ঐতিহাসিক মুজিবনগরে যুদ্ধকালীন আলোক চিত্র পর্ব-০২ (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

৬আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ

২১ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ
১৩রা সফর, ১৪৪৩ হিজর
মঙ্গলবার
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


১.

IMG_8920.JPG

★উপরের ছবিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে জনাব আ স ম আবদুর রব কর্তৃক স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের দৃশ্য।

★১৯৭১ সালে 23 শে মার্চ জনাব শাজাহান সিরাজ এর পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ এর দৃশ্য।

★১৯৭১সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের সামনে ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞের কিছু দৃশ্য।

★১৯৭১সালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পাকিস্তানি বাহিনী দ্বারা আক্রমণ ও ধ্বংসযজ্ঞের চিত্র।


২.

IMG_8922.JPG

★১৯৭১সালে পাকিস্তানী বাহিনী দ্বারা ঢাকা রাজারবাগ পুলিশ লাইন আক্রমণের দৃশ্য।


৩.

IMG_8904.JPG

★বাংলাদেশ থেকে শরণার্থীদের ভারত গমন হালুয়াঘাট ঢালু- সিমান্তের দৃশ্য


৪.

IMG_8933.JPG

★১৯৭১সালে পাকিস্তানী বাহিনী ও মুক্তিবাহিনীর যুদ্ধের দৃশ্য ফেনীর শুভপুর ব্রিজ।


৫.

IMG_8912.JPG

★উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন কুষ্টিয়া হার্ডিং ব্রিজের ধ্বংসযজ্ঞের চিত্র 971 সালে পাকিস্তানী বাহিনী দক্ষিণ বাংলার সাথে উত্তর বাংলার সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এর উপর বোমা ফাটিয়ে আক্রমণ করে।শরণার্থীদের ভারত গমনের দৃশ্য।


৬.

IMG_8951.JPG

★১৯৭১সালে পাকিস্তানী বাহিনী ও মুক্তি বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বেলুয়া বাজার ফেনি।


৭.

IMG_8914.JPG

★শরণার্থীদের পশ্চিমবঙ্গ ভারত ভ্রমণ এবং যুদ্ধের দৃশ্য


৮.

IMG_8966.JPG

★উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনী দ্বারা কর্তৃক ঢাকা জাতীয় প্রেসক্লাবে আক্রমণের দৃশ্য।


৯.

IMG_8969.JPG

★১৯৭১সালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পাকিস্তানি বাহিনী দ্বারা আক্রমণ ও ধ্বংসযজ্ঞের চিত্র।


১০.

IMG_8957.JPG

★১৯৭১সালে পাকিস্তানী বাহিনী দ্বারা কর্তৃক ঢাকা জাতীয় সচিবালয় আক্রমণের দৃশ্য।


১১.

IMG_8959.JPG

★১৯৭১সালে পাকিস্তানী বাহিনী দ্বারা ঢাকা রায়ের বাজার বধ্যভূমিতে হত্যাযজ্ঞের দৃশ্য।


১২.

IMG_8963.JPG

★১৯৭১সালে পাকিস্তানী বাহিনী দ্বারা ঢাকা রাজারবাগ পুলিশ লাইন আক্রমণের দৃশ্য।

তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
আমরা ক’জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত হাতে রে।
জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।।


লোকেশন:

Mujibnagar
https://maps.app.goo.gl/VRkt9GdBGcu5vKwC6


ডিভাইস ঃredmi


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

অসাধারণ ভাই। প্রতিটা ছবির সাথে সুন্দর করে এর ইতিহাস বর্নণা করেছেন। সত্যি খুব ভালো হয়। মুজিবনগর ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। এখানেই প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য

 3 years ago 

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের রাজধানী ছিল মুজিবনগর। সেখান থেকেই যুদ্ধের সকল কার্যকরম পরিচালনা করা হতো।মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের এগারোটা সেক্টরে বিভক্ত করা হয়।তারই কিছু দৃশ্য পটভূমি ছবিতে দেখতে পারছি।আপনি মুক্তিযুদ্ধের সকল কর্মকান্ড তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে এ মুজিবনগর যতবার যায় ততবারই না দেখলে প্রাণটা ভরে না। এখানে দেখার কোন শেষ নাই। অনেক ঐতিহাসিকদের স্মৃতি মূর্তি আছে যা দেখার মত মানুষ এগুলো দেখে আনন্দ পায়। আসলেই দেখার মত জায়গা। মানচিত্রটা উপর থেকে দেখতে এত সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র।স্বাধীনতা চলাকালীন অনেক ঘটনায় না ঘটেছিল। এ সম্পর্কে
অনেক সুন্দরভাবে বর্ণনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ

 3 years ago 

অতীব সুন্দর করে মুজিবনগরের যুদ্ধচলাকালীন বিষয়বস্তুর উপরে আপনি আলোকচিত্র করেছেন। আপনার প্রতিবেদনটি অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা ছবিকে খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করে, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন যা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

পোস্টটি দেখে সত্যিই গা শিহরে ওঠেছে।দেশের জন্য যুদ্ধ করেছেন যারা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।খুব সুন্দর ভাবে ছবি গুলো তুলেছেন এবং বর্ণনা দিয়েছেন।খুব সুন্দর হয়েছে।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য

 3 years ago 

বাংলাদেশের ইতিহাসের অনেক কিছুই জানতে পারলাম। মুজিবনগর একটা ঐতিহাসিক জায়গা। ভালো লাগলো ছবি গুলি ও দেখে। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57852.72
ETH 2355.59
USDT 1.00
SBD 2.44