ফটোগ্রাফি 🪴বিভিন্ন রকমের ফুলের সৌন্দর্য 🪴

in আমার বাংলা ব্লগ9 months ago

০৪অগ্রায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

১৮নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
০৪জমাদিউস সানি ১৪৪৫ হিজরী
শনিবার।
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🌺🌺

1700310768140.jpg

সময়টা হেমন্তকালের মাঝামাঝি। চারিদিকে চলছে শীতের পূর্ব মুহূর্তের প্রস্তুতি। শীতের আগমনের প্রকৃতি সেজে উঠছে এক নতুন রূপে। সকালের ঝিরঝিরি কুয়াশা প্রকৃতিকে দিচ্ছে অন্য রকম একটি মায়াবী ভালোবাসা। আস্তে আস্তে পরিবেশ রক্ষা হয়ে যাচ্ছে কিন্তু কুয়াশাতে ভালোবাসা বিনিময় হচ্ছে। ফুলে ফুলে প্রকৃতির চারিপাশ সেজে উঠছে অন্যরকম এক ভালো লাগা নিয়ে। সবাই ব্যস্ত হয়ে পড়ছে ফুলবাগান এবং বাসার করিডর সাজাতে। বিভিন্ন রকমের ফুল আর পাতাবাহার দিয়ে মন মত চলছে এই আয়োজন। আমি তো আরো আগে থেকেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমার ফুলবাগানটা সাজানো শুরু করেছি। যখন সব ধরনের ফুল ফুটবে একে একে এর সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করে নিব। শীতের আগমনে চারিপাশ যেমন ফুলে ফুলে ভরে উঠেছে ঠিক তেমনি ফুরফুরে মেজাজে কিছু ফটোগ্রাফি ফ্রেমবন্দি করেছি সেগুলো আজ আপনাদের মাঝে শেয়ার করব।


🌺🌺

IMG_20231118_182948.jpg

ফটোগ্রাফি টা কেমন যেন একটা ভালো নেশায় পরিণত হয়ে গেছে। যেখানে যায় না কেন ভালো কোন দৃশ্য সামনে এলে অটোমেটিক মোবাইল হাতে এসে ক্যামেরা বের হয়ে ফ্রেমবন্দি করে ফেলানো হয় দৃশ্যটি। আগের মতো এখন আর মনে করতে হয় না যে কোথাও গেলে ফটোগ্রাফি করতে হবে। এখন যেন সবকিছু আপনা-আপনিই চলছে। গতকাল বিকেলে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ চত্বর ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এই ফুলের ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছি। শীতের আগমনে কলেজ চত্বর মালি খুব ভালোভাবেই সাজিয়েছে।ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন সবুজ পাতার আড়ালে ফুটে থাকা একটি জবা ফুলের সৌন্দর্য। এটি কলেজ চত্বরের পুকুরপাড় থেকে ফ্রেমবন্দি করেছি।


🪴

IMG_20231118_183112.jpg

IMG_20231118_183031.jpg

উপরে আপনারা যে দুটি ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন নাম জানিনা। তবে এই ফুলগুলো সচরাচর সব জায়গায় দেখা মেলে। ঝোপে ঝাড়ে প্রতিদ জায়গায় এই গাছগুলো হয়ে সুন্দর ফুল ফুটতে থাকে।।পুকুর পাড়ে এক ঝোপ থেকে এই দুটি ফুলের ফটোগ্রাফি ফ্রেমবন্দি করেছি।তবে দেখেছি এখানে প্রচুর পরিমাণে প্রজাপতি এবং ভ্রমরার আনাগোনা । ঝোপ ধরা ফুলে অনেক সুন্দর সুবাস এতেই বুঝতে পারলাম এই ফুলে হয়তো প্রচুর পরিমাণে মধু থাক।


🪴

IMG_20231118_182849.jpg

IMG_20231118_182820.jpg

এই কলেজ চত্বরে আমার একটি অংশ সব থেকে বেশি ভালো লেগেছে। সেখানে আমি দেখেছি শুধু গোলাপ আর গোলাপ। তবে একটি গোলাপী ফুটেছিল লাল রঙের। বাগানের মালি বলল এখানে সব মিলিয়ে সাত থেকে আট রকমের গোলাপ ফুলের জাত রয়েছে। যখন সব ফুল ফোটে তখন এই জায়গাটি সবথেকে বেশি আকর্ষণীয় হয়। তবে আমি আশায় রয়েছি।এই সৌন্দর্যটা উপভোগ করবো এবং পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব।


🪴

IMG_20231118_182801.jpg

IMG_20231118_182747.jpg

IMG_20231118_182728.jpg

উপরে তিনটি ফুলই আমাদের পরিচিত। সচরাচর আমাদের বাড়ির আঙিনাই হয়ে থাকে এই ফুল গাছগুলো।একটি গাধা ফুল। একটি মোরগবাহা অন্যটির নাম এই মুহূর্তে মনে করতে পারছি না । তবে এই ফুল তিনটি অনেক সুন্দর ছড়ায় মোটামুটি সুগন্ধে যুক্ত।


🪴🪴

IMG_20231118_182713.jpg

IMG_20231118_182643.jpg

উপরের ফটোগ্রাফিতে আনিতো দুটি ফুলের নাম আমি জানিনা। তবে এর সৌন্দর্য খুবই মুগ্ধ হয়েছি আমি। একদম ছোট্ট ছোট্ট গাছ তাতে আবার ফুল ফুটে রয়েছে একটা দুটো তিনটে করে। কিছু কিছু এরকম ফুল গাছ দেখলাম যেখানে শুধু ফুল দেখা যায় গাছ চোখেই পড়ছে না। ঘুরতে ঘুরতে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছি সেই সাথে সুন্দর ফটোগ্রাফি তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি আমার ফটোগ্রাফি পোস্টের সৌন্দর্য দেখে আপনাদের ভালো লাগবে।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 9 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমরা সবাই ফুল ভালোবাসি। এত সুন্দর সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। ফুল গাছেই মানায়। ফুল ছিঁড়ে হাতে নিলে ফুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ফটোগ্ৰাফির পাশাপাশি আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

পোষ্টের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 9 months ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো। আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং কসমস ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 9 months ago 

আমার পোষ্টের ফটোগ্রাফির সৌন্দর্য আপনি ভালো উপভোগ করেছেন জেনে সত্যি আমারও অনেক ভালো লাগলো ।ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

যারা ফটোগ্রাফি করতে পছন্দ করে তাদের কাছে ফটোগ্রাফি করা অনেকটা নেশার মতো। ভাইয়া আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দারুণ হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 9 months ago 

ঠিক বলেছেন ফটোগ্রাফি টা যেন এখন সবই নেশায় পরিণত হয়ে গিয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 9 months ago 

ভাইয়া আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে ভাই। বিশেষ করে জবা ফুল এবং গোলাপ ফুল টি।তবে জবা ফুল আমার অনেক পছন্দের। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 9 months ago 

জবা ফুল আমারও অনেক পছন্দের আমার ফুল বাগানের ছয় রকমের জবা ফুলের গাছ রয়েছে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

বাহ ভাইয়া দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো ।আসলে শীতকালে প্রচুর ফুল দেখতে পাওয়া যায়। রং বেরঙের নাম না জানা হরেক রকমের ফুল দেখতেও ভীষণ ভালো লাগে ।আর ক্যামেরাবন্দি করতে তো আরো বেশি ভালো লাগে। কলেজ চত্বর থেকে দারুন কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ।আপনি সৌন্দর্য উপভোগ করতে পেরেছেন এটাই সার্থকতা।

 9 months ago 

আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি বেশ ভালো হয়েছে। তবে এর মধ্যে থেকে জবা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আসলে ফটোর ফ্রেমের সঙ্গে যদি কালার ব্যাকগ্রাউন্ড টেম্পারেচার সব মিলে যাই তাহলে এমনিতেই ছবিগুলো এরকম সুন্দর লাগে।যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

একদম ঠিক বলেছেন ফটোগ্রাফি করার সময় ব্যাকগ্রাউন্ডটা যদি ভালোভাবে নেওয়া যায় তাহলে অবশ্যই ফটোগ্রাফিটি দেখতে অনেক সুন্দর হয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

ফটোগ্রাফি পোস্ট আবারো সামনে চলে এলো আমিও মন্তব্য করতে চলে আসলাম। ভীষণ ভালো লাগে ফটোগ্রাফি পোস্ট গুলো দেখলে। মনের ভিতর প্রশান্তি কাজ করে। ফুলে ফুলে প্রকৃতির চারিপাশ সেজে উঠেছে অন্যরকম এক ভালোলাগা নিয়ে। সত্যিই অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো। ফটোগ্রাফি করা আমারও নেশায় পরিণত হয়েছে। সামনে যায় দেখি না কেন আমি ক্যামেরাবন্দি করে ফেলি আপনার মতই। জবা ফুলটি আপনি সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ভীষণ ভালো লাগলো। নাম না জানা ফুলটি এতটা দারুন লাগতেছে অনেক সুন্দর করে ফুল গুলি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং প্রতিটি ফুল অনেক অসম্ভব সুন্দর লাগছিল। যাকে ফুলের রানী বলা হয় গোলাপ ফুল আমাদের সকলেরই পরিচিত দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আপনি তুলে ধরেছেন। গাঁদা ফুলের ফটোগ্রাফি ও কসমস ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমিও ফুলগুলি দেখে মুগ্ধ হয়েছি এবং ফুলগুলি সাথে আপনি ভাইয়া দারুন বর্ণনা দিয়েছেন। খুব দারুণ ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল ।

 9 months ago 

জবা ফুলের ফটোগ্রাফি সত্যি অনেক ভালো হয়েছিল আমার কাছে মনে হচ্ছে।
বিশেষ করে এর ব্যাকগ্রাউন্ড টা দারুন ভাবে নিয়েছি এজন্যই ফুলটি দারুন দেখাচ্ছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 9 months ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া।মালি তো খুব যত্ন করে গাছগুলোর তা আপনার ফটোগ্রাফি গুলো দেখে ই বুঝতে পারছি। নানান রকমের ফুলে এখন চারিদিক ভরে উঠবে।সুন্দর বর্ননার মাধ্যমে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

আসলে আপু ফুলবাগানের মালি যদি ভাল হয় তাহলে ফুলও ভালো হবে গাছেও অনেক ফুল থাকবে।
কেননা ফুলবাগানের যত্নের উপর ফুল বাগানের সৌন্দর্যটা নির্ভর করে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

আসলে আপু ফুলবাগানের মালি যদি ভাল হয় তাহলে ফুলও ভালো হবে গাছেও অনেক ফুল থাকবে।
কেননা ফুলবাগানের যত্নের উপর ফুল বাগানের সৌন্দর্যটা নির্ভর করে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 9 months ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন । ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আসলেই খুব ভালো লাগে । আর কলেজ চত্বরের বিরাট অংশ শুধু আপনার কাছেই ভালো লাগেনি আমার কাছে অনেক ভালো লেগেছে । মালী খুব যত্ন করে ফুলগুলোকে গড়ে তুলেছেন দেখেই বোঝা যাচ্ছে । সাত থেকে আট রকমের গোলাপ গুলোই আমাদের সাথে শেয়ার করতেন আমরা একটু দেখতাম ।

 9 months ago 

ফুলগুলো এখনো সব ফোটেনি।
তবে কিছুদিন পরে আমি আরো একবার যাব এই গোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করে ফটোগ্রাফি করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58954.91
ETH 2508.61
USDT 1.00
SBD 2.45