এলোমেলো ফটোগ্রাফি📸📸
১৯কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ
০৪নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
১৯রবিউস সানি ১৪৪৫ হিজরী
শনিবার।
হেমন্তকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🪴📸
কেউ একজন বলেছিল পৃথিবীটা নাট্যমঞ্চ আমরা সবাই অভিনেতা। সবাই সবার অবস্থান থেকে কোনো না কোনোভাবে অভিনয় করে চলছে। তবে এই বাক্যটি এখন পুরোপুরিভাবে সত্য। এ যুগের মানুষের দিকে তাকালে মাঝে মাঝে এই বাক্যটা আমার মনে পড়ে যায়। ভালো থাকতে গেলে মানুষকে ভালোবাসার অভিনয় করতে হয়। প্রতিটা মুহূর্ত আমরা পার করছি অভিনয় আর যুদ্ধের ময়দানে। বর্তমান সময়ের সবথেকে বড় কষ্ট হয়েছে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এক টাকার পণ্য বের হয়েছে ৫ থেকে ৭ টাকা। পার্সেন্টেজ হারে এরকম প্রত্যেকটা পণ্যের দাম বেড়েছে। দুবেলা দুমুঠো ভাত খেয়ে মানুষের বেঁচে থাকা অনেক সংগ্রামের হয়ে পড়েছে এখন। কত কথাই তো বলতে চাই সব কথাই তো বলা যায় না কিছু বাধ্যবাধকতা থেকে যায় আমাদের মাঝে। যা হোক আর কিছু বলছি না আজ আপনাদের মাঝে আবার হাজির হয়েছে একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আজকের পোষ্টের মধ্যে ফুল পদ্মা নদী পাখি নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
🚣♀️
গত সপ্তাহে একটি পোস্ট করেছিলাম পদ্মা নদীতে ইলিশ মাছ কিনতে যাওয়ার অভিজ্ঞতা। সেদিন অভিজ্ঞতার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি ফ্রেমবন্দি করেছিলাম। সেখান থেকে আজ পদ্মা নদীর বুকে ভেসে বেড়ানো মাঝির নৌকা এবং মাছ ধরায় ব্যবহারিত অন্য সামগ্রী দেখতে পাচ্ছেন নিয়ে তারা নদীর বুকে ভেসে বেড়াচ্ছে। এরকম দৃশ্য দেখে আমারও তখন ইচ্ছা হচ্ছিল ইস আমি যদি তাদের মত এই অথৈ জলের মাঝে নৌকায় চড়ে ঘুরতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো।
🌺
উপরের ফটোগ্রাফিটি হয়তো আপনাদের সবারই পরিচিত। বিশেষ করে গ্রামের ডোবা নালা খাল বিলে ফুটে থাকে। যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কচুরিপানার ফুল বলে চিনে থাকে। সাদা নিলাম এবং লাল রঙে সজ্জিত মানুষের চোখের আকৃতি ফুলের মাঝে সাফ করা। দেখতে অনেক সুন্দর দেখায়। এই ফটোগ্রাফিটি ও পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নদীর পাড়ে ফুটে থাকা কচুরিপানা থেকে সংগ্রহ করা।
🌺
কলমি ভুল তো আমাদের সবারই চেনা অনেকে আবার এটাকে মাইক ফুলো বলে থাকে। তবে যেটাই বলি না কেন এই ফুলের সৌন্দর্য কিন্তু আমাদেরকে মুগ্ধ করে। বয়ে চলা লতার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে মাইকের মত। লাল নিলাব এবং গারো সাদা রঙের হয়ে থাকে। পদ্মা নদীর বিস্তীর্ণ পাড় দিয়ে এই ফুল দেখেছি আমি অনেক।
🌺
পদ্মা নদীর পাড়ে জায়গা বিশেষ মাঝে মাঝে দেখেছি ফড়িংয়ের মেলা। হাজারো রকমের রংবেরঙের ফড়িং উড়ে বেড়াচ্ছে। লতা ঘাস এবং ডালের উপর বসে জিরিয়ে নিয়ে আবার উড়ছে আর ঘুরছে। হঠাৎ করেই দেখি হাঁটু জলে একটি পাটকাঠির উপরে বসে রয়েছে লাল টুকটুকে ফড়িং। দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল তাই তো ফ্রেম বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।
🌺
উপরের ফ্রেমে আপনারা দুটি ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি রঙ্গন এবং আরেকটি নয়ন তারা। দুটি ফটোগ্রাফি আমার ফুলবাগান থেকে সংগ্রহ করেছি। নয়ন তারা ফুলের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ফুলের উপরে একটি প্রজাপতি বসে মধু আহরণ করছে। সাধারণত প্রজাপতি যখন ফুলের উপর বসে মধু আহরণ করে সময়টা একদমই কম থাকে এজন্য ফটোগ্রাফি করাটা অনেক কষ্টের হয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করে ফুলের উপর বসা অবস্থায় এই ফটোগ্রাফিটি ফ্রেমবন্দি করতে পেরেছিলাম।
🐦
আমরা যারা চাকরি করি তারা হয়তো খুব ভালো করেই জানে যে আটটা থেকে পাঁচটা অথবা দশটা থেকে সাত আটটা পর্যন্ত বিভিন্ন কোম্পানি বেঁধে বিভিন্ন টাইমে ডিউটি করতে হয়। কেউ আছি আট ঘণ্টা ১০ ঘন্টা বা ১২ ঘন্টা ও ডিউটি করতে হয় অনেক সময়। সারাদিন কর্মব্যস্ততার পরে বাসায় ফিরে একটু ফ্রেশ-এবং ভালোলাগার জন্য সবাই বিভিন্নভাবে বিনোদন নিয়ে থাকি। তবে অন্য সবার থেকে আমি একটু আলাদা। যখন বাড়িতে যাই তখন আমার টিয়া পাখিটি আমার সাথে সাথে থাকে। টিয়া পাখির কথা এখানে আসার পরে কোনোভাবেই ভুলে থাকতে পারছিলাম না এজন্য পরবর্তীতে এই কোকাটেল পাখিটি আবার কিনেছে। এর বয়স এখন তিন মাস। অনেক সুন্দর বুলি শিখিয়েছি মোবাইল অডিওর মাধ্যমে। সারাদিন খাঁচায় বন্দি থাকে আমি অফিস করে বাসায় ফিরলে খাতা থেকে বের হওয়ার জন্য খুব ছোটাছুটি করে। খাঁচার মুখটা খুলে দিলে উড়ে এসে একবারে হয় মাথায় বসবে নয় কাঁধে বসবে। তবে যখন গায়ের উপর এসে বসে আমার তো অনেক ভালো লাগে এবং ও খুব চিল্লাচিল্লি করে। আমার মনে হয় সারাদিন পরে দেখা এবং একটু ছেড়ে দেওয়া হয় এজন্যই ও অনেক খুশি থাকে। দিনশেষে ওকে নিয়ে আমারও অনেক ভালো লাগে খেলা করতে বিভিন্ন রকমের ডাক শেখাতে এবং ওর মুখ থেকে বিভিন্ন ধরনের টোন শুনতে। নতুন অতিথি হিসেবে ওর সাথে আমার খুব ভালো সময় পার হচ্ছে। একদম ছোট্ট একটি বাচ্চা কিনেছিলাম এখনো অনেকটা বড় হয়ে গিয়েছে। যাহোক এই ছিল আমার আজকে ফটোগ্রাফি এবং কিছু কথা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
লোকেশন:
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness
OR
কথাটা যেই বলে থাক একেবারে ঠিক বলেছে। পৃথিবী টা নাট্যমঞ্চ এবং আমরা তার অভিনেতা। ফটোগ্রাফি গুলো দারুণ ছিল ভাই। পদ্মা নদীর ঘাট, কলমির ফুল, এবং টিয়া পাখিটা বেশ দারুণ তো দেখতে। অনেক সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ভাই।।
ওটা টিয়া পাখি নয় ভাইয়া ওটা হচ্ছে কোকাটেল।
ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
মাইক ফুল কচুরিপানা ফুল নদীর দৃশ্য সবগুলো কিন্তু খুব চমৎকার, ফুলের ছবিগুলো আমার খুবই ভালো লেগেছে যেটা চোখ জুড়িয়ে যাওয়ার মত। আপনার পোষা পাখিটাও কিন্তু খুবই কিউট।
ফুলের ছবিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি, আর আমার কাছে ফটোগ্রাফি দেখতেও অনেক ভালো লাগে। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে প্রতিনিয়ত অনেক ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফির বর্ণনাও অনেক সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির প্রশংসা করতে হচ্ছে।
আপনার মত আমিও ভাইয়া ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি সেই সাথে ফটোগ্রাফি দেখে সেই ফটোগ্রাফি সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে।
আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো ভাইয়া।আপনি চমৎকার বর্ননার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন।খুব ভালো লেগেছে।পাখিটি নতুন অতিথি।বাসায় গেলেই আপনাকে দেখতে পেয়ে বাইরে বের হওয়ার জন্য ছটফট করে।খাঁচা খুলে দিলে মাথায়,হাতে এসে বসে।খুব ভালো লাগলো অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপু ব্যস্ততা শেষে যখন বাসায় ফিরে ওর সাথে একটু সময় পার করলে সারাদিনের ক্লান্তিরা যেন দূর হয়ে যায়।
এলোমেলো ফটোগ্রাফি হলেও প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। কচুরিপানার ফুল দেখতে খুবই চমৎকার লেগেছে। আপনারা যাকে মাইক ফুল বলেন সেটাকে আমরা কলমি ফুল বলি। এই ফুলের কালার খুবই সুন্দর। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্টটি দেখে মন্তব্য করার জন্য।
আপনার ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে বেশ দৃষ্টি নন্দন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন । সত্যি প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। টিয়া পাখি আমার খুব পছন্দের। আমাদের বাসায় একটি টিয়া পাখি রয়েছে। আসলে বাহির থেকে যখন ব্যস্ততা কাটিয়ে বাসায় ফিরে আসি তখন টিয়া পাখির সাথে কথা বলতে বেশ ভালো লাগে । ফড়িং এর সৌন্দর্য বেশ অসাধারণ।এত দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারও পোষা পাখি রয়েছে জানতে পেরে খুবই ভালো লাগলো আসলে এগুলো একটি শখ।
আর এই ধরনের সব পূরণ করতে পারা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার।
সব পাখি যেমন পোষ মানে না তেমনি সব পাখি সবাই পালন করতে পারে না।
আপনার ফটোগ্রাফি পোস্ট মানেই অসম্ভব সুন্দর ফটোগ্রাফি দেখা। প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। টিয়া পাখিটি দেখতে বেশ দারুন লাগছে। শুভকামনা রইল আপনার জন্য
আমার ফটোগ্রাফি পোস্ট দেখে আপনি অন্যরকম একটি অনুভূতি খুঁজে পান জানতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
আপনি একদম ঠিক বলেছেন ভাই,এই পৃথিবীটা নাট্যমঞ্চ,আর এই পৃথিবীর সকল মানুষ আমরা অভিনেতা।এই কথাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি পদ্মা নদীর ভাসমান নৌকা গুলোর অনেক সুন্দর ফটোগ্রাফী করেছেন। এছাড়া পানিতে ভাসমান কচুরিপানা ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফী করেছেন।
জীবন সংগ্রামের এই মঞ্চে অভিনয় করে চলছি দেখি কতদিন টিকতে পারি।
ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।