দুর্নীতির কালো থাবা🏴🏴 (৩য় ও শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগlast year

২৮ফাল্গুন , ১৪২৯ বঙ্গাব্দ

১৪মার্চ , ২০২৩ খ্রিস্টাব্দ
২২শাবান, , ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


lobbying-161689__480.webp

source


বর্তমান সময়ের দুর্নীতি নিয়ে যতই আপনি লিখতে চান বা বলতে চান সময় চলে যাবে কিন্তু আপনার লেখা এবং বলা শেষ করতে পারবেন না। প্রতিটা সেক্টর এমনভাবে দুর্নীতিগ্রস্ত যে কাগজের ঘরের মতো হয়ে আছে যে কোন সময় সবকিছু ভেঙে যেতে পারে।। সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই সরিষা দিয়ে কিন্তু কখনোই ভূত তাড়ানো সম্ভব না।। রাষ্ট্রীয় ব্যবস্থাটাই এখন দুর্নীতির উপর নির্ভর করে এগোচ্ছে যার জন্য দুর্নীতিকে না বলে এগুলো খুবই কঠিন।। যাহোক আমার ছোট্ট বুদ্ধিদীপ্তের মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে শেষ করলাম।


আমাদের আধুনিক রাষ্ট্র গুলোর জাতীয় সংসদ জনগণের পক্ষ থেকে সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা ও দায়বদ্ধতা, দায়িত্ব পালন করার কথা। আর এই সংসদ যদি দুর্নীতি আর পাহাড় পাহাড় কালো টাকার প্রভাবে গঠিত আর পরিচালিত হয়, তাহলে কখনই আমরা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করাতে পারবো না। এখন যেসব দেশে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়, সেসব জনপদের নির্বাচন ও রাজনীতি থেকে কালো টাকা ও দুর্নীতি দূর করা অতি প্রয়োজন। সবার আগে দরকার জনগণকে শিক্ষিত ও সচেতন করে তোলা। একজন শিক্ষিত,ও ধর্মীয় মূল্যবোধ যুক্ত নাগরিক কেবল পারে দুর্নীতিকে ‘না’ বলতে ও দুনীতি মুক্ত সমাজ গড়তে।


দুর্নীতিকে সমাজ বা রাষ্ট্র থেকে ‘না’ বলতে হলে সে দেশের জাতীয় সংসদ, বিচার ও জনপ্রশাসনের সাথে উচ্চমহলের সু নাগরিক সমাজ এবং বড় বড় কোম্পানিগুলোকেও দুর্নীতিকে সমস্বরে না বলতে হবে এর কোন বিকল্প নাই।যদি একটি দেশের ব্যবসায়ীরা দুর্নীতিকে ‘না’ বললে তাহলে অন্যদের ‘হ্যাঁ’ বলার সুযোগ একদমই কমে যাবে। কারণ অধিকাংশ ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য থেকে দুর্নীতির জন্ম লাভ করে।


**দুর্নীতি থেকে যা অর্জন করা হয়, তা অর্থ-বিত্ত হোক বা আত্ন মানমর্যাদা হোক অথবা পাওয়ার হোক,এটা ইসলামে সম্পূর্ণ হারাম হারান। ইসলাম ধর্ম যেমন মন্দ ও দুর্নীতিকে নিষেধ করেছে, তেমন ভাবে তা দ্বারা উপাজন করা সম্পদ ভোগ করাও নিষিদ্ধ এবং হারাম।

আল্লাহ বলেন, ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনে-শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকদের কাছে পেশ করো না।’ (সুরা আল-ইমরান, আয়াত-১৮৮)

এবং হাদীসে বণীত হয়েছে :

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমাদেরকে গ্রামের উৎপাদিত পণ্য এককভাবে খরিদ করে নিয়ে শহুরেদের কাছে বিক্রয় অবৈধ সিন্ডিকেট বা ব্যবসায়িক দুষ্টুচক্র ব্যবস্থা তৈরি করতে নিষেধ করা হয়েছে।’ (বুখারি, হাদিস নং- ২১৬১)

অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, কোনো শহরবাসী এককভাবে অবৈধ সিন্ডিকেট বা ব্যবসায়িক দুষ্টুচক্র করে গ্রামবাসীর পণ্য বিক্রি করবে না। মানুষকে ছাড় দাও; যাতে তারা একে অপরের মধ্যে স্বাধীন লেনদেন করে রিজিক হাসিল করতে পারে।’ (তিরমিযি, হাদিস নং-১২২৩)

এমনিভাবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দালালি করে পণ্যের দাম বাড়ানোকে প্রতারণামূলক কাজ বলেছেন এবং নিষিদ্ধ করেছেন। অনুরূপভাবে দালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে কোন কৃষককে ঠকানোটাও নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। (সহিহ মুসলিম, ১০/১৬৪)

আমরা যদি কেউ মনে করে থাকি দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ থেকে দান খয়রাত কিংবা মসজিদ মাদ্রাসা বানিয়ে তার কাফফারা বা করবো তার কোন সুযোগ নেই।কেননা এর মূলে হারাম রয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সমস্ত মানুষের বিপক্ষে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।। হারাম ইনকাম থেকে যতই আপনি দান খয়রাত বা টাকা মানুষের মাঝে বিলিয়ে দেন না কেন তাতে কোন ফায়দা থাকবে না।। আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আর দুর্নীতি সাধারণ মানুষের ভোগান্তির কোন শেষ নেই।। স্কুল কলেজ থেকে শুরু করে পার্লামেন্ট এমনকি সর্বনিম্ন পর্যায়ে পর্যন্ত দুর্নীতি লক্ষ্য করা যায়। বিশেষ করে আমাদের দেশের পুলিশ প্রশাসন এমনভাবে দুর্নীতিতে আক্রান্ত যেন এদের গায়ে ছোঁয়াচে রোগ।। একটু কত কথা বলি কিছু মনে করবেন না আপনারা। কুকুরকে যেমন একটি রুটি কিনে দিলে অর্ধবে না আপনার পাঁচ মাস ঘুরবে তেমনি বাংলাদেশের প্রশাসন বিশেষ করে পুলিশের এমন অবস্থা এক হাজার টাকা দিলে দু তিন ঘন্টা আপনার টিস্যু ঘুরবে কিছু মনেই করবে না। যাহোক আজকে শেষ করব আপনাদের মাঝে উপস্থাপন করলাম চেষ্টা করেছি আমার ছোট বুদ্ধি থেকে কিছু লেখার আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।


লোকেশন:

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ভাইয়া আপনি ঠিক বলেছেন বর্তমান সময়ের দুর্নীতি নিয়ে লিখলে কলমের কালি শেষ হয়ে যাবে,খাতার কাগজ শেষ হয়ে যাবে। কিন্তুু আপনার লেখা শেষ হবে না। আমরা সব কিছুতে পিছিয়ে থাকলেও দুর্নীতিতে এক নাম্বার আছি। আপনার পোষ্টি পড়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

জি ভাইয়া দুর্নীতি আমাদেরকে এমন ভাবে চারিদিক থেকে ঘিরে রেখেছে যে আমরা চাইলেও সহজে দুর্নীতি থেকে বের হতে পারবো না যদি না উপর মহল থেকে দূর্নীতি সমূলে ধ্বংস না করা যায়।।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 57768.72
ETH 2943.36
USDT 1.00
SBD 3.66