কোথাও থেকে আবার ভেসে আসে গুনগুন সুরে লালন গীতি।। কেননা বিকেল আসলেই এখানে গোল হয়ে সবাই বসে যায় আড্ডা দিতে।। উপরের ফটোগ্রাফিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খড় দিয়ে প্রস্তুত করা কচ্ছপ 🐢🐢 এবং ঐতিহ্যবাহী গরুর গাড়ি র দৃশ্য।।
🛵🛵
এই পার্কের চারিধার দিয়ে রয়েছে খাল কাটা। যেখানে প্রতিনিয়তই পানিতে থাকে ভরপুর। বিভিন্ন ডিজাইনের নৌকা পাবেন এখানে এই পানিতে ঘোরাঘুরি করার জন্য।। এবং মাঝে মাঝেই এই জলাশয়ের মধ্যে স্থাপন করা হয়েছে বাশ আর খড় দিয়ে ঝুপড়ি ঘর। এই ঘরের কালার এবং ডিজাইন দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনি নিজেও।। আমি তো যখনই যাই সময় পেলে এই ঘরগুলোতে বন্ধুদের সাথে বসে অনেকটা সময় আড্ডা দেই।
🛵🛵
বিকেল হলে যেমন মানুষের সমাগম বেড়ে যায়। তেমনি ফটোগ্রাফিতেও অনেক মনোনিবেশ ঘটে। পশ্চিম আকাশে হেলে পড়া রক্তিম সূর্যের আলো যখন বিলেদের মধ্যে পড়ে তখন যেন এর সৌন্দর্য আরো বেশি বেড়ে ওঠে। এত বড় করে ইউটিউব ভিলেজ লেখা এবং মিডিল পয়েন্টে বড় আকৃতির একটি লাভ প্রস্তুত করা। বেশিরভাগ সময়তে আমি দেখেছি সবাইকে ওই লাভের নিচে দাঁড়িয়ে ফটোশুট করতে।। সূর্যটা যখন ডুবে যায় যায় ভাব সূর্য যখন মাছ আকাশ রক্তিম আভায় আলোকিত। আমিও ঠিক তখনই সুযোগ বুঝে ফটোগ্রাফিটি করে ফেলি। অপর একটি ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাঙ্গারু এবং ক্যাঙ্গারুর ছানা। সূর্যকে পিছনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।। এমন সুন্দর দৃশ্য দেখে ভালো লাগে আমার তাই ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে তুলে ধরলাম।। যাহোক আজকের পোষ্টের শেষ পর্যায়ে চলে এসেছি ইউটিউব ভিলেজ অনেকবার ভ্রমণ করেছি ।আরও যদি অনেকবার ভ্রমণ করি তবুও যেন এর দেখার শেষ হবেনা। দিন যত যাচ্ছে এরা যেমন এদের আয়তন বাড়াচ্ছে তেমনি এর সৌন্দর্য বৃদ্ধি করে চলছে।। তাইতো নতুন নতুন চমক দেখতে বারবার ছুটে চলে যাই।। আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন পোস্টে ভালো থাকবেন সবাই।।
লোকেশন:
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন অস্বাভাবিক, অনাকাঙ্ক্ষিত এবং আকস্মিক হারে বৃদ্ধি পাচ্ছে যে, সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। ফলে স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনধারণ ক্রমশ দুর্বিষহ হয়ে পড়ছে।ইউটিউব ভিলেজের নাম অনেক বার শুনেছি এবং অনেকের পোস্টে পড়েছি।আজ আবারও নতুন ভাবে ইউটিউব ভিলেজের সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো।আসলে ভাইয়া এমন কিছু জায়গা আছে সেখানে বার বার গেলেও মন ভরে না ঠিক আপনার কাছেও ইউটিউব ভিলেজ বারবার দেখার পরও আরও দেখতে ইচ্ছে করে।অসাধারণ সৌন্দর্য গুলো খুব সুন্দর করে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।
মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের জন্য খুবই ভয়াবহতা অপেক্ষা করতে সামনের দিনগুলোতে আরো।।
জীবনটা একটি যুদ্ধ আর এই যুদ্ধে টিকে থাকাটাই একজন যোদ্ধার কাজ।।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ইউটিউব ভিলেজের সৌন্দর্য দেখে সুন্দর মন্তব্য করার জন্য
এই ইউটিউবে ভিলেজ অনেকবার গিয়েছি আসলে পরিবারকে সাথে নিয়ে ঘোরাঘুরি করার দারুণ একটা জায়গা। ছোট বাচ্চারা যেখানে যাইতে খুব পছন্দ করে আপনার কাটানো মুহূর্তের গল্প দৃশ্য দেখে ভালো লাগলো।
ঠিকই বলেছেন আপনি এটা এমন একটি জায়গা যেখানে পরিবার নিয়ে ঘুরতে গেলে সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করা যায়।।
আমার বাংলা ব্লগের অনেক ভাইকেই দেখেছি এই ইউটিউব ভিলেজ নিয়ে পোস্ট উপস্থাপন করতে। আর তখন থেকেই জানি এই ইউটিউব ভিলেজের সৌন্দর্য কতখানি। আর আজ আপনি তো সেই সৌন্দর্যকে আরো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সত্যিকার অর্থে এরকম সৌন্দর্য প্রিয় জায়গাতে ঘুরে বেড়ালে মন ও শরীর দুটোই প্রফুল্ল থাকবে। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্থান ইউটিউব ভিলেজ নিয়ে দারুন একটি পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভাই আপনি তো একজন ভ্রমণ পিপাসু মানুষ দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আপনি বাইক নিয়ে টুর দিয়ে থাকেন।।
এজন্য আপনাকে আমন্ত্রণ রইল আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্থানগুলো ভ্রমণ করার জন্য।।
আপনি তো দেখছি ঐতিহাসিক ইউটিউব ভিলেজ ভ্রমণ করে ফেলেছেন ভাইয়া। আমার বাড়ি থেকেও এটা খুব একটা দূরে নয়। কিন্তু আজ পর্যন্ত এটা ভ্রমণ করার সৌভাগ্য আমার হয়নি। এখানকার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।
আপনার বাড়ি থেকে যেহেতু বেশি দূর না এজন্যই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এলাকাটি ঘুরে দেখে সৌন্দর্যটা উপভোগ করার জন্য।।
দ্রব্যমূল্যের কথা আর কিছু বলার নেই ভাইয়া।এই ইউটিউব ভিলেজে যাওয়ার ইচ্ছে বেড়ে গেল ভাইয়া আপনার পোস্ট দেখে মনে হচ্ছে খুব সুন্দর জায়গা এটি। আমার নানু বাড়ি থেকে বেশ কাছেই এটি।এজন্যই শুনেছি ইউটিউব ভিলেজে সম্পর্কে।আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল।চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন,যেটা দেখেই অনেক ভালো লাগছে।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
যেহেতু youtubeপার্কটি আপনার নানুবাড়ি থেকে কাছাকাছি এজন্য আপনি তো চাইলেই ভ্রমণ করতে পারেন।।
তবে আমি আশাবাদী যে এমন সৌন্দর্যমন্ডিত স্থান ভ্রমণ করলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে।।।