সব ভুলে হেরে গেল অভিমান জিতে গেল বন্ধুত্ব🤝🤜🤛
১৭মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ
৩১জানুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
০৮রজব, , ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
শীতকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🤝🤜🤛
বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক বিশেষ এক সম্পর্ক।পরম আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধুত্ব। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে, ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সব থেকে বেশি সুখী হয়।
আমার বাংলা পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আশা করছি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে। আমরা সবাই আরামপ্রিয় ওষুধ বিলাসী ভালো থাকতে চাই সব সময়। কিন্তু মাঝে মাঝে দু একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে আমাদের শান্তিটুকুনি নষ্ট হয়ে যায়। যাহোক আজ আপনাদের মাঝে উপস্থাপন করব আমার এবং আমার বন্ধুর বন্ধুত্ব পুনরায় ফিরে পাওয়ার কিছু কথা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
🤝
তাহলে আসুন এবার মূল গল্প শুরু করি। আমার বাল্যকালের এক বন্ধু। ছোটবেলা থেকে একই সাথে বেড়ে ওঠা। একই স্কুলে লেখাপড়া ।একই থালায় খাবার খাওয়া একই সুরে গান গাওয়া। একই পথে হেটে চলা কত শত স্মৃতি আর আবেগ দিয়ে ঘেরা আমাদের দুজনের জীবন ছিল। বন্ধুত্ব এমন একটি জিনিস যা কাজের টুকরো চেয়েও হালকা সামান্য কারণে ভেঙে যেতে পারে। তেমনি দু'বছর আগে আমাদের মাঝে সামান্য একটি ভুল বোঝাবুঝির কারণে দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায়। কোন কথা নেই ।যোগাযোগ নেই দেখা হলেও কথা নেই। এমনকি কেউ কারো দিকে তাকিয়েও দেখতাম না একটা সময় পার করেছি এমন।
🤝
এতদিনে দুজনের মাঝে ঘটে গেছে অনেক কথা অনেক গল্প অনেক ঘটনা। কত সুখে থেকেছি সুখের স্মৃতিগুলো চোখে ভেসেছে ওকে ছাড়াই উদযাপন করেছি কতটা দিন। দূরে থাকলেও আমি কিন্তু কখনোই ভুলতে পারিনি আমার বন্ধুর কথা সবসময়ই ওকে মিস করেছি। একই সাথে দুজন কুষ্টিয়া পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। ও একটি চাকরি পেয়ে ঢাকায় চলে আসে ওর এক মাস পরে আমিও ঢাকায় আসি। ও গুলশান এক এ থাকে আমি মধ্য বাড্ডায়। দুজন পাশাপাশি থেকেও কখনো কেউ কারো সাথে দেখা করার প্রয়োজনও মনে করিনি কথা বলা তো অনেক দূর। আমার কাছে মনে হচ্ছিল এভাবে দুজনের বন্ধুত্বটা দিন দিন আরও বেশি নষ্ট হচ্ছে এবং দুজন দুজনকে ছাড়া অনেক দূর চলে যাচ্ছি। দু'বছর পরে গতকাল মনে হচ্ছিল [জনের] সাথে আমার এই দূরত্বটা কমিয়ে এনে আবার আগের মত বন্ধুত্বটা গড়ে তুলতে হবে।
🤝
গতকালকে সন্ধ্যায় আমি অফিস থেকে ফিরে গুলশান ১ এর লেকপাড়ে গিয়ে ওকে ফোন দেই। মজার বিষয় হচ্ছে আমি ফোন একবার দেওয়াতে ও আমার ফোনটা রিসিভ করে এবং খুব ভালোভাবে বলে ওঠে তুই কেমন আছিস। ওর কথা শুনে আমার খুব ভালো লাগে এবং মনের মধ্যে অন্যরকম একটি হাওয়া বইতে থাকে। তখন আমি ওকে বলি যে তুই যদি ফ্রি থাকিস তাহলে লেকপাড়ে এসে আমার সাথে দেখা কর। ও আমার কথা শোনা মাত্রই বলে উঠলো আমি পাঁচ মিনিটে আসছি তুই ওখানে অপেক্ষা কর। আমার কাছে মনে হচ্ছিল যে ও আমার মতই আমাদের বন্ধুত্বটা যেন শেষ না হয়ে যায় এই ভাবনাটাই ভাবছিল। যার কারণে আমার ডাকে একবারে সাড়া দিয়ে এসে ও আমার সাথে দেখা করে। আসলে ছোটবেলার বন্ধুত্ব এমন একটা বন্ধুত্ব যা কখনোই ভোলার নয় যত শত্রুতা হোক না কেন যত অভিমানী হোক না কেন। কোন অভিমান বা কোন শত্রু তাই টিকিয়ে রাখতে পারে না বন্ধুত্বের মায়াজাল। শত অভিমান শত শত্রুতা ভেদ করে আবার জেগে ওঠে বন্ধুত্বটা।
🤝🤝
ও আসার পরে দুজনে গুলশান -১ লেকপাড়ে বসে অনেক সময় অতিবাহিত করেছি ।এবং এই দুই বছরের জমা থাকা যত কথা ,যত গল্প, যত অভিমান ছিল সব ব্যক্ত করেছি দুজন দুজনার মাঝে। ওর মত করে ও আমাকে দোষারোপ করেছে আমার মত করে আমি ওকে দোষ দিয়েছি প্রত্যেকটা বিষয়ে। আসলে সামান্য একটা বিষয় নিয়ে আমাদের দুজনের মাঝে এতটা দূরত্ব তৈরি হবে ও ভাবতে পারেনি আবার আমিও এটা কল্পনায়ও আনতে পারিনি। তবে দুজনের মাঝে উড়তে থাকা অভিমানটা আজ শেষ হয়েছে যার কারণে আমরা দুজনই অনেক হ্যাপি। যত কথা ছিল যত গল্প ছিল দুজনে এখানে বসে শেষ করে তারপরে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেছি।
🤝
আসলে অবশেষে জিতে গেল আমাদের বন্ধুত্বটা অভিমানটা রয়ে গেল বাকি খাতায়। আসলে স্থায়ী বন্ধুত্বের কিছু বৈশিষ্ট্য থাকে যার মধ্যে সহনশীলতা সহ অনুভূতি ধৈর্য বকাঝকা ইত্যাদি। আসলে প্রকৃত বন্ধুত্ব হল সেটাই যা একজনের খুশিতে আর একজন লাফিয়ে ওঠা আনন্দ উল্লাস করা। একজনের দুঃখে অন্যজনের চোখ দিয়ে অশ্রু ঝরা। আসলে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা থাকা সব থেকে বেশি তা হলেও ভালোবাসা। আসলে বন্ধুত্ব এক পবিত্র বন্ধন ইচ্ছা করলেই কখনো শেষ করে ফেলা যায় না। তাইতো পোষ্টের ক্যাপশন দিয়েছি সব ভুলে হেরে গেল অভিমান আর জিতে গেল আমাদের বন্ধুত্ব।। মনে হচ্ছে অনেকদিন পরে যেন এখন বুক ভরে নিশ্বাস নিতে পারছি।। গতকাল দেখা হওয়ার পরে আজ সারাদিনে মনে হয় ৭-৮ বার কথা বলেছি। এটাই মনে হয় বন্ধুত্ব আর এটাই মনে হয় বন্ধুত্বের মহত্ব। যাহোক সব মিলিয়ে অভিমান উড়িয়ে দিয়ে বন্ধুত্বটা আবার নবায়ন হয়েছে এতেই অনেক খুশি।
লোকেশন:
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে না, বড় কোন ঘটনা নিয়ে দূরত্ব বাড়ে না, দূরত্ব বেড়ে যায় খুব ছোট ছোট জিনিস নিয়ে। যাক এটা ভালো লাগলো এক দেখাতেই সকল দূরত্ব শেষ হয়ে গেল, জিতে গেল বন্ধুত্ব।
ঠিকই বলেছেন ভাইয়া এক দেখাতেই দূর হয়ে গেল সকল দূরত্ব জিতে গেল বন্ধুত্ব ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার এই পোষ্টের টাইটেল আমার কাছে অনেক অনেক অনেক ভালো লেগেছে ভাইয়া। দুই বছর আগে বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটু ফাটল ধরে ছিল আর আজ সেটা ঠিকঠাক হয়ে গিয়েছে এটা জেনে আমি খুবই খুশি হলাম ভাইয়া। এই যে দেখুন বন্ধুত্বের সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে বলেই একদিনে ৭-৮ বার কথা হয়ে গিয়েছে আসলে এটাই বন্ধুত্ব।
আসলে বন্ধুত্বের গভীরতা এমন হয়ে থাকে যা কখনো মাপকাঠি দিয়ে মাপা সম্ভব না।। যতদিনই কথা না হোক এক দেখাতেই যেন সব দুঃখ কষ্ট ভুলে আবার পথ চলা শুরু হয়।।
এতদিন পর অভিমান করে পিছনে ফেলে দিয়ে আপনারা দুই বন্ধু অনেকদিন পর আবার একত্রিত হতে পেরেছেন এটা জেনে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এতদিন পর আবারো খুবই সুন্দর ভাবে মুহূর্ত অতিবাহিত করলেন দুজনে একসাথে। আপনাদের ভিতরে এতদিনের জমানো যা কথা ছিল সবকিছুই বলে ফেলেছেন একদিনে দুজন মিলে। বেশ ভালো খাওয়া-দাওয়াও করলেন। আসলে যত কিছুই হয়ে যাক না কেন আসল বন্ধুত্ব কখনোই ভাঙ্গে না।
ঠিকই বলেছেন আপু চলে আসা দিনগুলো আমাদের দুজনের জন্য মোটেও ভালো ছিল না তবে এখনই সবকিছু ঠিক হয়ে গেল সবাই অনেক খুশি আমরা আবার দুজনের মধ্যে ভালোবাসার বন্ধন নিয়ে পথ চলা শুরু হলো।।
প্রিয় বন্ধুর কাছ থেকে দূরে থাকলে কিছুই ভালো লাগেনা। শুধু তার সাথে কাটানো দিনগুলো খুবই মনে পড়ে। আপনারা দুই বন্ধু ছোট্ট একটা ভুল বোঝাবুঝির জন্য এতদিন কথা বলেন নাই। কিন্তু দুজনের মধ্যে কথা বলার অন্যরকম একটা বিষয় কাজ করতো। বন্ধুদের মাঝে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন তা মিটিয়ে আগের মত হয়ে যাওয়াই ভালো। না হলে, এই কথা না বলা অনেক দূরে নিয়ে যাবে সবাইকে। অনেকদিন পর দুজনে একসাথে হতে পেরেছেন এবং বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন এটা দেখেই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবার থেকে ছোট ছোট সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিবেন দুজনে ভালো থাকবেন।
আসলে দুজনেই মাঝের এই সময় গুলো খুব করে মিস করেছি। আর ফেলে আসা দিনগুলোর কথা তো প্রতিনিয়তই মনে পড়তো বিশেষ করে বাল্যকালের কথা।। ধন্যবাদ আপনাকে পোস্টটি করে মন্তব্য করার জন্য।।