জেনারেল রাইটিং 💞বাবা💞

in আমার বাংলা ব্লগlast year

০৩ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ

১৮আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
৩০মহররম ১৪৪৫ হিজরী
শুক্রবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


father-1822528_1280.jpg

Source


বাবা মানে বিশাল বড় বটবৃক্ষ,যা প্রখর রোদের শীতল ছায়া। বাবা মানে ভরসা, নির্ভরতার প্রতিক, অন্ধকারে আলোর পথের দিশা।আদর, সেহাগ-শাসন, আশ্রয়-প্রশ্রয় আর ভালোবাসায় মাখা আমাদের সবার ‘বাবা’।সারা বিশ্বে জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’ পালন করি। বাবার প্রতি ভালোবাসা সম্মান জানাতে বিশ্বজুড়ে পালন হয় বাবা দিবস। এই দিনে সকল বাবাদের বিভিন্নভাবে শুভেচ্ছা জানানো ও স্মরণ করা হয়।


ছেট থেকে সন্তানের কাছে ভালোবাসা আদর-শাসন আর ভরসা, বিশ্বস্ততার জায়গা হলো বাবা।আমাদের বাবার মাধ্যমেই আমাদের জীবনের শুরু। সন্তান কখনই বাবার ঋণ পরিমাপ করতে বা শোধ করতে পারে না। উত্তপ্ত সূর্যের অগ্নি ঝড়া আভায় সন্তানের জন্য শীতল ছায়া হয়ে থাকেন সার্বক্ষণিক বাবা।একজন বাবা সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করোন।


বাবার জন্য সন্তানের ভালোবাসা প্রকাশের বিষয়টি চিরন্তন। তবে এখন যুগের পরিবর্তনে ভালোবাসা প্রকাশের ভঙ্গিতে এসেছে অনেক পরিবর্তন। মা দিবস পালনের মতো এখন পৃথিবীর মানুষ বছরের একটা দিন বাবার জন্য ভালোবাসা প্রকাশ করে।আমরা জানি গত শতকের প্রথম দশক থেকেই শুরু হয় বাবা দিবস। তবে এখন সবদেশেই বাবা দিবস পালন করা হয়।


বাবার ঋণ কখনো শোধ করা যাবে না।যদি গায়ের রক্ত সব দিয়ে দিই তাও না।কিন্তু আমারা এখন মুখে ভালোবাসা দেখাই অথচ বাবাকে বৃদ্ধাশ্রমে রাখি।বাবাকে নিয়ে যতই লিখি না কেন শেষ হবে না।বাবার ভালোবাসার ঝণ শোধ করা যাবে না।

চলবে....

ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 last year 

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া বাবা যেন আমাদের সকলের জন্য একটা বট বৃক্ষের মতো। যারা এই জিনিসটাকে হারিয়ে ফেলেছে তারাই একমাত্র এটার মর্ম বুঝতে পারে। আমরা চাইলে কোনদিনও তার ঋণ শোধ করতে পারবোনা।

 last year 

বাবা নামক বডি বৃক্ষকে যারা হারিয়েছে একমাত্র তারাই এর অপূর্ণতাটা বুঝতে পারে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বাবাকে নিয়ে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করলেন। এটা ঠিক বাবা মাথার উপর বটবৃক্ষের মতো।এই বাবার ঋণ কখনও শোধ হবার নয়।যারা এই মা-বাবার ভালোবাসাকে ভুলে গিয়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাদের মতো পোড়া কপাল আর নেই।এসব দিবস টিবস পালন করে লোক দেখানো ভালোবাসার কোন দরকার আছে বলে আমি মনে করি না।শুধু এটাই বলতে চাই আপনি বা আমরা যখন অসহায় ছিলাম তখন এই মানুষ দুটোই আমাদের আগলে রেখেছিলেন। আমরাও যেনো তাদের অসহায় সময় এভাবে তাদের আগলে রাখতে পারি,আমিন।

 last year 

ঠিকই বলেছেন আপু একজন বাবা তার সন্তানদের জন্য মাথার উপরে বট বৃক্ষের মত।
প্রতি টা সময় তাদেরকে সাপোর্ট করে যায় সুখ দুঃখের সাথী হয়ে থাকে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

আসলে বাবার ভালোবাসার কথা প্রকাশ করার কোনো ভাষা পাওয়া যায় না। মায়ের ভালোবাসা নিয়ে অনেক কথা হলেও বাবার ভালোবাসা দেখা যায় না। বাবারা বট বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। তাছাড়া বাবা-মার ভালোবাসার জন্য আলাদা কোন দিবসের দরকার হয় না। প্রতিটি দিনই ভালোবাসা দিবস। খুব ভালো লিখেছেন ভাইয়া। পড়ে ভালো লাগলো।

 last year 

একদম ঠিক বলেছেন আপু বাবা মাকে ভালবাসতে বা তাদের ভালোবাসার প্রতিদান দিতে কোন দিবস প্রয়োজন হয় না তাদের জন্য প্রতিটা দিনই দিবস।
তাদের ঋণ তো আমরা কোনদিনই শোধ করতে পারব না।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

পৃথিবীতে বাবা থাকাটাই জরুরী। যার বাবা নেই সে জানে বাবা না থাকার কষ্টটা। বাবা একটি বড় বট গাছের মতো। যত ঝড় বৃষ্টি আসুক না কেন সে ঠিকই সামলে নেওয়ার চেষ্টা করে। নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে সন্তানের ইচ্ছা পূরণের চেষ্টা করে যায় বাবা। ধন্যবাদ ভাইয়া এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া যেমনি হোক পৃথিবীতে বাবা থাকাটা সবথেকে বেশি জরুরি। বাবা থাকা মানে আরো একটি পৃথিবী আমার সাথে থাকা।

 last year 

বাবারা সব সময় কষ্টগুলোকে মুখ বুজেই সহ্য করে নেয় এবং এগুলো কখনোই কারো সামনে প্রতীয়মান হতে দেন না। নিজে অনেক কষ্টে থাকলেও সন্তানদের মুখে হাসি ফুটাতে তিনি সব সময় চেষ্টা করেন। বাবারা কখনো খারাপ হয় না। মানুষ হিসেবে খারাপ হোক বা ভালো কিন্তু বাবা হিসেবে সব সময় ভালো। বাবাকে নিয়ে খুব সুন্দর কিছু কথা লিখেছেন ভাইয়া।তবে আরেকটু বড় করে লিখলে হয়তো বা আজকেই বিষয়টা পড়ে ফেলতে পারতাম। কারণ বাবাকে নিয়ে লেখার মধ্যে থেমে যেতে ইচ্ছে করেনি।খুব ভালো লাগলো বিষয়টা পড়ে।

 last year 

নিজের কষ্টকে লুকিয়ে রেখে সন্তানের জন্য প্রতিনিয়ত হাসিমুখে সবকিছু মেনে নেয়ার নাম হচ্ছে বাবা।
ধন্যবাদ আপু পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

যদি আপনি দেখেন প্রখর রৌদ্র পড়ছে তখন আপনি কি করবেন নিশ্চয়ই একটা গাছের নিচে দাঁড়াবেন। যদি প্রশ্ন করা হয় আমি আপনি কেন এই গাছের নিচে দাঁড়াবেন আপনি অবশ্যই বলবেন ছায়া নেয়ার জন্য। বাবা, দুইটা অক্ষর কিন্তু এর মহত্ব অনেক বেশি। রাস্তার পাশে যেমন বড় বৃক্ষ আপনার ছায়া দেয় ঠিক তেমনি আপনার যতকাল বাবা বেঁচে থাকবে ততক্ষণ আপনার ছায়া দিবে। যার বাবা নেই সে জানে এর কষ্ট কতখানি। তবে আমরা অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনা। বাবার ঋণ কখনোই পরিশোধ হবার নয়।

Posted using SteemPro Mobile

 last year 

যতটা বিপদে থাকি না কেন যত কষ্টেই থাকি না কেন বাবা মায়ের কাছে গেলে যেন সবই ভুলে যাই।
সাহস দেবে বুদ্ধি দেবে পরামর্শ দেবে সব সময় ছায়া হয়ে সাথে থাকবে।

 last year 

হ্যাঁ বাবা মানেই পৃথিবীর বটবৃক্ষ যিনি ছায়া হিসেবে সব সময় পাশে থাকে। যার বাবা নেই সেই বুঝতে পারে তার পৃথিবীতে কত বড় একটি অপূর্ণতা। অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন এই অনুভূতিগুলো আমাদের মাঝে মাঝে অনুভব করা উচিত । যেটা পাশে থাকাকালীন ওরা অনুভব করি না।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

বাবাকে নিয়ে খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। আসলে যার বাবা নেই তারাই একমাত্র বুঝে কি জিনিস হারিয়ে ফেলেছে। ঠিকই বলেছেন আপনি বাবা এবং বড় ভাইয়েরা সকলের নিকট বটো বৃক্ষের মতো। তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। তাদের যত কষ্ট হোক না কেন মুখ বুজে সব সহ্য করে। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

গায়ের সমস্ত রক্ত বা মাংস কেটেও যদি তাদের সেবায় নিয়োজিত করে দেই তবুও তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

একজন সন্তানের কাছে মা-বাবা কত গুরুত্বপূর্ণ সে নিজেই বুঝেন। তাছাড়া আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি বাবার উপস্থিতি কিংবা অনুপস্থিতি। এছাড়া মায়ের উপস্থিতি কিংবা অনুপস্থিতির গুরুত্ব কতটা বহন করে। এই পৃথিবীতে বাবা হচ্ছেন অনেক বড় মূল্যবান সম্পদ যা বট গাছের মতো একজন সন্তানের কাছে সারা জীবন ছায়া হয়ে থাকে। বাবা নিয়ে খুব সুন্দর অনুভূতি লিখলেন আপনি অসাধারণ ছিল।

 last year 

আসলে মা বাবা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সব সময় শেয়ার মত কতটা গুরুত্বপূর্ণ ভাবে সাথে থাকে সেটা বোঝা বাহুল্য।
যারা হারিয়েছে তারা এই গুলো অনুভব করতে পারে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42