শুকনা লংকার স্বাদে আলু দিয়ে রুই মাছ ভুনা😋

in আমার বাংলা ব্লগ2 years ago

১৩জ্যৈষ্ঠ , ১৪২৯ বঙ্গাব্দ

২৭মে, ২০২২ খ্রিস্টাব্দ
২৫শাওয়াল , ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️
গ্রীষ্মকাল ।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


🍲😋👨‍🍳

1653655786080.jpg

IMG_20220527_184633.jpg

প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আজ আপনাদের মধ্যে শেয়ার করব আলু দিয়ে রুই মাছ ভুনা রেসিপি। প্রতি সপ্তাহের ছুটির দিনে চেষ্টা করি একটু স্পেশাল এবং দু-তিনটা রেসিপি প্রস্তুত করার। যেহেতু সপ্তাহে পাঁচদিন অফিসের কাজের চাপের জন্য সেরকম ভাবে সময় নিয়ে রেসিপি প্রস্তুত করা হয় না। আজকে সবমিলিয়ে আমি তিনটা রেসিপি প্রস্তুত করেছি। রুই মাছ ভুনা মুরগির মাংস এবং খাসির মাংস দিয়ে বিরানি। দুজন মেহমান আসছিলো বাসায় আর আমার রুমমেট চারজন। খুব মজা করে খেয়েছি রেসিপিগুলো। রেসিপি দেখতে যেমন সুস্বাদু দেখাচ্ছে খেতে ও অনেক মজা হয়েছিল। আশা করছি আমার রেসিপির প্রস্তুত প্রণালি আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণপরিমাণ
মাছ৮ পিচ।
পিয়াজ,মরিচপরিমাণমতো।
আদা১টা।
শুকনা লংকা৬ পিচ।
হলুদ,ধনুয়া,২চা চামচ করে।
এলাস,জিরা,দারচিনি।পরিমাণমতো।
লবণস্বাদ মতো।
তেল ⛽পরিমাণমতো
আলু৪ টা মাঝারি।

👨‍🍳

1653660822139.jpg

রেসিপিটি প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে আমি আলু, পিয়াজ, মরিচ, আদা, শুকনো লঙ্কা এবং মাছ নিয়েছি। এরপরে আমি মাছ সুন্দর করে আশ ছাড়িয়ে কেটে পরিষ্কার পানি এবং লবণ দিয়ে ধুয়ে নিই। তারপরে আলু,পিয়াজ মরিচ কুচি করে কেটেছি এবং শুকনা লঙ্কা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে বেটে নিয়েছি।

👨‍🍳

IMG_20220527_184143.jpg

এবার আমি গ্যাসের চুলা টি অন করে তার উপর কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তারপরে গ্যাসের চুলা জ্বালিয়েছি।তেল দিয়েছি পর্যাপ্ত পরিমান গরম হলে পূর্বে প্রস্তুত করে রাখা মাছের টুকরাগুলো তেলের উপর দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি।

👨‍🍳

IMG_20220527_184236.jpg

মাছগুলো ভাজি করা হয়ে গেলে সেই তেল এর মধ্যেই পূর্বে প্রস্তুত করে রাখা আলু টুকরোগুলো দিয়ে হালকা ভাজি করে নিব। এতে করে রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হবে। এবং আলুতে অন্যরকম একটি সুগন্ধি ছড়াবে।

👨‍🍳

IMG_20220527_184330.jpg

এই ধাপে এসে আমি পুনরায় আবারও কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেল ⛽ পর্যাপ্ত পরিমাণ গরম হলে তার মধ্যে কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিয়েছি। সরিষার তেল দিয়ে রেসিপি প্রস্তুত করলে তেলে হালকা ফেনা হয়ে থাকে। যা আপনারা চিত্রে লক্ষ্য করলে দেখতে পাবেন।

👨‍🍳

IMG_20220527_184405.jpg

পেঁয়াজ এবং মরিচ হালকা ভাজি হয়ে গেলে তার মধ্যে পূর্বে শুকনো লঙ্কা বেটে রাখা এবং লবণ তেলের উপর দিয়ে মসলা ভালো করে ভুনা করতে থাকবো।

👨‍🍳

IMG_20220527_184450.jpg

খুবই সুন্দর করে আমি মসলাগুলো ভুনা করে নিয়েছিলাম। কারণ মসলা ভুনা যত ভালো হবে রেসিপিটি খেতে ততো সুস্বাদু হবে। এরমধ্যে আমি পূর্বে ভেজে রাখা আলু টুকরাগুলো দিয়ে দিয়েছি এবং এখন আলুগুলো মসলার সাথে ভালো করে মাখিয়ে ভুনা করতে হবে।

👨‍🍳

IMG_20220527_184535.jpg

আলু গুলা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এবং মসলা ভালো করে মাখানো হলে। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এবং পানি যখন গরম হয়ে ফুটতে শুরু করে তার মধ্যে পূর্বে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি। যা আপনারা উপরের ফটোতে লক্ষ্য করলে দেখতে পাবেন।

😋😋

IMG_20220527_184633.jpg

এরকমভাবে রেসিপিটি কিছু সময় চুলার উপরে রেখে দিয়েছিলাম। ঝোল টা একটু কম হয়ে গেলে লবণের স্বাদ নিয়ে তারপরে রেসিপিটি চুলা থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবং আপনাদের মাঝে পরিবেশন করেছি একটি ফটোগ্রাফির মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতে তেমন সুস্বাধু হয়েছিল। আসলে ছুটির দিন বলে কথা ছুটির দিনে রেসিপি গুলো একটু স্পেশাল ভাবেই প্রস্তুত করার চেষ্টা করি। যেহেতু অন্যান্য দিন ধীরেসুস্থে রেসিপি প্রস্তুত করার মত সময় পাওয়া হয়না।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

ভাইয়া এত লোভনীয় রেসিপি দেখে লোভ সামলাতে আর পারছি না। আমার কাছে তো রুই মাছ অনেক ভালো লাগে। সেই মাছ শুকনো লঙ্কা ও আলু দিয়ে তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো।এভাবে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে এই রেসিপি দারুন মজা লাগে। আপনার রেসিপির কালার দেখতে অসাধারণ হয়েছে। সরিষার তেল দিয়ে রান্না করাতে মনে হচ্ছে এর স্বাদ আরও বেড়ে গিয়েছে। ধন্যবাদ ভাইয়া এতো সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রেসিপিটি লোভ সামলাতে পারেন আপু তাহলে একদিন দাওয়াত নেন চলে আসুন আমার বাসায় অবশ্যই এর থেকে ভালো রেসিপি প্রস্তুত করে আপনাকে খাওয়ানো হবে দাওয়াত রইলো চলে আসেন রকেটে।।

 2 years ago 

শুকনো লঙ্কার সাথে আলু দিয়ে রুই মাছ ভুনা রেসিপি দেখতে অনেক সুন্দর লাগছে ভাইয়া। রেসিপির কালারটি এত সুন্দর হয়েছে যে ইচ্ছে করছে এখনই খেয়ে নেই। আমাদের বাসায় আজ রুই মাছ রান্না করেছে। তবে আলু দিয়ে নয় শুধু ভুনা করেছে। খেতে অনেক ভালো লেগেছিল। অনেক চমৎকার ছিল ভাইয়া আপনার আজকের রেসিপি। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ আম্মু রেসিপিটি সুন্দর মত পর্যবেক্ষন করে এবং মন্তব্য করার জন্য আসলে রেসিপিটি খেতে খুবই মজা হয়েছিল

 2 years ago 

আলু দিয়ে রুই মাছ ভুনা রেসিপি খুবই লোভনীয় হয়েছে ভাইয়া। শুকনা লংকা বাটা দিয়ে মাছের রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে রুই মাছের এই মজার রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া শুকনো লঙ্কা দিয়ে রেসিপি প্রস্তুত করলে রেসিপি কালার যেমন খুব সুন্দর দেখায় রেসিপিগুলো খেতেও সুস্বাদু হয়ে থাকে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

শুকনো লঙ্কার সাথে অনেক মজাদার রুই মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন। রান্নার কালার লাল লাল হয় দেখতে খেতেই ইচ্ছে করছে। অনেক চমৎকার হয়েছে আপনার আজকের রেসিপিটি আমার কাছে রুই মাছ খেতে খুবই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু আসলে ও রেসিপিটি অনেক চমৎকার হয়েছিল দেখতে তেমন লোভনীয় দেখাচ্ছে খেতে যেমন সুস্বাদু হয়েছিল খুব মজা করে খেয়েছে জন্য বাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য

 2 years ago 

রুই মাছ ভুনা মুরগির মাংস আবার খাসির মাংস দিয়ে বিরিয়ানি 😳
এতকিছু তৈরি করলেন তবুও দাওয়াত দিলেন না ভাই 😛 দাওয়াত দেওয়া উচিত ছিল হিহিহি।
যাইহোক রেসিপিটি দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে, দেখে মনে হচ্ছে রেসিপিটি খুবই স্পাইসি। আমি স্পাইসি খাবার খুবই পছন্দ করি।
ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অবশ্যই ভাইয়া দাওয়াত রইলো যেদিন খুশি চলে আসেন সময় করে খাওয়া হবে আড্ডা হবে মজা হবে মাস্তি হবে।।

 2 years ago 

সরিষার তেলে রান্না করছেন দেখেই ভাল লাগছে। সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকেই এখন সরিষার তেল খাওয়া শুরু করেছে। আপনার রেসিপিটি সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া সয়াবিন তেলের তো এখন অনেক দাম যদিও আগে থেকেই সোয়াবিন তেল কম খাওয়া হয় সরিষার তেল দেয় বেশি খেয়ে থাকি রেসিপিটি খেতেও খুব মজা হয়েছিল ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

ভাইয়া আপনিতো কাঁচালঙ্কা দিয়ে রুই মাছ রান্না করেছেন। শুকনা লঙ্কা তো দেখলাম না। যাইহোক আলু দিয়ে রুই মাছ ভুনা কিন্তু খুবই সুস্বাদু লাগছে দেখতে । কালারটি সেইরকম লোভনীয় হয়েছে। দেখেই খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

ফটোগুলো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়েছে রেসিপির মধ্যে ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য

 2 years ago 

আমরা তো সব সময় শুকনো লঙ্কার গুড়া দিয়ে মাছ রান্না করে থাকি আপনারা মনে হয় কাঁচা মরিচ দিয়ে মাছের তরকারি রান্না করে খান ।আর শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করেছেন রুই মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে। এভাবে করে মাছ রান্না করে খেতে অনেক মজা হয়। তারপর আবার সরিষার তেল ব্যবহার করেছেন সরষের তেল দিয়ে রান্না করলে খেতে নিশ্চয়ই অনেক ভালো হয়। ভালো লাগলো আপনার রেসিপিটি।

 2 years ago 

সচরাচর শুকনো লঙ্কা একটু কমই খাওয়া হয় মাঝেমধ্যে যখন শুকনো লঙ্কা দিয়ে রেসিপি গুলো পোষ্ট করেই দেখতে তেমন লোভনীয় দেখায় ক্ষেত্রে তেমন সুস্বাদু হয় ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য

 2 years ago 

রুই মাছ ভুনা খেতে অনেক ভাল লাগে। শুকনো মরিচের স্বাদে রেসিপিটি ভালই করেছেন। কালারটি বেশ ঝাল ঝাল মনে হচ্ছে। দেখতেও চমৎকার লাগছে। সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে রেসিপিটি পর্যবেক্ষণ করে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রইল

রুই একটি প্রচলিত মাছ হলেও ,আপনার রেসিপিতে নতুনত্বের ছোঁয়া অনেক ।রং ও উপস্থাপনা অনেক সুন্দর হওয়ায় স্বাদটা যে মন্দ হবে না তা বলা যায়।

 2 years ago 

ঠিকই বলেছেন নজরুল ভাই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনাকে অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে রেসিপিটি সম্পর্কে মন্তব্য পেশ করার জন্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59179.00
ETH 2969.17
USDT 1.00
SBD 3.75