এক ভাইয়ের করুন আত্মহত্যা 🙆🙆১০% লাজুক শিয়ালের জন্য ❤️❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

০৬বৈশাখ , ১৪২৯ বঙ্গাব্দ

১৯এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ
১৭রমজান, ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।
** গ্রীষ্মকাল ।**


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


suicide-2910870_1280.jpg

source

বেশ কিছু দিন আগে এক মুসলিম ভাই ফেসবুক লাইভে আত্নহত্যা করেছেন। দীর্ঘ 15 মিনিট তিনি তার দুক্ষেুঃখের কথা বলেছেন। সবাই তাকে ছেড়ে গেছে তিনি বাসায় একা একা থাকেন। তার ছেলে অস্ট্রেলিয়ায়। তার বাসার সবাই বাবা-মা-ভাই-বোন স্ত্রী-পুত্র সবাই তার সঙ্গে প্রতারণা করেছে। মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেকে খুন করার আগে তিনি বলেছেন আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিলে।


সবমিলিয়ে তার জীবনের গল্প এবং তার মর্মান্তিক আত্মহত্যা আমাকে বেশ কাঁদিয়েছে। কষ্ট দিয়েছে। আপনাদের অনুভূতি হয়তো আমার চেয়ে ব্যাতিক্রম নয়। আজ হৃদয়ের গভীর থেকে আপনাদের কিছু কথা বলতে চাই। আমাদের এই ভাইটির সারাটি জীবন কাটিয়ে দিয়েছেন টাকার পিছনে। কিন্তু তিনি জানতেই পারেননি জীবন মানে কি?? জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি?? জীবনে তার করণীয় কি?? তিনি বুঝতেই পারেননি তার আপন কে???

তারপর জীবনে গাড়ি বাড়ি সব করেছেন। সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। উচ্চশিক্ষার অভিশাপে ছেলে এখন অস্ট্রেলিয়ায় আর মেয়ে লাইফে স্বপ্নের দুনিয়ায়। বাবার খবর নেওয়ার সময় তাদের কোথায়!!

আমার ভাই ও বোনেরা আপনাদের বোঝার জন্য ছোট্ট একটি উদাহরণ দেই। একটি সামান্য গাড়ি চালানোর জন্য একটি ম্যানুয়াল দরকার হয়। আপনি যদি ম্যানুয়াল অনুযায়ী গাড়ি না চালান নিশ্চিত অ্যাক্সিডেন্ট করবেন। মানুষের জীবনের ক্ষেত্রেও একই কথা। আপনি যদি আপনার রবের নাযিলকৃত আইন অনুযায়ী জীবন পরিচালনার না করেন তাহলে আপনি নিজেই নিজের জীবন বরবাদ করবেন।

এই ভাইয়ের হৃদয়বিদারক আত্মহত্যা আমাদের অনেক কিছু শেখায়। একটি কথা মনে রাখবেন আপনার জীবনে যদি না থাকে। আপনার পরিবারে যদি দিন না থাকে। আপনার সন্তানদের যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত না করেন তাহলে আমি আপনার জীবন ধুধু মরুভূমি।

আপনি হয়তো মুহসিন ভাই এর মত মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করবেন না। কিন্তু জীবন্ত কঙ্কাল হয়ে ঘুরে বেড়াবেন। শেষ বয়সে এসে জীবনের হিসেব মেলাতে বসে সবকিছু তালগোল পাকিয়ে ফেলবেন। আমার ভাই ও বোন আমার এই কথাটি লিখে রাখুন ❤️❤️আপনি জীবনে ঠিক ততটুকু সুখী ঠিক ততটুকু সমৃদ্ধ যতটুকু আপনার জীবনে দ্বীন আছে।❤️❤️ দিনের মাঝেই আল্লাহ মানব জাতির শান্তি ও কল্যাণ রেখেছেন।

আমার ভাই ও বোন দিনশেষে আল্লাহ ছাড়া কেউ আপন নয়। জীবনে মরনে আপনি কাউকে কাছে পাবেন না। নির্জনতাই হতাশার ঘোর অমানিশায় দুঃখ-কষ্টের অকুল সাগরে হাবুডুবু খেতে কেবল আপনি আপনার মালিক কে কাছে পাবেন।

এপার-ওপারের কেউ যদি আপনার আপন থাকে তাহলে তিনি আপনার রব। তিনি আপনার পরম বন্ধু। তাই রবকেই সবচেয়ে আপনি বেশি কাছে টেনে নিন। তাকে ভালবাসুন তাঁর সান্নিধ্যে নিজেকে সঁপে দিন। অন্য কে খুশি করতে গিয়ে আপনি কি আপনার পরম বন্ধু আপনার মালিক কে অসন্তুষ্ট করবেন। কখনো না।

আপনি কখনই এই বোকামি করবেন না।কিয়ামতের দিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে তার মা-বাবা থেকে তার স্ত্রী থেকে। তিনি পরিবারকে ছড়া একাকিত্বের মরণ যন্ত্রণা অনুভব করেন। আত্মহত্যা সময় বলেছেন আল্লাহ আমাকে এত কষ্ট দিলা।

আল্লাহ আমাদের রব আমাদের সুখ সমৃদ্ধির পথে রেখেছেন। তিনি মানব জীবনের শ্রেষ্ঠ উপহার দিন ইসলাম দিয়েছেন। আমাদের শেখায় মা-বাবার-খেদমত আত্মীয় স্বজনের হক, শেখায় প্রতিবেশীর অধিকার, শেখায়।আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মা বাবার মর্যাদা ও সম্মানের কথা।

যে ক্যারিয়ার গড়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন🤔 একদিন হয়তো আপনি কাড়িকাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি করতে ঠিকই সফল হবেন। কিন্তু দিনশেষে আপনার এই কর্পোরেট ক্যারিয়ার আপনার এত এত গাড়ি-বাড়ি আপনার জীবনে বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন থাকবে?? জীবনের পড়ন্ত বেলায় আপনি এসবের কোনো অর্থই খুঁজে পাবেন না?কারন আপনার জীবনের আসল অর্থ লুকিয়ে আছে আল্লাহ রহমতে।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আত্মহত্যা মানুষের জীবনে কোনো সমাধান বয়ে আনে না, বরং নিজেও মরে যায় অন্য কেউ নিয়ে যায়। তাই আমাদের এমন জড়োতা সম্পূর্ণ মনোভাব দূর করে সুন্দর সমাজ গড়তে হবে।

 2 years ago 

অবশ্যই জীবনে সুখ শান্তির দরকার আছে তার মানে এই নয় যে সুখে থাকতে না পারলে আত্মহত্যা করতে হবে তখন নিজে নিজেই চলা শিখতে হবে অন্যকে ছাড়া ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 
 2 years ago 

ভাইয়া প্রথেমেই আপনাকে ধন্যবাদ এতো সুন্দর করে বিষয়টি আমাদের মাঝে প্রেজেন্ট করার জন্য। আমার মতামত এটাই থাকবে আসলে টাকাই কি সব সুখের চাবি।টাকা ছাড়া কি মানুষ সুখে থাকতে পারে না,অবশ্যই পারে কিন্তু এটা সম্পূর্ন নিজের উপর।

যে ক্যারিয়ার গড়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন🤔 একদিন হয়তো আপনি কাড়িকাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি করতে ঠিকই সফল হবেন।

এই ক্যাড়িয়ার দরকার নাই যেখানে সবাইকে বিচ্ছিন্ন করে থাকতে হবে।যে অল্পতে সন্তুষ্টি খোজ নিয়ে দেখেন শান্তিতে আছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া পুরো বিষয়টি সুন্দরভাবে পড়ে চমৎকার একটি মন্তব্য করার জন্য আসলে ক্যারিয়ার গড়ার জন্য আমরা জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছি ক্যারিয়ার গড়া যখন শেষ হবে আমাদের জীবনটাও হিসাব মিলিয়ে দেখতে পাবো শেষ

ভাই খুব সুন্দর কিছু কথা বলেছেন এই পোস্টে।আসলে আত্নহত্যা কোনো কিছুর সমাধান না।জীবন অনেকটা সুন্দর যদি আপনি সব পরিবেশ তাকে মানিয়ে নেওয়া যায়।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া আত্মহত্যা কোন জিনিসের সমাধান নয় নিজেকে নিজে চিনতে হবে এবং নিজের জীবনকে নিজের মত করে সাজিয়ে জীবনযাপন করতে হবে হোক সেটা কাউকে সাথে নিয়ে অথবা কাউকে ছাড়া

 2 years ago 

প্রতিদিনই এমন বেশ কিছু আত্মহত্যার ঘটনা আমাদের নজরে আসে। সত্যি বলতে কি টাকা পয়সার পিছনে ছুটে ছুটে মানুষ কখন তার নিজের মূল্যবান সময় শেষ করে ফেলে তা সে নিজেই জানে না। কিন্তু ধর্ম আমাদের ইহকাল এবং পরকালে শান্তি দিতে পারে। আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ধন্যবাদ সুন্দর একটি পোস্টের জন্য

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া প্রতিদিন এমন অনেক খবর আছে আমাদের কাছে আত্মহত্যার আসলে আমাদের জীবনটা কে আগে বসতে হবে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে এবং নিজের মতো করে চলা শিখতে হবে

 2 years ago 

আত্মহত্যা মহা পাপ নরকে গমন। ইশ্বরের নাম সব সময় স্মরন করা উচিত তবে ইশ্বরের ইচ্ছা ছাড়া টাকা পয়সা খ্যাতি অর্জন করা সম্ভব নয় । আমি মনে করি জীবনের আসল রহস্য লুকিয়ে আছে ত্যাগের মহিমায় , ভোগে নয়। ধন্যবাদ।

 2 years ago 

ঠিকই বলেছেন আত্মহত্যা মহাপাপ যে নিজের জীবন নিজে বের করে দিতে পারে সৃষ্টিকর্তার কাছে তার কোন মূল্য নেই ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

একজনের একটা ভুল পদক্ষেপ হয়তো আমাদের জন্য শিক্ষা হয়ে থাকে। আসলেই লোকটার কথা ভেবে দুঃখ লাগছে সারাজীবন পরিবারের জন্য আয় করেছেন নিজের জন্য কখনো ভেবে দেখেননি। অথচ যখন দেখলেন তার দুঃসময়ে পাশে কেউ নেই তখন তিনি আত্মহত্যা করেন। আসলে পৃথিবীতে আমাদের বাঁচতে হবে নিজের জন্য। অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন ভাই।।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া একজনের একটা ভুল পদক্ষেপ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা দেয় ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.030
BTC 68297.87
ETH 3746.45
USDT 1.00
SBD 3.67