বয়সের সাথে নিজের পছন্দগুলো একে একে হারিয়ে যাচ্ছে।

in আমার বাংলা ব্লগ6 months ago
২২ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ
০৫মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শাবান ১৪৪৫ হিজরী
মঙ্গলবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


children-5833685_1280.jpg

Source


আমাদের প্রত্যেকেরই জীবন ধারণের জন্য কোন না কোন ভাবে প্রতিটা সময় জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। মাঝে মাঝে মনে হয় এই সংগ্রামের নামে বুঝি জীবন আর এটাই মনে হয় জীবনের আসল রহস্য। আর এই রহস্যরা ভেদ করতে গিয়েই আমাদের নিজেদের জীবনের পছন্দ গুলো হারিয়ে যাচ্ছে। ভালো লাগা গুলো নিজের কাছেই রেখে দিতে হচ্ছে যার বহির প্রকাশ ঘটাতে পারছিনা। ভালো নেই তবুও বলতে হচ্ছে ভালো আছি। এজন্য কেউ একজন বলেছিল পৃথিবীটা নাট্যমন আমরা সবাই অভিনেতা। হয়তো ছোটবেলায় শুনেছি কিন্তু কথাটার ওজন বুঝতে পারিনি। ঠিকই বয়স বাড়ার সাথে সাথে যখন বিভিন্ন দিক থেকে দায়িত্ব গুলো নিজের কাঁধের উপর এসে পড়ছে তখনই বুঝতে পারছি এই কথাটার যথার্থ ভাব। ছোটবেলায় কত স্বপ্ন দেখতাম পাখির মতো আকাশে উড়বো। বিশ্ব ভ্রমণ করব কত কিছু জয় করব। নিজের মতো করে চলবো ঘুরবো ফিরব বন্ধুদের সাথে নিয়ে অনেক মজা করব। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দায়িত্বগুলো যখন নিজের হয়ে গিয়েছে আর ঠিক তখনই প্রিয় বন্ধু এবং প্রিয় খেলাধুলা আর প্রিয় মানুষগুলো অনেক দূরে সরে গিয়েছে। জীবন বলতে এখন এটাই বুঝি আমার উপর এতগুলো দায়িত্ব রয়েছে এগুলো আমাকে সম্পন্ন করতে হবে।


বয়স বাড়ার সাথে সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে যখনই চাকরি জীবনে এসে গেছি ঠিক তখনই জীবনের মো ড় ঘুরে গিয়েছে। সকালের ঘুম বিকেলের খেলাধুলা আর সন্ধ্যার আড্ডাটা কোথায় হারিয়ে গেল। এখন শুধু কাজ আর কাজ। এক সময় বন্ধুদের সাথে নিয়ে পদ্মা নদীতে গিয়ে মাছ ধরেছি পদ্মা নদীর অথৈ জলে গোসল করেছি বালি দিয়ে কত ভাস্কর্য বানিয়েছি নদীর পাড়ে ঘরের গদায় আগুন ধরিয়ে অনেক মজা করেছি। যখনই এগুলোর দৃশ্যপট দেখি যেকোনোভাবে তখনই আবার হারিয়ে যায় সেই শৈশবে। বারবার ইচ্ছে করে আবার ঘুরে যায় সেখানে কিন্তু আর ফিরে যাওয়ার সময় নেই।


আগের দিনে একটা বল অথবা একটা ব্যাট কিনার জন্য সবাই মিলে টাকা গুছাতাম টিফিনের টাকা বাচিয়ে। বই খাতা কলম কেনার টাকা থেকে টাকা বাঁচিয়ে খেলার আশবাব পত্র কেনার জন্য রেখে দিতাম। আর এখন কয়েকটা বল ব্যাট এক সাথেই কিনতে পারি কিন্তু সেই দিন টা আর নেই। নেই সেই বন্ধুগুলো নেই সেই প্রিয় খেলার মাঠটা আর আগের মত। বয়সের ভারে আমরাও অনেক দূর এগিয়ে গিয়েছি চাইলেও আর তখনকার মত সময়টা অতিবাহিত করতে পারে না। কখন যে সোনালী জীবন ছেড়ে এরকম একঘেয়েমি জীবনে পা দিলাম আসলে বুঝতেই পারিনি। সূর্য উঠা থেকে নিয়ে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত শুধু কাজেই ব্যস্ত থাকি। ফ্রি টাইম রিলাক্সের যে একটা ব্যাপার-স্যাপার সেটা যেন হারিয়ে গিয়েছে এই কাজের মাঝে।


আগে একটা কিছু প্রয়োজন হলে বাবা-মায়ের কাছে বায়না ধরতাম তারা যেভাবে হোক ইচ্ছাটাকে পূরণ করত। তখন মনে মনে ভাবতাম বড় হয়ে যখন চাকরি করব তখন নিজের মন মত সবকিছু করব নিজের ইচ্ছে গুলো বাঁচিয়ে রাখতাম পূরণ করার জন্য। ঠিকই এখন রোজগার করছি চাকরির মাধ্যমে কিন্তু নিজের ইচ্ছে গুলো বাদে এখন অন্যের ইচ্ছে গুলোকে প্রাধান্য দিয়ে তাদের গুলো পূরণ করতে হচ্ছে দায়িত্ব নিয়ে। আর এটাই হলো বেঁচে থাকার জন্য অনেক বড় একটি দায়িত্ব পরিবার পরিজনদের ওপর।


তবে ফেলে আসা শৈশব আর কৈশোর যেন বারবার পিছু ডাকে। চোখ বুঝলে সোনালী অতীতগুলো চোখের উপর ভাসে বারবার ছুটে চলে যায় সেই কৈশোরে। এখন যারা হয়তো শৈশবে রয়েছে তারা হয়তো জানে না তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছে। হয়তো বুঝবে যখন আমাদের মত শৈশবটাকে কাটিয়ে উঠবে। যাইহোক বয়স যেমন বাড়ে তেমনিভাবে মানুষের উপর দায়িত্ব কর্তব্য গুলো বেড়ে ওঠে। বয়সের সাথে সাথে আমাদের সবার ইচ্ছে অনিচ্ছাগুলো নিজের মধ্যেই রয়ে যায়। যাইহোক আমার অল্প সল্প জ্ঞানে কিছু কথা বাস্তবতা থেকে তুলে ধরলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

আপনি একটি দারুন টপিক নিয়ে আপনার মতামত বেশ গুছিয়ে প্রকাশ করেছেন আজকের পোস্টে। একথায় সত্য যে বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক পছন্দগুলো তাদের আবেদন হারিয়ে ফেলে । যেমন আপনি এক টাকা গুছিয়ে একটি বল অথবা একটি ব্যাট কেনার ছোটবেলায় যে আনন্দ পেতেন, এখন আপনার নিজের যখন মন চায় তখন সেই ব্যাট অথবা বল কেনায় আগের মতো আনন্দের তীব্রতা থাকবেনা। তবে সেই আনন্দ আপনি এখন হয়তো বা টাকা জমিয়ে নিজের পছন্দমত মডেলের ল্যাপটপ কিংবা মোবাইল কেনায় পেতে পারেন। আনন্দেরা আসলে হারিয়ে যায় না, রূপ পাল্টায় মাত্র। একই জিনিসের পুনরাবৃত্তি তে আমরা একই রকমের আনন্দ দ্বিতীয় বার খুঁজে পাই না এটাই স্বাভাবিক নিয়ম। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

মাঝে মাঝে মনে হয় যদি আবার সেই ছোটবেলায় ফেরত যেতে পারতাম তাহলে আরো ভালোভাবে দিনগুলো উপভোগ করে আসতে পারতাম।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

কথা কিন্তু একদম ঠিক বলেছেন আপনি। আপনার কথায় যুক্তি আছে বেশ ভালো লাগলো। মানুষের মধ্যে সব সময় এক রকম ভালো লাগা চিন্তাধারা থাকে না। শৈশবের স্মৃতি মানে জীবনের সোনালী অধ্যায় আর এখন তোর জীবন যেন সংগ্রামীময়।

 6 months ago 

সেই সোনালী অধ্যায় তো আবারো ফিরে যেতে মন চায় ভাইয়া।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 6 months ago 

খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি৷ আপনার এই পোস্টটি পড়ে খুব ভালো লাগলো৷ আসলেই এখনকার সময় আমরা যেভাবে আমাদের ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি তা যেন আগের মতো পূরণ হয় না৷ ছোটবেলার যে ইচ্ছে গুলো আমরা পূরণ করতাম তা এতটাই ভালো লাগতো যে এখনকার সময় তার মর্যাদা আর কোথাও পাওয়া যায় না। ছোটবেলায় আপনি যখন এক টাকা করে জমিয়ে ব্যাট ও বল কিনলেন, আমরাও বন্ধু-বান্ধবরা মিলে এরকম অনেক পদক্ষেপ গ্রহণ করতাম৷ তবে এখনকার সময় সেগুলো আর হয়ে উঠে না৷ বয়সের সাথে সাথে যেন সকল পছন্দগুলো সত্যি হারিয়ে যাচ্ছে৷ ছোটবেলার যে পছন্দগুলো ছিল সেগুলো এখন যেন আর কিছুতেই ভালো লাগেনা৷

 6 months ago 

আসলে বর্তমান সময়ে যত ঝামেলা আর দায়িত্ব নিয়ে অতিবাহিত করছি এই ঝামেলা আর দায়িত্ব ছিল না এজন্যই শৈশবটা এত সুন্দর ভাবে রঙিন ছিল।

 6 months ago 

একদম। আমাদের সকলের মনে হয় যেন আবার ছোটবেলায় ফিরে যাই৷

Posted using SteemPro Mobile

 6 months ago 

সত্যি কথা বলতে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শৈশবের স্বপ্নগুলো চাপা পড়তে থাকে বাস্তবতার কঠিন মায়াজালে। আমরাও কিন্তু ছোটবেলা অনেক মজা করেছি ভাই। প্রচুর খেলাধুলা করেছি, নদীতে স্নান করেছি। সেই সময় কোন একটা জিনিস বাবা-মায়ের কাছে আবদার করলে সেগুলো তারা সাথে সাথে পূরণ করে দিত। কিন্তু এখন নিজেরা ইনকাম করলেও প্রচন্ড কর্মব্যস্ততার কারণে আমাদের ছোট ছোট স্বপ্নগুলোও পূরণ করতে পারি না, এটাই আসলে বাস্তবতা । এটা মেনে নিয়েই চলতে হবে আমাদের সবাইকে।

 6 months ago 

আসলে ভাইয়া বাস্তবতা খুবই কঠিন আর এই বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের সোনালী অতীতটা একসময় দায়িত্বে রূপান্তরিত হয়ে যায়।

 6 months ago 

বাহ! বেশ দারুন কথা বলেছেন তো ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59893.00
ETH 2414.92
USDT 1.00
SBD 2.43