ডিঙ্গি নৌকা দিয়ে নদী ভ্রমণ 🏞️🌊

in আমার বাংলা ব্লগ2 years ago

২৭ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ

১১সেপ্টেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
১৪সফর , ১৪৪৩ হিজরী
রবিবার।
শরৎকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🏞️🌊

1662859115679.jpg

আমার বাংলা ব্লকবাসি আশা করছি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন আনন্দের সাথে জীবনকে উপভোগ করছেন। কিছু প্রশান্তি এবং ভালো সময় অতিবাহিত করার জন্য অফিস থেকে চার দিনের ছুটি নিয়ে গাজীপুর থেকে এসেছি কুষ্টিয়ায় নিজ বাড়িতে ঘুরতে। বাড়ির অদুরে রয়েছে পদ্মা নদী। এবং পদ্মা নদীর অসংখ্য শাখা প্রশাখা।। তাইতো বর্ষার মৌসুমে এগুলো সেজে ওঠে নতুন সাজে।। সব থেকে বেশি ভালো লাগে বিকেলবেলা বন্ধু এবং ছোট ভাই ব্রাদারের সাথে নৌকা নিয়ে নদীতে ঘুরতে। তারই কিছু চিত্র এবং কথা আজ আপনাদের মাঝে তুলে ধরতে চলছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🏞️

IMG_20220911_071144.jpg

লোকেশন:

শৈশবের নানা কথা নানা গল্প নানা স্মৃতি জড়িয়ে রয়েছে এই পদ্মা নদীর তীর ঘেঁষে। এক সময় অনেক সুন্দর সময় পার করেছি বন্ধু দের সাথে। জীবিকার তাগিদে আজ হয়তো একজন এক এক জায়গায় রয়েছি তবুও আমাদের বন্ধনটা যেন জড়িয়ে রয়েছে এই পদ্মা নদীর পাড়ে। যদিও এবার বর্ষাটা এসেছে শরতে এখন পদ্মা নদী পানিতে ভরপুর তার সাথে সাথে শাখা গুলো ফুলে উঠেছে পানিতে।

🏞️

IMG_20220910_172452.jpg

IMG_20220910_172145.jpg

লোকেশন:

যেদিকে তাকাই সেদিকেই ছেলেদের জলের নৌকা আর নদীর তীর ঘেঁষে কর্মব্যস্ত মানুষের ভিড়।। কোথাও বা বসেছে নদীর তীরে গ্রাম্য বাজার চলছে দাম দর কষাকষিতে বেচাকেনা।। আমরা কয়েকজন এবং কিছু কচিকাঁচা পোলাপান নিয়ে বিকেল পাঁচটার দিকে একটা নৌকা নিয়ে নৌকা বাইতে থাকলাম পশ্চিম তীরে।।

🏞️🏞️

IMG_20220911_071306.jpg

IMG_20220911_071250.jpg

লোকেশন:

আমাদের লক্ষ্য ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে নদীর পাড়ে গ্রাম্য একটি বাজার ভ্রমণ করার।। তাইতো আমরা সবাই কয়েকটা বৈঠা এবং নৌকা নিয়ে ছুটতে থাকলাম গন্তব্যের দিকে।। আমাদের সাথে বেশ কয়েকজন কচিকাঁচা পোলাপানও ছিল যাদের সুমধুর কন্ঠে শুনতে থাকলাম তাদের মত করে গাওয়া কিছু গান।।

🏞️🏞️

IMG_20220911_071528.jpg

IMG_20220911_071449.jpg

লোকেশন:

আমরা ডিঙ্গি নৌকা বাইতে বাইতে চলছিলাম সামনের দিকে আমাদের আশপাশ দিয়েও অনেক নৌকা ছোটাছুটি করছিল বিশেষ করে ইঞ্জিনের নৌকা। ইঞ্জিনের নৌকা নিয়ে ঘুরতে আমার তেমন একটা ভালো লাগে না কেননা শব্দটা কেমন যেন কানে এসে বাজে। নিজে বৈঠা বেয়ে নৌকা চালানোর মজাটাই অন্যরকম যে এটা করেছে সেই বুঝতে পারে।। বিকেল পাঁচটার সময় রওনা শুরু করে প্রায় ছয়টা ২০ মিনিট অব্দি আমরা পৌঁছাইলাম নদীর তীরে গ্রাম্য বাজারে।।

🏞️🏞️

IMG_20220911_071424.jpg

IMG_20220911_071354.jpg

লোকেশন:

মাঝ নদী দিয়ে নৌকা চালানো চারিদিকে অথৈ পানি নির্মল স্নিগ্ধ বাতাস।। শরতের আকাশ তুলার মতো ভাসছে উপরে পানির দিকে তাকালে মনে হয় আকাশটা যেন পানির নিচ থেকে ভেসে উঠেছে।। এক কথায় মনোমুগ্ধকর এক পরিবেশ যা যেন এখনো আমার চোখে দোলা দিচ্ছে।। সন্ধ্যার সূর্যটা যখন গোধূলি লগ্নে ঠিক ডুবে যায় যায় ভাব। পানির দিকে তাকালে মনে হয় যেন সূর্যটা পানি থেকেই উঠেছে আবার পানিতেই অস্ত যাচ্ছে।। পশ্চিম আকাশটা যেমন লাল টুকটুকে হয়ে গেছে তেমনটা পানির দিকে তাকালেও মনে হয় পানির নিচে যেন আগুন জ্বলছে। এরই মধ্যে আমরা সেখানে বনসাইয়ে কিছু জব সিঙ্গারা পিয়াজুল ঝালমুড়ি কিনে নৌকাতে নিয়ে আসলাম। এবং এগুলো খেতে খেতে আবার পূর্বের ন্যায় বাড়ির দিকে রওনা হলাম। এরই মধ্যে নৌকার উপরে চলছিল বিভিন্ন সময় বিভিন্ন গান কৌতুক এবং হাস্যকর অনেক গল্প।। ঠিক এই সুন্দর সময়টা অতিবাহিত করবো বলেই গাজীপুর থেকে ছুটে এসেছি আমাদের কুষ্টিয়ায় পদ্মার পাড়ে।।

IMG_20220911_071550.jpg

লোকেশন:

এদিন রাতের আকাশটা ছিল খুবই পরিষ্কার ঝকঝকে চাঁদনী রাত এজন্য নৌকা বাইতে কোন সমস্যাই হচ্ছিল না আমাদের।। মাঝ নদীতে পরিষ্কার যেমন তেমন ছিল চাঁদনী রাত মনে হচ্ছিল আরো কিছুটা সময় পার করে যায় নদীতে।। কিন্তু ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের জন্য সেটা সম্ভব ছিল না।। তাদের আবার পৌঁছায় দিতে হবে তাদের মা বাবার হাতে।। আমি বাড়ি আসাতে তাদের একটু ভালোই হয়েছে সব সময় আমার সাথে নদীতে নৌকা নিয়ে ঘুরতে এটা ওটা খেতে নদীতে গোসল করতে এক কথায় তাদের সাথে আমার সুন্দর সময় অতিবাহিত হচ্ছে।। যেহেতু ফ্রেন্ড সার্কেলের কেউই এখন বাড়িতে নেই যে যার যার মত জীবিকার তাগিদে ব্যস্ত।। আমিও আসলাম ছুটিতে কি আর করার বাচ্চা পোলাপান দের সাথে সুন্দর সময় অতিবাহিত করলাম এ দিনটি।। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।।



ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

বৈঠা নৌকা ভ্রমণ করতে আমার কাছেও খুব ভালো লাগে ভাইয়া। আমাদের গ্রামের বাড়িতেও এমন অনেক নৌকা রয়েছে। কিন্তু নৌকায় উঠতে আমার খুব ভয় লাগে। তাই খুব বেশি ওঠা হয় না,কিন্তু ইচ্ছা থাকে অনেক। যাই হোক আপনি কচি কাঁচা পোলাপানের সাথে গান শুনতে শুনতে প্রায় 20 মিনিট পর আপনাদের গ্রাম্য বাজারে গিয়ে পৌঁছে গেছেন। এ বিশ মিনিট সময় আপনারা খুব সুন্দর উপভোগ করেছেন।

 2 years ago 

অবশ্যই ইচ্ছা থাকলে উপায় হয় নৌকায় জোড়া কোন ভয়ের ব্যাপার না জাস্ট নৌকাতে উঠে টুপ করে বসে থাকতে হবে কোন নড়াচড়া করা যাবে না মনের সুখে ফটো তুলতে হবে এবং গান গাইতে হবে দেখবেন কিভাবে যে সময় পার হয়ে গেছে বুঝতেই পারেননি

 2 years ago 

ইস ভাইয়া আমারও ইচ্ছে করে মাঝে মাঝে নৌকায় ভ্রমণ করতে কিন্তু আমাদের এদিকে এরকম কোনো ব্যবস্থা নেই।এমন পরিস্থিতিতে আসলেই শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন হয়তো শৈশবের সবাই একসাথে নেই জীবিকার তাগিদে একেকজন একেক জায়গায় কিন্তু স্মৃতিগুলো সবার হৃদয়ে গেঁথে থাকে।

 2 years ago 

এদিন পদ্মা নদীতে ঘুরে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছি সেই সাথে সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরিয়ে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম সম্ভব হলে একবার দিবি নৌকায় ঘুরে দেখে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন

 2 years ago 

ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আপনি আপনার গ্রামের বাড়ির অদুরে পদ্মা নদীর তীর ঘেঁষে ডিংগি নৌকা নিয়ে খুব সুন্দর কিছু মুহুর্ত কাটিয়েছেন। নদীর মধ্যে বাজারের কথা অনেক শুনেছি কিন্তু দেখা হয়নি। আপনার পোস্টে সেই বাজারের দৃশ্য দেখে খুব ভাল লাগলো। আপনি নদী এবং আকাশের সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ডিংগি নৌকা নিয়ে রাতেও কিছু সময় ছিলেন তা পড়ে আমার একটু ভয়ই হচ্ছিল কারন ছোট বাচ্চারা আছে, সাপ কেচোর ভয় থাকে। সবকিছু মিলিয়ে আপনি খুব ভাল সময় কাটিয়েছেন এবং আমার মনে হয় আপনার গাজীপুর থেকে কুষ্টিয়া যাওয়া সার্থক হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সত্যি পিচ্চি পিচ্চি পোলাপানের জন্য আনন্দটা একটু বেশি উপভোগ করেছি মাঝে মাঝে তাদের ছড়া গান কৌতুক এবং হাস্যকর কথা শুনতে শুনতে কখন যে বিকেল পেরিয়ে রাত হয়ে গিয়েছিল বুঝতেই পারছিলাম না

 2 years ago 

আপনি বাসায় বেড়াতে গিয়েছেন শুনে অনেক ভালো লাগলো ভাইয়া। নৌকায় ওঠে আমার ও এভাবে ঘুরতে অনেক ভালো লাগে । আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া বর্ষার মৌসুমে এই নদী গুলো সুন্দর ভাবে সেজে ওঠে। বাচ্চা গুলোকে দেখে মনে হচ্ছে অনেক আনন্দ করেছে । ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বাচ্চাগুলো তো সেই পটু গান গল্প কৌতুক ছড়া একদম বিকেল থেকে শুরু করে কখন যে রাত হয়েছে আসলে বুঝতেই পারেনি যাহোক তাদের সাথে খুব সুন্দর সময় অতিবাহিত করেছিলাম মনে রাখার মত দিনটি ছিল

 2 years ago 

এই ডিঙ্গি নোকা নিয়ে আমার একটা কাহিনী আছে সল্প করে বলি।আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে একবার ঘুরতে বেরিয়েছিলাম খেয়াল ছিল না যে এটা ভাঙ্গা আছে কোনায়। তাই আমরা সবাই বেশ হইচই করে চলছিলাম।আর এদিকে ভাঙ্গা জায়গা দিয়ে পানি ঢুকছিল।আমাকে দেওয়া হয়েছিল পানি সেচার দায়িত্বে আমি পানি সেচতে সেচতে কোন সময় পানির সাথে সবার সেন্ড্রেল গুলো নদীতে ফেলে দিয়েছিলাম খেয়াল ই ছিল না হাহাহা।দারুন অভিজ্ঞতা ভাই।

 2 years ago 

সত্যি ভাইয়া আপনার পানি ফালানোর কাহিনীটি অনেক হাস্যকর ছিল কখন যে স্যান্ডেল গুলো ফেলে দিয়েছেন বুঝতেই পারেননি

 2 years ago 

ডিঙ্গি নৌকা দিয়ে নদী ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। আপনার আজকের পোস্টটি ভিজিট করে ছোট বেলায় কথা মনে পড়ে গেল। আমি আর আমার বন্ধুরা মিলে ডিঙ্গি নৌকা অনেক চালিয়েছি। ধন্যবাদ আপনাকে পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভাইয়া আমারও নদী এবং নৌকার সাথে জড়িয়ে রয়েছে ছোটবেলার অনেক গল্প বন্ধুদের সাথে যদিও এখন সেরকমভাবে আর ঘোরা হয় না তারপরও যতদূর সম্ভব পার এই সুন্দর সময় অতিবাহিত করতে নদীতে

 2 years ago 

নৌকা ভ্রমণ করতে আমারও অনেক ভালো লাগে ৷ বিকাল বেলা ভাই বন্ধুদের সাথে নৌকা নিয়ে ঘুরাঘুরি বিষয়টি সত্যিই অনেক মজার ৷আপনি বিকাল বেলা নৌকা ভ্রমনের সাথে সাথে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ৷ আপনার তোলা ছবিগুলো দুর্দান্ত সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য ৷

 2 years ago 

আসলে ভাইয়া অনেকদিন পর বাড়ি গিয়েছিলাম তো তাই পোলাপানগুলো পরিসোসার ছিল না তারপরে বন্ধু ছিল ছোট ভাই ছিল বড় ভাই ছিল সবাই মিলে খুব সুন্দর সময় অতিবাহিত করেছি নদীর মাঝে নৌকা নিয়ে

 2 years ago 

নিজের এলাকার নিজের প্রিয় জায়গা দেখার জন্য গাজীপুর কেন ভাই বিদেশ থেকেও চলে আসা যায়।ডিঙি নৌকাগুলো আরও ছোট হয়ে থাকে মনে হয় এগুলোতো বেশ বড়। নৌকা নিয়ে বিকেলে নদীতে ভ্রমণ সত্যি অন‍্যরকম এক অনূভুতি । বেশ ভালো ছিল ভাই আপনার মূহুর্ত টা ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ডিঙ্গি নৌকা গুলো আগে এর থেকেও অনেক ছোট ছিল কিন্তু আমাদের দিকে এখন আর তেমন ছোট নৌকা দেখা যায় না এই নৌকাটাই আমার মনে হল সবথেকে ছোট

 2 years ago 

ডিঙ্গি নৌকা নিয়ে নদী ভ্রমণের মজাটাই অন্যরকম। আসলে নৌকা ভ্রমণ করে অনেক আনন্দ উপভোগ করা যায়। আপনার ডিঙ্গি নৌকায় করে নৌকা ভ্রমনের দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন অসাধারণ হয়েছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ডিঙ্গি নৌকা দিয়ে নদী ভ্রমণ করার আনন্দটাই অন্যরকম যা আসলে কখনো বলে বোঝানো সম্ভব না আমরাও খুব সুন্দর সময় অতিবাহিত করেছিলাম কচিকাঁচা পোলাপান এবং বড় ভাইদের সাথে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41