বাংলা কবিতা ❤️💔অভিমানী ভালোবাসা
০৮পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ
২৪জানুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
২৯জমাদিউল আউয়াল, , ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
শীতকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আমার বাংলা ব্লগ কমিউনিটি সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। ছোট থেকেই কবিতার প্রতি আমার অন্য রকম ভালোবাসা কাজ করে।আজ শোনাবো অন্য রকম গল্প! গত সোমবার আমার গিন্নিকে পাশে বসিয়ে কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করেছিলাম।সম্পন্ন কবিতায় তার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করেছিলাম।এই কবিতা লিখার পর সে আমাকে নতুন একটা শর্ত জুরে দেয়।তাকে আমি প্রথম দেখায় প্রেমে পড়েছি এই মর্মে কবিতা লিখতে হবে।তো যা কথা তাই কাজ দু দিন ধরে আবারও ভালোবাসার পরিক্ষা দিলাম। ফলাফল আজকের এই কবিতা।যা হোক চেষ্টা করেছি আমি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
অভিমানী ভালোবাসা
ভাবতে গেলেই তোমার কথা,
মায়াবী চাঁদ হয় অভিমানী,
বনের পাখিদের অভিযোগ!
বলে চাঁদের চেয়ে মুখটি কী তার
অনেক অনেক বেশী দামী?
তোমার সুরে গাইতে গেলেই গান,
বলে এত এত গান গাই প্রিয়ার জন্য,
তবে তোমার দিকে ঝোঁক!
আমি কী করি কী করি? কোন দিকে যাই?
কোন পথের দিগন্তে হারাই?
রক্ত কণিকায় স্লোগান উঠেছে!
শুধু তোমাকে তোমাকে চাই ।
সহস্র শত তারারা আমার
দেহের কাছে লুটাচ্ছে,
বৃক্ষরা আমার পোষাকে শরীরে
বাহারি ফুল ফোটাচ্ছে।
মাটি সুগন্ধ দিয়ে বলছে আমায়,
করিস না আর পাগলামী,
ঐ মেয়েটির জন্যে তুই।
এখন আমি কী করি কী করি?
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
VOTE @bangla.witness as witness
OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
মায়াবী চাঁদ হয় অভিমানী,
বনের পাখিদের অভিযোগ!
বলে চাঁদের চেয়ে মুখটি কী তার
অনেক অনেক বেশী দামী?
তোমার সুরে গাইতে গেলেই গান,
বলে এত এত গান গাই প্রিয়ার জন্য,
তবে তোমার দিকে ঝোঁক!
আমি কী করি কী করি? কোন দিকে যাই?
কোন পথের দিগন্তে হারাই?
রক্ত কণিকায় স্লোগান উঠেছে!
শুধু তোমাকে তোমাকে চাই ।
সহস্র শত তারারা আমার
দেহের কাছে লুটাচ্ছে,
বৃক্ষরা আমার পোষাকে শরীরে
বাহারি ফুল ফোটাচ্ছে।
মাটি সুগন্ধ দিয়ে বলছে আমায়,
করিস না আর পাগলামী,
ঐ মেয়েটির জন্যে তুই।
এখন আমি কী করি কী করি?
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাবিকে নিয়ে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। যাক ভাবি তাহলে ভালোবাসার পরিক্ষা নিয়ে নিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল
জি আপু অবশেষে পরীক্ষাটি দিতে হল একটি কবিতা লেখার মাধ্যমে। তার অনেক ভালো লেগেছে কবিতাটি আর আপনারা তো সব সময় আছেনি সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।।
প্রিয় মানুষটিকে নিয়ে কবিতা লেখার মজাই আলাদা। আজকে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি ভাবি ভাগ্যবান ব্যক্তি যে আপনার মত একজন মানুষ পেলেন। ভাবিকে নিয়ে খুব চমৎকারভাবে কবিতাটি লিখলেন। আর আপনার কবিতা পড়ে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম।
একদম ঠিক বলেছেন প্রিয় মানুষটিকে নিয়ে কবিতা লেখার মজায় অন্যরকম এর মাধ্যমে মনের মধ্যে থাকা আবেগ অনুভুতি এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো যায়
বাহ্ অসাধারণ আপনি খুব সুন্দর করে অভিমানী ভালোবাসা কবিতাটি লিখেছেন। ভাবিকে সামনে রেখে খুব সুন্দর একটি কবিতা লিখলেন। যদিও এ ধরনের কবিতাগুলো লিখতে অনেক সময় লাগে। তারপরও ভাবির অনুরোধে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম।
কবিতাগুলো লিখতে অনেক সময় লাগে আমি তারপরেও অনেক চেষ্টা এবং সাধনার পরে দুদিনের মধ্যে লিখে শেষ করেছি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম
আমার কবিতা পড়তে ভালো লাগে।সবাই বেশ ইউনিক কবিতা শেয়ার করছেন ।নতুন নতুন কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। আপনার স্বরচিত অভিমানী ভালোবাসা কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।ভালোবাসা সত্যি মনে হয় অভিমানী।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আমার লেখা কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করে উৎসাহ করার জন্য।