ডেঙ্গু টেস্ট করাতে গিয়ে প্রতারণার শিকার ( - , + )🤔🤔

in আমার বাংলা ব্লগ11 months ago

২৪ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ

০৯সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২৪সফর ১৪৪৫ হিজরী
শনিবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


1694265902663.jpg


সুস্থতা আল্লাহর দেওয়া অনেক বড় একটি নিয়ামত। যেটা আসলে আমরা অসুস্থ হলেই বুঝতে পারি। অসুস্থতা পিছুই ছাড়ছেনা। একটা সমস্যা থেকে উদ্ধার পাই আবার আরেকটা এসে উপস্থিত হয়। গত বুধবার থেকে জ্বর বমি মাথার ব্যথা ডায়রিয়া এতগুলো সমস্যা একবারে হচ্ছে।খুব কষ্টের মধ্য দিয়ে দিনগুলো পার হচ্ছে। চার দিন পার হয়েছে। এজন্য গিয়েছিলাম আজকে ডেঙ্গু টেস্ট করাতে। সেখান থেকে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। সেটাই আজ আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই।


আমাদের অসচেতনতার কারণে অথবা আমাদের গাবলতির কারণে আমরা পদে পদে প্রতারিত হচ্ছি। স্বাস্থ্য খাতে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে বর্তমান বাংলাদেশ। কত নিউজ দেখলাম সরকারি হাসপাতালের কিট বিক্রি করে দিয়েছে। যেখানে সাধারণ জনগণের অল্প টাকায় সেবা পাওয়ার কথা ছিল ভালো মানের। কিন্তু কিছু দুর্নীতিবাজদের কারণে প্রাইভেটে চিকিৎসা নিতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করছে।


খোকসা জেনারেল হাসপাতাল থেকে ৫ টাকা দিয়ে টিকিট কেটে এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিলাম। আমাকে বলল ডেঙ্গু টেস্ট করাতে হবে। নিচে লিখে দিলো ৩০% ডিসকান্ট। তখন আমি বুঝতে পারলাম এখানে টেস্ট হবে না । বাহিরে গিয়েই করতে হবে মনে হয়। সেই রকমই হলো কিট শেষ।


সদর হাসপাতালে গেটে প্রাইভেট ক্লিনিক থেকে ডেঙ্গু টেস্ট করিলাম। রেজাল্ট পজিটিভ। পরবর্তীতে আবার ডাক্তারের কাছে ফেরত গেলাম। সব রিপোর্ট দেখে ডাক্তার বলল আপনার ডেঙ্গু হয়েছে আপনি হাসপাতালে ভর্তি হন। ডাক্তারের কথা এবং টেস্ট কোনটাই আমার বিশ্বাস হচ্ছিল না।


ওখান থেকে বের হয়ে আরেকটি ল্যাবে গেলাম। এই ল্যাব সরাসরি বাডেম থেকে পরিচালিত হয়। পুনরায় সব ধরনের টেস্টগুলো করার পরে রেজাল্ট আসলো নেগেটিভ। পরবর্তীতে সেখানে আবার ফেরত গেলাম এবং বললাম আপনাদের পরীক্ষা ভুল ছিল। হয় আমার টেস্টের টাকা গুলো ফেরত দিতে হবে না হলে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মামলা দায়ের করবো। টাকা ফেরত এবং মামলার বিষয়টি এখনো এরকমই রয়েছে কালকের মধ্যে টাকা না দিলে মামলা করে দিবো।


অনেক বড় একটি প্রতারণার শিকার হয়েছি আজকে। যদি পরবর্তীতে এই ল্যাবে এসে টেস্ট না করতাম তাহলে আমি রেজাল্টে অর্ধেক অসুস্থ থাকতাম। কিন্তু যখনই দেখেছি রেজাল্ট নেগেটিভ তখন থেকে মনে হচ্ছিল আমি পুরোপুরিভাবে সুস্থ। এখন নিজের মধ্যে খুব ভালো ফিল করছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। দোয়া করবেন আমার জন্য। আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 11 months ago 

ডেঙ্গু টেস্ট করাতে গিয়ে প্রতারণার শিকার শিকার হয়েছেন জেনে খুবই খারাপ লাগছে। আসলে এইটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয় চিকিৎসা ক্ষেত্রে পর্যন্ত দুর্নীতি হয়ে থাকে।আসলে ভাই কি বলবো আমাদের মানবতা এবং মনুষত্ববোধ এতটাই নিচে নেমে গেছে যে চিকিৎসার ক্ষেত্রে পর্যন্ত প্রতারণা হয়ে থাকে। পরবর্তীতে যখন আপনার রেজাল্ট নেগেটিভ আসলো তখন নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল সৃষ্টিকর্তার নিকট নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

 11 months ago 

ভাই আপনি ঠিক বলেছেন, স্বাস্থ্য খাতে বর্তমানে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। বেশিরভাগ ক্লিনিক গুলোর টেস্ট করানোর মেশিন গুলো একেবারে বাজে। আবার কিছু কিছু ক্লিনিকে ল্যাব টেস্ট না করেই রিপোর্ট তৈরি করে দিয়ে দেয়। তাই এসব ক্লিনিক থেকে ভালো কিছু আশা করার কোনো উপায় নেই। যাইহোক আপনি খুব ভালো করেছেন আবারো টেস্ট করিয়ে। প্রাইভেট ক্লিনিক থেকে টাকা ফেরত না দিলে অবশ্যই ভোক্তা অধিকারে মামলা করবেন। যাইহোক আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

 11 months ago 

প্রথমে টেস্ট করে পজেটিভ আসলো আবার পরবর্তীতে অন্য জায়গা থেকে টেস্ট করার পরে সেটা নেগেটিভ আসলো। আসলে এখন চিকিৎসা ব্যবস্থাকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি দুর্নীতি করা হয়। শুধু আপনি নয় এমন অনেক নিরীহ মানুষ এই প্রতারণার শিকার হচ্ছে। তবে আমার মনে হয় এমন লোক গুলোর নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মামলা দেওয়া উচিত।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে সাধারণ মানুষদেরকে নিয়ে এখন ডাক্তাররা যেন একটা ব্যবসা খুলে বসেছে। বিশেষ করে টেস্ট করার ব্যাপারে তারা তো সব থেকে বেশি মানুষকে ঠকানোর চেষ্টা করছে। যাইহোক এটা জেনে ভালো লাগলো যে দ্বিতীয়বার পরীক্ষা করার ফলে আপনার ডেঙ্গু নেগেটিভ এসেছে।

 11 months ago 

এটা বাংলাদেশ ভুলে গেলে চলবে না, এখানে স্বার্থের জন্য সব সম্ভব। সত্যি মাঝে মাঝে দেশের এই রকম অবস্থা দেখে নিজের কাছেও লজ্জা লাগে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45