ফটোগ্রাফি 📸 বর্ষার আকাশ🌅🌫️🌥️

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

১৯আষাঢ় , ১৪২৯ বঙ্গাব্দ

০৩জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ
০৩জিলহজ, ১৪৪৩ হিজরী
রবিবার।
গ্রীষ্মকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🌫️🌅🌥️

1656829754697.jpg

প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আজ উপস্থিত হলাম আপনাদের সামনে মেঘমালার কিছু ফটোগ্রাফি নিয়ে। এই ফটোগ্রাফি গুলা একত্র করে একটি পোষ্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার ভালো লাগে যখনই বাহিরে বের হয় তখনই হাতে হয় ক্যামেরা না হয ফোন তো থাকেই ভালো কোন দৃশ্য ও ভালো কোন বস্তু দেখলেই ক্যামেরাবন্দি করে ফেলি। ছোটবেলা থেকেই এটা এক অভ্যাসে পরিণত হয়ে গেছে। আকাশের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরতে চলছি। তাহলে চলুন এবার শুরু করা যাক।

🌥️🌅

IMG_20220703_122102.jpg

IMG_20220703_120107.jpg

আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল ঘন ঘন আকাশের পরিবর্তন দেখা যায়। এই রোদ এই মেঘাচ্ছন্ন আবার কিছু সময়ের মধ্যেই নেমে পড়ে ঝুমঝুম বৃষ্টি। তাই আকাশটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। দেখতে আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মাঝেই এমন আকাশ উপভোগ করি।

🌥️🌫️

IMG_20220703_122133.jpg

তেমনি উপভোগ করা কিছু আকাশের ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে তুলে ধরছি। বিশেষ করে যখন মনের মধ্যে বিষন্ন লাগে একা একা থাকি মাঝে মাঝে চেষ্টা করি ছাদে বসে আকাশটা উপভোগ করার।

🌅🌥️

IMG_20220703_122154.jpg

যখন ছাদে সময় পার করি তখন যদি দখিনা বাতাস থাকে আর হাতে এক কাপ চা থাকে তাহলে সময়টা খুব ভালোই কাটে। বিশেষ করে এই সময়টা মাঝে মাঝে উপভোগ করে থাকি খুবই খুবই খুবই ভালো লাগে।

🌫️🌅

IMG_20220703_122326.jpg

IMG_20220703_122251.jpg

তেমনি গত পরশুদিন বিকেলে ছাদে বসে এক কাপ চা হাতে দক্ষিণা বাতাসে মনটা ভাসিয়ে দিয়ে বিকেল টাইমটা উপভোগ করছিলাম। আর মনের মধ্যে অনেক কথা আনা নেওয়া করছিলাম। তখনই আকাশের দিকে তাকাতে আকাশটা অনেক ভালো লেগে গেল। তখন থেকেই আকাশের ফটোগ্রাফি গুলা ক্যামেরাবন্দি করা শুরু করি।

IMG_20220703_122441.jpg

এমন সময় আমার এক বন্ধু হাজির হলো আমার বাসায়। ওকে নিয়ে ই আকাশের সৌন্দর্যগুলো উপভোগ করা শুরু করলাম। এবং ওর মোবাইল থেকে বাজিয়ে দিলাম রবীন্দ্রনাথের মেঘলা দিনের গান।এত ভালো সময়টা পার করেছিলাম আসলে বলে বোঝাতে সক্ষম নয়।

🌅🌫️🌥️

IMG_20220703_122229.jpg

কিছু সময়ের মধ্যে আকাশটা মেঘনা হয়ে গেল এই কালো মেঘে সূর্যটাকে ঢেকে দিচ্ছিল। আবার কিছু সময় পরে সূর্যটা উকি মারছিল মেঘের ভাঁজে। মাঝে মাঝে অন্ধকার মাঝে মাঝে ফুটফুটে আলো। এক বসাতেই দুজন ৩িন কাফ করে কফি শেষ করে ফেললাম। সময়টা যেন দ্রুত পার হয়ে যাচ্ছিল।

ধাপ

IMG_20220703_122415.jpg

IMG_20220703_122352.jpg

এরই মধ্যে সূর্যটা ডুবে গেল পশ্চিম আকাশ। গোধূলি আলোতে ভরে গেল আকাশটা। হুট করে চলে আসলো এক ঝাঁ ক কালো মেঘ আকাশটা বিদিন্ন দেখাচ্ছিল। ফটোতে লক্ষ্য করলে দেখতে পাবে না আপনারা গোধূলির আলো এবং মেঘাচ্ছন্ন আকাশ একাকার হয়ে এক অপরূপ দৃশ্য ধারণ করেছে। কিন্তু সময়টা আষাঢ় মাস হওয়াতেই কিছু সময়ের মধ্যেই আকাশের রংটা পরিবর্তন হয়ে থাকে। উপরের ছবিগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ধারাবাহিকভাবে আলো দিচ্ছে সূর্য নীল আকাশের বুকে। তারপরে আকাশটা ডোরাকাটা তারপরে মেঘাচ্ছন্ন পর্যায়ক্রমে সূর্যাস্ত। যাই হোক বিকেলটা খুব সুন্দর কাটিয়েছি আমি এবং আমার বন্ধু রাজন। ছয় কাপ কফির মাধ্যমে শেষ করলাম আজকের বিকেল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপনার সবগুলো ছবি আকাশ কেন্দ্রিক, তবে আকাশের মাঝে মেঘের দৃশ্যগুলো খুব দারুণ লাগে। এবং কি মেঘের সাথে সূর্য লুকোচুরি খেলা উপভোগ করার মত ছিল। আপনার উপস্থাপনাটি ছিল বেশ দারুণ। আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

আসলে আকাশের সাথে সূর্যের লুকোচুরি মেঘের আড়ালে দৃশ্যগুলো দেখতে বরাবরই অনেক সুন্দর লাগে বিশেষ করে বিকেল টাইমে এই দৃশ্য গুলো বেশি দেখা মেলে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য

 2 years ago 

আকাশের এই দৃশ্যগুলো দেখতে আসলে খুব ভালো লাগে। বিশেষ করে বর্ষাকালে যে আকাশের দৃশ্য থাকে সেগুলো সত্যিই দেখার মতো। আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আকাশের দৃশ্য সত্যি দেখতে অনেক বেশী চমৎকার লাগছে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া বর্ষাকালের আকাশ গুলো আসলে দেখার মতই হয় কখনো রংধনু কখনো সূর্য তির্যকভাবে আলো দেয় কখনো আবার মেঘাচ্ছন্ন কখনো বৃষ্টি কখনো রোদ বোঝা মুশকিল কখন কি হবে

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আকাশ দেখতে খুবই ভালো লাগে। বর্ষাকালের আকাশ বিভিন্ন রঙের হয় ।কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো রোদ। আপনার বর্ষাকালের আকাশের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

এ কথা ঠিক যে বর্ষাকালের আকাশ ঘন ঘন তার রূপ বদল করে ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন

 2 years ago 

আপনার অভ্যাস বাইরে যখন বের হন ক্যামেরা কিংবা ফোন নিয়ে যান ভালো কোন দৃশ্য দেখলে ছবি তুলে থাকেন কিন্তু এখন তো এটা আমাদের সবারই অভ্যাসে পরিণত হয়ে গেছে, মনে হয় যে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে রাখি স্টিমিট এ দেওয়ার জন্য। আর এখনকার বর্ষার আকাশের কথা কি আর বলব এখনকার আকাশের দিকে শুধু চেয়ে থাকতে ইচ্ছা করে। এত ভালো লাগে দেখতে মেঘগুলো মনে হয় আকাশের বুকে খেলা করছে সত্যি খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর সুন্দর আকাশের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন আপু এখন তো আমাদের সবারই অভ্যাস হয়ে গেছে ভালো কিছু দেখলে সেটা ক্যামেরাবন্দি করা এবং পরবর্তীতে আমার বাংলা ব্লগের বন্ধুদের মাঝে সেটি সুন্দরভাবে তুলে ধরা আসলে সত্যি এটি একটি আনন্দের বিষয়

 2 years ago 

আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল ঘন ঘন আকাশের পরিবর্তন দেখা যায়।

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া এই সময় গুলোতে আকাশের বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যায়।

আজকে আপনি আমাদের মাঝে বর্ষার আকাশের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা আকাশের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি এবং ঝলমল আকাশে রোদের ফটোগ্রাফিটি অনেক ভালো লেগেছে।

 2 years ago 

বহুরূপী বিভিন্ন সময়ে আকাশের বিভিন্ন রূপের ছবি ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে তুলে ধরেছি ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে খুবই ভালো লাগলো জানতে পেরে সুস্থ থাকবেন ভালো থাকবেন

 2 years ago 

জি ভাইয়া এরকম বৃষ্টির এবং মেঘাচ্ছন্ন আকাশের নিচে এক কাপ চায়ের সাথে আকাশ দেখতে খুবই ভালো লাগে। আপনি বর্ষার আকাশের খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। এ সময় আকাশ গিরগিটির মতো রং বদলায়। কখনো মেঘাচ্ছন্ন কখনো রোদ্রার জল কখনো বা ঠান্ডা একটা আবহাওয়া থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আসলে চায়ের কাপে চুমুক দিয়ে বিকেলে বর্ষার আকাশ দেখার যে কি মজা সেটা বলে বোঝানো যাবে না যেটা আমি এবং আমার বন্ধু সজল উপভোগ করেছিলাম ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো

 2 years ago 

এখনকার দিনে আকাশ দেখতে খুবই ভালো লাগে। আমিও কয়েকদিন আগে আকাশের
বেশ কিছু ফটোগ্রাফি তুলে পোস্ট করেছি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি আপু ঠিকই বলেছেন এখন কার আকাশ দেখতে বরাবরই অনেক ভালো লাগে আপনার ফটোগ্রাফি পোস্টটি আমি দেখেছিলাম আকাশ নিয়ে খুবই ভালো লেগেছিল আমার কাছে

 2 years ago 

এরকম আকাশের ফটোগ্রাফি দেখলে মনটা একদম ভরে যায়। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভাল লাগছে। এত সুন্দর ভাবে এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া এরকম মনোমুগ্ধকর সিনারির আকাশ দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন

 2 years ago 

বাহ ভাইয়া আপনার শেয়ার করা বর্ষার আকাশের ফটোগ্রাফী গুলো অসম্ভব সুন্দর হয়েছে। চমৎকারভাবে ফটোগ্রাফি করেছেন আকাশের। এ ধরনের ফটোগ্রাফী গুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। পরবর্তীতে এমন আরো অসাধারণ ফটোগ্রাফির অপেক্ষায় রইলাম ভাইয়া। ভালো থাকবেন এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু উৎসাহ মূলক একটি মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা যোগানোর জন্য অবশ্যই পরবর্তীতে এর থেকে আরও ভালো ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61297.02
ETH 2687.45
USDT 1.00
SBD 2.59