জীবনে চলার পথের কঠিন কিছু সত্য কথা।পর্বঃ০১
১৬আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ
০১ অক্টোবর , ২০২২ খ্রিস্টাব্দ
০৩রবিউল আওয়াল , ১৪৪৩ হিজরী
শনিবার।
শরৎকাল ।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আমার বাংলা ব্লগ পরিবারের সমস্ত সদস্যবৃন্দ আশা করছি আপনারা সবাই ভাল আছেন আর সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল কামনা করি।। আজ আপনাদের সাথে তুলে ধরব কিছু তিক্ত অভিজ্ঞতার কথা যা আমার জীবনে বেশ কিছুদিন ধরে ঘটে যাচ্ছে।। আসলে তৃপ্ত অভিজ্ঞতা এখন আমার কাছে মোটিভেশন লেকচার এর মতো হয়ে গেছে।। আপনারা হয়তো আমার এই তিক্ত অভিজ্ঞতার গল্প গুলো পড়ে ভাবতে পারেন আমি কোন মোটিভেশন লেকচার দিয়েছি।। পরিবার-পরিজন আত্মীয়-স্বজন কাছের মানুষ বন্ধু এমন কি সব থেকে আপন যে ছিল সবাই আমার সাথে অনেক মজা নিছে।। আমি তো অবাক নয়নের চেয়ে চেয়ে সেগুলো সহ্য করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।।।
প্রতিটা ভুল মানুষকে একটা করে শিক্ষা দেয় ।আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় ।মায়া জিনিসটা বড়ই মারাত্মক ।কিন্তু চেহারার মায়া থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক ।
মানুষ কুকুর পুষলে মডান আর গরু পুষলে গেঁও ভুত। তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন। যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর তারাই কথাগুলো অবশ্য মনে রাখবেন। বাইক বা কার চালাবেন সাবধানে চালাবেন। সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়া গড়ে তুলুন। অনেক মেয়ে আপনার পিছে ঘুরবে।জীবনকে সুন্দর করুন।
যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন তত সময় নষ্ট করবেন। যেকোনো নেশা থেকে দূরে থাকুন সেটা কোন মেয়েই হোক না কেন। আবেগের দুনিয়া থেকে বেরিয়ে বাস্তবতার দুনিয়ায় পদার্পণ করুন। মানুষকে ভালোবাসার হাজার পথ আছে, কিন্তু তাকে ভুলে যাওয়ার কোন পথ নেই।যে জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারে তত মানুষের ভালোবাসা পাবে।কিন্তু দিন শেষে এটা একটা ধোকা। যে বলে অমুক ভালো না তমক ভালো না আসলে সে নিজেই ভালো না।
সময় বলে দেয় যে কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয় জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর। কেউ পাওয়ার জন্য কাঁদে কেউ হারিয়ে কাঁদে। কানতে কানতে একসময় সে শক্ত হয়ে যাবে। অযথা কার উপর রাগ করে নিজের ক্যারিয়ারটা নষ্ট করবেন না। যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো তাহলে তাকে ছেড়ে দাও।
অথবা পারলে তুমি তার ভালোবাসা দিয়ে অতীতকে ভুলিয়ে দাও। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন। আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু মেয়ে আছে হঠাৎ করে কাদে আবার হঠাৎ করেই হাসে। আবার হঠাৎ করেই সব ভুলে যায়। সবাইকে বন্ধু ভাবা বন্ধ করুন। যারা আপনাকে সম্মান দেয় ভালবাসে তাদেরকে বন্ধু বানান।
যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির পিছে দৌড়ায় সে তোমার হওয়ার যোগ্যতা রাখে। কিছু অভ্যাস পাল্টে ফেলাও আপাতত ভালোবাসার জন্য হলেও। জিন্দা থাকলে নিন্দা হবেই। কারণ মানুষ সমালোচনা করতে পছন্দ করে।
লড়াই যখন আপন মানুষদের সাথে হয়, তখন সেখান থেকে সরে আসাই ভালো। যত বেশি বেশি আশা করবে তত বেশি বেশি কষ্ট পাবে। এটা যেন বারবার একই ভুল করে। প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না। বোঝা যায় তাদের মধ্যে বিশ্বাস ভরসা এবং সম্মান না থাকে খুব কষ্ট হয়। যখন কাছের মানুষগুলো অন্যের কথা শুনে ভুলে যায়।
সুন্দর দেখতে হলেই সুন্দর হয় না সুন্দর মানুষ হতে হলে একটা সুন্দর মনের দরকার।যার জন্য নিজেকে সুখী মনে করছো কাল তোমার দুঃখের কারণ হতে পারে। জীবনের সবচেয়ে দুঃখ কোনটা জানো মায়ের চোখের পানি। জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো মায়ের ভালোবাসা। নিজে ভালো থাকলেই ভালো। কে কি করলো অন্যের কথায় কান দিও না।
কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো।
যে নিজের ভালোবাসা বুঝতে পারে সে অন্যকে কখনো কষ্ট দিতে পারে না। সে জানে কষ্টে একটি বিষাক্ত জিনিস তার থেকে আর পৃথিবীর কেউ ভালোভাবে বুঝতে পারে না। একাধিক ভালো মানুষের জীবনকে নষ্ট করে দেয়। সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে।
ছেলেরা সাধারণত নিজের কষ্টগুলোকে কারোর কাছে বলে বেড়ায় না। শত কষ্ট বুকে চাপা নিয়ে পরিবারের মানুষের সামনে মুখ ফুটে হাসি দিয়ে একমাত্র ছেলেরাই পারে।
ভালো মানুষগুলো সব সময় কষ্টটা একটু বেশি পায়। কারণ ভালো মানুষগুলো সবাইকে তার মত ভালো মানুষ মনে করে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ পশুর মত হয়ে যায়। হয়তো একটু দেরিতে বোঝা যায়।
নিজেকে কখনো কারো কাছে ভেঙ্গে চুরে প্রকাশ করতে নেই।। যার সঙ্গে তুমি হেসেছো তাকে তুমি ভুলে যেতে পারবা কিন্তু যার সঙ্গে তুমি কেঁদেছ তাকে কখনো ভুলে যেতে পারবে না।
ডিভাইসঃ Redmi Note 5
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
আপনার পোস্ট টি পড়ে খুব ভালো লাগল। আপনি একদম ঠিক কথায় বলছেন। ভালো মানুষগুলো কস্ট বেশি পায়।যে মানুষ টা কাছেই নিজের ভালোবাসা যদি বেশি প্রকাশ করা, সেই মানুষ টা বেশি পাত্তাই দেয়।একটা কথা আছে দাত থাকতে দাতে মর্যদা বোঝে না।ধন্যবাদ ভাইয়া।
আসলে কোন মানুষের কাছে যদি বেশি ভালোবাসা দেখানো যায় তাহলে সেই ভালোবাসাটাকেই সে দুর্বলতা মনে করে সেটাকে বুঝি করেই পরবর্তীতে সে অন্য দিক থেকে আঘাত করা শুরু করে এটাই আমাদের জীবনের বাস্তবতা
আপনার কথা গুলো চিরন্তন সত্য ভাই। ভালো লিখেছেন খুব। আসলে আমাদের সমাজটাই এখন এমন হয়ে গেছে। আমাকে গেঁয়ো ভুত বললেও আমি ভাই গরু পালাতেই খুশি। কারণ কিছু জিনিশ এর মর্ম রয়েছে। আমি ভালো সহজ সরল থাকি বলে কেউ যদি আমাকে গেঁয়ো ভাবে এটা তাহলে তার ব্যার্থতা ভাই।
এই কথাটা সবসময় মানতে হবে যে টাকা ছাড়া কারো দাম নেই।। আর গিয়েও ভূতের মত পরিশ্রম না করলে কখনো টাকার মানুষ হওয়া যাবে না।। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য
আপনি আজ জীবনের চরম বাস্তব কথা শেয়ার করেছেন আমাদের মাঝে। জীবনে এমন কিছু পরিস্থিতি মানুষের মাঝে ঘটে যায় যা থেকে মানুষ চরম শিক্ষা নেয়। তখন মানুষ কেউ হয়তো ভেঙে পড়ে আবার কেউ হয়তো জীবনের মোড় কাটিয়ে ঘুরে দাঁড়ায়। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা জীবনের চরম সত্য কথা।
আমি হতাশ নই আমার জীবন নিয়ে জীবনে উত্থান পতন থাকবেই আর এটার সাথে সংগ্রাম করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তারপরেও হতাশার কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করেছি।।
সত্যি ভাইয়া আপনি আপনার পোস্টে বাস্তব চিএ তুলে ধরছেন।ভুল করা মানে হেরে যাওয়া না, শিক্ষা গ্রহণ করা। আসলে মায়া জিনিসটা বড়ই মারাত্মক । এটা একদম সত্য কথা সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়া গড়ে তুলতে হবে । অনেক মেয়ে আপনার পিছে ঘুরবে।আবেগের দুনিয়া থেকে বেরিয়ে বাস্তবতার দুনিয়ায় পদার্পণ করুন। জীবনের সবচেয়ে দুঃখ হলো মায়ের চোখের পানি। জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো মায়ের ভালোবাসা। সবচেয়ে বড় কথা নিজে ভালো তো জগৎ ভালো।বিপদে পড়লে মানুষ চেনা । আপনাকে অনেক ধন্যবাদ।
আমিও সব সময় এটাই মনে করি ভুল করা মানেই হেরে যাওয়া নয় ভুল থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে পরবর্তীতে সেই ভুলটা শুধরিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে সফলতা অর্জন করাটাই জীবনের মূল্য লক্ষ্য
ভাইয়া আপনি পোস্ট এ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনার কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। কথায় আছে - পড়ালেখা করে যোগ্য হও ভালো চাকরি করো মেয়ে না মেয়ের বাবা-মা তোমার পিছনে ঘুরবে। ঠিক বলেছেন নিজের দুঃখ কষ্ট কখনো কারো কাছে প্রকাশ করতে নেই, তাহলে বিপদ আরো বাড়বে।
পড়ালেখা তো করেছি যোগ্যতা অর্জন করেছি কিন্তু আজ যোগ্য পদের লোক না থাকার কারণে চাকরিটাও যেন নড়বড়ে হয়েও হচ্ছে না।। এখন মনে হচ্ছে ছোটবেলা থেকে যদি একটা কাজের মধ্যে থাকতাম তাহলে আজ অনেকটাই স্বাবলম্বী হতে পারতাম
ঠিক বলেছি ভাইয়া যে বলে অমুক ভালো না তমক ভালো না আসলে সে নিজেই ভালো না। আপনার এই কথাটি বেশ ভালো লাগছে । আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো।এক দম বাস্তব কথা তুলে ধরেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
সমালোচনা নয় সকলকে বন্ধু ভাবতে হবে বন্ধু ভেবে কাছে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে।। মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না জীবনে প্রতিষ্ঠিত হতে হলে যাই টাইপ পরিশ্রম যার কোন তুলনা নেই
অনেক সুন্দর লিখেছেন ভাইয়া, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়।আর মায়াবী চেহারা দেখে ভালো মানুষের পরিচয় পাওয়া অসম্ভব,কিন্তু কথায় জড়ানো মারাত্মক ক্ষতিকর।মিথ্যাবাদী লোকেরাই মানুষের বেশি আপনজন হয় ঠিকই বলেছেন।তাছাড়া ভালো মানুষ হতে হলে চেহারার প্রয়োজন হয় না সুন্দর মনের প্রয়োজন হয়।আপনার উপস্থাপনা ভালো ছিল ,ধন্যবাদ ভাইয়া।
আমিও জীবনে অনেকগুলা ভুল করেছি সেই ভুল থেকেই শিক্ষা নিয়ে আজ আবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছি।। আসলে একজন ভালো মানুষ হতে হলে ভালো চেহারার প্রয়োজন নেই মনটাকে ভালো করলেই যথেষ্ট।। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য