হে যুবক ||কবিতা||১০% লাজুক খ্যাকের জন্য।
১৮কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
০৩অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
২৬রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
বুধবার
হেমন্তকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
হে যুবক
হে যুবক
কবর দাও শত হতাশা, ব্যর্থতা, অভিযোগ।
প্রয়োজনে গলা ছেড়ে গান গাও,
গিটারের শব্দে নিষ্ঠুর সময়ের সুরে হও মাতাল।
বরণ করিওনা নেশা
হইও না মাতাল
হইয়ো না বিপথ গামী
তুমি মানবতার আয়না।
কেন নিজেকে ধ্বংসের কাছে সমর্পণ করবেন,
তুমি তাদের কনিষ্ঠ,
যার রক্তে লেখা আছে মানবতার স্লোগান।
আত্মবিশ্বাস অর্জন-
মেরুদণ্ডে শক্তি জমা করে,
আজ তোমার হাতে জাতির বিজয়ের পতাকা ওড়াও।
হে যুবক
যদি ফিরে তাকাও তুমি
দেখবে চেয়ে পিছে আছে তোমার,52,71,
যার উত্তপ্ত প্রেরণা রক্তে আন্দোলন।
হে যুবক তুমি এগিয়ে যাও,
প্রেমিকের পশ্চাদপসরণ নয়।
তবুও বিভ্রান্ত হবেন না।
অস্ত্র বা গোলাবারুদ বহন করবেন না,
বরং কলমকে অস্ত্র বানাও,
কথার বুলেটে গুঁড়িয়ে দাও সমাজের সব অসঙ্গতি।
মরুর বুকে যে ফুল ফোটাতেই হবে তোমাকে।
লোকেশন:
https://w3w.co///stewardess.unsettle.antidotes
অসাধারণ কবিতা, প্রতিবাদী কবিতা পড়ে খুবই ভালো লাগলো।তবে আমার মনে হচ্ছে আমি কোন কবির কবিতার লাইনে কলমকে অস্ত্র বানাও লেখাটি পড়েছিলাম।সত্যিই আত্মবিশ্বাস জাগ্রত রাখতে হবে মনে।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য।
কবিতাটা পড়ে নিজের ভেতর অন্যরকম অনুভূতি কাজ করেছিল। ভালো লেগেছে ভাই❤️
ধন্যবাদ
আসলেই ভাইয়া আমাদের ভেতর কত রকমের সৃজনশীলতা থাকে আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি । অনেক ভালো লাগলো আপনি অত্যন্ত সুন্দর একটি হতাশা নিয়ে একটি কবিতা লিখেছেন এবং যুবকদের উদ্দেশ্যে এটা খুবই বাস্তবতা সাথে মিলে গেছে। অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাই আপনি রীতিমত কবি হয়ে গেলেন দেখছি। অসাধারণ কবিতা লিখেছেন। আপনি এতো সুন্দর করে কবিতাটি লিখেছেন যা ভাষায় প্রকাশ করার মত নয়। আপনার অনেক গুণ দেখেছি আপনি যা কিছু করেন নিরলসভাবে করেন। আমাদের সাথে এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আমিও আপনার কবিতার লিখার সাথে একমত। কবিতার লাইনগুলো আমার কাছে ভালো লেগেছে, গোলাবারুদ এর চেয়ে আমরা যদি কলমকে অস্ত্র বানাই তাহলে খারাপ আর আমাদের রুখতে পারবেনা।
তবে ভাইয়া, পোস্টটি ছোট হয়ে গিয়েছে, আরেকটু বড় পোস্ট লিখতে হবে তাহলে পোস্টটি কোয়ালিটিফুল ও হবে এবং দেখতেও সুন্দর লাগবে। মনে কিছু নিবেন না আশা করি, ভালোর জন্য বলা।
ধন্যবাদ।
চেষ্টায় আছি হয়ে যাবে।