বৃষ্টি ভেজা একটি বিকাল 🌧️🌧️

in আমার বাংলা ব্লগ2 years ago

২১ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ

০৫সেপ্টেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
০৮সফর , ১৪৪৩ হিজরী
সোমবার ❤️
শরৎকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


বৃষ্টিভেজা একটি বিকেল

1662296465112.jpg

আমার বাংলা ব্লগ বাসি আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। বর্ষাকাল শেষ চলছে শরৎকাল। এবছরের বর্ষাকাল টা কিভাবে পার হলো কিছু বুঝতেই পারলাম না। মানে বলতে যাচ্ছি বৃষ্টিটা কোথায় হল বৃষ্টিরই দেখে পেলাম না।। প্রচন্ড রৌদ্র আর গরমের মাছ দিয়ে চলে গেল এবারের বর্ষাকাল।। তবে বর্ষাকালের আকাশটাতে ফিলিংসটা উপভোগ করেছি শরৎকালের।। যদিও এখন চলছে শরৎকাল তবুও মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি।। সময়টা এমন ভাবে পার হচ্ছে যেন সরকারি চাকরি আর বৃষ্টি সমান দরে চলছে। থাক সেসব কথা আজ আপনাদের মাঝে শেয়ার করব গতকাল বিকেলে হালকা বৃষ্টিতে বাহিরে ঘোরাফেরা করার কিছু অনুভূতি এবং ফটোগ্রাফি।।


বৃষ্টিভেজা মাশরুম

IMG_20220904_184825.jpg

লোকেশন:

উপরের চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন একগুচ্ছ মাশরুম। এই মাশরুম গুলা স্যাতসেতে ভেজা এবং নোংরা পরিবেশে জন্মায়। আমার রুমের পাশেই একটি খালি জায়গা নোংরাতে ভরপুর। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তার মধ্যে দিয়ে আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম চোখে পড়লো মাশরুম গুচ্ছ বৃষ্টির ফোঁটা পড়ে এতটাই সুন্দর দেখাচ্ছে যে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না।। চিত্রটিতে আপনি ভালোভাবে লক্ষ্য করলে মনে হবে যে যেন কুয়াশা পড়েছে মাশরুমের উপরে।।

বৃষ্টি ভেজা লতা

IMG_20220904_185003.jpg

লোকেশন:

চাঁদের মত বাঁকা হয়ে আছে একটি লতার ডগা। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা পড়ে জমেছে লতার আগায়। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল আমার কাছে বেশ ভালো লাগলো এমন দৃশ্য।। তাইতো আকাশটাকে ব্যাকগ্রাউন্ড করে ফটোটি ক্যামেরাবন্দি করেই ফেললাম।। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

লাউয়ের ডগা

IMG_20220904_184926.jpg

লোকেশন:

কদিন আগেও দেখলাম লাউয়ের ডগা গুলো কেমন যেন শুকনা শুকনা ।বেলে দোয়াস মাটির উপরে এই গাছগুলো লাগানো পানি না দিলে বা বৃষ্টি না হলে মরা মরা একটি ভাব হয়ে যায় গাছগুলোর। দুপুরবেলা বৃষ্টি হয়েছিল তারপরে বিকেলে যখন ঘুরিঘুরি বৃষ্টি হচ্ছিল তখন ওই পাশ দিয়ে যাচ্ছিলাম ।তাকিয়ে দেখি লাউয়ের ডগাটা আকাশ পানে চেয়ে আছে বুক ফুলিয়ে।।

জোনাকি

IMG_20220904_185136.jpg

IMG_20220904_185114.jpg

লোকেশন:

বৃষ্টি হওয়াতে ঝোপে ঝাড়ে পাতার নিচে লুকিয়ে থাকা জোনাকি পোকা গুলো সব অবস্থান করেছে পাতার উপরে ।খুবই সুন্দর দেখাচ্ছিল দৃশ্যটি ।তবে রাস্তার উপর থেকে ছবি তোলা যাচ্ছিল না একটু নিচের দিকে ছিল। তারপরেও হাতের নাগারে একটি জোনাকি পোকাকে পেয়েছি যেটি পাতার উপরে বসে ছিল সেটি ক্যামেরাবন্দি করেছি ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

এক ফোটা জল

IMG_20220904_185045.jpg

লোকেশন:

বিন্দু বিন্দু বৃষ্টি ফোঁটা পাতার উপর জমতে জমতে একপর্যায়ে নিচের দিকে ঝুঁকে পড়েছে পাতাটা ।এবং পাতার নিচে শেষ বিন্দু টি ঝুলছে কখন যেন পড়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই আমি দৃশ্যটি ক্যামেরা বন্দি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

কচুপাতায় পানির ফোটা

IMG_20220904_185150.jpg

লোকেশন:

ছোটবেলায় গানে শুনেছিলাম কচু পাতায় পড়লে পানি জমে থাকে না।। আদৌ কি কথাটি সত্য মনে তো হয় না বাস্তব প্রমাণ দেখালাম আপনাদের কচু পাতার উপর জমে আছে বিন্দু বিন্দু জল।। তবে দেখে মনে হচ্ছে কাচের গুলির মত কখন যেন ঘুরতে ঘুরতে পড়ে যাবে।।

কাশ ফুল

IMG_20220904_185515.jpg

লোকেশন:

উপরের ফটোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিন্ন ধরনের কাশফুলের ছবি।। যেটি আমার বাসার পাশে পুকুর পাড়ে এক ঝুপা হয়েছিল।। বৃষ্টির পরে মৃদু আবহাওয়ায় দেখতে ভালই লাগছিল। তাই ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি আপনাদের কাছে।।

কবুতর

IMG_20220904_185413.jpg

লোকেশন:

এই ছবিটি তুলেছি আমার বাসার সাদ থেকে বৃষ্টি ভেজা একটি কবুতর ঘরের চালের উপর বসে গা ঝাড়া দিচ্ছিল ঠিক সেই সময়ই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে ফেলি।। যে গরমটা পড়ছে বৃষ্টি হলে আমারে ইচ্ছে করে বৃষ্টির পানিতে গোসল করি। পরক্ষণে আবার ঠান্ডা লাগার ভয়ে মামা হয় না । বৃষ্টিতে গোসল করার পরে কবুতরটি অনেক সময় চীনের চালের উপর বসে ছিল আমিও সেই সুযোগেই ক্যামেরাবন্দী টা করেছি আশা করছি এমন দৃশ্য আপনাদের কাছে ভালো লাগবে।।



ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

বৃষ্টি ভেজা বিকেলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। লাউয়ের ডাল দেখতে অনেক ভালো লেগেছে ভাই। যদি একটা লাউয়ের ছবি তুলে দিতেন তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। কবুতর বেজার কারণ ভাই অনেকদিন গোসল করা হয়নি তাই কবুতর বৃষ্টির পানিতে গোসল করছে আপনি সেই সময় আপনার ছাদের উপর থেকে অনেক সুন্দর ভাবে ছবি তুলে শেয়ার করেছেন আমাদের মাঝে।

 2 years ago 

ভালো একটা আইডিয়া দিয়েছেন তো ভাই লাউয়ের ছবি তো তোলা হয়নি ইস রে লাউয়ের ছবি দিলে মনে হয় খুবই ভালো হতো।।

 2 years ago 

ছবি গুলো থেকে বর্ষার ভাইব আসছে।বিশেষ করে ছত্রাক গুলো থেকে।ছোট তে মনে করতাম এগুলো ব্যাঙ এর ছাতা।সকাল সকাল দেখেই মন ভাল হয়ে গেল।ধন্যবাদ।

 2 years ago 

আমিও ছোটবেলায় মনে করতাম এগুলো ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ব্যাঙগুলো এর নিচে এসে থাকতো হাহাহা মজার একটা বিষয় ছিল ছোটবেলায়

 2 years ago 
বৃষ্টি ভেজা বিকেলের অনুভুতির পাশাপাশি কিছু চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দেখে যেন মন ছুঁয়ে যায়। বিশেষকরে মাশরুম, কচুপাতায় পানি এবং জোনাকি পোকার ভেজা দৃশ্যগুলো অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ও চমৎকার বিকেলের কিছু দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

ঠিকই বলেছেন আপনি এই মাশরুম এবং কচু পাতায় জমে থাকা পানি এবং জোনাকি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে ওই ফটোগ্রাফি গুলা মনে হয়েছে খুবই ভালো হয়েছে

 2 years ago 

বৃষ্টি ভেজা বিকেলের ঘুরাঘুরি পাশাপাশি অনেক সুন্দর ফটোগ্রাফি গুলো করছেন দেখতে বেশ চমৎকার লাগছে ভাই। ধন্যবাদ ভাই এতো সুন্দর মুহুর্তে ছবি গুলো আমাদের মাঝে শেয়ার কররা জন্য।

 2 years ago 

বৃষ্টি ভেজা বিকেলের ফটোগ্রাফি গুলা দেখে খুব সুন্দর এবং উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন

 2 years ago 

বাহ ভাইয়া বৃষ্টি ভেজা বিকেলটা দেখতে চমৎকার লাগছে। আপনি ঠিক বলেছেন বৃষ্টি আর সরকারি চাকরি দুটোই হচ্ছে সোনার হরিণ। ধন্যবাদ ভাইয়া বৃষ্টি ভেজা বিকালের ফটোগ্রাফি আর সাথে ভালো বর্ণনা করার জন্য।

 2 years ago 

এবছর বর্ষার মৌসুমরা যে কিভাবে পার করে ফেললাম বলতেই পারছিনা মনেই নেই কবে বৃষ্টি হল ভারী বৃষ্টির কারণে কোন দিন ঘর থেকে বের হতে পারলাম না ঠিক যেন সরকারি চাকরির মত

 2 years ago 

আহ। বৃষ্টি ভেজা এই বিকেল কিন্তু দারুণ লাগে ভাই। পাতায় জমে থাকা ফোটা ফোটা পানির কনা দেখলে যেনো মন ভরে যায়। সব গুলো ছবি দেখার পর আমিও যেনো এক বৃষ্টি ভেজা বিকেলে হারিয়ে গেলাম।

 2 years ago 

বৃষ্টি ভেজা বিকেলের ফটোগ্রাফি গুলা দেখে আপনি খুব সুন্দর একটি মন্তব্য উপহার দিয়েছেন খুবই ভালো লাগলো আসলেও বৃষ্টির ফোঁটা জমে থাকা পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল

 2 years ago 

ওয়াও অসাধারণ বৃষ্টি ভেজা একটি বিকাল। বিশেষ করে বিকালে বৃষ্টি হলে আমার অনেক বেশি ভালো লাগে। তার চাইতে বেশি ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। আর আপনি দেখছি আপনার পোষ্টের মাধ্যমে সুন্দর একটি কথা বলেছেন বৃষ্টি এবং সরকারি চাকরি দুটোই সোনার হরিণ ঠিক বলেছেন। ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 years ago 

বৃষ্টিতে ভিজতে আমারও খুব ভালো লাগে কিন্তু এখন আর আগের মতো হয় না ঠান্ডা লেগে যাবে সেই ভয়েতে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে সাথে থাকার জন্য

 2 years ago 

ছবিগুলো অনেক সুন্দর তোলেছেন। বৃষ্টিস্নাত দিনের সুন্দর কিছু মুহুর্ত আপনার ক্যামেরায় ধরা পড়েছে। কাশফুল দেখতে কত সুন্দর কিন্তু বৃষ্টির পানিতে ভিজে একদম নেতিয়ে গেছে। অন্যদিকে কবুতর বৃষ্টিতে ভেজার পর রোদে নিজেকে শুকিয়ে নিচ্ছে কি সুন্দর দৃশ্য। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলা সুন্দর ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে খুব সুন্দর একটি মন্তব্য করে সাথে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন

 2 years ago 

প্রচন্ড রৌদ্র আর গরমের মাছ দিয়ে চলে গেল এবারের বর্ষাকাল।।

এটা সম্ভবত মাঝ হবে। ঠিকই বলেছেন ভাই এবার বর্ষাকালে গ্রীষ্মকালের ফিল পেয়েছি। বৃষ্টি দিনের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। বিশেষ করে বৃষ্টির পানিতে ভেজা মাশরুম টা সবচাইতে বেশি চমকপ্রদ লাগছে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

পানিতে ভেজা মাশরুম আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো আসলে বৃষ্টি ভেজা মাশরুম গুলা ক্যামেরা বন্দি করার সময় আমার কাছে অনেক ভালো লেগেছিল

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59295.75
ETH 2607.30
USDT 1.00
SBD 2.41